ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
স্বাস্থ্যসেবার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ দেশ হচ্ছে ভারত।বাংলাদেশীদের জন্য ভারতের মেডিকেল ভিসা একটি গুরুত্বপূর্ণ নথি।আজকের আর্টিকেলে আলোচনা করব - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে। ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
এছাড়াও আরো আলোচনা করব - ভারতীয় ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র, ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ, ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কত দিন লাগে? ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র |
উত্তর ধাপ ০১. | ভারতীয় মেডিকেল ভিসার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন তা হলো:পাসপোর্ট, আবেনকারীর ছবি, ফর্ম পূরণের প্রিন্টেড ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। |
উত্তর ধাপ ০২. | ইউটিলিটি বিলের ফটোকপি, পেশার প্রমাণপএ,ব্যাংক স্টেটমেন্ট, ভারতীয় ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার,সকল প্রেসক্রিপশন ও রিপোর্টের ফটোকপি। |
আর্টিকেল সূচিপত্র - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
- ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
- ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
- ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কত দিন লাগে - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
- ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
- ভারতীয় মেডিকেল ভিসার মেয়াদ কতদিন - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
- ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে সতর্কতা - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
- লেখকের মন্তব্য - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
আরও পড়ুনঃ মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩
১. ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
ভারতের মেডিকেল ভিসা করার জন্য যেসব কাগজপত্র লাগবে তা হলো:-
- আবেদনকারীর পাসপোর্ট। পাসপোর্টের ২ পৃষ্ঠা ফাঁকা থাকবে এবং পাসপোর্টের মেয়াদ হতে হবে ৬ মাস।
- আবেদনকারীর এক কপি প্রিন্টেড ছবি এবং একটি সফট কপি।
- আবেদনকারীর পূরণকৃত ফর্ম (প্রিন্টেড হতে হবে)
- আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- আবেদনকারীর ইউটিলিটি বিল যেমন- (গ্যাস,পানি বা বিদ্যুৎ) ফটোকপি
- আবেদনকারীর পেশার প্রমাণপএ যেমন-আবেদনকারীর পেশা যদি কৃষি হয় তাহলে জমি খতিয়ানের ফটোকপি, ছাএ হলে আইডি কার্ড এবং সরকারি চাকরিজীবী হলে NOC লাগবে।
- আবেদনকারীর ব্যাংক স্টেটমেন্ট।
- আবেদনকারীর পাসপোর্টের ডাটা পেজের ফটোকপি
- আবেদনকারীর যদি পূর্ববর্তী পাসপোর্ট থাকে সেটিও প্রয়োজন হতে পারে। পাসপোর্ট যদি হারিয়ে যায় তাহলে লস্ট সার্টিফিকেট এবং জিডি কপি জমা দিতে হবে।
- ভারতীয় ডাক্তারের এ্যাপোয়মেন্ট লেটার (সুনির্দিষ্ট তারিখসহ হতে হবে)
- আবেদনকারীর সব প্রেসক্রিপশন এবং রিপোর্টের মেইন কপি ও ফটোকপি জমা দিতে হবে।
সুতরাং বলা যায় যে, উপরোক্ত ডকুমেন্টস গুলো আপনার প্রয়োজন হবে ভারতের মেডিকেল ভিসা পাবার জন্য।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?
২. ইন্ডিয়ান টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করার জন্য ভিসা অফিসে আপনাকে কিছু কাগজপএ নিয়ে যেতে হবে। সেগুলো হচ্ছে :
- অনলাইনে পূরণকৃত ভিসা আবেদনপএ
- ২কপি ছবি (পাসপোর্ট সাইজের ল্যাবপ্রিন্ট হতে হবে) একটি বিষয় খেয়াল রাখতে হবে ছবিটি যাতে অন্য কোনো ভিসায় না লাগানো থাকে।
- আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি। যদি জাতীয় পরিচয় পএ না থাকে তাহলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
- মেইন পাসপোর্ট এবং পাসপোর্টের ফটোকপি
- আবেদনকারীর ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট
- আবেদনকারীর পানি/গ্যাস/বিদ্যুৎ বিলের ফটোকপি (৩ মাসের)
- আবেদনকারীর ট্রেড লাইসেন্স বা এনওসি।
আরও পড়ুনঃ বাংলাদেশের জন্য আমেরিকার নতুন ভিসা নীতি
