ইন্ডিয়া কিসের জন্য বিখ্যাত [ইতিহাস, ঐতিহ্য, খাবার ও ব্যবসায়]
ইন্ডিয়া, যার বাংলা দাফতরিক নাম ভারতীয় প্রজাতন্ত্র। , জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল এবং পৃথিবীর বৃহত্তম গনতান্ত্রিক রাষ্ট্র। এক সময় দেশটি সম্পদের ভান্ডার হিসেবে গণ্য হতো। ঠিক এ কারণেই পর্তুগিজ থেকে ব্রিটিশরা কয়েক শতাব্দী ধরেই তাদের আধিপত্য বজায় রাখতে দেশটিতে তাদের শাসন ও শোষণ বজায় রাখে। প্রিয় পাঠক, আজকে মূলত এ বিষয়ে আলোকপাতে না গিয়ে আমরা আলোচনা করবো- ইন্ডিয়া কিসের জন্য বিখ্যাত।
এছাড়াও আর্টিকেলটিতে আরও থাকছে- ইন্ডিয়ার বিখ্যাত খাবার কী, ভারতের কোন রাজ্য কিসের জন্য বিখ্যাত, ভারতের পূর্ব নাম কী ছিল, কলকাতা কিসের জন্য বিখ্যাত, কাশ্মীর কিসের জন্য বিখ্যাত, তামিলনাড়ু কিসের জন্য বিখ্যাত, বিহার রাজ্য কিসের জন্য বিখ্যাত, মেঘালয় কিসের জন্য বিখ্যাত, দিল্লি কিসের জন্য বিখ্যাত, মহারাষ্ট্র কিসের জন্য বিখ্যাত, রাজস্থান কিসের জন্য বিখ্যাত, আন্ডামান কিসের জন্য বিখ্যাত।
আর্টিকেল সূচিপত্র - ইন্ডিয়া কিসের জন্য বিখ্যাত
১.ভারতের কোন রাজ্য কিসের জন্য বিখ্যাত?
- মৌসিনরাম- পৃথিবীর সবচেয়ে আর্দ্র জনবসতিপূর্ণ স্থান। ইন্ডিয়ার মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলায় এটি অবস্থিত। বর্ষা ঋতুে এই জায়গায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
- ভারত হলো বিশ্বের অন্যতম চারধর্ম- হিন্দু, বৌদ্ধ, জৈন ও শিখ ধর্মের উৎসভূমি
- জম্মু ও কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু- চেনাব অবস্থিত। যেটির উচ্চতা ৩৫৯ মিটার যা আইফেল টাওয়ারের থেকে প্রায় ৩০ মিটার উঁচু
- ইন্ডিয়ার হিকিম গ্রামে বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস বিদ্যমান
- ইন্ডিয়ার লাদাখে উচ্চতায় পৃথিবীর সর্বোচ্চ মোটরযানযোগ্য রাস্তা রয়েছে
- ইন্ডিয়ায় ২১৪৪ মিটার উচ্চতায় চেইল ক্রিকেট স্টেডিয়ামটি বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট গ্রাউন্ড
- আসাম রাজ্য বিখ্যাত তার বয়নশিল্পের জন্য । এখানে অবস্থিত বিশ্বের বৃহত্তম তাঁত গ্রাম
- বিশ্বের একমাত্র ভাসমান হ্রদ লোকতাক ইন্ডিয়ার মনিপুরে অবস্থিত
- ভারতের মেঘালয়ে একমাত্র পাওয়া যায় ডাবল ডেকার রুট ব্রিজ
- ভারতের মনিপুরে আছে একমাত্র ভাসমান জাতীয় উদ্যান যেখানকার গ্রামটি পুরোটাই ভাসমান জৈব পদার্থের উপরে অবস্থিত
- পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলি ইন্ডিয়ার আসামে অবস্থিত
- ভারতের কাশ্মীর ভূ-স্বর্গ হিসেবে পৃথিবী বিখ্যাত"
২.কলকাতা কিসের জন্য বিখ্যাত?
