OrdinaryITPostAd

বুলগেরিয়া কাজের ভিসা

 

বুলগেরিয়া দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী বুলগেরিয়া কাজের ভিসা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। সেই সাথে বোয়েসেল বুলগেরিয়া নিয়োগ, বুলগেরিয়া গার্মেন্টস ভিসা, বুলগেরিয়ায় কাজের বেতন কত, বুলগেরিয়া যেতে কত খরচ হয় ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। বুলগেরিয়া কাজের ভিসা সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন। 



সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন বুলগেরিয়া কাজের ভিসা 
উত্তর ধাপ ০১. বোয়েসেল বুলগেরিয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সুইং মেশিন অপারেটর, প্রেসিং আয়রনিং মেশিন অপারেটর, কোয়ালিটি কন্ট্রোল স্পেশালিষ্ট পদে নিয়োগ দেবে বুলগেরিয়া। 
উত্তর ধাপ ০২. বুলগেরিয়া গার্মেন্টস ভিসায় চাকরির শর্তাবলি বুলগেরিয়া শ্রমিক আইন অনুযায়ী প্রযোজ্য হয়।
উত্তর ধাপ ০৩. বুলগেরিয়ায় চাকরির ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা সাপেক্ষে  ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার বেশি বেতন পাওয়া যায়। 
উত্তর ধাপ ০৪. বুলগেরিয়ায় পূর্ণকালীন কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি হল 780 BGN (USD 437) প্রতি মাসে যা বাংলাদেশি টাকায় ৪৮,০০০ টাকা।
উত্তর ধাপ ০৫. সরাসরি আকাশপথে , রেলপথ এমনকি সড়কপথেও ইতালি থেকে বুলগেরিয়া যাওয়া যায়।
উত্তর ধাপ ০৬. বুলগেরিয়া সেনজেনভুক্ত দেশ নয়।
উত্তর ধাপ ০৭
বুলগেরিয়া টুরিস্ট ভিসার আওতায় ৯০ দিন পর্যন্ত ভ্রমনের উদ্দেশ্যে বুলগেরিয়ায় অবস্থান করা যায়।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. বোয়েসেল বুলগেরিয়া নিয়োগ ২০২৩
  2. বুলগেরিয়া গার্মেন্টস ভিসা
  3. বুলগেরিয়া কাজের বেতন কত
  4. বুলগেরিয়া সর্বনিম্ন বেতন কত
  5. বুলগেরিয়া থেকে ইতালি যাওয়ার উপায়
  6. বুলগেরিয়া কি সেনজেন এলাকাভুক্ত
  7. বুলগেরিয়া টুরিস্ট ভিসা
  8. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 
  9. লেখকের মন্তব্য

১.বোয়েসেল   বুলগেরিয়া নিয়োগ ২০২৩ - বুলগেরিয়া কাজের ভিসা 

সংক্ষেপেঃ বোয়েসেল বুলগেরিয়া নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সুইং মেশিন অপারেটর, প্রেসিং আয়রনিং মেশিন অপারেটর, কোয়ালিটি কন্ট্রোল স্পেশালিষ্ট পদে নিয়োগ দেবে বুলগেরিয়া। 

বোয়েসের বুলগেরিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী বুলগেরিয়া কাজের ভিসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আর্টিকেলের এই অংশে। 

বোয়েসেল বুলগেরিয়া নিয়োগ বিজ্ঞপ্তি  :

পদের নাম : সুইং মেশিন অপারেটর
  • পদের সংখ্যা: উল্লেখ নেই
  • বেতন: ৫০,০০০ - ৬০,০০০ টাকা
  • বয়স: ২৫ থেকে ৪৫ বছর
  • অভিজ্ঞতা: অভিজ্ঞ হতে হবে
পদের নাম: প্রেসিং / আয়রনিং মেশিন অপারেটর
  • পদের সংখ্যা: উল্লেখ নেই
  • বেতন: ৫০,০০০- ৭০,০০০ টাকা
  • বয়স: ২৫ থেকে ৪৫ বছর
  • অভিজ্ঞতা: অভিজ্ঞতা থাকতে হবে 
পদের নাম: কোয়ালিটি কন্ট্রোল স্পেশালিস্ট
  • পদের সংখ্যা: উল্লেখ নেই
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • বয়স: ২৫ থেকে ৪৫ বছর
  • অভিজ্ঞতা: অভিজ্ঞতা থাকতে হবে 

