The DU Speech
https://www.duspeech.com/2022/12/way-go-to-.html
সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩ বিস্তারিত জানুন
বর্তমানে বহুসংখ্যক কর্মী সরকারি ভাবে জার্মান যাচ্ছে।কিন্তু এর মধ্যে অনেকেই আছে সঠিক ভাবে জানে না যে সরকারি ভাবে জার্মানি যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে বা সিদ্ধান্ত নিতে পারছে না যে কোন কাজে তারা জার্মান যাবে সরকারিভাবে।তাই অনেকেই সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩ এ সম্পর্কে জানতে আগ্রহী।বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩ এ সম্পর্কে সকল তথ্য জানা সম্ভব। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে শেয়ার করবো সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩ সে সম্পর্কে । তাই সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩ এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি স্কিপ না করে সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
১.জার্মানিতে লোক নিয়োগ|সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩
জার্মান ইউরোপের অন্যতম প্রধান একটি শিল্পোন্নত দেশ।জার্মানের অবস্থান মধ্য ইউরোপ ও পশ্চিম ইউরোপে।১৬টি রাজ্য নিয়ে গঠিত দেশটি একটি সংযুক্ত ইউনিয়ন।
জার্মানিতে মূলত শ্রমিক সংকট ও জনসংখ্যার ভারসাম্য রক্ষার জন্য দেশের বাইরে থেকে প্রতি বছর প্রায় চার লক্ষ শ্রমিক নিবে সিদ্ধান্ত নিয়েছে জার্মানির নতুন সরকার।
করোনা পরবর্তী সময়ে পুরোবিশ্বে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যাপক প্রভাব ফেলেছে। এক্ষেত্রে জার্মানি ও বাদ পড়েনি এরূপ সংকটের মুখোমুখি থেকে। আর এরূপ পরিস্থিতিতে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে শিল্পকারখানাসহ অন্যান্য ক্ষেত্রে অবস্থার উন্নয়নের জন্য বিদেশ থেকে শ্রমিক নিয়োগের।
বর্তমানে জার্মানি তে দক্ষ শ্রমিকের ব্যাপক ঘাটতি রয়েছে ।এখন বিশেষ করে রেস্তোরাঁ কর্মী হোটেল কর্মী ,নার্স ও
পরিচর্যাকারীদের অভাব দেখা দিয়েছে জার্মানিতে।ফলে বাংলাদেশের সঙ্গে জার্মানির অর্থাৎ দুই দেশের সরকারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে (জিটুজি চুক্তি)
২. জার্মানির ভিসা আবেদনের জন্য কি কি ডকুমেন্ট বা যোগ্যতা প্রয়োজন|সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩
সরকারি ভাবে জার্মানি যেতে হলে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে অনেকেই জানতে চায়।তাই আজকে এই অংশে আলোচনা করবো জার্মান যেতে কি কি ডকুমেন্ট দরকার হয় সে সম্পর্কে বিস্তারিত তথ্য -
জার্মান যেতে সর্বপ্রথম আপনার একটি বৈধ পাসপোর্ট এর প্রয়োজন হবে।
এবং সেই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে।
পাসপোর্ট সাইজ এর ছবি।
একটি কভার লেটার
ভাষা শিক্ষার সনদপত্র
একাডেমিক সকল সনদপত্র
আপনার এনআইডি কার্ড লাগবে যদি থাকে।
এছড়াও লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
আপনার একটি মেডিকেল রিপোর্ট এর প্রয়োজন হবে।
করোনার ভ্যাকসিন নিয়েছেন এর প্রমাণপত্র হিসেবে টিকা কার্ড বা সনদ পত্র এর প্রয়োজন হবে।
একটি ব্যাংক একাউন্ট
টাকা প্রদানের রশিদ ও চুক্তিপত্র
কাজের অভিজ্ঞতা ও প্রমাণপত্র
আবেদনকারীর সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য
ব্যাংক স্টেটমেন্ট
সাধারণত এই ডকুমেন্ট গুলো লাগে যেকোনো দেশে আবেদন করতে হলে সেই রকম জার্মানি যেতে হলেও।তবে এছাড়াও যদি অন্য আরও কোনো কাগজপত্র লাগে সেক্ষেত্রে এম্ব্যাসি থেকে আপনে জানতে পারবেন। আশা করি,বুঝতে পেরেছেন আপনারা জার্মানি ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় তার বিস্তারিত তথ্য সম্পর্কে।