- ভারতের প্রথম রাজধানী শহর তার শিল্প, সংস্কৃতি, জনপ্রিয় লেখক ও সিনেমা পরিচালকদের জন্য বিখ্যাত। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের সদর শহর
- বিশ্বের ব্যস্ততম সেতু হাওড়া ব্রিজ কলকাতাকে করেছে আরও বিখ্যাত ও উন্নত।
- শ্রমসাধ্য হাতে টানা রিকশা যেটি পশ্চিমবঙ্গের ঐতিহ্য যেটি ভারতবর্ষের তথা সমগ্র বিশ্বের কোথায় নেই।
- বিখ্যাত ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম এখানেই অবস্থিত।
- রানী ভিক্টোরিয়ার স্মরণে নির্মিত স্মৃতিসৌধ ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল’ কলকাতাকে বিশ্বের দরবারে আলাদা করে চিনিয়েছে।
- পশ্চিমবঙ্গের রাজধানী শহর ‘City of joy’ নামে বিশ্বের কাছে পরিচিত ও বিখ্যাত একটি শহর।
- নোবেল জয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীল গঙ্গোপাধ্যায় এবং আরও অনেক বিখ্যাত ব্যক্তিত্বের জন্য কলকাতা এখনও বিখ্যাত শহর হয়ে আছে আমাদের কাছে।"
৩. কাশ্মীর কিসের জন্য বিখ্যাত
- ডাল লেক যা কাশ্মীরের প্রধান আকর্ষণ
- শ্রীনগর
- গুলমার্গ
- পহেলগাম
৪. বিহার কেন বিখ্যাত
- নালন্দা বিশ্ববিদ্যালয়: সভ্যতার সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলের মধ্যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল অন্যতম। পঞ্চম শতাব্দীতে তৎকালীন পাটলিপুত্র নগরে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন গুপ্তসম্রাট কুমারগুপ্ত। বর্তমানে এটি একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
- পাটনা: গঙ্গানদীর দক্ষিনে অবস্থিত বিহারের রাজধানী পাটনা। বিশ্বের প্রাচীন শহরগুলোর মধ্যে অন্যতম এই শহরের অতীত নাম ছিল পাটলিপুত্র। এখানে রয়েছে দর্শনার্থী ও শিখ ধর্মাবলম্বীদের জন্য তীর্থস্থান সাহেব গুরুদ্বার। পাল বংশের রাজত্বকাল পর্যন্ত পাটনা ওরফে পাটলিপুত্র ছিল তৎকালীন বিশ্বে বিখ্যাত ও সুপরিচিত একটি শহর।
- বুদ্ধগয়া: বিহারের অন্যতম বিখ্যাত একটি স্থান। এটি সমগ্রবিশ্বের হিন্দু ও বৌদ্ধধর্মালম্বীদের জন্য তীর্থস্থান। প্রচলিত আছে এখানেই একটি বটগাছের নীচে গৌতম বৌদ্ধ বোধী লাভ করেছিলেন।
- গয়া: কথিত আছে শ্রীলঙ্কায় যে বটগাছের নিচে বুদ্ধদেব বোধিসত্ব হয়েছিলেন সে গাছের একটি ডাল গয়ায় রোপন করেন সম্রাট অশোকের মেয়ে সংযুক্তা। আর তাই গয়াও হিন্দু ধর্মীয় বিশ্বাসীদের কাছে অন্যতম একটি পবিত্র স্থান বলে খ্যাত। গয়া শহর অবস্থিত বিখ্যাত ফল্গু নদীর ধারে। এখানে রয়েছে মৌর্য এবং গুপ্ত বংশের প্রচুর নিদর্শন।
- বৈশালী : কথিত আছে গৌতম বৌদ্ধ স্বয়ং একাধিকবার বৈশালীতে এসেছিলেন, এখানেই সর্বশেষ উপদেশবানী প্রদান করেছিলেন এবং নিজের মহানির্বাণের কথা প্রকাশ করেছিলেন। এটি ছিল লিচ্ছবি বংশের রাজাদের তৎকালীন রাজধানী।
৫. দিল্লি কিসের জন্য বিখ্যাত
- ইতিহাস - ঐতিহ্য : দিল্লির একটি সমৃদ্ধ ও হাজার বছরের পুরনো ইতিহাস রয়েছে। এখানে লাল কেল্লা, কুতুব মিনার, হুমায়নের সমাধি, জামা মসজিদ এবং ইন্ডিয়া গেটের মতো অনেক ঐতিহাসিক নিদর্শন ও স্মৃতিস্তম্ভ রয়েছে।
- খাবার: দিল্লি দর্শনার্থীদের নিকট তার স্ট্রিট ফুডের জন্য অনেক বিখ্যাত। যার মধ্যে রয়েছে চাট, ছোলে ভাটুরে, পরানথা এবং সুস্বাদু সব কাবাব। এছাড়া মোঘল শাসনামলে প্রচলিত খাবারের রন্ধনশৈলীর নমুনা এখনও রয়েছে বিখ্যাত সব রেস্তোরাঁগুলোতে।
