কোন জেলা কিসের জন্য বিখ্যাত? [ইতিহাস,ঐতিহ্য, খাবার]
আমাদের দেশ ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতিতে পরিপূর্ণ একটি দেশ। বাংলাদেশের প্রতিটি জেলার বিখ্যাত ইতিহাস এদেশকে করেছে আরও সমৃদ্ধ। বাংলাদেশের কোন জেলা কিসের জন্য বিখ্যাত এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেয়া তাই কিছুটা কঠিন। তবে আমরা অনেকেই হয়তো জানিনা, আমার পাশের জেলাটি কিসের জন্য বিখ্যাত। পাঠক, আজকে আমরা জানবো বাংলাদেশের কোন জেলা কিসের জন্য বিখ্যাত।
এছাড়াও আরও থাকছে- কোন জেলা কোন খাবারের জন্য বিখ্যাত, বাংলাদেশের কোন বিভাগ কিসের জন্য বিখ্যাত, , ঢাকা শহরে কী বিখ্যাত, চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত, বরিশাল জেলা কিসের জন্য বিখ্যাত, রাজশাহী কিসের জন্য বিখ্যাত, রংপুর কিসের জন্য বিখ্যাত, খুলনা কিসের জন্য বিখ্যাত, সিলেট কিসের জন্য বিখ্যাত।''
আর্টিকেল সূচিপত্র - কোন জেলা কিসের জন্য বিখ্যাত
আরও পড়ুনঃ বারোভূঁইয়াদের অভ্যূত্থান
১. কোন জেলা কিসের জন্য বিখ্যাত
আমাদের ৮ টি বিভাগের ৬৪ জেলার কোন জেলা হয়তো খাবার, কৃষ্টি, পোষাকের জন্য বিখ্যাত নয়তো কোন জেলা দর্শনীয় স্থানের জন্য বিশ্ব জুড়ে সমাদৃত। তেমনি বাংলাদেশের প্রতিটি জেলার রয়েছে নামকরণের ইতিহাস। বাংলাদেশের প্রতিটি জেলাই কোন না কোন কারণে বিখ্যাত এমনকি পৃথিবী জুড়েও সুপরিচিত।
বাংলাদেশের প্রতিটি জেলা খাদ্য, দর্শনীয় স্থান বা প্রাকৃতিক ফল-ফলাদি ইত্যাদির জন্য বিখ্যাত। তাই প্রশ্ন যদি হয়, ভোজনবিলাসীদের জন্য বাংলাদেশের কোন জেলা কোন খাবারের জন্য বিখ্যাত কিংবা কোন জেলা কিসের জন্য বিখ্যাত দুটো উত্তর প্রায় একই বলা যায়। একেকটি জেলা যেমন ইতিহাস ঐতিহ্যে পরিপূর্ণ তেমনি রসনাবিলাসীদের কাছে কোন জেলা কোন খাবারের জন্য বিখ্যাত সেটি অনেক গুরুত্বপূর্ণ।
চলুন আমরা এক নজরে দেখে নিই কোন জেলা কিসের জন্য বিখ্যাত"-
- ঢাকা জেলা - বাকরখানী, হাজি বা নান্নার বিরিয়ানি
- খুলনা - সন্দেশ, নারিকেল, গলদা চিংড়ি
- চট্রগ্রাম - মেজবান, শুটকি
- কক্সবাজার - মিষ্টিপান
- কুমিল্লা - রসমালাই, খদ্দর (বা খাদী)
- পিরোজপুর - পেয়ারা, ডাব, আমড়া
- কিশোরগঞ্জ - বালিশ মিষ্টি, নকশি পিঠা
- কুষ্টিয়া - তিলের খাজা, কুলফি, আইসক্রিম
- খাগড়াছড়ি - হলুদ
- গাইবান্ধা - রসমঞ্জুরী
- গাজীপুর - কাঁঠাল, পেয়ারা
- গোপালগঞ্জ - বাদাম
- চাঁদপুর - ইলিশ
- চাঁপাইনবাবগঞ্জ - আম
- শিবগঞ্জ -চমচম, কলাইয়ের রুটি
- চুয়াডাঙ্গা - পান, ভুট্টা
- জামালপুর - ছাানার পোলাও, ছানার পায়েস
- টাঙাইল - চমচম
- ঠাকুরগাঁও - সূর্য্যপুরী আম
- ঝালকাঠি - লবন, আটা
- ঝিনাইদাহ - হরি ও ম্যানেজারের ধান
- নওগাঁ - প্যারা সন্দেশ ও চাল
- দিনাজপুর - লিচু, পাপড়, চিড়া ও শীদল