৩. জার্মানিতে কাজের বেতন কত|সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩
অনেকেই আছে যারা জার্মানি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা এর মধ্যে যারা গিয়েছে তারা অনেকেই সঠিকভাবে জানে না যে সেখানে শ্রমিকের মাসিক বেতন কত করে।তাই আজকে এই অংশে আলোচনা করবো জার্মানে শ্রমিকের বেতন কত সে সম্পর্কে বিস্তারিত তথ্য -
প্রত্যেকটি দেশে তাদের নিজস্ব শ্রম আইন অনুযায়ী সে দেশের শ্রমিকদের সঠিক একটি বেতন কাঠামো নির্ধারণ করে থাকে।ঠিক তেমনি জার্মানিতে ও শ্রমিকের নির্ধারিত বেতন কাঠামো রয়েছে। এছাড়াও জার্মানিতে সাধারণত শ্রমিক কি ধরনের কাজ করে তার উপর নির্ভর করে বেতন এর পার্থক্য হয়ে থাকে।
জার্মানিতে আপনি যদি একজন শ্রমিক হিসেবে যেয়ে থাকেন,তাহলে সেখানে আপনার কাজের ধরন বেধে আনুমানিক প্রায় দুই থেকে তিন লক্ষ টাকা দিয়ে থাকে।তবে আপনি যদি এর বাইরে ওভার টাইম করেন সেক্ষেত্রে আপনার বেতন তুলনামূলক বেশি হবে কোম্পানি অনুযায়ী।
৪. জার্মানে যেসব কাজের চাহিদা বেশি|সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩
জার্মানে কোন কাজের চাহিদা বেশি:
যারা জার্মানে জব ভিসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা গিয়েছে তারা অনেকেই সঠিকভাবে জানে না জার্মানে কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে । নিম্নে আলোচনা করা হলো জার্মানি তে কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে বিস্তারিত তথ্য -
তথ্যপ্রযুক্তি বা কারিগরি খাত
মার্কেটিং
সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ
নন-আইটি বা নন টেকনিক্যাল খাতে
নার্সিং সেবা
জলবায়ু
প্রযুক্তিবিদ
ব্যবস্থাপক
গবেষক
হোটেল
রেস্তোরাঁ কর্মী
পরিচর্যাকারী
সাধারণত এসব কাজগুলোর চাহিদা জার্মানে অনেক বেশি। তাই এই কাজগুলোর বেতনও তুলনামূলক বেশি দিয়ে থাকে। আশা করি জার্মানে কোন কাজের বা কোন কাজগুলো চাহিদা বেশি আপনারা বুঝতে পেরেছেন সে সম্পর্কে।
৫. জার্মান যেতে কত টাকা লাগে|সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩
বাংলাদেশ থেকে বর্তমানে জার্মানে বহুসংখ্যক শ্রমিককে সরকারি ভাবে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনেকেই আছে জার্মানি যেতে সাধারণত কত টাকা লাগে সে সম্পর্কে সঠিকভাবে জানে না। তাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো জার্মান যেতে কত টাকা লাগে সে সম্পর্কে বিস্তারিত তথ্য -
যদি জার্মানে জব ভিসায় যেতে চান তাহলে ব্লক অ্যাকাউন্টে ছয় থেকে সাত লাখ টাকার মতো দেখাতে হবে।কিন্তু দালালের মাধ্যমে গেলে টাকা কিছুটা বেশি লাগে। তবে যদি কোনো ব্যক্তি বা দালাল এর থেকে বেশি টাকা দাবি করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের সাথে সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩ এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩ এ সম্পর্কে বা যেকোনো বিষয়ে আপনাদের কোনো অভিযোগ বা মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠন The DU Speech এর সাথেই থাকবেন। সরকারি ভাবে জার্মানি যাওয়ার উপায় ২০২৩ এ সম্পর্কে হোক বা যেকোনো বিষয়ে আমরা আপনাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করবো।
লেখক: খাদিজা খা
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়
জেলা: শরিয়তপুর
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন