OrdinaryITPostAd

বোয়েসেল সার্কুলার ২০২৩ ফিজি [নতুন বিজ্ঞপ্তি]

 

অতি সম্প্রতি বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তি অনুযায়ী সঠিক নিয়মে আবেদন করতে পারেন। আজকের আর্টিকেলে আমরা বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ আবেদনের যোগ্যতা, কাগজপত্র ও খরচ নিয়ে আলোচনা করব। তাই যারা বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সম্পর্কে সঠিকভাবে জানতে চান তারা আর্টিকেলটি পড়ুন। 


সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
উত্তর ধাপ ০১. বোয়েসেলের মাধ্যমে ফিজিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, গ্রাফিক ডিজাইনার, সেলস এ্যান্ড মার্কেটিং অফিসার, গার্মেন্টস মেশিন অপারেটর, ফিনিশিং জয়েনার, শেফ ও কনস্ট্রাকশান কার্পেন্টার ইত্যাদি পদে নিয়োগ দেওয়া হবে। স্ব স্ব পদের জন্য বর্ণিত সকল যোগ্যতা পূরণ করতে হবে।
উত্তর ধাপ ০২. বোয়েসেল ফিজি নিয়োগের আবেদন করতে বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রদত্ত লিংকে গিয়ে আবেদন ফর্ম পূরন করে সাবমিট করতে হবে।
উত্তর ধাপ ০৩. ফিজিতে চাকরির কিছু শর্ত রয়েছে যেমন চাকরির মেয়াদ ২ বছর, খাবার খরচ নিজেকে বহন করতে হবে, যাতায়াত ফি এবং আবাসন সহ চাকরি হতে ফেরতের বিমানের টিকেট কোম্পানি দেবে ইত্যাদি। বোয়েসেলের মাধ্যমে ফিজি যেতে ২,০০,০০০ - ২,৩০,০০০ টাকা খরচ হয়। 

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. বোয়েসেল ফিজি নিয়োগ পদসমূহ ও আবেদনের যোগ্যতা
  2. বোয়েসেল ফিজি নিয়োগ আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র
  3. ফিজিতে চাকরির শর্তাবলি ও ফিজি যাওয়ার খরচ
  4. লেখকের মন্তব্য - কি-ওয়ার্ড

১.বোয়েসেল ফিজি নিয়োগ পদসমূহে আবেদনের যোগ্যতা  -  বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সংক্ষেপেঃ বোয়েসেলের মাধ্যমে ফিজিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার, গ্রাফিক ডিজাইনার, সেলস এ্যান্ড মার্কেটিং অফিসার, গার্মেন্টস মেশিন অপারেটর, ফিনিশিং জয়েনার, শেফ ও কনস্ট্রাকশান কার্পেন্টার ইত্যাদি পদে নিয়োগ দেওয়া হবে। স্ব স্ব পদের জন্য বর্ণিত সকল যোগ্যতা পূরণ করতে হবে।

বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী পদসমূহ ও আবেদনের যোগ্যতা নিয়ে আর্টিকেলের এই অংশে আলোচনা করব। 

