OrdinaryITPostAd

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারাদেশে সরকারিভাবে পালন করা হয় শেখ রাসেল দিবস। সেই আনুষ্ঠানিকতার অংশ শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ আয়োজন করা হবে। আজকের আর্টিকেলে আমরা শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করব। 

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩
উত্তর ধাপ ০১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারাদেশে সরকারিভাবে ১৮ ই অক্টোবর শেখ রাসেল দিবস পালন করা হয়।
উত্তর ধাপ ০২. শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২রা ও ৩রা অক্টোবর অনুষ্ঠিত হবে। ৮-১৮ বছর বয়সি যেকোনো শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবে।
উত্তর ধাপ ০৩. কুইজে রেজিষ্ট্রেশনের জন্য শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ এর ওয়েবসাইটে গিয়ে গ্রুপ অনুযায়ী তথ্য প্রদানপূর্বক সাইন আপ করলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে। 
উত্তর ধাপ ০৪. কুইজে অংশগ্রহণের জন্য প্রথমেই ওয়েবসাইটে সাইন ইন করে নিতে হবে। এরপর "কুইজ শুরু করুন" বাটনে ক্লিক করে কুইজ শুরু করতে হবে এবং কুইজ শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করলেই কুইজ সম্পন্ন হবে। 
উত্তর ধাপ ০৫. শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন : বয়স ৮-১৮ বছর হতে হবে, ভুল তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে না ইত্যাদি। 

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার উপর ক্লিক করুন) 

  1. শেখ রাসেল দিবস
  2. শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার বিস্তারিত
  3. কুইজে রেজিষ্ট্রেশন করার নিয়ম
  4. কুইজে অংশগ্রহণের নিয়ম
  5. শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনের শর্তাবলি
  6. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - কি-ওয়ার্ড" 
  7. লেখকের মন্তব্য - কি-ওয়ার্ড

১.শেখ রাসেল দিবস - শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ 

সংক্ষেপেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সারাদেশে সরকারিভাবে ১৮ ই অক্টোবর শেখ রাসেল দিবস পালন করা হয়।

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ সম্পর্কে জানার আগে আমাদের শেখ রাসেল দিবস সম্পর্কে জানতে হবে। আর্টিকেলের এই অংশে আমরা শেখ রাসেল দি।

শেখ রাসেল দিবস : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেন ১৯৬৪ সালের ১৮ ই অক্টোবর। দিনটিকে স্মরনীয় করে রাখতে ২৬ আগস্ট ২০২১ একটি পরিপত্র জারি করার মাধ্যমে ১৮ ই অক্টোবরকে শেখ রাসেল দিবস পালন করার ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণার পর  একই বছরের ১৮ ই অক্টোবর প্রথমবারের মতো দেশে পালিত হয় "শেখ রাসেল দিবস"।  এরপর থেকে প্রতি বছর ১৮ ই অক্টোবর পালন করা হয় শেখ রাসেল দিবস। এই দিবসেরই অন্তর্ভুক্ত একটি আয়োজন হচ্ছে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা। 

২.শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার বিস্তারিত   - শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩

সংক্ষেপেঃ শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২রা ও ৩রা অক্টোবর অনুষ্ঠিত হবে। ৮-১৮ বছর বয়সি যেকোনো শিশু-কিশোর অংশগ্রহণ করতে পারবে।

আর্টিকেলের এই অংশে আমরা শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ এর বিস্তারিত আলোচনা করব। 

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় দুইটি গ্রুপ রয়েছে। একটি হলো "ক" গ্রুপ , অন্যটি "খ" গ্রুপ। "ক" গ্রুপের আওতায় ৮-১২ বছর বয়সি যে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং "খ" গ্রুপে ১৩-১৮ বছর বয়সি যে কেউ অংশগ্রহণ করতে পারবে। কুইজে অংশগ্রহণের জন্য ০১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৩, রাত ১২ টা পর্যন্ত অনলাইনে নিবন্ধন করা যাবে। "ক" গ্রুপের পরীক্ষা হবে  ২রা অক্টোবর ২০২৩, সন্ধ্যা ৭টা থেকে ৮ টার মধ্যে যেকোনো ১০ মিনিট। এবং "খ" গ্রুপের পরীক্ষা হবে ৩রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ৭ টা থেকে ৮ টার মধ্যে যেকোন ১০ মিনিট। 
পুরষ্কার : "ক" ও "খ" উভয় গ্রুপে  ৫ টি করে মোট ১০ টি  ল্যাপটপ ( কোর আই ৭,১১ জেনারেশন)। 

কুইজের বিষয় : শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বিভিন্ন বিষয় থেকে প্রশ্ন নির্ধারণ করা হবে।

৩.কুইজে রেজিষ্ট্রেশন করার নিয়ম - শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ 

সংক্ষেপেঃ কুইজে রেজিষ্ট্রেশনের জন্য শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ এর ওয়েবসাইটে গিয়ে গ্রুপ অনুযায়ী তথ্য প্রদানপূর্বক সাইন আপ করলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে। 

আর্টিকেলের এই অংশে আমরা শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ অংশগ্রহণের জন্য কিভাবে রেজিষ্ট্রেশন করতে হবে তা নিয়ে আলোচনা করব। 