২.বুলগেরিয়া গার্মেন্টস ভিসা - বুলগেরিয়া কাজের ভিসা 

সংক্ষেপেঃ বুলগেরিয়া গার্মেন্টস ভিসায় চাকরির শর্তাবলি বুলগেরিয়া শ্রমিক আইন অনুযায়ী প্রযোজ্য হয়।

বুলগেরিয়া কাজের ভিসার অন্যতম একটি হচ্ছে বুলগেরিয়া গার্মেন্টস ভিসা। বুলগেরিয়া গার্মেন্টস ভিসায় চাকরির বিস্তারিত নিয়ে আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করব। 

বুলগেরিয়া গার্মেন্টস ভিসায় চাকরির বিস্তারিত :
  • সপ্তাহে ৪০ ঘণ্টা বা দৈনিক ৮ ঘণ্টা ডিউটি করতে হবে। 
  • ওভারটাইম কর্মদিবসে ৫০ শতাংশ, সাপ্তাহিক ছুটির দিনে ৭৫ শতাংশ এবং পাবলিক ছুটির দিনে ১০০ শতাংশ।
  • চাকরির মেয়াদ ৩ বছর এবং এই মেয়াদ নবায়নযোগ্য।
  • বাৎসরিক ছুটি ২০ দিন। তবে কমপক্ষে ৮ মাস কর্মকাল হতে হবে।
  • বাসস্থান বাবদ ৩ থেকে ৪ জনের জন্য আলাদা রুম দেয়া হবে। 
  • বিদ্যুৎ ও পানির বিল কর্মীকে দিতে হবে। 
  • বুলগেরিয়া যাওয়ার বিমানভাড়া এবং কাজ শেষে দেশে ফেরার বিমানভাড়াও নিয়োগকারী প্রতিষ্ঠান দেবে। 
  • কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ এবং অন্যান্য বিষয় বুলগেরিয়ার শ্রম আইন অনুসারে প্রযোজ্য হবে।

৩.বুলগেরিয়া কাজের বেতন কত - বুলগেরিয়া কাজের ভিসা 

সংক্ষেপেঃ বুলগেরিয়ায় চাকরির ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা সাপেক্ষে  ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার বেশি বেতন পাওয়া যায়। 

বুলগেরিয়া কাজের ভিসায় বিভিন্ন রকম বেতনের চাকরি করা যায়। আর্টিকেলের এই অংশে আমরা বুলগেরিয়া কাজের বেতন নিয়ে আলোচনা করব। 

বুলগেরিয়ায় বিভিন্ন কাজের জন্য বেতন ভিন্ন হয়। গার্মেন্টসে কাজের ক্ষেত্রে বুলগেরিয়ায় মাসে ৫০০ থেকে ৬০০ ইউরো পর্যন্ত বেতন পাওয়া যায় বাংলাদেশি টাকায় যার মান ৫৬,০০০ থেকে ৭০,০০০ টাকা। এছাড়াও অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে আরও উচ্চতর পদে ভালো বেতনে বুলগেরিয়ায় চাকরি করা যায়। 

২০২৩ সালে বুলগেরিয়ার গড় স্যালারি হচ্ছে মাসে ১৯২৭ BGN যা ডলারে রুপান্তর করলে হয় ১০৫৮ ডলার এবং বাংলাদেশি টাকায় ১,১৫,০০০ টাকা। অর্থাৎ বুলগেরিয়ায় চাকরির ক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা সাপেক্ষে  ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকার বেশি বেতন পাওয়া যায়। 

৪.বুলগেরিয়ায় সর্বনিম্ন বেতন কত - বুলগেরিয়া কাজের ভিসা 

সংক্ষেপেঃ বুলগেরিয়ায় পূর্ণকালীন কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি হল 780 BGN (USD 437) প্রতি মাসে যা বাংলাদেশি টাকায় ৪৮,০০০ টাকা।

