OrdinaryITPostAd

মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩

 

বাংলাদেশ থেকে যারা প্রবাসে পাড়ি জমাতে চান তাদের অধিকাংশের প্রথম পছন্দ থাকে মালয়েশিয়া। তাই মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ এই বিষয়ে জানার আগ্রহ এবং প্রয়োজনীয়তাও বেশি থাকে। আজকের আর্টিকেলে আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ তা নিয়ে আলোচনা করব। 



সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন প্রশ্ন লিখুন
উত্তর ধাপ ০১. মালয়েশিয়া কাজের ভিসার দাম ৪৭০০ টাকা।
উত্তর ধাপ ০২. মালয়েশিয়ায় ফ্যাক্টরি,পাম বাগান ও কোম্পানি ইত্যাদিতে কাজের বেতন সাধারণত ৪৫,০০০ থেকে ৮০,০০০ টাকা হয়ে থাকে।
উত্তর ধাপ ০৩. মালয়েশিয়া কাজের ভিসা আবেদন করতে ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। পরবর্তী ভিসা প্রসেসিং এর জন্য আবেদন পত্রটি সংরক্ষণ করতে হবে। 
উত্তর ধাপ ০৪. মালয়েশিয়ায় যোগত্যসম্পন্ন প্রবাসীদের ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এবং কম যোগ্যতা সম্পন্নদের জন্য রাজমিস্ত্রী, ফ্যাক্টরি, কোম্পানি এবং পাম বাগানে কাজের চাহিদা বেশি।
উত্তর ধাপ ০৫. মালয়েশিয়ায় রাজমিস্ত্রী কাজের বেতন ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা। 
উত্তর ধাপ ০৬. মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজের বেতন ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা হয়ে থাকে।
উত্তর ধাপ ০৭ মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজের বেতন ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা হয়ে থাকে।
উত্তর ধাপ ০৮. মালয়েশিয়ায় পাম বাগানে কাজের বেতন ৫৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. মালয়েশিয়া কাজের ভিসা
  2. মালয়েশিয়া কাজের ভিসায় আবেদন
  3. মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি
  4. মালয়েশিয়া কাজের বেতন
  5. মালয়েশিয়া রাজমিস্ত্রী কাজের বেতন কত
  6. মালয়েশিয়া ইলেকট্রিক কাজের বেতন কত
  7. মালয়েশিয়া পাম বাগানে কাজের বেতন কত
  8. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 
  9. লেখকের মন্তব্য

১.মালয়েশিয়া কাজের ভিসা  - মালয়েশিয়া কাজের ভিসা বেতন কত ২০২৩

সংক্ষেপেঃ মালয়েশিয়া কাজের ভিসার দাম ৪৭০০ টাকা।

মালয়েশিয়া কাজের ভিসা বেতন কত ২০২৩ তা জানার আগে আমাদের মালয়েশিয়া কাজের ভিসা কি সে বিষয়ে জানা প্রয়োজন। আর্টিকেলের এই অংশে আমরা মালয়েশিয়া কাজের ভিসা নিয়ে আলোচনা করব।

মালয়েশিয়া কাজের ভিসা : মালয়েশিয়ার বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান যখন কর্মী সংকটে পড়ে তখন অন্য দেশ থেকে মালয়েশিয়ায় কর্মী আহ্বান করে ভিসা প্রকাশ করে। এটিই মূলত মালয়েশিয়া কাজের ভিসা।

মালয়েশিয়ায় ফ্যাক্টরি, পাম বাগান, কোম্পানি, ইলেকট্রনিক কাজ কিংবা ড্রাইভার সহ অনেক কাজের ভিসা পাওয়া যায়। এসব কাজের ভিসা পাস ফি ২০০ রিংগিত বা ৪৭০০ টাকা। ভিসা পাস ফি এর সাথে এমপ্লয়মেন্ট পাস ও ভিসা , ভিসা প্রসেসিং খরচ ইত্যাদি সহ ভিসার দাম  বেশি হতে পারে। কেননা ভিসা এজেন্সির ভিসা প্রসেসিং ফি ও সরকারি এম্বাসির ভিসা প্রসেসিং ফি আলাদা। আবার ভিসার দাম এর সাথে বিমানের টিকেট প্রাইস, এজেন্সির সার্ভিস চার্জ, পাসপোর্ট, সরকারি ভ্যাট, ট্যাক্স, স্মার্ট কার্ড, ডাটাবেজ রেজিষ্ট্রেশন, জামানত ফি ও অন্যান্য ফি বাবদ মালয়েশিয়ার সর্বমোট খরচ হিসাব করা হয়। সরকারিভাবে এসব খরচ সহ সর্বসাকুল্যে ৭৮৯৯০ টাকা লাগে মালয়েশিয়া কাজের ভিসা পেতে তবে এজেন্সি থেকে ভিসা পেতে সর্বসাকুল্যে খরচ ৫ থেকে ৭ লক্ষ টাকা হয়ে থাকে।
 

২.মালয়েশিয়া কাজের ভিসায় আবেদন -  মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩

সংক্ষেপেঃ মালয়েশিয়া কাজের ভিসা আবেদন করতে ওয়েবসাইটে প্রবেশ করে ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। পরবর্তী ভিসা প্রসেসিং এর জন্য আবেদন পত্রটি সংরক্ষণ করতে হবে। 

মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ জানার পূর্বে আমাদের মালয়েশিয়া কাজের  ভিসায় আবেদনের নিয়ম সম্পর্কে জানতে হবে। আর্টিকেলের এই অংশে আমরা মালয়েশিয়া কাজের ভিসায় আবেদনের নিয়ম সম্পর্কে আলোচনা করব। 

মালয়েশিয়া কাজের ভিসায় আবেদন: 
  • প্রথমে গুগল বা ক্রোম ব্রাউজার এ গিয়ে https://‌www.visasmalaysia.com লিংক টাইপ করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইটে প্রবেশ করার পর নোটিশ বোর্ড থেকে মালয়েশিয়া ভিসা আবেদন   অপশনে ক্লিক করতে হবে। (ওয়েবসাইটের ভাষা ইংরেজি না করা থাকলে ইংরেজি করে নিতে হবে)।
  • এরপর আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে।
অনলাইনে আবেদন করার পর ফর্মটি অবশ্যই সংগ্রহ করতে হবে। পরবর্তীতে এজেন্সি বা এম্বাসিতে ভিসা প্রসেসিং এর সময় এটি কাজে লাগবে।

৩.মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি - মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩

সংক্ষেপেঃ মালয়েশিয়ায় যোগত্যসম্পন্ন প্রবাসীদের ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এবং কম যোগ্যতা সম্পন্নদের জন্য রাজমিস্ত্রী, ফ্যাক্টরি, কোম্পানি এবং পাম বাগানে কাজের চাহিদা বেশি।

মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ তা সম্পর্কে জানার পাশাপাশি আমাদের মালয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি তা জানতে হবে। 

শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং বিভিন্ন ধরনের দক্ষতার উপর ভিত্তি করে বিভিন্ন কাজের চাহিদা রয়েছে মালয়েশিয়ায়। যেমন :
  • ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার 
  • সফটওয়্যার ইঞ্জিনিয়ার
  • সেলস অভিসার
  • মার্কেটিং অভিসার
  • আইনজীবি 
  • ডাক্তার 
  • নার্স
  • কৃষিকাজ
  • রাজমিস্ত্রী 
  • পাম বাগানের কর্মী 
  • ইলেকট্রনিক কর্মী
  • ক্লিনার বা পরিচ্ছন্নতা কর্মী 
  • ডেলিভারি ম্যান 
  • ড্রাইভার
  • ফ্যাক্টরি ওয়ার্কার
  • ওয়েটার
এসব কাজে যোগ্যতা থাকা সাপেক্ষে বিদেশি দক্ষ জনবল নিয়োগ দিয়ে থাকে মালয়েশিয়া। তাই যেকোন প্রবাসী মালয়েশিয়া যেতে চাইলে এসব কাজের উদ্দেশ্যে যেতে পারে।

৪.মালয়েশিয়া কাজের বেতন  - মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩

সংক্ষেপেঃ মালয়েশিয়ায় ফ্যাক্টরি,পাম বাগান ও কোম্পানি ইত্যাদিতে কাজের বেতন সাধারণত ৪৫,০০০ থেকে ৮০,০০০ টাকা হয়ে থাকে।

আর্টিকেলের এই অংশে আমরা মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ তা নিয়ে আলোচনা করব। 

মালয়েশিয়া শ্রম আইন অনুযায়ী সর্বনিম্ন বেতন ১৫০০ রিংগিত বা ৩৫,০০০ টাকা প্রায়। অর্থাৎ প্রবাসী যে কেউ 
যে কোন কাজে মালয়েশিয়া গেলে ৩৫,০০০ টাকার নীচে বেতন পাবে না। রাজমিস্ত্রী, পাম বাগানের কর্মী, ফ্যাক্টরি ওয়ার্কার এসব কাজের ক্ষেত্রে বেতন সাধারণত ৪৫,০০০ থেকে ৮০,০০০ এর মতো হয়ে থাকে। নিয়োগকারী কোম্পানি কর্মীর অভিজ্ঞতা, দক্ষতা এবং আনুষঙ্গিক কিছু বিষয়ের উপর ভিত্তি করে বেতন কম / বেশি ধরতে পারে। আবার ডাক্তার, ইঞ্জিনিয়ারের মতো যোগ্যতাসম্পন্ন কাজের ক্ষেত্রে বেতন ১,৪৫,০০০ থেকে ২,০০,০০০ টাকার মতো হয়ে থাকে।  

৫.মালয়েশিয়া রাজমিস্ত্রী কাজের বেতন কত - মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩

সংক্ষেপেঃ মালয়েশিয়ায় রাজমিস্ত্রী কাজের বেতন ৪৫,০০০ থেকে ৫০,০০০ টাকা। 

আর্টিকেলের প্রথম অংশে আমরা মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ তা সম্পর্কে জেনেছি। আর্টিকেলের এই অংশে আমরা মালয়েশিয়া রাজমিস্ত্রী কাজের বেতন কত তা নিয়ে আলোচনা করব। 

