নীতিমালা

আমাদের জানুন 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য DU Speech একটি আর্টিকেল রাইটিং প্ল্যাটফর্ম। এই ওয়েবসাইটে আমরা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি, শিক্ষা, শিক্ষাবৃত্তি, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন আর্টিকেল লেখা হয়ে থাকে।

আমাদের সাথে আর্টিকেল রাইটার হিসেবে যোগ দিতে চাইলে আপনাকে আমরা একটি কোর্স করাবো। উক্ত কোর্সে মূলত আমরা আপনাকে শেখাবো কিভাবে আর্টিকেল লিখতে হয়, আর্টিকেল লেখার বিভিন্ন নিয়ম-কানুনসহ বিস্তারিত।  যারা সফলভাবে কোর্স শেষ করতে পারবে তাদেরকে আর্টিকেল লেখক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

যেকোনো সমস্যায় যোগাযোগ করুন : 01789699509(রাত ১১-১২)

 গোপনীয়তা নীতি

  1. DU Speech ওয়েবসাইটে আপনার প্রবেশ করানো যেকোনো তথ্য যেমন নাম, ইমেইল ,মোবাইল ফোন নাম্বার, ওয়েবসাইট লিঙ্ক ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখা হয় কিন্তু তার শতভাগ সুরক্ষায় নিশ্চয়তা DU Speech দেয় না । 
  2. আমরা বিজ্ঞাপন সরবরাহ করতে এবং আমাদের ওয়েবসাইট ট্রাফিক বিশ্লেষণ করতে কুকি ব্যবহার করি। আপনার পছন্দের বিষয় জেনে আপনাকে বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা বিজ্ঞাপন কোম্পানির (যেমন গুগল এডসেন্স এবং গুগল এনালাইটিক্স) সাথে আপনার সাইট ভিজিটর তথ্য ও সাইটে আপনাদের প্রবেশ করানো ইনফরমেশন শেয়ার করে থাকি। 
  3. এই ওয়েবসাইটে সকল কনটেন্ট সবার জন্য উন্মুক্ত নয়। ক্ষেত্রবিশেষে বিভিন্ন কন্টেন্ট দেখার জন্য উপযুক্ত অথেন্টিক অ্যাকাউন্ট ব্যবহার করতে হতে পারে। 

কপিরাইট নীতি 

  1.  DU Speech  ওয়েবসাইটে প্রকাশিত সকল কনটেন্টের স্বত্বাধিকারী কেবলমাত্র DU Speech।  যে কোন উদ্দেশ্যে এই ওয়েবসাইটে প্রকাশিত কোন আর্টিকেল বা পেইজের কনটেন্ট সম্পূর্ণ কপি করে অন্য কোন মাধ্যমে প্রকাশ করা সম্পূর্ণই নিষিদ্ধ। তবে আর্টিকেল বা পেইজের কোন অংশবিশেষ কপি করে অন্যত্র প্রকাশ করা যাবে সে ক্ষেত্রে DU Speech ওয়েবসাইটের Dofollow লিংক যুক্ত করে ক্রেডিট উল্লেখ করতে হবে।
  2. এই ওয়েবসাইটের প্রকাশিত আর্টিকেলগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন বাংলা/ইংরেজী সোর্স থেকে মূলত ভাবানুবাদ করে লেখা হয় সে ক্ষেত্রে কোন কোন আর্টিকেল কাকতালীয়ভাবে কোন সোর্স এর  সাথে সরাসরি মিলে যেতে পারে মূল আর্টিকেলটি যদি আপনার হয়ে থাকে এবং এটি অন্য কোথাও প্রকাশিত হোক এটা যদি না চেয়ে থাকেন তবে ওয়েবসাইট এডমিন কে অবহিত করুন। 
  3. কোন আর্টিকেল লেখক যদি অন্য কোনো মাধ্যম থেকে আপনার প্রকাশিত আর্টিকেল হুবহু কপি করে আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে ও যদি উপযুক্ত ক্রেডিট উল্লেখ না করে এবং আপনি যদি চান তারিখের অংশবিশেষ অন্য কোথাও ব্যবহার নিষিদ্ধ তা হলেও ওয়েব সাইটের এডমিন কে বা পরিচালককে অবহিত করুন।


যোগাযোগ 

 আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ফেসবুক,   হোয়াইটস্ এপ,  ফোনে।  আপনার পরামর্শ,  অভিযোগ ও অনুরোধ জানান নিচের ঠিকানায়-

হোয়াইটস্ এপ বা মোবাইল ফোনে যোগাযোগ করুন : 01789699509

 আমাদের ওয়েবসাইটে কাজ করতে অবশ্যই আপনাকে কিছু নীতিমালা মেনে  কাজ করতে হবে। আপনি যদি এক বা একাধিক নীতিমালা ভঙ্গ করে আর্টিকেল লিখেন তাহলে শুরুতে কয়েকবার সতর্ক করা হবে।  বার বার নীতিমালা ভঙ্গ করে আর্টিকেল লিখলে কয়েকবার সতর্ক করার পর আপনাকে আমরা ব্লক করে দিতে বাধ্য হব। তাই আমাদের সাথে লেখক হিসেবে কাজ করতে নীতিমালা সমূহ ভালোভাবে পড়ে নিন।

