OrdinaryITPostAd

নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৪

নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৪ সম্পর্কে অনেকেই জানতে চায়। এজন্য দরকার সঠিক তথ্যের। সঠিক ও গ্রহণযোগ্য তথ্যের অভাবে অনেকেই সিজনাল ওয়ার্ক ভিসায় নেদারল্যান্ডস যেতে পারে না। আমাদের আজকের এই আর্টিকেলে নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৪ সম্পর্কে আলোচনা করব। কাজেই সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন। 

আর্টিকেল সূচিপত্র 

১. নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৪ 

নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৪ সম্পর্কে চলুন প্রথমেই জেনে নেই।ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ হচ্ছে নেদারল্যান্ড। যারা কৃষি কাজে অনেক আগ্রহী মূলত তারাই নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসায় নেদারল্যান্ডস যেয়ে থাকেন। সিজনার ভিসা পরিচিত আনুষ্ঠানিকভাবে 'মৌসুমী কাজের জন্য বসবাসের অনুমতি নামে'। 

যারা ইইউ বা ইইএ দেশের তাদের জন্য সিজনাল ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই। কৃষি ও উদ্যান খাতে সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় ২৪ সপ্তাহ পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়। যারা অ- ইউরোপীয় নাগরিক তাদেরকে প্রথমে চাকরির অফার পেতে হবে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পর দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে। 

২. নেদারল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসার আবেদনের প্রয়োজনীয়তা 

নেদারল্যান্ড সিজনাল ওয়ার্ক ভিসার জন্য যেসব কাগজপত্রের প্রয়োজন সেগুলো নিচে দেওয়া হলো-
  • একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। 
  • কর্মসংস্থানের চুক্তি থাকতে হবে যেমন- কাজের ঘন্টা, কাজের বিবরণ, বেতন ইত্যাদি। 
  • কাজের মেয়াদ হচ্ছে ৬ মাস
  • স্বাস্থ্যবীমার প্রমাণপএ
  • নিয়োগকর্তা কর্তৃক বাসস্থানের প্রমাণপএ
  • জাতীয়তার উপর নির্ভর করে যক্ষ্মার প্রমাণপএ

৩. নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা আবেদন প্রক্রিয়া 

নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা আবেদন প্রক্রিয়া নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো:
  • প্রথমে একজন ডাচ কর্মকর্তার নিকট হতে মৌসুমী কর্মসংস্থানের প্রস্তাব পেতে হবে। নিয়োগকর্তা কর্তৃক ডাচ ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন সার্ভিস (IND) একক পারমিট সংগ্রহ করতে হবে। এই পারমিটটি হচ্ছে মূলত মৌসুমী কর্মীদের জন্য বাসস্থান ও ওয়ার্ক পারমিটের সংমিশ্রণ। 
  • নিয়োগকর্তা কর্তৃক আবেদন IND তে জমা দিতে হবে।
  • একক পারমিট পাওয়ার পর নিয়োগকর্তা এবং আপনাকে IND দ্বারা অবহিত করা হবে। 
  • এবার পাসপোর্টের জন্য আপনাকে MVV সংগ্রহ করতে হবে। 
  • তারপর নিকটবর্তী ডাচ দূতাবাস থেকে প্রাথমিক ভিসা স্টিকার সংগ্রহ করে নিবেন। 

৪. নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা আবেদন ফি

একটু আগে আমরা জানলাম নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা আবেদন সম্পর্কে। এবার আমরা জানব নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা আবেদন ফি কত? নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা আবেদন ফি হচ্ছে ২১০ ইউরো। 
নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসায় যেসব কাজে আবেদন করা যাবে:
  • মাঠে মাঠে ফুল তোলা
  • মাঠে স্ট্রবেরি কাটা
  • ফসল কাটা
  • অ্যাসপারাগাস চাষ করা
  • নাশপাতি বা আপেল বাছাই করা
  • নার্সারিতে উদ্ভিদ ও ফুলের কাজ করা 
  • সবজি চাষ করা