৩. ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কত দিন লাগে - ভারতীয় মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
যদি আপনি ইন্ডিয়ান মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস যুক্ত করে সঠিক ভাবে ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনার ভিসা পেতে সময় লাগবে ৩ দিন থেকে ১০ দিনের মতো। আর আপনি আরো কম সময়ে মেডিকেল ভিসা সংগ্রহ করতে পারবেন যদি জরুরী মেডিকেল ভিসার জন্য আবেদন করেন। সাধারণত ৭২ ঘন্টার মধ্যে মেডিকেল ভিসা পাওয়া যায় জরুরি ভিত্তিতে।
৪. ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রশেজনীয় কাগজপএ
টুরিস্ট ভিসার মতোই ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ পরবে ৮০০ টাকা। এটি হচ্ছে মেডিকেল ভিসা প্রসেসিং ফি। আপনি অনেকগুলো মাধ্যমে এই ভিসা ফি পরিশোধ করতে পারবেন। যেমন:ডেবিট কার্ড,ক্রেডিট কার্ড,ব্যাংক একাউন্ট, বিকাশ অথবা সরাসরি ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টারে উপস্থিত হয়ে।
আরও পড়ুনঃ জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
৫. ভারতীয় মেডিকেল ভিসার মেয়াদ কত দিন - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভারতীয় মেডিকেল ভিসার মেয়াদ হচ্ছে এক বছর।এই সময়ের মধ্যে আপনি তিন বার ভারতে আসা যাওয়া করতে পারবেন। অনেক সময় রোগীদের ক্ষেত্রে চিকিৎসার জন্য মেয়াদ বাড়িয়ে নেওয়া যেতে পারে। সেজন্যে আপনি ভারতের যে হাসপাতলে ডাক্তার দেখাতে চান সেই হাসপাতাল কর্তৃক মেডিকেল সার্টিফিকেট পাওয়ার পরে সেখানকার রাজ্য সরকার বা এফআরআর এর আদেশানুক্রমে মেয়াদ বাড়াতে হবে।
আরও পড়ুনঃ সৌদি আরব স্টুডেন্ট ভিসা ২০২৩
৬. ভারতীয় মেডিকেল ভিসা নিয়ে সতর্কতা - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
কোনো ধরনের ব্যাগ ভারতের এম্বাসির ভেতরে অনুমিত নয়। তাই আপনি যখন ভিসা আবেদন জমা দিতে যাবেন তখন শুধুমাত্র যেই কাগজগুলো দরকারি সেগুলো একটি স্বচ্ছ ফাইলে নিয়ে ভেতরে যাবেন। আপনাকে ভ্রমণ কর বাবদ ৫০০ টাকা দিতে হবে ভারতে প্রবেশের সময়। এই টাকাটা যদি আগেই সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে রশিদ সংগ্রহ করে নেন তাহলে ভারত প্রবেশের সময় আপনার বেশি ঝামেলাতে পরতে হবে না।আবার ভারতের বাইরে থেকে যেসব লোক আসে তাদের অনেকেই অতিরিক্ত ডলার নিয়ে আসে, এর ফলে তারা ইমিগ্রেশনে পুলিশদের জেরার কবলে পরে।সুতরাং আপনি যদি অতিরিক্ত ডলার মানিব্যাগে নিয়ে যেতে চান তাহলে তা থেকে বিরত থাকতে হবে।
ভারতের বাইরে থেকে আগত লোকেরা প্রায়ই ভারতে ঢোকার সময় অতিরিক্ত ডলার নিয়ে ইমিগ্রেশন পুলিশদের জেরার মুখে পড়েন। তাই পাসপোর্টে এন্ডোর্সকৃত পরিমাণের চেয়ে বেশি ডলার বহন করতে চাইলে তা মানিব্যাগে রাখা থেকে বিরত থাকতে হবে।
আরও পড়ুনঃ জেনে নিন সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়
৭. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
প্রশ্ন ১: ইমারজেন্সি মেডিকেল ভিসা পেতে কত দিন লাগে?
উত্তর: ইমারজেন্সি মেডিকেল ভিসা পেতে ৭২ ঘন্টা সময় লাগে।
প্রশ্ন ২: ভারতীয় মেডিকেল ভিসার মেয়াদ কতদিন?
উত্তর: ভারতীয় মেডিকেল ভিসার মেয়াদ হচ্ছে ১ বছর।
প্রশ্ন ৩: ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ কত?
উত্তর: ইন্ডিয়ান মেডিকেল ভিসা খরচ হচ্ছে ৮০০ টাকা।
আরও পড়ুনঃ আয়ারল্যান্ড ভিসা প্রসেসিং ২০২৩
৮. লেখকের মন্তব্য - ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ
আজকের আর্টিকেলে আপনাদের সাথে শেয়ার করলাম ভারতের মেডিকেল ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ নিয়ে। আর্টিকেল পড়ে আপনার মূল্যবান মতামত, পরামর্শ কিংবা জিজ্ঞাসা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এইরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট The Du Speech ভিজিট করতে পারেন।
লেখক: মোসা: কবিতা
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: কবিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর
আরও পড়ুনঃ আক্কেল দাঁতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url