দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে? [সর্বশেষ আপডেট]
দক্ষিণ কোরিয়া প্রতি বছর লটারির মাধ্যমে বাংলাদেশী যুবকদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে থাকে। অনেকেরই কোরিয়া লটারি নিয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিশাল এই সুযোগটি হাতছাড়া করে থাকে। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে। দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে এই সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
এছাড়াও আরো আলোচনা করব -লটারি আবেদনের লিংক, আবেদনের নিয়ম, ফলাফল পাওয়ার উপায় ইত্যাদি। যোগ্যতা ও ইচ্ছা থাকলে আপনিও কোরিয়া লটারির মাধ্যমে কোরিয়া যেতে পারবেন।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে |
উত্তর ধাপ ০১. | দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ এর আবেদন শুরু হয় ৬ জুন থেকে ৮ জুন ২০২৩ পর্যন্ত |
উত্তর ধাপ ০২. | দক্ষিণ কোরিয়া ব্যাক্তিভিত্তিক ভাষা পরীক্ষার তারিখ ঘোষণা করেছে ৭ জুলাই |
উত্তর ধাপ ০৩. | দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ নিবন্ধনের শেষ তারিখ হচ্ছে ১৩ জুন। |
আর্টিকেল সূচিপত্র - দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে
- দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে
- দক্ষিণ কোরিয়া লটারি আবেদনের নিয়ম - দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে
- লেখকের মন্তব্য - দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে
আরও পড়ুনঃ বোয়েসেল কোরিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
১. দক্ষিণ কোরিয়া লটারি কবে ছাড়বে
দক্ষিণ কোরিয়া পৃথিবীর অন্যতম ধনী দেশ। প্রতি বছর বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের দক্ষিণ কোরিয়া নিয়োগ দিয়ে থাকে। মোট ৯,০০০ জন কর্মীকে দক্ষিণ কোরিয়া লটারির মাধ্যমে বাছাই করে থাকে। এজন্য আপনাকে অবশ্যই ভাষাতে পারদর্শী হতে হবে। বর্তমানে দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ শুরু হয়েছে। আপনারা যারা দক্ষিণ কোরিয়া লটারির জন্য আগ্রহী ছিলেন তাদের জন্য এই আর্টিকেলটি।
বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার কর্মী দক্ষিণ কোরিয়াতে BOESL এর মাধ্যমে গমন করে। ৯,০০০জন প্রার্থীর চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন হলে নির্দিষ্ট সময়ের মধ্যে এ কার্যক্রম বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের অন্যতম শ্রমশক্তি বিনিয়োগের ক্ষেএ হচ্ছে দক্ষিণ কোরিয়া। এজন্য এ সম্পর্কে মানুষের জানার আগ্রহ অনেক বেশি।
জুন মাসে দক্ষিণ কেরিয়া লটারি প্রকাশ করা হয়ে থাকে। এই লটারি বোয়েসেল এর মাধ্যমে প্রকাশিত হবে। আপনাকে
বোয়েসেল এর ওয়েবসাইটে ফলো করতে হবে নিয়মিত। তাহলে আপনি আপডেট পেয়ে যাবেন।
দক্ষিণ কোরিয়া লটারি পাওয়ার যোগ্যতা:
- আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান হতে হবে
- আপনার পাসপোর্টের মেয়াদ হালনাগাদ থাকতে হবে।
- আপনার নাম, ছবি এবং জন্ম তারিখ পাসপোর্ট ও জাতীয় পরিচয়পএের সাথে মিল থাকতে হবে।
- আপনার বয়স হতে হবে ১৮-৩৯ বছরের মধ্যে
- আপনার আচার -আচরণ, পোশাক, কথোপকথন মার্জিত হতে হবে।
- আপনার 3D কাজ করার আগ্রহ থাকতে হবে।
- আপনার রঙ বোঝার সক্ষমতা থাকতে হবে
- আপনাকে কোরিয়ান ভাষায় পারদর্শী হতে হবে।
- মাদকাসক্ত হওয়া যাবে না।
ওয়েবসাইট :
আপনি যদি দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন করতে চান তাহলে eps.boesl.gov.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস হলো:
- ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডের সাউজ হবে ১৪কেবি)
- পাসপোর্ট (স্ক্যানকৃত হতে হবে) সাইজ ৬০ কেবি
- এসএসসির সনদপএ
- আবেদন ফি (অবশ্যই বিকাশ মাধ্যমে পরিশোধ করতে হবে)
এই ওয়েবসাইট ব্যাতীত অন্যকোনো ওয়েবসাইট থেকে দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ আবেদন করতে পারবেন না। যদি লটারি ধরার সংখ্যা বিশ হাজারের চেয়ে বেশি হয় তাহলে এইচআরডি কর্তৃক পার্থী নির্বাচন করা হবে।দক্ষিণ কোরিয়া যাওয়ার জন্য বোয়েসেল বিভিন্ন বিজ্ঞাপন দেয় ফেসবুক পেইজে, আপনাকে সেগুলো ফলো করতে হবে। তাহলে আপনিও দক্ষিণ কোরিয়া লটারির মাধ্যমে কোরিয়া যেতে পারবেন।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?
২. দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করার নিয়ম - দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে
আপনি সহজেই আপনার মোবাইল বা কম্পিউটার দিয়ে দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য আপনি ওয়েবসাইট http://eps.boesl.gov.bd/
তে প্রবেশ করুন।আবেদন করার সময় যে ধাপগুলো অনুসরণ করতে হবে তা নিচে দেওয়া হলো :
- প্রথমে আপনাকে পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং পেমেন্ট বিকাশের মাধ্যমে সিলেক্ট করে পেমেন্ট আইডি নিতে হবে।
- এবার আপনার সামনে দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করার জন্য নতুন একটি ইন্টারফেস আসবে।
- পাসপোর্ট অনুসারে আপনার নাম,জন্ম তারিখ,passport issue date, passport expired date দিতে হবে।
- এবার শিক্ষাগত যোগ্যতা এসএসসি সিলেক্ট করুন।
- আপনি যদি এসএসসি কারিগরি বোর্ডের আন্ডারে কম্পলিট করে থাকেন তাহলে yes নতুবা No সিলেক্ট করুন।
- আপনার জাতীয় পরিচয়পএের নম্বর এবং ই-মেইল আইডি প্রদান করুন।
- আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং পাসপোর্ট স্ক্যান কপি আপলোড করুন।
- এবার manufacturing সিলেক্ট করুন ইন্ডাস্ট্রি ক্যাটাগরি থেকে।
- এবার পার্টস সংযোজন সিলেক্ট করুন ইন্ডাস্ট্রি ধরন থেকে।
এবার সবকিছু পূরন করার পর ফরমটি আবার ভালো করে চেক করে নিন। যদি কোনো ভুল থাকে সঠিক তথ্য ইনপুট করুন।সবকিছু পূরন হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করুন।এবার আবেদন ফরমটি ডাউনলোড করে নিন।এই ফরমটি আপনার পরবর্তী দক্ষিণ কোরিয়া লটারি আবেদনে কাজে লাগবে। এভাবেই আপনি দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করতে পারবেন।
কোরিয়া লটারি ফলাফল দেখার উপায় :
আপনি যদি দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ এর আবেদন করে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই ফলাফলের অপেক্ষায় আছেন।ফলাফল দেখার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন
- প্রথমেই আপনি বোয়েসেল এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন। www.boesl.gov.bd.
- এবার আপনি নোটিশ বোর্ডে চোখ রাখুন।
- এবার আপনি কোরিয়া পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে পাবেন।
- এবার পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন।ডাউনলোড করার পর ওপেন করুন। এখানে আপনি আপনার ফলাফল দেখতে পাবেন।
দক্ষিণ কোরিয়া যাওয়ার আবেদন করতে আপনার খরচ পরবে প্রায় ৩,৬৫০ টাকা। বর্তমানে নতুন কর্মীদের সবকিছু মিলিয়ে দুই লাখের মতো খরচ পরবে।আপনি যদি কোরিয়া ভাষা শিখেন তাহলে নামমাএ খরচে মাসে দেড় লাখ টাকার বেশি বেতনে চাকরি নিয়ে কোরিয়া যেতে পারবেন।
আবেদন ফি দেওয়ার নিয়ম:
দক্ষিণ কোরিয়া লটারি ফি হিসেবে আপনাকে ৫০০টাকা পে করতে হবে। এই টাকা আপনাকে বিকাশে পরিশোধ করতে হবে। এজন্য আপনাকে প্রথমে বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।
- আপনাকে এডুকেশন বিল সিলেক্ট করতে হবে বিকাশ পে বিল অপশন থেকে
- এবার এডুকেশন বিলে ট্রেনিং বিল লিখে সার্চ করুন
- এবার বোয়েসেল সিলেক্ট করুন।
- তারপর আপনার বিলের মাস (যে মাসে আবেদন করবেন সে মাস) এবং পাসপোর্ট নাম্বার দিন।
- এবার দক্ষিণ কোরিয়া আবেদন ফি ৫০০ টাকা দেখাবে। আপনার বিকাশ পিন দিয়ে ওকে করুন।
- এবার আপনার দক্ষিণ কোরিয়া আবেদন ফি কম্পলিট হয়ে যাবে।
আপনার মোবাইল ফোনে দক্ষিণ কোরিয়া লটারি আবেদন ফি এর রশিদটি ডাউনলোড করে নিন।
আরও পড়ুনঃ লিথুনিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩
৩. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে
প্রশ্ন ১: দক্ষিণ কোরিয়া লটারি আবেদনের ওয়েবসাইটের নাম কি?
উত্তর:দক্ষিণ কোরিয়া লটারি আবেদনের ওয়েবসাইটের নাম www.boesl.gov.bd।
প্রশ্ন ২:দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করতে কত টাকা খরচ পরবে?
উত্তর:দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করতে ৩,৬৫০ টাকা খরচ পরবে।
প্রশ্ন ৩:দক্ষিণ কোরিয়া কত বছর বৈধ্যভাবে থাকা যায়?
উত্তর:দক্ষিণ কোরিয়া বৈধ্যভাবে ৪ বছর থাকা যায়।তবে কাজ ভালো হলে ২ বছর বাড়ানো যায়।
৪. লেখকের মন্তব্য - দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে
আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম দক্ষিণ কোরিয়া লটারি ২০২৩ কবে ছাড়বে এবং দক্ষিণ কোরিয়া লটারি আবেদন করার উপায়। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট the du speech ভিজিট করুন।
লেখক: মোসা: কবিতা
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে । তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর
আরও পড়ুনঃ আক্কেল দাঁতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url