৫. নেদারল্যান্ডস কাজের বেতন কত

অনেকেই জানতে চায় নেদারল্যান্ড কাজের বেতন কত? আর্টিকেলের এই অংশে জানতে পারবেন নেদারল্যান্ডস কাজের বেতন কত দেওয়া হয়। নেদারল্যান্ডসে রয়েছে অনেক ধরনের কাজের ব্যাপক চাহিদা। নেদারল্যান্ডসে বিভিন্ন কাজ যেমন - কন্সট্রাকশনের কাজ, গার্মেন্টস কর্মী, আইটি খাত এবং ইলেকট্রিক্যাল এসব কাজের ভালো চাহিদা।এসব কাজে কর্মরত ব্যাক্তি মাসিক ৯০০-১০০০ ইউরো পর্যন্ত বেতন পেয়ে থাকে। তাছাড়া যারা টুরিস্ট হিসেবে নেদারল্যান্ডস যায় তারা পার্ট টাইম কাজ করে মাসিক ৩০০ থেকে ৪০০ ইউরো পর্যন্ত ইনকাম করতে পারে।

৬. নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসা 

নেদারল্যান্ডসের শিক্ষা ব্যবস্থা গবেষণাকেন্দ্রিক এবং খুবই উন্নত।নেদারল্যান্ডস স্টুডেন্ট ভিসায় যেয়ে আপনি আপনার পছন্দমতো যেকোন বিষয়ে পড়াশোনা করতে পারবেন। নেদারল্যান্ডসে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেগুলো রেঙ্কিং দিক দিয়ে অনেক উপরে রয়েছে। নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাস্টার্স, ব্যাচেলর, পিএইচডি এবং বিভিন্ন শর্ট কোর্স অফার করে থাকে। এখানকার বিশ্ববিদ্যালয় গুলোতে বেশিরভাগ ব্যাচেলর কোর্স করানো হয় ডাচ ভাষায়। তবে ডক্টরোলার বিষয় এবং মাস্টার্সে ইংরেজি পড়ানোর ব্যবস্থা রয়েছে। 

স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র :

  • পূরণকৃত ভিসার আবেদন ফরম 
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোটিভেশনাল লেটার বা জীবন বৃত্তান্ত 
  • ইউনিভার্সিটি কর্তৃক অফার লেটার
  • হেল্থ ইন্সুইরেন্স 
  • জন্ম নিবন্ধন সনদ। জন্ম নিবন্ধন সনদ অবশ্যই আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং কনস্যুলেট থেকে সত্যায়িত হতে হবে। 
  • এপয়েন্টমেন্ট লেটার
  • জার্মান ভাষা বা আইইএলটিএস দক্ষতার সার্টিফিকেট
  • টিউশন ফি পেমেন্ট এর ফটোকপি (প্রয়োজন অনুযায়ী) 
  • একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিটের ফটোকপি 
  • ব্যাংক স্টেটমেন্ট 
  • মাস্টার্স পোগ্রামে আবেদনের জন্য জব এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

৭. নেদারল্যান্ডস যেতে কত টাকা লাগে  

নেদারল্যান্ডস যেতে কত টাকা লাগে তা মূলত নির্ভর করবে আপনি কোন ভিসায় নেদারল্যান্ডস যেতে চান তার ধরনের উপর। স্টুডেন্ট ভিসায় নেদারল্যান্ডস যেতে খরচ পড়বে ২০০০ থেকে ৬০০০ ইউরো এর কাছাকাছি। আবার ওয়ার্ক পারমিট ভিসায় নেদারল্যান্ডস যেতে খরচ হবে ৩ হাজার থেকে ৪ হাজার ইউরো। 