বুলগেরিয়া কাজের ভিসায় সর্বনিম্ন বেতন রয়েছে। বুলগেরিয়ায় সর্বনিম্ন বেতন হলো :

বুলগেরিয়ার একটি সরকার-নির্দেশিত ন্যূনতম মজুরি রয়েছে এবং কোনও কর্মীকে বাধ্যতামূলক ন্যূনতম বেতনের হারের চেয়ে কম দেওয়া হয় না। এপ্রিল ২০২৩ অনুযায়ী, বুলগেরিয়ায় পূর্ণকালীন কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি হল 780 BGN (USD 437) প্রতি মাসে যা বাংলাদেশি টাকায় ৪৮,০০০ টাকা।

বুলগেরিয়ায় কোনো কর্মচারী যত নিম্ন পদেই চাকরি করুক না কেন এই সর্বনিম্ন বেতনের নিচে কোনো বেতন তাকে দেওয়া হবে না। 


৫.বুলগেরিয়া থেকে ইতালি যাওয়ার উপায় - বুলগেরিয়া কাজের ভিসা 

সংক্ষেপেঃ সরাসরি আকাশপথে , রেলপথ এমনকি সড়কপথেও ইতালি থেকে বুলগেরিয়া যাওয়া যায়।

আর্টিকেলের প্রথম অংশে আমরা বাংলাদেশ থেকে বুলগেরিয়া কাজের ভিসায় বুলগেরিয়া যাওয়ার সকল তথ্য নিয়ে আলোচনা করেছি। এখন আমরা ইতালি থেকে বুলগেরিয়া যাওয়ার উপায় নিয়ে আলোচনা করব। 
ইতালি থেকে বুলগেরিয়া যাওয়ার উপায় : ইতালি থেকে বুলগেরিয়া যাওয়ার বেশ কয়েকটি উপায় রয়েছে। আকাশপথ, রেলপথ এমনকি সড়কপথেও ইতালি থেকে বুলগেরিয়া যাওয়া যায়।

আকাশপথে : আকাশপথে ইতালি থেকে বুলগেরিয়া যেতে ইতালির রোমে প্লেনে উঠলে সরাসরি বুলগেরিয়ার রাজধানী সোফিয়া তে পৌছানো যাবে। এটি দ্রুততম পদ্ধতি।
রেলপথে : রেলপথে ইতালি থেকে বুলগেরিয়া যেতে ইতালির টার্মিনি থেকে টিবুর্টিনা যেতে হবে এরপর ট্রেন পরিবর্তন করে রোমা টিবুর্টিনা থেকে ভেনেজিয়া মেস্ত্রে গিয়ে পূনরায় ট্রেন পরিবর্তন করতে হবে। সবশেষে ভেনেজিয়া মেস্ত্রে থেকে বুলগেরিয়ায় রাজধানী সোফিয়াতে পৌছানো যাবে।
সড়কপথে : সড়কপথে বাসের মাধ্যমে ইতালি থেকে বুলগেরিয়া যাওয়া যায়। ইতালির রোম থেকে বুলগেরিয়ার সোফিয়া পর্যন্ত সরাসরি বাস যায়। সময় লাগে ২৯ ঘন্টা প্রায়।

৬.বুলগেরিয়া কি সেনজেন এলাকাভুক্ত  -  বুলগেরিয়া কাজের ভিসা 

সংক্ষেপেঃ বুলগেরিয়া সেনজেনভুক্ত দেশ নয়।

বুলগেরিয়া কাজের ভিসা আবেদন করতে হলে আমাদের বুলগেরিয়া সেনজেন এলাকাভুক্ত কিনা তা জানতে হবে কেননা সেনজেন এলাকাভুক্ত হলে বুলগেরিয়া যেতে সেনজেন ভিসা লাগবে।