- নরসিংদী - সাগর কলা
- নাটোর - কাঁচাগোল্লা
- নড়াইল - পেড়ো সন্দেশ, খেজুরের গুড় ও রস
- নীলফামারী - ডোমারের সন্দেশ
- নোয়াখালী - নারকেল নাড়ু, ম্যাড়া পিঠা
- ফরিদপুর - খেজুরের গুড়
- বগুড়া - দই, কটকটি
- বরিশাল - আমরা
- পাবনা - প্যারাডাইসের প্যারা, ঘি
- ফেনী - মহিষের দুধের ঘি, খন্ডলের মিষ্টি
- বাগেরহাট - চিংড়ি ও সুপারি
- ভোলা - মহিষের দুধের দই, নারিকেল
- বান্দরবান - হিল জুস
- ময়মনসিংহ - মুক্তাগাছার মন্ডা
- ব্রাহ্মণবাড়িয়া - তালের বড়া, ছানামুখী ও রসমালাই
- মাগুরা - রসমালাই
- মুন্সিগঞ্জ - ভাগ্যকূলের মিষ্টি
- মাদারীপুর - খেজুরের গুড়, রসগোল্লা
- মেহেরপুর - মিষ্টি সাবিত্রি, রসকদম্ব
- মানিকগঞ্জ - খেজুর গুড়
- মৌলভীবাজার - চ্যাপ্টা রসগোল্লা (ম্যানেজার স্টোর)
- রাজশাহী - আম, তিলের খাজা, বিরেনদার সিঙ্গারা, সিল্ক
- রাজবাড়ী - চমচম, খেজুরের গুড়
- রাঙামাটি - আনারস, কাঠাল, কলা, জুম, বাঁশের তৈরি খাবার
- রংপুর - আখ বা ইক্ষু
- যশোর - খই, গুড়, জামতলার মিষ্টি
- লক্ষীপুর - সুপারি
- নারায়ণগঞ্জ - আমের আচার
- সিলেট - সাতকড়ার আচার, কমলালেবু, পাঁলেয়ার চা
আরও পড়ুনঃ ২৬ শে মার্চের সংক্ষিপ্ত বক্তব্য ও ভাষন
২. ঢাকা শহরে কী বিখ্যাত
১৯৮১ সালে ঢাকা বিভাগ করা হয় যার পূর্ব বানান Dacca- কে পরিবর্তন করে Dhaka করা হয়। ১৩ টি জেলা নিয়ে ঢাকা বিভাগ বাংলাদেশের সবচেয়ে জনবহুল বিভাগ। অনেক আলোচনা ও সমালোচনা থাকলেও ঢাকা জেলা তার সমৃদ্ধ ইতিহাস এবং সংস্কৃতির জন্য পরিচিত।
ঢাকা শহরকে বলা হয় মসজিদ ও রিকশার শহর যা অতীতের সাক্ষ্য বহন করে আজও বিখ্যাত করেছে আমাদের প্রিয় শহর ঢাকাকে। ঢাকা শহরকে ঘিরে আমাদের যতই অভিযোগ অনুযোগ থাকুক না কেন, কোন জেলা কিসের জন্য বিখ্যাত সেটি জানতে হলে প্রথমেই আমরা ঢাকা শহরের প্রসঙ্গ তুলে থাকি। দেশের প্রান কেন্দ্র আমাদের সবার প্রিয় ঢাকা শহর-
- জামদানী শাড়ি
- বেনারসী
- বাকরখানি এবং
- বিরিয়ানি ও
- মসজিদের জন্য বিখ্যাত।
ঢাকার জ্যাম ও জীবনযাত্রার মান নিয়ে রয়েছে অনেক আলোচনা সমালোচনা। তবে ঢাকা কিন্তু আজকের এই রাজধানী-ই শুধু নয় এর রয়েছে শত বছরের পুরনো ইতিহাস ও বিখ্যাত মানুষদের পদচিহ্ন। ঢাকা জেলা কিসের জন্য বিখ্যাত সে প্রশ্নে যেমন জড়িয়ে আছে জনপ্রিয় খাদ্যের নাম সেভাবেই ঢাকা শহর জুড়ে আছে বুড়িগঙ্গার তীর ঘেষা আহসানমন্জিল এবং বিখ্যাত ব্যক্তির মধ্যে প্রথমেই আসেন নবাব সলিমুল্লাহ, শামসুর রহমান, নবার আহসান উল্লাহ প্রমূখদের নাম।
৩. চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত
চট্টগ্রাম জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের একটি জেলা শহর। জনসংখ্যার দিক থেকে এটি বাংলাদেশের তৃতীয় জনবহুল শহর। এই জেলা বিখ্যাত তার ঐতিহাসিক স্থান, সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। শুধু তাই নয় চট্টগ্রাম তার জনপ্রিয় পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত ও সুপরিচিত। কোন জেলা কিসের জন্য বিখ্যাত সে প্রশ্নে চট্টগ্রাম জেলা সম্পর্কে বলা যায় চট্টগ্রাম বিখ্যাত কেননা এখানে রয়েছে পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত।
চট্টগ্রাম জেলা তার অনন্য সংস্কৃতি ঐতিহ্য ও বানিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্যও বিখ্যাত। বাংলাদেশের পর্যটন শিল্পে এবং রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় চট্টগ্রাম আমাদের দেশের জন্য অত্যন্ত মূল্যবান একটি জেলা শহর। কোন জেলা কিসের জন্য বিখ্যাত প্রশ্নের সঙ্গে বৃহত্তর চট্টগ্রাম জেলা ওতোপ্রোতো ভাবে জড়িয়ে থাকবে সেটিই স্বাভাবিক। যদি প্রশ্ন হয়, চট্টগ্রাম জেলা কিসের জন্য বিখ্যাত? উত্তর হলো এ জেলা বিখ্যাত মূলত-
- ঐতিহাসিক বেলা বিস্কুট
- মেজবান
- শুটকি মাছ
- হালদা নদী ও
- জব্বারের বলী খেলা
এছাড়াও চট্টগ্রাম জেলা চন্দ্রনাথ পাহাড় এবং পুরাতন জাহাজ ভাঙা এলাকার জন্য পরিচিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্র এবং উপত্যকায় সবুজে ঘেরা চট্টগ্রাম শহর প্রাচ্যের রাণী হিসেবেও বিখ্যাত। কোন জেলা কিসের জন্য বিখ্যাত এটির সঙ্গে বঙ্গোপসাগরের কোলঘেষা বিখ্যাত পতেঙ্গা সমুদ্রবন্দর সম্পর্কে অবশ্যই জানতে হবে। এটি বঙ্গোপসাগরের সবচেয়ে ব্যস্ততম সমুদ্রবন্দর যেটি চট্টগ্রাম ও বঙ্গোপসাগরে মধ্যবর্তী কর্ণফুলী নদীর তীরে অবস্থিত।
আরও পড়ুনঃ সোভিয়েত ইউনিয়নের ইতিহাস
৪. বরিশাল কিসের জন্য বিখ্যাত
বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটও বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সঙ্গে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। কীর্তনখলা নদীর তীরে মোঘল আমলে স্থাপিত লবনচৌকি গিরদে বন্দরকে কেন্দ্র করে এ শহর গড়ে ওঠে। ১৮০১ সালে বরিশালে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর হলে বরিশাল শহর বিখ্যাত ও সুপরিচিত হয়ে ওঠে।
কোন জেলা কিসের জন্য বিখ্যাত এ পর্বে এবারের জেলা- বরিশাল। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস বৃহত্তর বরিশাল জেলা। বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর। দেশের একমাত্র ব-দ্বীপ জেলা ভোলা বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত।
বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। কোন জেলা কিসের জন্য বিখ্যাত আর্টিকেলের এই পর্বে আমরা জানবো- বরিশাল কিসের জন্য বিখ্যাত। বরিশাল আমড়া ও ধান উৎপাদনের জন্য বিখ্যাত। এছাড়াও বাংলার ভেনিস শাপলা বিল, বিবির পুকুর সংগ্রাম কেল্লা, মাধবপাশা জমিদার বাড়ি ইত্যাদি প্রাচীন ও দর্শনীয় স্থানের জন্য সুপরিচিত।
