জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [সর্বশেষ আপডেট]
জর্ডান হচ্ছে মধ্যপ্রাচ্যের একটি দেশ।প্রতিবছরই বোয়েসেলের মাধ্যমে জর্ডানের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে। বেশিরভাগ প্রবাসগামী কর্মীরা জর্ডানের বোয়েসেল নিয়োগ সম্পর্কে জানতে চায়।আমাদের আজকের আর্টিকেলে আলোচনা করব জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩।জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
এছাড়াও আরো আলোচনা করব -জর্ডান গার্মেন্টস ভিসা, জর্ডান গার্মেন্টস ভিসা আবেদন, জর্ডান গার্মেন্টস ভিসা বেতন কত।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ |
উত্তর ধাপ ০১. | জর্ডানের নিয়োগ বিজ্ঞপ্তি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ সময়সীমা ২২,২৪ ও ৩০ সেপ্টেম্বর। |
উত্তর ধাপ ০২. | বোয়েসেল শ্রমিকদের সরাসরি সাক্ষাৎকার গ্রহনের মাধ্যমে ২২,২৪ ও ৩০ সেপ্টেম্বর নিয়োগ দিয়ে থাকবেন। |
উত্তর ধাপ ০৩. | জর্ডানের বোয়েসেল এই নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা অসংখ্য। আপনি বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট www.boesl.gov.bd এর মাধ্যমে জর্ডানের ভিসার আবেদন করতে পারবেন। |
আর্টিকেল সূচিপত্র - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- জর্ডান গার্মেন্টস ভিসা - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- জর্ডান গার্মেন্টস ভিসার আবেদন - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- জর্ডান গার্মেন্টস ভিসার দাম কত - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- জর্ডান গার্মেন্টস ভিসার প্রয়োজনীয় কাগজপএ - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- জর্ডান গার্মেন্টস ভিসা বেতন কত - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
- লেখকের মন্তব্য - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আরও পড়ুনঃ বিদেশ যাওয়ার সরকারি এজেন্সি তালিকা
১. জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বোয়েসেল এর মাধ্যমে জর্ডানে নারী ও পুরুষ শ্রমিকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বোয়েসেল মুলত কর্মীদের সাক্ষাৎ কারের মাধ্যমে নিয়োগ পক্রিয়া সম্পন্ন করে থাকে। বোয়েসেল জানিয়েছে যে শ্রমিকদের ২২, ২৪, ও ৩০ সেপ্টেম্বর সরাসরি সাক্ষাৎ কারের মাধ্যমে নিয়োগ দিয়ে থাকবেন।
বিজ্ঞপ্তি প্রকাশকাল:সেপ্টেম্বর ২০২৩
আবেদনের শেষ সময়: ২২,২৪ ও ৩০ সেপ্টেম্বর
পদসংখ্যা : অসংখ্য
লিঙ্গ :পুরুষ এবং মহিলা
আবেদন কারীর বয়সসীমা: ১৮-৩৯ বছর
সুযোগ -সুবিধা :ওভারটাইম, পরিবহন,থাকা -খাওয়া
বেতন:আলোচনা সাপেক্ষে
আবেদন ফি:১২০০ টাকা
আবেদন গ্রহণের মাধ্যম :সাক্ষাৎকার
যোগ্যতা:
- দৈনিক ৮ ঘন্টা কাজ করতে হবে, সপ্তাহে ৬ দিন এবং ওভার টাইমের ব্যবস্থা থাকবে।
- চাকরির মেয়াদ হবে ৩ বছর এবং তা নবায়ন করা যাবে।
- শ্রমিকের বিমান ভাড়া এবং কাজের মেয়াদ শেষ হওয়ার পর দেশে ফেরার বিমান ভাড়া নিয়োগকর্তা কর্তৃক বহন করে থাকবে
- জর্ডানে যদি আপনার বিরুদ্ধে কোনো মামলা থাকে তাহলে আপনি জর্ডান যেতে পারবেন না
- থাকা খাওয়া, চিকিৎসা, বিমানভাড়া নিয়োগকর্তা কর্তৃক বহন করে থাকবে
- অন্যান্য সকল শর্ত জর্ডান শ্রম আইন অনুযায়ী হবে।
বোয়েসেল সার্বিস চার্জ :