সেনজেন এলাকাভুক্ত দেশগুলো হলো : বেলজিয়াম, ডেনমার্ক,  জার্মানি, এস্তোনিয়াদেশ, ফিনল্যাণ্ড, ফ্রান্স, গ্রীস, হাঙ্গেরি, ইতালি, ল্যাটভিয়া, লিচেনস্টাইন, লিথুনিয়া, লাক্সেমবার্গ, মালটা, নেদারল্যান্ড, নরওয়ে, অস্ট্রিয়া, পোল্যাণ্ড, পর্তুগাল, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন, চেক প্রজাতন্ত্র, আইসল্যান্ড,  সুইডেন, সুইজারল্যান্ড, ক্রোয়েশিয়া। এই ২৭ টি দেশ হলো সেনজেনভুক্ত। যেহেতু এই তালিকায় বুলগেরিয়ার নাম নেই সুতরাং বুলগেরিয়া সেনজেন এলাকাভুক্ত দেশ নয়। বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ তবে সেনজেনভুক্ত নয়।

৭.বুলগেরিয়া টুরিস্ট ভিসা  - বুলগেরিয়া কাজের ভিসা 

সংক্ষেপেঃ বুলগেরিয়া টুরিস্ট ভিসার আওতায় ৯০ দিন পর্যন্ত ভ্রমনের উদ্দেশ্যে বুলগেরিয়ায় অবস্থান করা যায়।

বুলগেরিয়া কাজের ভিসা ছাড়াও টুরিস্ট ভিসায় অনেকেই বুলগেরিয়া গিয়ে থাকেন। বুলগেরিয়া টুরিস্ট ভিসা নিয়ে আর্টিকেলের এই অংশে আলোচনা করব। 

বুলগেরিয়া টুরিস্ট ভিসা : এই ভিসার আওতায় বুলগেরিয়া ভ্রমণ এবং এর ঐতিহাসিক, বানিজ্যিক স্থাপত্য এবং সাংস্কৃতিক স্তম্ভসহ সকল টুরিস্ট প্লেসে ভ্রমন ও অবস্থান করা যাবে। ফিনল্যান্ডে ভিজিট ভিসার আওতায় ৯০ দিন পর্যন্ত অবস্থান করা যায়। ফিনল্যান্ড ফিজিট ভিসা পাওয়ার শর্তাবলি : 
  • আবেদনকারীদের পূর্ববর্তী তিন মাসের জন্য একটি ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।
  • আবেদনকারীকে কমপক্ষে ৬ মাসের জন্য বৈধ এমন পাসপোর্ট প্রদান করতে হবে।
  • এই ভিসা ইস্যুর দিন থেকে তিন মাসের জন্য বৈধ থাকবে। আবেদনকারীকে অবশ্যই এই সময়ের মধ্যে ফিনল্যান্ড প্রবেশ করতে হবে।

৮.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - বুলগেরিয়া কাজের ভিসা

বুলগেরিয়া কাজের ভিসা সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর নিয়ে আর্টিকেলের এই অংশে আলোচনা করব।

প্রশ্ন ১: বুলগেরিয়া কাজের ভিসার বেতন কত? 

উত্তর:  বুলগেরিয়া কাজের ভিসার বেতন ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকা। 

প্রশ্ন ২: বুলগেরিয়া কাজের ভিসায় আবেদনের জন্য বয়স কত হতে হয়?

উত্তর: ১৮ থেকে ৪৫ বছর বয়সি যেকোনো ব্যক্তি বুলগেরিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে পারবে। 

প্রশ্ন ৩: বুলগেরিয়া টুরিস্ট ভিসায় কতদিনের জন্য বুলগেরিয়া যাওয়া যায়?

উত্তর: বুলগেরিয়া টুরিস্ট ভিসায় ৯০ দিনের জন্য বুলগেরিয়া যাওয়া যায়।

৯. লেখকের মন্তব্য - বুলগেরিয়া কাজের ভিসা 

আজকের আর্টিকেলে আমরা বুলগেরিয়া কাজের ভিসা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা বুলগেরিয়া কাজের ভিসায় যেতে চান তাদের জন্য আজকের আর্টিকেলটি। আর্টিকেল সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও তথ্যবহুল লেখা পড়তে আমাদের ওয়েবসাইট The DU Speech ভিজিট করতে পারেন।


এই আর্টিকেলের-
লেখক: মোছাঃ ফাতেমা খাতুন 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: গাইবান্ধা 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url