বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বোয়েসেল প্রায় সকল দেশেরই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। ইতিমধ্যেই বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে। বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন।
এছাড়াও আরো আলোচনা করব - লেবানন ভিসার দাম কত, লেবানন ভিসা চেক, লেবানন বাংলাদেশ দূতাবাস।
আর্টিকেল সূচিপত্র - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- বোয়েসেল লেবানন আবেদন প্রক্রিয়া - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- লেবানন বোয়েসেল সার্বিস চার্জ - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- লেবানন ভিসার দাম কত - লেবানন বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- লেবানন ভিসা চেক - লেবানন বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- লেবানন বাংলাদেশ দূতাবাস - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- লেবানন যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপএ - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- লেখকের মন্তব্য - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি
আরও পড়ুনঃ বুলগেরিয়া কাজের ভিসা
১. বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রতিবছরের মতো এইবছরও বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্নিত রয়েছে :
পদের নাম:
MAN SUIT TAILOR JACKET & TROUSERS
পদ সংখ্যা :৫ টি।
প্রার্থীর বয়স:২০-৩৫ বছর
বেতনের পরিমাণ :৩৫০ মার্কিন ডলার
আবেদন শুরু:১২-১০-২০২৩ হতে
আবেদন শেষ :১৭-১০-২৩ তারিখে।
অভিজ্ঞতা : উপরোক্ত কাজে প্রার্থীকে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞ হতে হবে এবং যারা উক্ত কাজে পারদর্শী কিন্তু বিদেশ ফেরত এমন কর্মীদের প্রাধান্য দেওয়া হবে।
চাকরির শর্তাবলী:
- চাকরির চুক্তির মেয়াদ হচ্ছে ২ বছর এবং পরবর্তীতে তা নবায়ন করা যাবে।
- প্রতিদিন ৮ ঘন্টা কাজ করতে হবে এবং সপ্তাহে একদিন ছুটি থাকবে।
- প্রার্থীর বিমান ভাড়া লেবানন নিয়োগকারী কোম্পানি বহন করে থাকবে।
- কর্মীর খাওয়ার খরচ সম্পূর্ণ তার নিজেকে বহন করতে হবে।
- ওভারটাইমের ব্যবস্থা রয়েছে।
- প্রার্থীর থাকার ব্যবস্থা, চিকিৎসা, কাজে যাওয়া আসার পরিবহন খরচ নিয়োগকারী কোম্পানি বহন করে থাকবে।
- অন্য সকল বিষয় লেবানন শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য করা হবে।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?
২. বোয়েসেল লেবানন আবেদন প্রক্রিয়া - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
যারা বোয়েসেলের মাধ্যমে লেবানন যেতে আগ্রহী সেসব প্রার্থীকে নিজেদের জীবন বৃত্তান্ত ইংরেজিতে ১(এক) কপি, পাসপোর্ট, অভিজ্ঞতার সনদপত্র ও অন্যান্য সকল তথ্যাদি দিয়ে এই লিংকে https://forms.gle/PVrVsJjgNf9VsLyJA আবেদন করতে হবে। বিদেশে যেকোনো কর্মী নিয়োগ প্রক্রিয়ার ক্ষেএে বোয়েসেল কোন নগদ অর্থ গ্রহণ করে না কারণ বোয়েসেলের কোনো এজেন্ট বা প্রতিনিধি নেই। বোয়েসেল কাউকে নগদ অর্থও প্রদান করে না।
আরও পড়ুনঃ নরওয়ে যেতে কত টাকা লাগে?