যেসব কর্মী বোয়েসেল দ্বারা নির্বাচিত হবেন তাদেরকে বোয়েসেল এর সার্বিস চার্জ, ভ্যাট ১৫%,বহি:গমন ফি,স্মার্ট কার্ডের ফি এসবকিছু নিয়োগকারী কোম্পানি বহন করবে। তবে মেডিকেল ফি ১০০০ টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট ফি ২২০ টাকা প্রার্থীদের বহন করতে হবে।
সাক্ষাৎকারের সময় প্রয়োজনীয় কাগজপত্র :
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি(৪ কপি)
- আপনার অভিজ্ঞতার সনদপএ(যদি থাকে)
- আপনার বর্তমান অফিসের পরিচয়পত্র
- আপনার মুল পাসপোর্ট এবং আপনার মুল পাসপোর্টের যে অংশে ছবি আছে সেই অংশের এক সেট রঙিন কপি ও ৪ সেট সাদাকালো ফটোকপি প্রয়োজন হবে।
আবেদন :
আবেদন করার জন্য আপনাকে বোয়েসেল এর অফিসিয়াল ওয়েবসাইটে www.boesl.gov.bd প্রবেশ করতে হবে।বোয়েসেল ওয়েবসাইটে প্রবেশ করলে নিচের দিকে একটি আবেদন লিংক দেখতে পাবেন।আবেদন ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করে ফেলুন। আবেদন করার পর আপনাকে এসএমএস বা কল করে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আরও পড়ুনঃ সিঙ্গাপুর টাকার রেট
২. জর্ডান গার্মেন্টস ভিসা - জর্ডান বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
জর্ডান গার্মেন্টস ভিসা নিয়ে অনেকেই কাজের উদ্দেশ্য জর্ডান যেয়ে থাকেন।গার্মেন্টস সম্পর্কে যদি আপনার ভালো জ্ঞান থাকে অথবা গার্মেন্টস এর কাজ ভালো পারেন তাহলে আপনিও জর্ডান যেতে পারবেন। জর্ডান গার্মেন্টস কোম্পানিগুলোতে অনেক বেশি শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। তবে মহিলাদের চাহিদা অনেক বেশি।
জর্ডানে গার্মেন্টস ভিসা নিয়ে আপনি বিভিন্ন সেক্টরে কাজ করতে পারবেন। আপনি যদি গার্মেন্টস কাজে দক্ষও না হয়ে থাকেন তবুও জর্ডান গিয়ে কাজ শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন।
আরও পড়ুনঃ সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায় ২০২৩
৩. জর্ডান গার্মেন্টস ভিসা আবেদন - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আপনি যদি জর্ডানে গার্মেন্টস সেক্টরে জর্ডান গার্মেন্টস ভিসা নিয়ে কাজ করতে চান তাহলে আপনি খুব সহজেই যেতে পারবেন । অনলাইনের মাধ্যমে আপনি জর্ডান গার্মেন্টস ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং আপনি বোয়েসেলের মাধ্যমেও জর্ডানে আসতে পারবেন।আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে যদি জর্ডানে যেতে চান।
আপনি ঢাকার মিরপুরে অবস্থিত বোয়েসেলের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনি জর্ডানে যেতে পারবেন। আপনাকে অবশ্যই আইডেন্টিটি কার্ড নিয়ে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার সময়। আপনি যদি গার্মেন্টসে কাজ করেও থাকেন তার প্রমাণ পত্রও প্রয়োজন হবে ডকুমেন্ট হিসেবে।
আরও পড়ুনঃ আয়ারল্যান্ড ভিসা প্রসেসিং ২০২৩
৪. জর্ডান গার্মেন্টস ভিসা দাম কত - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
জর্ডানে একটি গার্মেন্টস ভিসার দাম হয়ে থাকে প্রায় ১৮ হাজার টাকার মতো । আপনি ১২২০ টাকা দিয়েও জর্ডানে গার্মেন্টস ভিসায় আসতে পারবেন। এই কথাটি শুনে আপনি হয়তো অবাক হচ্ছেন। ভাবছেন এত কম খরচে কিভাবে জর্ডান যাওয়া যেতে পারে । মুলত জর্ডান যেতে বেশি টাকা খরচ হয় না । আপনার সবকিছু করার দায়িত্ব জর্ডান সরকারের ।আপনার খরচ হবে শুধুমাত্র মেডিকেল আর ফিঙ্গারপ্রিন্ট এর । এর বাইরে আপনার তেমন কোনো টাকা খরচ হবে না।
আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা ২০২৩
৫. জর্ডান গার্মেন্টস ভিসার প্রয়োজনীয় কাগজপএ - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
জর্ডান গার্মেন্টস ভিসায় জর্ডান যেতে আপনার কিছু কাগজপএ দরকার হবে। এই কাগজপএ গুলো ছাড়া আপনি কোনোভাবেই জর্ডান যেতে পারবেন না।জর্ডান গার্মেন্টস ভিসায় জর্ডান যেতে আপনার যেসব কাগজপত্র প্রয়োজন সেগুলো হলো:
- প্রথমে আপনার দরকার হবে একটি পাসপোর্টের এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন ৬ মাস
- অবশ্যই পাসপোর্টে ফাঁকা পৃষ্ঠা থাকা লাগবে
- জাতীয় পরিচয় পএ
- মেডিকেল রিপোর্ট
- ব্যাংক পাসপোর্ট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- করোনার টিকা কার্ড
- আপনি যেহেতু গার্মেন্টস সেক্টরে জর্ডানে যাবেন সুতরাং আপনি গার্মেন্টস সেক্টরের কাজের অভিজ্ঞতার উপর একটি ডকুমেন্ট।
আরও পড়ুনঃ ফ্রান্স সর্বনিম্ন বেতন কত?
৬. জর্ডান গার্মেন্টস ভিসা বেতন কত - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অনেকেই জানতে চায় জর্ডান গার্মেন্টস ভিসা বেতন কত?জর্ডানে গার্মেন্টস শ্রমিকদের প্রায় ২০ থেকে ৩০ হাজার বা তার বেশি টাকা বেতন দেওয়া হয়ে থাকে । তবে বেতনের পরিমাণ কাজের উপর নির্ভর করে কমবেশি হয়ে থাকে। একেক কাজের বেতন একেক রকম। আবার কোম্পানি ভেদেও বেতনের পরিমাণ কমবেশি হয়ে থাকে। আপনি যদি জর্ডানে গার্মেন্টস এর কাজ করেন তাহলে সর্বনিম্ন বেতন পাবেন ২০ হাজার টাকা। জর্ডানে মহিলাদের চাহিদা একটু বেশি। মহিলাদের চাহিদা বেশি হওয়া স্বত্তেও জর্ডানে পুরুষদের বেতন মহিলাদের চেয়ে একটু বেশি হয়ে থাকে।
অনেক সময় জর্ডানের কোম্পানিগুলো এমন বিজ্ঞপ্তি প্রকাশ করে যেখানে কেবলমাএ মহিলারাই কাজ করতে পারবে । পুরুষদের জর্ডানে গার্মেন্টস কাজে তেমন চাহিদা নেই । জর্ডানে একজন মহিলা গার্মেন্টসের কাজে প্রতি মাসে আয় করতে পারবেন প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা বা তারও বেশি।
আরও পড়ুনঃ পোল্যান্ড কাজের ভিসা
৭. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
প্রশ্ন ১: জর্ডানের একটি গার্মেন্টস ভিসার দাম কত?
উত্তর: জর্ডানের একটি গার্মেন্টস ভিসার দাম হচ্ছে প্রায় ১৮ হাজার টাকা।
প্রশ্ন ২: জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মীদের কত ঘন্টা কাজ করতে হবে?
উত্তর: জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কর্মীদের ৮ ঘন্টা কাজ করতে হবে।
প্রশ্ন ৩: জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কাজের চুক্তি কত দিন?
উত্তর: জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কাজের চুক্তি হচ্ছে ৩ বছর। তবে তা নবায়নযোগ্য।
আরও পড়ুনঃ নরওয়ে যেতে কত টাকা লাগে?
৮. লেখকের মন্তব্য - জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম জর্ডানের বোয়েসেল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, জর্ডান গার্মেন্টস ভিসা, জর্ডান গার্মেন্টস ভিসার আবেদন, জর্ডান গার্মেন্টস ভিসা বেতন কত।আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট The Du Speech ভিজিট করতে পারেন।
লেখক: মোসা: কবিতা
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর
আরও পড়ুনঃ আক্কেল দাঁতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url