OrdinaryITPostAd

বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বোয়েসেল নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিদেশি চাকরিপ্রার্থীদের জন্য নতুন  এই নিয়োগ বিজ্ঞপ্তিটি একটি বিশাল সুখবর। সরকারি মালিকানাধীন একটি কোম্পানি হচ্ছে বোয়েসেল। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি।বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে আমাদের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

এছাড়াও আরো আলোচনা করব-আবেদনের নিয়ম, আবেদন ফর্ম, আবেদনের খরচ, আবেদনের সময়সীমা ইত্যাদি। 

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
উত্তর ধাপ ০১.  বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ১৪ অগাস্ট ২০২৩ প্রকাশিত হয়েছে। 
উত্তর ধাপ ০২.  বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ সময় ১৮,এবং ২৪ অগাস্ট। 
উত্তর ধাপ ০৩. মোট ৩০০+ কর্মীকে বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বিদেশে পাঠানো হবে।

আর্টিকেল সূচিপত্র - বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

  1. বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 
  2. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 
  3. লেখকের মন্তব্য -বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি  

১. বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি  

সাম্প্রতিক বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সরকারি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল।বাংলাদেশের কোম্পানির অধীনে ১৯১৩ সালে বোয়েসেল প্রতিষ্ঠিত হয়েছে। একমাত্র সরকারি মালিকানাধীন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল। বোয়েসেল স্বল্প ব্যয়ে স্বচ্ছতার সাথে বেসরকারি মালিকানাধীন রিক্রুটিং এজেন্সির সাথে প্রতিযোগিতা করে বিদেশে কর্মী প্রেরণ করে থাকে। 

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডকে সংক্ষেপে বোয়েসেল বলা হয়ে থাকে। বুলগেরিয়া এর ভিসা আবেদন জমা দেওয়ার জন্য বোয়েসেল প্রার্থীকে ভারত গমন করতে হতে পারে। প্রার্থীকে ভিসা ফি ও ভারত গমনের সকল টাকা বহন করতে হবে।এক্ষেত্রে এক লক্ষ টাকার মুচলেকায় কর্মীর অভিভাবককে স্বাক্ষর করতে হবে। 

কেউ যদি আপনাকে বোয়েসেল নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে চাকরির কথা বলে আপনার কাছে থেকে আর্থিক লেনদেনের কথা বলে তাহলে অবশ্যই তা এড়িয়ে চলুন। বোয়েসেলের বিদেশি কর্মী পাঠানোতে কোনো এজেন্ট বা প্রতিনিধি নেই।

বোয়েসেলের চলমান একটি নিয়োগ বিজ্ঞপ্তি হলো:

প্রতিষ্ঠানের নাম :বোয়েসেল 
চাকরির স্থান:বিদেশ 
শূন্য পদ:৩০০+
বয়স:২০-৩৯ বছর 
আবেদন শুরু :১০ আগস্ট ২০২৩
আবেদন শেষ :২৪,২৫ ও ৩১ আগস্ট ২০২৩
ওয়েবসাইট :www.boesl. gov.bd
চলমান এই সার্কুলারের আবেদন শেষ হবে ৩১ আগস্ট ২০২৩।বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী  একমাত্র প্রতিষ্ঠান বোয়েসেল প্রায় ৪৬০ এর চেয়েও  বেশি লোককে বিদেশে পাঠাবে।

বোয়েসেলের সার্বিস চার্জ :

  • বোয়েসেল কোনো ধরনের নগদ অর্থ গ্রহন করে না এবং প্রদানও করে না। 
  • বোয়েসেল বিদেশে কর্মী পাঠাতে কোনো এজেন্ট বা দালাল নেই। 
  • প্রার্থীদের প্রাথমিক তালিকা ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করে প্রদান করা হবে এবং পূনরায় প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা কোম্পানির প্রতিনিধি কর্তৃক গ্রহণ করা হবে।
  • যেসব প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হবে তাদেরকে বোয়েসেল নির্ধারিত চার্জ সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে হবে।
বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, দারুস সালাম, মিরপুর, ঢাকা-এ সকাল ৯:০০ ঘটিকায় আগ্রহী প্রার্থীদের স্বশরীরে উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদান করতে হবে। প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে এবং প্রাথমিক তালিকা প্রন্তুত করা হবে, এবং প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা কোম্পানির প্রতিনিধি কর্তৃক পুনরায় গ্রহণ করা হবে।

চুড়ান্ত নির্বাচিত প্রার্থীদের বোয়েসেল-এর নির্ধারিত সার্ভিস চার্জ বাবদ ৪২০০০/- দিতে হবে , ভ্যাট দিতে হবে  ৬৩০০/- , বোয়েসেল-এর রেজিস্ট্রেশন ফি বাবদ লাগবে ২০০/- (দুইশত), ওয়েজ আননার্স কল্যাণ ফি দিতে হবে  ৩৫০০/-, কল্যাণ বোর্ডের ইন্সুরেল ফি বাবদ লাগবে ৪৯০/-, স্মার্ট কার্ড জন্য ২৫০/- টাকা সহ সর্বমোট লাগবে ৫২,৭৪০/- টাকা বোয়েসেলে জমা করতে হবে সোনালী ব্যাংক,বা মগবাজার শাখা হতে “বোয়েসেল ঢাকা” নামে একটি পে-অর্ডার এর মাধ্যমে। 

প্রয়োজনীয় কাগজপএ:

