OrdinaryITPostAd

বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ ২০২৩

 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে (বোয়েসেল) অর্থাৎ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস মরিশাসে পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি  প্রকাশিত হয়েছে । বিজ্ঞপ্তি অনুযায়ী বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে মরিশাসে যেতে পারবেন। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ নিয়ে। বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন।

এছাড়াও আরো আলোচনা করব -আবেদনের নিয়ম, আবেদনের ফর্ম, আবেদনের খরচ, আবেদনের সময়সীমা। 

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ
উত্তর ধাপ ০১. বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ  আবেদনের জন্য আপনাকে www.boesl.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ।
উত্তর ধাপ ০২. নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে ১৬ সেপ্টেম্বর। 
উত্তর ধাপ ০৩. সরকারিভাবে মরিশাসে যেতে বোয়েসেল এর ওয়েবসাইটে একটি নোটিশ বোর্ড পাবেন, সেখানে মরিশাসের পিডিএফএ ক্লিক করলে নিচের দিকে একটি আবেদন লিংক পাবেন। সেখান থেকে আবেদন করে নিন।এই নিয়োগে মোট ৫০ জন পুরুষ কর্মীকে নিয়োগ দেওয়া হবে। 

আর্টিকেল সূচিপত্র - বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ

  1.  বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ  
  2. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর -  বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ  
  3. লেখকের মন্তব্য -   বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ 

১. বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ 

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী  বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ এর জন্য  সেভেন কোম্পানী লিমিটেড-এর অধীনে দুইটি শূন্য  পদে পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।নিচে তা দেওয়া হলো:-

1.পদের  নাম: বেকারী অপারেটর
পদের সংখ্যা: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস(ন্যূনতম)
বেতনের পরিমাণ : ১৩০০০-১৪০০০ মরিশাস রুপি অনুযায়ী  ( বাংলাদেশি টাকায়  প্রায় ২৬, ০০০ টাকা)

2. পদের নাম: পেস্ট্রি অপারেটর
পদের সংখ্যা: ২০ জন
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস(ন্যূনতম)
বেতনের পরিমাণ : ১২০০০-১৩০০০ মরিশাস রূপি অনুযায়ী  ( বাংলাদেশি টাকায়  প্রায় ২৫, ০০০ টাকা)

আবেদনের সময়সীমা :

আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর এর মধ্যে প্রদত্ত সার্কুলার অনুযায়ী আবেদন করতে পারবেন। বিলম্ব না করে আজই আবেদন করে ফেলুন আপনার পছন্দের দেশ মরিশাসের জন্য। 

শর্তাবলী:

  • বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে কমপক্ষে ১০ মাস
  • চাকরির চুক্তি সময় হচ্ছে ৩ বছর তবে পরবর্তীতে তা নবায়ন করা যাবে। 
  • প্রার্থীর বয়স হতে হবে অবশ্যই ২০-৩০ বছরের মধ্যে। 
  • শিক্ষানবিশকাল হবে ৩ মাস।
  • চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মী নিজে বহন করবে এবং চাকরি শেষে (৩ বছর) দেশে ফেরার সময় আপনার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে।
  • আপনার থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যাতায়াত সবকিছু নিয়োগকর্তা কর্তৃক ব্যবস্থা করবে। 
  • সপ্তাহে ৪৫ ঘন্টা কাজ করতে হবে এবং মরিশাসের শ্রম আইন অনুযায়ী আপনার ওভারটাইমেরও সুবিধা বিদ্যমান থাকবে। 
  • মরিশাসের শ্রম আইন অনুযায়ী  নিয়োগের অন্যান্য শর্তাবলী প্রযোজ্য হবে। 

আবেদন প্রক্রিয়া:

বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে আবেদন করার জন্য আপনাকে নিম্নোক্ত ধাপগুলি অনুসরণ করতে হবে:-
  1. প্রথমে আপনি আপনার মোবাইল বা কম্পিউটার এর ক্রোম ব্রাউজারে প্রবেশ করুন।
  2. ক্রোম ব্রাউজারে এসে www.boesl.gov.bd লিখে সার্চ করুন ।
  3. এবার বোয়েসেল এর নোটিশ বোর্ডে চলে যান।
  4. নোটিশ বোর্ডে আসার পর আপনি মরিশাসে পুরুষ কর্মী নিয়োগের পিডিএফ ফাইল পাবেন।
  5. এবার পিডিএফ ফাইলটি ওপেন করুন। 
  6. পিডিএফ ফাইলের নিচের দিকে আপনি একটি আবেদনের লিংক দেখতে পাবেন।
  7. লিংকে ক্লিক করলে আপনার আবেদন ফর্মটি ওপেন হয়ে যাবে। 
  8. আবেদন ফর্মটিতে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে  পূরণ করে নিন।
  9. এবার আপনার ফর্মটি সাবমিট করে দিন।
এভাবেই আপনি বোয়েসেলের মাধ্যমে মরিশাস যাওয়ার জন্য আবেদন করতে পারবেন।আবেদন করার সময় তথ্যগুলো সঠিক দিন কেননা তথ্য ভুল হলে আপনার আবেদন গ্রহণযোগ্য নাও হতে পারে। এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করুন।