৩. লেবানন বোয়েসেল সার্বিস চার্জ - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আপনি যদি বোয়েসেল নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত হন তাহলে আপনাকে বোয়েসেল নির্দিষ্ট সার্বিস চার্জ একচল্লিশ হাজার সাত শত তিরাশি ৳, ভ্যাট ৬,২৬৭৳, বোয়েসেলের নিজস্ব রেজিষ্ট্রেশন ফি -২০০৳, ইন্সুরেন্স ফি ৪,৭৫০৳, PEPT বাবদ ৩,০০০৳ সহ সর্বমোট ৫৬,০০০৳ আপনাকে মগবাজার শাখা হতে সোনালী ব্যাংকের মাধ্যমে 'বোয়েসেল ঢাকা' নামে একটি পে-অর্ডার বোয়েসেলে জমা দিতে হবে।
৪. লেবানন ভিসার দাম কত - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
লেবানন ভিসার দাম কত হবে তা নির্ভর করবে আপনার ভিসার ধরণের উপর। লেবানন ভিসার দাম নিচে দেওয়া হলো :
- লেবাননে ট্রানজিট ভিসা পাওয়া যাবে বিনামূল্যে 48 ঘন্টা পর্যন্ত।
- 48 ঘন্টা থেকে 15 দিনের মধ্যে লেবাননে ট্রানজিট ভিসার মূল্য হচ্ছে 25.000 LP
- লেবাননে একক প্রবেশ ভিসা মূল্য হচ্ছে 50.000 এলপি
- লেবাননে ডাবল এন্ট্রি ভিসা মূল্য হচ্ছে 75.000 এলপি
- লেবাননে মাল্টিপল এন্ট্রি ভিসা মূল্য হচ্ছে 150.000 এলপি।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা
৫. লেবানন ভিসা চেক - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- লেবানন ভিসা চেক করার জন্য আপনাকে প্রথমে গুগল ক্রোম ব্রাউজার থেকে http://www.labor.gov.lb/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- তারপর আপনার সামনে একটি পৃষ্ঠা আসবে।সেখানে আপনার জাতীয়তা এবং পাসপোর্ট নাম্বার জানতে চাওয়া হবে।
- খুবই সতর্কতার সাথে ঘরগুলো পূরণ করবেন।
- তারপর আপনার সামনে একটি ক্যাপচা কোড আসবে, সেটিও পূরণ করবেন।
- তারপর ভিসা ইস্যুয়িং অথরিটি নামে একটি অপশন চলে আসবে।
- এবার সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পর সার্চ কিংবা চেক স্ট্যাটাস এর যেকোনো একটিতে ক্লিক করবেন।
- এবার আপনার সামনে লেবানন ভিসার সকল তথ্য চলে আসবে।
আরও পড়ুনঃ বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
৬. লেবানন বাংলাদেশ দূতাবাস - লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
লেবাননের বাংলাদেশ দূতাবাস বৈরুতে অবস্থিত ,লেবানন বাংলাদেশ দূতাবাস আল রিয়াদ বিল্ডিং 3, 4র্থ তলা, সাফারা আল, কুয়েতি স্ট্রিট, বীর হাসানে অবস্থিত।
টেলিফোন:
+961 1842 586 / 7, +961 70 635
ইমেইল :
beirutmission@gmail.com
আরও পড়ুনঃ জেনে নিন সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়
৭. লেবানন যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপএ - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
লেবাননা যাওয়ার জন্য কতগুলো কাগজপএের খুবই প্রয়োজন। লেবাননের ভিসা আবেদন করতে যেসব কাগজপত্র প্রয়োজন তা হলো:
- আবেদনকারীর রঙিন ছবি (৪ কপি পাসপোর্ট সাইজের)
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্র
- শিক্ষগত বা অভিজ্ঞতার সনদপএ
- আবেদনকারীর পাসপোর্ট লাগবে।
- পাসপোর্টের এক সেট রঙিন কপি এবং চার সেট সাদা -কালো কপি লাগবে।
- আবেদনকারীর জীবনবৃত্তান্ত।
আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে?
৮. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রশ্ন ১: বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী কর্মীকে কত টাকা বেতন দেওয়া হবে?
উত্তর: বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী একজন কর্মীকে ৩৫০ মার্কিন ডলার বেতন দেওয়া হবে।
প্রশ্ন ২: লেবানন বাংলাদেশ দূতাবাস কোথায় অবস্থিত?
উত্তর: লেবানন বাংলাদেশ দূতাবাস বৈরুত অবস্থিত।
প্রশ্ন ৩: বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স কত হতে হবে?
উত্তর: বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২০-৩৫ বছর।
প্রশ্ন ৪: লেবাননের ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি?
উত্তর: লেবাননের ভিসা চেক করার ওয়েবসাইট হচ্ছে http://www.labor.gov.lb
প্রশ্ন ৫: লেবাননে একক প্রবেশ ভিসা দাম কত?
উত্তর: লেবাননে একক প্রবেশ ভিসা দাম হচ্ছে 50.000 এলপি।
৯. লেখকের মন্তব্য - বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ নিয়ে। আশা করি আর্টিকেল পড়ে বোয়েসেল লেবানন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে অনেক তথ্য জানতে পেরেছেন। এই বিষয়ে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করতে পারেন। এইরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech । ধন্যবাদ।
লেখক: মোসা: কবিতা
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর
আরও পড়ুনঃ আক্কেল দাঁতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url