  1. আপনার বায়োডাটা
  2. ৪ কপি ছবি (পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড)
  3. অভিজ্ঞতার সনদ
  4. শিক্ষাগত যোগ্যতার সনদ 
  5. হাজিরা কার্ড 
  6. বর্তমান অফিসের পরিচয়পএ
  7. মেইন পাসপোর্ট (১ সেট রঙিন ও ৪ সেট সাদাকালো)
জরুরি ভিত্তিতে তথ্য জানতে যোগাযোগ নম্বর :
  1. ০২-৪৮৩১৯১২৫
  2. ০২-৪৮৩১৭৫১৫
  3. ০২-৫৮৩১১৮৩৮
  4. ০১৭৬৫-৪১১৬৫০

কর্মী বাছাই :

বোয়েসেল প্রতি শুক্রবার ৩ টি স্থানে কর্মী বাছাই করে থাকে।
  • দারুস সালাম,মিরপুর -১, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
  •  মিরপুর -১, দারুস সালাম, বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ঢাকাতে হয়।
  • বাংলাদেশ জাপান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, মিরপুর -২, ঢাকাতে অনুষ্ঠিত হয়। 

শর্তাবলী:

  1. এক লক্ষ টাকার মুচলেকায় কর্মীর অভিভাবককে স্বাক্ষর করতে হবে।
  2. চাকরির চুক্তি হবে ৩ বছর এবং প্রতিবছর আপনাকে নবায়ন করতে হবে
  3. প্রতিদিন ৮ ঘন্টা করে কাজ করতে হবে এবং সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করতে হবে
  4. ২০ দিন বাৎসরিক ছুটি দিবে। 
  5. আপনাকে দক্ষ ও অভিজ্ঞ হতে হবে সংশ্লিষ্ট কাজে
  6. কোম্পানি আপনার বিমান ভাড়া বহন করবে।
  7. আপনাকে ৩-৪ জনের সাথে বাসস্থান শেয়ার করে থাকতে হবে। তবে পানির বিল ও বিদ্যুৎ বিল আপনাকে দিতে হবে।
  8. আপনি যদি কর্মরত অবস্থায় দূর্ঘটনায় পরেন তাহলে বুলগেরিয়া শ্রম আইন অনুযায়ী তা দেখা হবে।

বোয়েসেলের উদ্দেশ্য :

  • বোয়েসেল কর্মীদের দক্ষতা মূল্যায়ন করে 
  • সারা বিশ্বজুরে প্রার্থীদের ক্যারিয়ার গড়তে সাহায্য করে।
  • সকল মানুষকে বিদেশি কর্মসংস্থানে সমান অংশগ্রহন নিশ্চিত করে
  • গ্রাহকদেরকে পর্যাপ্ত পরিমাণে সেবা, সহায়তা, যত্ন ও সুরক্ষা দিয়ে থাকে। 
  • প্রার্থীদেরকে নতুন কাজের সুযোগ করে দেয়।
  • কম খরচে নৈতিকতার সাথে স্থানান্তরের বিষয়টি কম্পলিট করে। 
  • চাকরি প্রত্যাশী ও নিয়োগকর্তার কর্মসংস্থান প্রক্রিয়া স্বচ্ছ করে তোলে। 

আবেদন করার নিয়ম:

  • প্রথমে http://www.boesl.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন। 
  • এবার আপনাকে  "নোটিস বোর্ড" খুঁজে বের করতে হবে ।
  • এখন আপনার বিদেশি নতুন নিয়োগের আবেদনপত্রের পিডিএফ ফাইল সংগ্রহ করুন।
  • সঠিক তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নিন।
  • আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস  সংযুক্ত করুন ।
  • এবার ব্যাংক ড্রাফ্টের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন।
  • অবশেষে অফিসিয়াল ঠিকানায় আপনার আবেদন ফরমটি পাঠিয়ে দিন।

ঠিকানা:

  • ইস্কাটন গার্ডেন, রমনা, প্রবাসী কল্যাণ ভবন (৪র্থ তলা),ঢাকা -1000
আপনাকে বোয়েসেল এর ওয়েবসাইটে যেতে হবে।  www.boesl.gov.bd থেকে আপনাকে আবেদন করতে হবে। বোয়েসেল এর জন্য কর্মীর নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই।বোয়েসেল নতন এই বিজ্ঞপ্তিতে পদ অনুযায়ী বিভিন্ন বেতন দেওয়া হবে। মাসিক ৫০ মার্কিন ডলার খাওয়া বাবদ আপনাকে প্রদান করা হবে। আবেদন করতে কোনো ফি দিতে হয় না। 

আশা করি বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সবকিছু জানতে পেরেছেন তাই দেরি না করে আজই আবেদন করে ফেলুন। 


২. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

প্রশ্ন ১: বোয়েসেল এর ওয়েবসাইটের নাম কি?

উত্তর: বোয়েসেলের ওয়েবসাইটের নাম হচ্ছে www.boesl.gov.bd

প্রশ্ন ২: বোয়েসেল নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্মীদের কতক্ষণ কাজ করতে হবে?

উত্তর: বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্মীদের ৮ ঘন্টা কাজ করতে হবে। 

প্রশ্ন ৩: বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্মীদের বাৎসরিক ছুটি কতদিন থাকবে?

উত্তর: বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে কর্মীদের বাৎসরিক ছুটি থাকবে ২০ দিন।

৩. লেখকের মন্তব্য - বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি

আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম বোয়েসেল বিদেশি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। প্রবাসগামী কর্মীদের জন্য আর্টিকেলটি অনেক উপকারে আসবে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন।এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট The Du Speech ভিজিট করতে পারেন।

এই আর্টিকেলের



লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে      । তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url