রাজমিস্ত্রী বা কনস্ট্রাকশন লেবারের প্রচুর চাহিদা রয়েছে মালয়েশিয়া। বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হয় এই খাতে। ২০২৩ সালের বেতন স্কেল অনুযায়ী মালয়েশিয়া রাজমিস্ত্রী কাজের জন্য শুরুতে বেতন ধরা হয় ৪৫,০০০ থেকে ৫০, ০০০ টাকা। থাকা, খাওয়া এবং চিকিৎসার খরচ সাধারণত নিয়োগকারী কোম্পানি দিয়ে থাকে। চাকরির বয়স বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতা অনুযায়ী এই কাজে বেতন বৃদ্ধি পায়। তবে একজন রাজমিস্ত্রী বা কনস্ট্রাকশন লেবার মালয়েশিয়ায় সর্বোচ্চ ৭০,০০০ থেকে ৮০,০০০ টাকা আয় করতে পারে। 

৬.মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজের বেতন কত  - মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩

সংক্ষেপেঃ মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজের বেতন ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা হয়ে থাকে।

মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ তা নিয়ে আমরা ইতোমধ্যে আলোচনা করেছি। এখন আমরা মালয়েশিয়া ইলেকট্রিক কাজের বেতন কত তা নিয়ে আলোচনা করব। 

সাধারণত যারা ইলেকট্রিক কাজের প্রশিক্ষণ নেয়, কাজে পারদর্শী হয় এবং অভিজ্ঞতা থাকে তাদের মালয়েশিয়া ইলেকট্রিক কাজের চাকরি হয়। মালয়েশিয়ায় ইলেকট্রিক কাজের জন্য প্রথম প্রথম কর্মীরা ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা বেতন পেয়ে থাকে। অভিজ্ঞতা বৃদ্ধির সাথে এই অঙ্ক বেড়ে ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও চুক্তিতে কাজ করেও টাকা আয় করার সুযোগ রয়েছে। 


৭.মালয়েশিয়ায় পাম বাগানে কাজের বেতন কত - মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ 

সংক্ষেপেঃ মালয়েশিয়ায় পাম বাগানে কাজের বেতন ৫৫,০০০ টাকা থেকে ৭৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে।

মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩, মালয়েশিয়া ইলেকট্রিক কাজের বেতন কত ইত্যাদি বিষয় নিয়ে আমরা আর্টিকেলের শুরুতে আলোচনা করেছি। এখন আমরা মালয়েশিয়া পাম বাগানে কাজের বেতন কত তা নিয়ে আলোচনা করব। 

মালয়েশিয়া হলো পৃথিবীর দ্বিতীয় বৃহৎ পাম উৎপাদনকারী দেশ। তাই এই দেশে পাম বাগানে কাজের জন্য প্রচুর কর্মী চাহিদা রয়েছে। সাধারণত মালয়েশিয়ার পাম বাগানে দুইটি পদ্ধতি কাজ করে আয় করা যায়। একটি হলো চাকরির শর্ত অনুযায়ী আর একটি হলো চুক্তিভিত্তিক। অনেকেই আছেন পাম বাগানের মালিক কতৃক নিয়োজিত হয়। তাদের ক্ষেত্রে মাসিক বেতন ৫৫,০০০ থেকে ৭৫,০০০ পর্যন্ত হয়ে থাকে। আর যারা চুক্তিতে কাজ করতে চায় তাদের বেতন নির্দিষ্ট হয় না। কাজের উপর ভিত্তি করে তারা টাকা উপার্জন করে থাকে। 

৮.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩

আর্টিকেলের এই অংশে আমরা মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ এই সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

প্রশ্ন ১: মালয়েশিয়া কাজের ভিসার দাম কত টাকা?

উত্তর: মালয়েশিয়া কাজের ভিসার দাম ৪৭০০ টাকা।

প্রশ্ন ২: সরকারিভাবে মালয়েশিয়া যেতে কত টাকা খরচ হয়?

উত্তর: বর্তমান সমীক্ষা অনুযায়ী সরকারিভাবে মালয়েশিয়া যেতে ৭৮৯৯০ টাকা খরচ হয়।

প্রশ্ন ৩: মালয়েশিয়া কাজের গড় বেতন কত? 

উত্তর: মালয়েশিয়ার বিভিন্ন কাজের গড় বেতন ৭৮,০০০ টাকা (প্রায়)।

৯.লেখকের মন্তব্য - মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩

আজকের আর্টিকেলে আমরা মালয়েশিয়া কাজের বেতন কত ২০২৩ ও কাজের ভিসা নিয়ে আলোচনা করেছি। আর্টিকেল সম্পর্কে যেকোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও তথ্যবহুল লেখা পড়তে আমাদের The DU Speech ভিজিট করুন।


এই আর্টিকেলের-
লেখক: মোছাঃ ফাতেমা খাতুন 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: গাইবান্ধা 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url