কোন জেলা কিসের জন্য বিখ্যাত এই প্রশ্নে আমরা জনপ্রিয় বিবেচনায় খাবার ও বিখ্যাত দর্শনীয় স্থানের উল্লেখ করলেও বরিশাল মূলত বিখ্যাত এর বুকে জন্ম নেয়া বিখ্যাত ব্যক্তিবর্গের জন্যই। বরিশালের বিখ্যাত ব্যক্তিত্বরা হলেন,
- শেরে-এ- বাংলা একে ফজলুল হক
- কামিনী রায়
- কুসুমকুমারী দাশ
- জীবনানন্দ দাশ
- কবি সুফিয়া কামাল
- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল"
আরও পড়ুনঃ ঢাকার প্রথম বাংলার রাজধানী করেন কে
৫. রাজশাহী কিসের জন্য বিখ্যাত
রাজশাহী জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি জেলা শহর। অবস্থানগত কারণে এটি বাংলাদেশের একটি বিশেষ শ্রেণিভুক্ত জেলা। কোন জেলা কিসের জন্য বিখ্যাত তার এই পর্বে আমরা আলোচনা করবো রাজশাহী নিয়ে। রাজশাহী তার -
- আকর্ষণীয় রেশমবস্ত্র,
- আম,
- লিচু
- এবং বাহারী মিষ্টান্নসামগ্রীর জন্য প্রসিদ্ধ।
রেসমীবস্ত্রের কারণে রাজশাহীকে রেশম নগরী নামে ডাকা হয়। কোন জেলা কিসের জন্য বিখ্যাত সেটি জানতে হলে এটিও গুরুত্ব সহকারে জানতে হবে শিক্ষা নগরী হিসেবে সমাদৃত রাজশাহীতে রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান, যাদের অনেকের খ্যাতিই দেশের গন্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছে।
৬. খুলনা কিসের জন্য বিখ্যাত
মোট ১০ টি জেলা নিয়ে বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগ। ঢাকা এবং চট্টগ্রামের পর খুলনা জেলা তৃতীয় বৃহত্তম নগর। প্রচলিত মত অনুযায়ী, খুলনা শহর থেকে দেড় কিলোমিটার ভৈরব নদীর তীরে খুল্লেনেশ্বরী দেবীর মন্দির ছিল এবং এই নদীর নামানুসারে খুলনা জেলার নামকরণ করা হয়। পরবর্তীতে শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় খুলনা পুরো অঞ্চল জুড়ে বিখ্যাত হয় ও সুপরিচিতি লাভ করে।
প্রিয় পাঠক, আর্টিকেলের এ পযার্য়ে আমরা শিল্পের জন্য বিখ্যাত জেলা খুলনা সম্পর্কে জানবো।
খুলনা জেলাকে চিংড়ি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভুমিকা থাকায় সাদা সোনার দেশ বলা হয়। খুলনা জেলা গলদা চিংড়ি, নারিকেল, সন্দেশ ও সুন্দরবনের জন্য সর্বাধিক বিখ্যাত। এছাড়াও খুলনাকে বলা হয়- 'সুন্দর বনের প্রবেশদ্বার' বা 'প্রবেশ করার দরজা।' কোন জেলা কিসের জন্য বিখ্যাত এ পর্বে চলুন তৃতীয় বৃহত্তম বিভাগ খুলনার কিছু প্রাকৃতিক বিখ্যাত জায়গার নাম জেনে নেয়া যাক-
- সুন্দরবন
- হিরণ পয়েন্ট
- দুবলার চর
- সুন্দরবনের কটকা
- সুন্দরবনের করমজল
- রুপসার পাড়ে খান জাহান আলী সেতু
আরও পড়ুনঃ জেনে নিন সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়
৭. রংপুর কিসের জন্য বিখ্যাত
উপজেলার সংখ্যানুসারে রংপুর বাংলাদেশের একটি 'এ' শ্রেণীভুক্ত জেলা। মোট ৮ টি জেলা নিয়ে রংপুর বিভাগ গঠিত হয়। রংপুর জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি ভৌগোলিক ও ঐতিহাসিকভাবে বিখ্যাত একটি জেলা। মূলত, ১৭৬৫ সালের কৃষক বিদ্রোহ এবং ১৮৫৭ সালের সিপাহী বিপ্লবের পর থেকেই রংপুর নগরী তৎকালীন গোটা উপমহাদেশে বিখ্যাত হয়ে ওঠে। আমরা কোন জেলা কিসের জন্য বিখ্যাত তার এই পর্বে, শত বছরের ঐতিহ্যের ধারক বাহক রংপুর সম্পর্কে জানবো।
সম্প্রতি ৭০০ বছরের ঐতিহ্যের অংশ বর্তমানে জিআই পণ্য 'শতরঞ্জি' রংপুরের বিখ্যাত বস্তু। এছাড়া, হাড়িভাঙ্গা আম এবং তামাকের জন্যও রংপুর বিখ্যাত। রংপুর জেলাকে বাহের দেশ বলা হয়। মিঠাপুকুর শালবন, কারমাইকেল কলেজ ও তাজহাট রাজবাড়ী রংপুরের বিখ্যাত স্থান।"
৮. সিলেট কিসের জন্য বিখ্যাত
কোন জেলা কিসের জন্য বিখ্যাত আর্টিকেলটির সর্বশেষ পর্যায়ে আমরা জানবো চা উৎপাদনের জন্য বিখ্যাত অন্যতম জেলা সিলেট সম্পর্কে। বাংলাদেশের উত্তর- পূর্বাঞ্চলের একটি প্রশাসনিক অঞ্চল। সিলেট জেলা বাংলাদেশের উত্তর- পূর্বে অবস্থিত একটি প্রাচীন জনপদ। বনজ, খনিজ ও মৎস্য সম্পদে ভরপুর এবং প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এ জেলা দেশের আধ্যাত্মিক রাজধানী ও বিশ্বের দ্বিতীয় লন্ডন হিসেবে বেশ বিখ্যাত।
সাধারণ জনগন ও ভ্রমণপিয়াসীদের কাছ থেকে বিশেষ এক জরিপে দেখা গেছে সিলেট বিখ্যাত হচ্ছে তার টুরিস্ট স্পট অর্থাৎ দর্শনীয় স্থান গুলোর জন্য। কেননা এখানে শুধু চার বা পাঁচটি নয় প্রায় ৩০টির অধিক দর্শনীয় স্থান রয়েছে। কোন জেলা কিসের জন্য বিখ্যাত এ পর্বে সিলেট সম্পর্কে চলুন দেড়ি না করে বিস্তারিত জেনে নিই।
সিলেট এমন একটি জেলা যেখানে প্রতিবছর প্রায় কয়েক লক্ষ মানুষ ভ্রমণ করে থাকে। চলুন এক নজরে সিলেটের কিছু বিখ্যাত স্থানের নাম জেনে নেয়া যাক,
- হজরত শাহজালাল মাজার
- তামাবিল
- সিলেটের হাকালুকি হাওর
- শ্রীমঙ্গল
- রাতারকুল জলা বন
- বিছানাকান্দি
- জাফলং
- লালা খাল
- মাধবকুণ্ড
- শাহ পরানের মাজার
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সিলেট চা বাগান
তবে কোন জেলা কিসের জন্য বিখ্যাত এ প্রশ্নে সিলেটের সংস্কৃতিকে অবহেলা করা যাবে না কারণ সিলেটের সংস্কৃতি বিশ্বখ্যাত। এখানে যেমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ্য তেমনি সাধারণ মানুষ ও উপজাতিদের সংস্কৃতি জানতে পারাটাও তেমনও। তবু সিলেটের সবচেয়ে বিখ্যাত ঐতিহ্যবাহী পন্য হচ্ছে-
- চা পাতা,
- বেতের তৈরি আসবাবপত্র ও
- শীতল পাটি।
- বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে-
- সাতকরা,
- রসমালাই ও
- সাগরভোগ।
আরও পড়ুনঃ নাটরের বিখ্যাত ব্যাক্তি
৯. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: কোন জেলা কোন খাবারের জন্য বিখ্যাত?
উত্তর: ঢাকা জেলা- বাখরখানি ও বিরিয়ানি, চট্টগ্রাম জেলা- মেজবান; বরিশাল জেলা- আমড়া ও পেয়ারা; রাজশাহী জেলা- আম, লিচু, মিষ্টি; খুলনা জেলা- চিংড়ি, সন্দেশ, নারিকেল; রংপুর জেলা- হাড়িভাঙ্গা আম, তামাক; সিলেট জেলা- পাঁলেয়ার চা, সাগরভোগ, সাতকরার আচার; ময়মনসিংহ জেলা- মুক্তাগাছার মন্ডা, চিরা, খৈ ইত্যাদি।
প্রশ্ন ২: ঢাকা কিসের জন্য বিখ্যাত/ঢাকা শহরে কী বিখ্যাত?
উত্তর: ঢাকা মসলিন, বেনারসী, বাখরখানি, হাজি/ নান্না'র বিরিয়ানির জন্য বিখ্যাত।
প্রশ্ন ৩: ডাবের জন্য বিখ্যাত কোন জেলা?
উত্তর: লক্ষীপুর জেলা ডাবের জন্য বিখ্যাত
প্রশ্ন ৪: কাঁঠালের জন্য বিখ্যাত কোন জেলা?
উত্তর: ময়মনসিংহ জেলা কাঁঠালের জন্য বিখ্যাত
প্রশ্ন ৫: বাংলাদেশের বিখ্যাত মিষ্টি কোথায় পাওয়া যায়?
উত্তর: টাঙ্গাইল জেলায় বাংলাদেশের বিখ্যাত মিষ্টি চমচম পাওয়া যায়।
প্রশ্ন ৬: রাজশাহী কী জন্য বিখ্যাত?
উত্তর: রাজশাহী রেশমবস্ত্র, আম, বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন মিষ্টির জন্য বিখ্যাত।
প্রশ্ন ৭: গাজীপুর কী জন্য বিখ্যাত?
উত্তর: গাজীপুর গার্মেন্টস শিল্প ও মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সম্মেলন ইজতেমার জন্য বিখ্যাত।
প্রশ্ন ৮: ধানের জন্য বিখ্যাত কোন জেলা?
উত্তর: ধানের জন্য বিখ্যাত নওগাঁ জেলা।
প্রশ্ন ৯: গাজার জন্য বিখ্যাত কোন জেলা?
উত্তর: কুষ্টিয়া জেলা গাজা চাষের জন্য বিখ্যাত।
প্রশ্ন ১০: পিঁয়াজের জন্য বিখ্যাত কোন জেলা?
উত্তর: রাজবাড়ি জেলা পিঁয়াজ উৎপাদনের জন্য বিখ্যাত।
আরও পড়ুনঃ প্রথম বিশ্ব যুদ্ধের কারণ
১০. লেখকের মন্তব্য
আমাদের দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে নানান ঐতিহ্য ও সংস্কৃতি যেগুলো হয়তো আমরা অনেকেই জানিনা। কোন জেলা কিসের জন্য বিখ্যাত আর্টিকেলটিতে আপনাদের জানানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশের আটটি বিভাগীয় জেলা কিসের জন্য বিখ্যাত, কোন জেলা কোন খাবারের জন্য বিখ্যাত, ঢাকা শহর কী জন্য বিখ্যাত, চট্টগ্রাম কিসের জন্য বিখ্যাত, বরিশাল কিসের জন্য বিখ্যাত, রংপুর ও সিলেট ছাড়াও ময়মনসিংহ কিসের জন্য বিখ্যাত ইত্যাদি। আমরা চেষ্টা করেছি আপনাদের জানানোর বিভিন্ন জেলার জনপ্রিয় খাবার, দর্শনীয় স্থান এবং তাদের সংস্কৃতি সম্পর্কে। আর্টিকেলটিতে কোন প্রকার ভুলভ্রান্তি থেকে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার কৃপা এবং উপযুক্ত তথ্য দিয়ে মন্তব্য করার অনুরোধ রইলো। আরও আপডেট পেতে, The DU Speech এর সঙ্গেই থাকুন। ধন্যবাদ
লেখক- তামান্না বেগম।
আরও পড়ুনঃ বাংলাদেশ কিসের জন্য বিখ্যাত
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url