৮.নেদারল্যান্ডস টুরিস্ট ভিসা 

অনেকেই নেদারল্যান্ডসে ঘুরতে যেতে যায়। এজন্য সবার একটি কমন প্রশ্ন থাকে নেদারল্যান্ডস টুরিস্ট ভিসা সম্পর্কে।আপনি যদি টুরিস্ট ভিসায় নেদারল্যান্ডস যেতে চান তাহলে স্বল্প সময়ের জন্য আপনাকে একটি সেনজেন টুরিস্ট ভিসা বানাতে হবে। এই ভিসাটি ভ্রমণ পরিকল্পনা এবং জাতীয়তার উপর নির্ভর করে থাকে। নেদারল্যান্ডস টুরিস্ট ভিসা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন-
  • একক প্রবেশ ভিসা 
  • ডাবল এন্ট্রি ভিসা
  • একাধিক এন্ট্রি ভিসা
একক প্রবেশ ভিসা:
একক প্রবেশ ভিসায় আপনি কম সময়ের জন্য নেদারল্যান্ডসে থাকতে পারবেন। এই ভিসায় সর্বনিম্ন ৯০ দিন এবং সর্বোচ্চ ১৮০ দিন থাকতে পারবেন। 
ডাবল এন্ট্রি ভিসা :
এই ভিসায় আপনি দীর্ঘদিন নেদারল্যান্ডসে অবস্থান করতে পারবেন। 
একাধিক এন্ট্রি ভিসা :
একাধিক এন্ট্রি ভিসায় আপনি নেদারল্যান্ডসে একাধিক বার প্রবেশ করতে পারবেন। 

প্রয়োজনীয় কাগজপত্র :
টুরিস্ট ভিসার জন্য যেসকল কাগজপত্র প্রয়োজন সেগুলো হচ্ছে -
  • পূরণকৃত ভিসা আবেদন ফরম
  • পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)
  • ব্যবসায়িক প্রমাণপএ
  • ব্যাংক স্টেটমেন্ট 
  • নেদারল্যান্ডসে কোন আত্মীয় বা পরিবারের সাথে দেখা করলে তার আমন্ত্রণপএ
  • একাডেমিক প্রমাণপএ
  • কর্মসংস্থানের প্রমাণপএ

টুরিস্ট ভিসার আবেদন :

  • প্রথমে ভিসার ধরন সিলেক্ট করতে হবে
  • এবার অনলাইনে ভিসার আবেদন পএ সম্পূর্ণ করতে হবে। 
  • তারপর ফটো এবং আঙুলের ছাপ দিতে হবে। 
  • প্রয়োজনীয় সকল ডকুমেন্টস প্রদান করতে হবে।
  • নির্দিষ্ট পরিমাণ ফি প্রদান করতে হবে। 
  • একটি অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হবে ফি জমা দেওয়ার জন্য। 
  • নেদারল্যান্ডসের ভিসা ইন্টারভিউতে যোগ দিতে হবে। 
  • আপনি যদি যোগ্যতার সকল মাপকাঠি পূরণ করেন তাহলে সহজেই টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। 

৯. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় কত দিন থাকার অনুমতি দেয়?

উত্তর: নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক পারমিট ভিসায় ৬ মাস থাকার অনুমতি দেয়। 

প্রশ্ন ২: স্টুডেন্ট ভিসায় নেদারল্যান্ডস যেতে কত খরচ পড়বে?খরচ পড়বে ২০০০-৬০০০ ইউরো। 

উত্তর: স্টুডেন্টস ভিসায় নেদারল্যান্ডস যেতে খরচ পড়বে ২০০০-৬০০০ ইউরো। 

প্রশ্ন ৩: নেদারল্যান্ডস এর একক টুরিস্ট ভিসায় সর্বনিম্ন কত দিন পর্যন্ত থাকা যায়?

উত্তর: নেদারল্যান্ডস এর একক টুরিস্ট ভিসায় সর্বনিম্ন ৯০ দিন পর্যন্ত থাকা যায়। 

প্রশ্ন ৪: নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন ফি কত?

উত্তর : নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৪ আবেদন ফি হচ্ছে ২১০ ইউরো।

১০. লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে নেদারল্যান্ডস সিজনাল ওয়ার্ক ভিসা ২০২৪ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেলটি পড়ে অনেকটা উপকৃত হবেন আশা করছি। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech। ধন্যবাদ। 

এই আর্টিকেলের-

লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে । তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url