পদসমূহ ও আবেদনের যোগ্যতা:
  • কম্পিউটার ইঞ্জিনিয়ার : এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং  এ ব্যাচেলর অথবা উচ্চতর ডিগ্রী থাকতে হবে। পদ সংখ্যা ২। প্রার্থীকে অবশ্যই বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বেতন মাসিক ৬০ থেকে ৬৫ হাজার টাকা। 
  • আইটি ইঞ্জিনিয়ার : এ পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই কম্পিউটার সায়েন্স  অথবা কম্পিউটার হার্ডওয়্যার সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর অথবা উচ্চতর ডিগ্রী থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়ার সিস্টেমে পারদর্শী হতে হবে। কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হব। পদ সংখ্যা  ২ জন। বেতন মাসিক ৬০ থেকে ৬৫ হাজার টাকা। 
  • গ্রাফিক ডিজাইনার : এ পদে আবেদনের জন্য আবেদনকারীকে অবশ্যই গ্রাফিক্স ডিজাইন বিষয়ে ব্যাচেলার অফ আর্টস ডিগ্রী থাকতে হবে।  কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।  পদ সংখ্যা ৪ জন।  বেতন মাসিক ৬০ থেকে ৬৫ হাজার টাকা।
  • সেলস এন্ড মার্কেটিং অফিসার : আগ্রহী প্রার্থীকে মার্কেটিং , সেলস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সমমান বিষয়ে ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে। কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।  পদ সংখ্যা ২ জন।  বেতন আলোচনা সাপেক্ষে। 
  • গার্মেন্টস মেশিন অপারেটর : এই পদে আবেদন করতে ইচ্ছুক  প্রার্থীকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হতে হবে। কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদ সংখ্যা পাঁচজন এবং মাসিক বেতন  ৪৫ থেকে ৫০ হাজার টাকা। 
  • ফিনিশিং জয়েনার/ কনস্ট্রাকশান কার্পেন্টার/ কনস্ট্রাকশন প্লাম্বার/ কনস্ট্রাকশন ফোরম্যান : এই পদে আবেদন করতে ইচ্ছুক  প্রার্থীকে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। পদসংখ্যা ১৪ জন, বেতন ৫০ থেকে ৬০ হাজার টাকা।
  • কমিস শেফ : এই পদে আবেদনের জন্য এ্যাসোসিয়েট ডিগ্রি অথবা রন্ধন শিল্পে সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। এছাড়াও ফুড হ্যান্ডেলার লাইসেন্স থাকতে হবে, সাথে অভিজ্ঞতা থাকা আবশ্যক। বেতন ৫০ থেকে ৬০ হাজার টাকা প্রতি মাসে। পদসংখ্যা ২ জন।
  • সাউস শেফ : আগ্রহী প্রার্থীকে অবশ্যই রন্ধন শিল্প ( কুলিনারি আর্টস) বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। সেই সাথে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। বেতন ৬০ থেকে ৭০ হাজার টাকা। পদসংখ্যা ১ জন।
  • পেস্ট্রি বেকার / বেকার : প্রার্থীকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।  পদসংখ্যা ৫ জন, বেতন ৫০-৬০ হাজার টাকা। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 
  • ইন্সটলেশন এ্যান্ড কমিশনিং টেকনিশিয়ান : ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকা আবশ্যক। পদসংখ্যা  ১ জন। বেতন ১ লক্ষ ৪০ হাজার - ১ লক্ষ ৫০ হাজার। 
  • প্রোগ্রাম্যাবল লজিক কন্ট্রোলার : ইলেক্ট্রিক্যাল, কন্ট্রোল, কম্পিউটার অথবা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পদসংখ্যা ১ জন, বেতন ১,৪০,০০০- ১,৫০,০০০ টাকা। অভিজ্ঞতা থাকা আবশ্যক। 
  • প্রোজেক্ট সুপারভাইজার ইলেকট্রিক্যাল : ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পদসংখ্যা ১ জন, বেতন ১,১০,০০০- ১,২০,০০০ টাকা। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 
  • ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিশিয়ান : এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। পদসংখ্যা ১ জন, বেতন ৭০- ৮০ হাজার টাকা। বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক। 
  • প্রিন্টিং এ্যান্ড সিগনেজ টেকনিশিয়ান : গ্রাফিক ডিজাইন এর উপর ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা ২ জন, বেতন মাসিক ৫৫- ৭০ হাজার টাকা।
  • বাস/ ট্রাক/ কার টেকনিশিয়ান : ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকা আবশ্যক। পদসংখ্যা ৪ জন। বেতন মাসিক ৫০- ৬০ হাজার টাকা। 
  • ডিগার অপারেটর : এই পদে আবেদনের জন্য মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।  সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা থাকা আবশ্যক। পদসংখ্যা ৫ জন,  মাসিক বেতন ৫০ - ৬০ হাজার টাকা।
  • হেভী বাস / ট্রাক / প্রাইভেট কার মেকানিক : ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।  পদসংখ্যা ১০ জন, মাসিক বেতন ৬০-৭০ হাজার টাকা।

২.বোয়েসেল ফিজি নিয়োগ আবেদনের নিয়ম  ও প্রয়োজনীয় কাগজপত্র - বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সংক্ষেপেঃ বোয়েসেল ফিজি নিয়োগের আবেদন করতে বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে প্রদত্ত লিংকে গিয়ে আবেদন ফর্ম পূরন করে সাবমিট করতে হবে।

বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী ফিজিতে চাকরি লাভের উদ্দেশ্য যাওয়ার জন্য প্রথমে আবেদন করতে হবে এবং নির্বাচিত হলেই ফিজিতে যাওয়া যাবে। আর্টিকেলের এই অংশে আমরা ফিজি নিয়োগের জন্য আবেদনের নিয়ম আলোচনা করব। 

ফিজি নিয়োগে আবেদনের নিয়ম : 
  • গুগল ক্রোম বা যেকোন ব্রাউজারে বোয়েসেল (BOESL) লিখে সার্চ করলেই বোয়েসেল এর ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে নোটিশ বোর্ডে ক্লিক করতে হবে।
  • নোটিশ বোর্ড থেকে ফিজি নিয়োগ সার্কুলারটির পাশের পিডিএফ ফরমেটে ক্লিক করে পিডিএফ ডাউনলোড করতে হবে। 
  • পিডিএফ ডাউনলোড এর পর ওপেন করতে হবে। পিডিএফ ওপেন করলে সার্কুলারের নিচে অনলাইন আবেদনের লিংক দেখা যাবে। লিংকে ক্লিক করলেই আবেদনের ফরম দেখা যাবে।
  • আবেদন ফরমের প্রত্যেকটি তথ্য সঠিকভাবে প্রদানের পর সাবমিট করতে হবে। 
  • আবেদন ফরম পূরণ করে সাবমিট করলেই আবেদন সম্পন্ন হবে।
অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে সমস্যা হলে বোয়েসেলের অফিস থেকে সরাসরি আবেদন করতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র : 
  • এক কপি জীবন বৃত্তান্ত (সিভি)
  • অভিজ্ঞতা সনদপত্র
  • স্কিল অ্যাসেসমেন্ট
  • ইংরেজি ভাষা দক্ষতার সনদ (IELTS এর সার্টিফিকেট থাকলে তা অগ্রাধিকার পাবে ) 
  • পাসপোর্ট এর রঙিন কপি
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট 

৩.ফিজিতে চাকরির শর্তাবলি ও ফিজি যাওয়ার  খরচ - বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সংক্ষেপেঃ ফিজিতে চাকরির কিছু শর্ত রয়েছে যেমন চাকরির মেয়াদ ২ বছর, খাবার খরচ নিজেকে বহন করতে হবে, যাতায়াত ফি এবং আবাসন সহ চাকরি হতে ফেরতের বিমানের টিকেট কোম্পানি দেবে ইত্যাদি। বোয়েসেলের মাধ্যমে ফিজি যেতে ২,০০,০০০ - ২,৩০,০০০ টাকা খরচ হয়। 

ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এ কিছু শর্ত বর্ণিত রয়েছে যা ফিজিতে গিয়ে চাকরি করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ফিজিতে চাকরি পাওয়ার আগে শর্তাবলি জেনে নেওয়া যাক। 

ফিজিতে চাকরির শর্তাবলি :
  • ফিজি গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।
  • চাকরির চুক্তি দুই বছর, তবে এই সময় সীমা নবায়নযোগ্য।
  • কাজের সময় প্রতি সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা
  • প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  • প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে।
  • খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে।
  • চাকুরি যোগদানের বিমান ভাড়া কর্মী কর্মীকে বহন করতে হবে। 
  • চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে।
  • অন্যান্য শর্তাবলি ফিজি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।
বোয়েসেলের মাধ্যমে ফিজি যাওয়ার খরচ : বোয়েসেলের মাধ্যমে ফিজি যেতে বোয়েসেলের সার্ভিস চার্জ ৪১, ৭৬০ টাকা এবং ইমিগ্রেশন ফি, ভিসা ফি, ওয়ার্ক পারমিট ২৫,০০০ টাকা সহ বিধি মোতাবেক অন্যান্য ফি সহ ২,০০,০০০ থেকে ২,৩০,০০০ টাকা খরচ হয়। বিমানের ভাড়া কম বেশি হলে এই খরচেরও কম বেশি হতে পারে।

৪.লেখকের মন্তব্য - বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

আজকের আর্টিকেলে আমরা বোয়েসেল ফিজি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী চাকরির পদসমূহ, আবেদনের যোগ্যতা, আবেদনের নিয়ম, চাকরির শর্তাবলি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আলোচনা করেছি। আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরও তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট  The DU  Speech ভিজিট করতে পারেন।


এই আর্টিকেলের-
লেখক: মোছাঃ ফাতেমা খাতুন 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: গাইবান্ধা 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url