আর্টিকেল লেখার সময় যে বিষয়গুলো আপনার  জানা উচিত

  • একটি বাক্যও কপি করা যাবে না। তবে আইডিয়া কপি করা যাবে। মনে করুন কয়েকজন একটি সৃজনশীল প্রশ্নের উত্তর গাইড থেকে পড়েছেন শুধু ধারনা নেওয়ার জন্য। এখন পরীক্ষার খাতায় সবার উত্তর কিন্তু এক হলেও ভাষা সবারই আলাদা আলাদা হবে। বিষয়টি ঠিক এমনই। 
  •  আর্টিকেলের তথ্য গুগল(অনুৎসাহিত করা হয়) এবং ইউটিউব(সবচেয়ে নিরাপদ) থেকে সংগ্রহ করতে হবে। উক্ত বিষয়ে যদি নিজের অভিজ্ঞতা থাকে তাহলে নিজের মতো করেও লেখা যাবে।
  • এক মাসে ৬০টি আর্টিকেল লিখে জমা দিতে হবে।   
  • অসুস্থ্যতা/পরীক্ষা/অনান্য সমস্যায় পড়লে বাড়তি ১০ দিন সময় দেওয়া হবে অর্থাৎ, ৩০+১০=৪০ দিনের মধ্যে আর্টিকেল লিখে জমা দিতে হবে। 
  • প্রতি ৫ টি বানান ভুলের জন্য ১০৳ কেটে নেওয়া হবে। ৫টির অধিক হলে ১৫৳। টাইটেল, শিরোনাম, ভুমিকা ও সূচীপত্রের বানান ভুল করলে উক্ত আর্টিকেলের অর্ধেক আয় কেটে নেওয়া হবে।
  • আমরা সময়ের ক্ষেত্রে খুবই সচেতন। আপনি দেরি করে জমা দিলে বা কোন অজুহাত দেখালে কোন কাজ হবে না। আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যেই আর্টিকেল লিখে জমা দিতে হবে নতুবা  The DU Speech এর সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে একটি আর্টিকেলও যদি জমা দিতে অপারগ হলে সকল আর্টিকেলের ১/৩(এক-তৃতীয়াংশ) সম্মানী কেটে নেওয়া হবে।
  • কোন লেখা কপি পেলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আর্টিকেল জমা দিতে ব্যর্থ হলে সাথে সাথে আপনার জামানত ফি  এবং লেখক হওয়ার এক্সেস বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে আইনানুগ  ব্যবস্থা গ্রহণ করা হবে।  
  • প্রতিটি আর্টিকেল ন্যূনতম ১ হাজার শব্দের হতে হবে। তবে ট্রেনিং টাস্কের ৪ টি আর্টিকেল ৩ হাজার শব্দের লিখতে হবে। সিনিয়র রাইটার মনোনীত হলে প্রতিটি আর্টিকেলের শব্দ সংখ্যা হবে ২ হাজার।
  • ট্রেনিং টাস্কের ৪ টি আর্টিকেলের জন্য পেমেন্ট করা হবে না।
  • ট্রেনিং টাস্কের ৪ টি আর্টিকেল যার প্রতিটির শব্দ সংখ্যা হবে ৩ হাজার। অনেকের কাছে শব্দ সংখ্যা বেশি হতে পারে, তবে এই ট্রেনিং-এর মাধ্যমে আপনার ধৈর্যের ও একাগ্রতার পরিমাপ করা হবে।
  • সার্টিফিকেট প্রদান করা হবে(সফলভাবে ট্রেনিং সম্পূর্ণ করলে)।
  • ক্রেস্ট প্রদান করা হবে(সফলভাবে ট্রেনিং সম্পূর্ণ করলে)।
  • জামানত ফি ফেরত দেওয়া হবে(সফলভাবে ট্রেনিং সম্পূর্ণ করলে)।
  • আপনার লেখা প্রতিটি আর্টিকেল ফেসবুকসহ সকল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে। আপনার আর্টিকেল যেন অন্যরা পড়তে পারে। নূন্যতম প্রতিদিন একটি করে আর্টিকেল আপনার ফেসবুক ও অন্যান্য সোস্যাল মিডিয়ায় শেয়ার করতে হবে।
  •  আমাদের নীতিমালা পরিবর্তনশীল। তাই লেখকদের নিয়মিত নীতিমালা চেক করতে হবে ।
2 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Niloy Marjan
    Niloy Marjan January 2, 2024 at 10:05 AM

    Hello

  • Niloy Marjan
    Niloy Marjan January 2, 2024 at 10:06 AM

    😍😍 wow

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url