- চাঁদনী চক: মোগল শাসনামলে লাল কিল্লার বাইরের চাঁদনি চকের বাজার এখনও সাধারণ মানুষদের কাছে এক বিখ্যাত নাম।
- ইতিহাস এবং ঐতিহ্য: দিল্লির একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে এবং এখানে লাল কেল্লা, কুতুব মিনার, হুমায়ুনের সমাধি, জামা মসজিদ এবং ইন্ডিয়া গেটের মতো অনেক ঐতিহাসিক নিদর্শন এবং স্মৃতিস্তম্ভ রয়েছে।
- সংস্কৃতি : বিশ্বের সপ্তম আশ্চার্য তাজমহল এখানেই অবস্থিত। দিল্লি তার বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বের কাছে সুপরিচিত একটি শহর। এখানে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলের মানুষ বাস করে৷ দিল্লি আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল, দিল্লি হাট এবং কুতুব ফেস্টিভ্যালের জন্য এটি বেশ বিখ্যাত। মোগল শাসনামলে দিল্লি একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিণত হয় যা সুন্দর মিনার, তাজমহল, রেডফোর্ট এবং অন্যান্য নির্মাণে ফুটে ওঠে
- শিক্ষা : দিল্লিতে রয়েছে বিখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠান। এখানে বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT) এবং বিশ্ব র্যাংকিংয়ে আগানো শীর্ষ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
- রাজনীতি : দিল্লি ইন্ডিয়ার রাজনৈতিক কেন্দ্র হিসেবে বিখ্যাত। ইন্ডিয়ান সংসদ ভবন, রাষ্ট্রপতি ভবন এবং সুপ্রিম কোর্ট সবই দিল্লিতে অবস্থিত।
৬. মহারাষ্ট্র কিসের জন্য বিখ্যাত
- মুম্বাই: মহারাষ্ট্র ভারতের বৃহত্তম বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রগুলোর মধ্যে একটি। ভারতের প্রবেশদ্বার হিসেবে এটি খ্যাত। এই রাজ্যের রাজধানী হলো মুম্বাই। সমুদ্রবেষ্টিত এ শহরটি পৃথিবীর নিকট বলিউডের শহর নামে অধিক পরিচিত ও বিখ্যাত জায়গা। হালের অমিতাভ বচ্চন, শাহরুখ- আমির- সালমান খানদের মতো বাঘা সব অভিনেতারা এ শহর থেকে নির্মিত সিনেমায় অভিনয় করে বিশ্ব মাতাচ্ছেন। মুম্বাইকে বলা হয়- Gateway of India বা ভারতের প্রবেশদ্বার।
- অজন্তা ও ইলোরা: মহারাষ্ট্র তার সংস্কৃতি এবং সৌন্দর্যের জন্যও বিখ্যাত। বিখ্যাত অজন্তা ও ইলোরাতে পাওয়া শতশত বছরের প্রাচীন সব গুহাচিত্রগুলো ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য। এ দুটো স্থানও বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ইন্ডিয়ার জনপ্রিয় পর্যটন স্পট।
৭. মেঘালয় কিসের জন্য বিখ্যাত
- অর্কিড: প্রায় ৩২৫ প্রজাতির অর্কিডের বৃহৎ সমাহারের জন্য মেঘলায় পৃথিবী জুড়েই বিখ্যাত।
- বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রাজ্যের নাম রাখেন মেঘালয়।
- মেঘালয়ের ডাউকি নদীকে বলা হয় বিশ্বের সবচেয়ে স্বচ্ছ পানির নদী।
- মেঘালয়ের পূর্বে খাসি পাহাড়ে অবস্থিত মৌসিনরাম পৃথিবীর সবচেয়ে আদ্র স্থান হিসেবে বিখ্যাত।
৮. রাজস্থান কিসের জন্য বিখ্যাত
- জয়পুরের যন্তর মন্তর
- চিত্তোর দূর্গ
- কুম্বলগড়
- আমের ও
- বিখ্যাত জয়সলমের ফোর্ট।
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url