কুইজে রেজিষ্ট্রেশন করার নিয়ম :
  • প্রথমেই https://quiz.sheikhrussel.gov.bd/ লিংকে প্রবেশ করে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২৩ এর ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • ওয়েবসাইটের থ্রি ডট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে ৮-১২ বছর বয়সী প্রতিযোগিরা "রেজিষ্ট্রেশন ক গ্রুপ " এবং ১২-১৮ বছর বয়সী প্রতিযোগিরা "রেজিষ্ট্রেশন খ গ্রুপ" নামক অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর প্রতিযোগির পূর্ণ নাম, ইমেইল / মোবাইল নাম্বার, ইচ্ছামতো একটি পাসওয়ার্ড, এবং পুনরায় প্রদান করা পাসওয়ার্ডটি দিতে হবে।
  • এরপর জন্মতারিখের অপশন থেকে জন্মতারিখ সিলেক্ট করতে হবে।
  • এরপর প্রার্থী প্রতিবন্ধী হলে তার ধরন দিতে হবে।
  • এরপর প্রদান করা একটি ক্যাপচা সঠিকভাবে পূরন করে "আমি সকল শর্তাবলি মেনে নিচ্ছি " অপশনটিতে টিক দিয়ে সাইন আপ বাটনে ক্লিক করলেই রেজিষ্ট্রেশন সম্পন্ন হবে।

৪.কুইজে অংশগ্রহণের নিয়ম - শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ 

সংক্ষেপেঃ কুইজে অংশগ্রহণের জন্য প্রথমেই ওয়েবসাইটে সাইন ইন করে নিতে হবে। এরপর "কুইজ শুরু করুন" বাটনে ক্লিক করে কুইজ শুরু করতে হবে এবং কুইজ শেষ হলে সাবমিট বাটনে ক্লিক করলেই কুইজ সম্পন্ন হবে। 

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ রেজিষ্ট্রেশনের পর কুইজের সময় কুইজে অংশগ্রহণ কিভাবে করতে হবে তা নিয়েই আর্টিকেলের এই অংশে আলোচনা করব।

কুইজে অংশগ্রহণের নিয়ম
  • প্রথমে https://quiz.sheikhrussel.gov.bd/ লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইটে প্রবেশের পর থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এরপর যে অপশনগুলো আসবে তার মধ্যে সাইন ইন নামক অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর যে মোবাইল নাম্বার / ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই মোবাইল নাম্বার /ইমেইল এবং সাথে পাসওয়ার্ড দিয়ে লগইন রাখুন অপশনে টিক দিয়ে "সাইন ইন " বাটনে ক্লিক করতে হবে। 
  • এরপর পুনরায় হোমপেজে এসে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে। এবারে "কুইজে অংশ নিন" অপশনটি দেখা যাবে। এখানে ক্লিক করলেই অংশগ্রহণকারীর সকল তথ্য সহ একটি পেজ প্রদর্শিত হবে।
  • কুইজের সকল নিয়মাবলি দেখে নিচে "কুইজ শুরু করুন " অপশনে ক্লিক করতে হবে। 
  • কুইজের সকল উত্তর দেওয়া সম্পন্ন হলে সাবমিট করুন বাটনে ক্লিক করলেই কুইজ সম্পন্ন হবে।

৫.শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্তাবলি - শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩

সংক্ষেপেঃ শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন : বয়স ৮-১৮ বছর হতে হবে, ভুল তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করা যাবে না ইত্যাদি। 

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ অংশগ্রহণের জন্য কিছু শর্ত মেনে নিতে হবে। আর্টিকেলের এই অংশে আমরা কুইজে অংশগ্রহণের শর্তসমূহ নিয়ে আলোচনা করব।

কুইজে অংশগ্রহণের শর্তাবলি :
  • প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য বয়স ৮-১৮ বছরের মধ্যে হতে হবে।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবে। 
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সময় পাবে ১০ মিনিট। 
  • প্রতিযোগিতায় ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা হবে না।
  • সকল প্রশ্নের মান সমান হবে।
  • প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে।
  • কম সময়ের সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।  
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে। 
  • মিথ্যা / ভুল তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।

৬.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ 

আর্টিকেলের এই অংশে আমরা শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ এ আসার মতো কয়েকটি প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব।

প্রশ্ন ১: শেখ রাসেল কত সালে জন্মগ্রহণ করে?

উত্তর : শেখ রাসেল জন্মগ্রহণ করে ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। 

প্রশ্ন ২: শেখ রাসেল এর পিতা কে ছিলেন? 

উত্তর : শেখ রাসেলের পিতা ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

প্রশ্ন ৩: শেখ রাসেলের মায়ের নাম কি?

উত্তর : শেখ রাসেলের মায়ের নাম বেগম ফজিলাতুন্নেছা। 

প্রশ্ন ৪: শেখ রাসেল বঙ্গবন্ধুর কত তম সন্তান ছিলো? 

উত্তর : শেখ রাসেল বঙ্গবন্ধুর পঞ্চম তথা সর্বকনিষ্ঠ সন্তান ছিলো। 

প্রশ্ন ৫: বঙ্গবন্ধু শেখ রাসেলের নামকরন করেন কার নামানুসারে? 

উত্তর : বঙ্গবন্ধুর প্রিয় লেখক খ্যাতিমান দার্শনিক ও নোবেল জয়ী বার্ট্রান্ড রাসেলের নামানুসারে শেখ রাসেলের নামকরন করেন।

প্রশ্ন ৬: শেখ রাসেল কোন শ্রেণিতে অধ্যয়ন করাকালীন মৃত্যুবরন করে?

উত্তর : শেখ রাসেল চতুর্থ শ্রেণীতে অধ্যয়ন করাকালীন মৃত্যুবরন করে।

৭.লেখকের মন্তব্য - শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ 

আজকের আর্টিকেলে আমরা শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা ২০২৩ নিয়ে আলোচনা করেছি। আশা করি শেখ রাসেল কুইজ প্রতিযোগিতা সম্পর্কে পাঠকদের সঠিক তথ্য দিতে পেরেছি। আর্টিকেল সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন।


এই আর্টিকেলের-
লেখক: মোছাঃ ফাতেমা খাতুন 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: গাইবান্ধা 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url