প্রয়োজনীয় কাগজপএ:

  • পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ১০ মাস)
  • মেডিকেল রিপোর্ট 
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 
  • বিএমইটি কার্ড
  • আঙ্গুলের বায়োমেট্রিক 
  • জাতীয় পরিচয় পত্রের  প্রয়োজন হবে
  • ছবি (ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে)
  • যে কাজে যাবেন সেই কাজের অভিজ্ঞতা সনদ
  • শিক্ষাগত সনদপএ
  • চাকুরির চুক্তিপএ
বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে যেতে আপনার উপরোক্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন পরবে। প্রথমে এগুলো যোগাড় করুন, তারপর আবেদন শুরু করুন।

খরচ:

  1. বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাস যাওয়ার জন্য আপনাকে বিমান ভাড়া সহ অন্যান্য খরচ বাবদ আপনার এক লক্ষ টাকা খরচ হতে পারে।
  2. যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদেরকে বোয়েসেল সার্বিস চার্জ বাবদ ৩৮,৯৪০টাকা (আটএিশ হাজার নয়শত চল্লিশ) টাকা সোনালি ব্যাংকের মগবাজার শাখা হতে 'বোয়েসেল ঢাকা' বরাবর পে অর্ডার করে জমা দিতে হবে। 
  3. আপনার আবেদন নিয়োগকর্তা কর্তৃক যাচাই বাছাই করে আপনাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। 

ঠিকানা:

প্রবাসী কল্যাণ ভবন, (৫ম তলা),৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০, বাংলাদেশ 

যোগাযোগ :

১.ফোন:+৮৮-০২-৯৩৩৬৫০৮,৪৮৩১৯১২৫,৪৮৩১৭৫১৫
২.ফ্যাক্স: +৮৮-০২-৫৮৩১-৬৫৭৭,+৮৮-০২-৯৩৩০৬৫৫২
৩.ইমেইল : info@boesl.gov.bd,md@boesl.gov.bd
৪.ওয়েবসাইট : www.boesl.gov.bd

বোয়েসেলের লক্ষ্য :

বাংলাদেশের একটি সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক কোম্পানি হচ্ছে বোয়েসেল । বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান নীতির দ্বারা পরিচালিত হয়,  বোয়েসেলের প্রধান হচ্ছেন চেয়ারম্যান । ১৯৮৪ সালে বোয়েসেল প্রতিষ্ঠিত হয়েছে। 

বোয়েসেল -এর প্রধান  রূপকল্প হচ্ছে নৈতিক  এবং নিশ্চিত অভিবাসন  সম্পন্ন করা।  বোয়েসেল প্রতিষ্ঠানটি শূন্য অভিবাসন ব্যয়ের মাধ্যমে স্বল্প, যৌক্তিক এবং ক্ষেএবিশেষে  সরকারের সকল ধরনের নীতি, লক্ষ্য বাস্তবায়ন করে  এবং নিরাপদ অভিবাসনে   গুরুত্বপূর্ণ ভূমিকা করে থাকে। 
  • বোয়েসেল ন্যূনতম অভিবাসন ব্যয় নিশ্চিত করে থাকে। 
  • সৎ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করে থাকে। 
  • এটি সঠিক কর্মে সঠিক কর্মী প্রেরণ করে।
  • বোয়েসেলের  নিয়োগকর্তার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে। 
সুতরাং বলা যায় যে, বোয়েসেলের কোনো এজেন্ট বা দালাল নেই তাই বোয়েসেল দ্বারা প্রতারিত হওয়ারও কোনো সুযোগ নেই। উপরোক্ত তথ্যের ভিত্তিতে আপনি খুব সহজেই বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে যেতে পারবেন। ধন্যবাদ। 

২. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ

প্রশ্ন ১: বোয়েসেল এর অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি?

উত্তর:বোয়েসেল এর অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে www.boesl.gov.bd

প্রশ্ন ২: বোয়েসেল  এর মাধ্যমে মরিশাস যেতে হলে পাসপোর্টের মেয়াদ কতদিন থাকতে হবে? 

উত্তর: বোয়েসেল এর মাধ্যমে মরিশাস যেতে পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ১০ মাস হতে হবে। 

প্রশ্ন ৩: বোয়েসেল এর মাধ্যমে মরিশাস যেতে কর্মীর বয়স কত হতে হবে। 

উত্তর: বোয়েসেল এর মাধ্যমে মরিশাস যেতে কর্মীর বয়স হতে হবে ২০-৩০ বছর।

৩. লেখকের মন্তব্য - বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ

আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে মরিশাসে পুরুষ কর্মী নিয়োগ নিয়ে। আর্টিকেলটি পড়ে আপনি অনেক উপকৃত হবেন বলে আমি মনে করছি। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, প্রশ্ন কিংবা পরামর্শ আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকমই আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট The Du Speech ভিজিট করতে পারেন। 

এই আর্টিকেলের-
লেখক: মোসা: কবিতা  
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url