চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
এইচএসসি ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এর ফলাফল প্রকাশিত হয়েছে।উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনার ক্ষেত্রে অনেকেরই অনেক রকমের পছন্দ,ইচ্ছা বা স্বপ্ন থাকে।যাদের ইচ্ছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া তাদের জন্যই ঢাকা ভার্সিটি আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ আর্টিকেলটি। আজকের এই আর্টিকেলটিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ এর আবেদনের তারিখ,পরীক্ষার সময়সূচি,ইউনিট ভিত্তিক আলোচনা,পরীক্ষার মানবন্টন এবং আবেদনের যোগ্যতা সহ বিস্তারিত আলোচনা করা হবে।যে সকল পরীক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ আর্টিকেলটি পড়বেন।
অনুচ্ছেদ সূচি(যে অংশে পড়তে চান তার উপর ক্লিক করুন)
- আবেদন ও পরীক্ষার সময়সূচি
- আবেদনের যোগ্যতা
- ইউনিট পরিচিতি
- ভর্তি পরীক্ষার মানবন্টন
- ইউনিটভিত্তিক সাবজেক্ট ও আসন সংখ্যা
- আবেদন করার নিয়ম
- কোটায় ভর্তি প্রক্রিয়া
- প্রবেশপত্র ডাউনলোড এবং রেজাল্ট দেখা
- ভর্তি পরীক্ষার অন্যান্য নিয়মাবলি
- প্রশ্ন-উত্তর পর্ব
- লেখকের মন্তব্য
১.আবেদন ও পরীক্ষার সময়সূচি|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
২.আবেদনের যোগ্যতা|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ শীর্ষক আর্টিকেলের এই অংশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হবে।চবিতে আবেদনের যোগ্যতা পূর্বের সেশন এর থেকে বাড়ানো হয়নি অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবেদনের যোগ্যতা অপরিবর্তিত রয়েছে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা হলো:
- এ ইউনিট: যে সকল শিক্ষার্থী বিজ্ঞান/কৃষিবিজ্ঞান শাখায় মাধ্যমিক/ দাখিল বা সমমান এবং বিজ্ঞান/ কৃষিবিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক /আলিম বা সমমান এবং IGCSE/O LEVEL ও IAL/GCE A LEVEL উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০ এবং আলাদাভাবে প্রত্যেক পরীক্ষায় ৩. ৫০ পেয়েছে তারাই আবেদন করতে পারবে। কোন একটি বিষয়ে বি গ্রেড বা ৩.৫০ এর কম পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে না।
- বি এবং বি১ উপ ইউনিট: বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য :মাধ্যমিক/ দাখিল বা সমমান এবং উচ্চমাধ্যমিক/আলিম /সমমান এবং ও লেভেলে /ও লেভেল উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০ এবং আলাদাভাবে নূন্যতম জিপিএ ৩.৫০ থাকলে আবেদন করতে পারবে। কোন বিষয়ে বি গ্রেড বা ৩.৫০ এর কম থাকলে আবেদন করতে পারবে না। মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য: মাধ্যমিক /দাখিল /সমমান এবং উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান এবং ও-লেভেল/এ-লেভেল পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৭.৫০ এবং আলাদাভাবে নূন্যতম ৩.০০ থাকতে হবে। কোন বিষয়ে ৩.০ পয়েন্টের কম থাকলে আবেদন করতে পারবে না। ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য: মাধ্যমিক/দাখিল /সমমান/ও-লেভেল এবং উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান/এ-লেভেল পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০ এবং আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে। কোন বিষয়ে ৩.৫০ এর কম পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে না।
- সি ইউনিট: মাধ্যমিক/দাখিল/সমমান/ও-লেভেল এবং উচ্চমাধ্যমিক/আলিম/সমমান/এ-লেভেল পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৮.০০ এবং আলাদাভাবে ৩.৫০ থাকতে হবে।কোন বিষয়ে ৩.৫০ এর কম পয়েন্ট থাকলে আবেদন করতে পারবে না।
- ডি ইউনিট এবং ডি১ উপ ইউনিট: ডি ইউনিটের জন্য মাধ্যমিক/দাখিল/সমমান/ও-লেভেল এবং উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান/এ-লেভেল পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৭.৫০ এবং আলাদাভাবে ৩.৫০থাকতে হবে। ডি১ উপ ইউনিটের জন্য উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় সহ মোট জিপিএ ৬.০০ এবং আলাদাভাবে ২.৫০ থাকতে হবে।
আরও পড়ুনঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য
৩.ইউনিট পরিচিতি|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
- এ ইউনিট:বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ/ ইনস্টিটিউট,জীববিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ,ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সকল বিভাগ এবং মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট নিয়ে এ ইউনিট গঠিত।শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এক্ষেত্রে ও-লেভেল, এ-লেভেল এবং বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থী বাংলা ও ইংরেজি বিষয় সহ পদার্থবিদ্যা, রসায়ন,গণিত/উচ্চতর গণিত বিষয় নিয়ে উত্তীর্ণ হয়েছে তাদেরকেও বিজ্ঞান গ্রুপের বিভাগের অন্তর্ভুক্ত করা হয়।
- বি ইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট (নাট্যকলা বিভাগ,চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ ব্যতীত) নিয়ে বি ইউনিট গঠিত।এই ইউনিটে বিজ্ঞান,মানবিক, ব্যবসায় শিক্ষা সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।এছাড়াও মিউজিক/গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরাও এই বিভাগের অন্তর্ভুক্ত।
- বি১ উপ ইউনিট: কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ, চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ নিয়ে বি১ উপ ইউনিট গঠিত।বি ইউনিটের ন্যায় এই ইউনিটের সকল বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
- সি ইউনিট:ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ নিয়ে এই ইউনিট গঠিত।Accounting/ Higher accounting বিষয় নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের ইউনিট হচ্ছে ব্যবসায় শিক্ষায় ইউনিট।এছাড়াও এই ইউনিটে ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ/ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট শাখার শিক্ষার্থীদের এই ইউনিটের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করা হয়।
- ডি ইউনিট:সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ,আইন অনুষদভুক্ত আইন বিভাগ,ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ,জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ নিয়ে ডি ইউনিট গঠিত। বিজ্ঞান,মানবিক,ব্যবসায় শিক্ষা,ব্যবসায় ব্যবস্থাপনা,মিউজিক,গার্হস্থ্য অর্থনীতি শাখার শিক্ষার্থীরা সমাজবিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ,আইন অনুষদভুক্ত আইন বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অবশ্যই গণিত বিষয় থাকতে হবে,মানবিক শাখার শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে অর্থনীতি বিষয় থাকতে হবে।এছাড়া Accounting/Higher accounting ব্যতীত নিয়মিত ডিপ্লোমা ইন কমার্স/ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিস/ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট শাখার শিক্ষার্থীরা ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগে পরীক্ষা দিতে পারবে।জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশ বিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগে মানবিক গ্রুপের আসনের জন্য মানবিক বা মিউজিক বা সাধারণ(মাদ্রাসা শিক্ষা বোর্ড )শাখার আবেদনকারীরা পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবে।
- ডি১ উপ ইউনিট: শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্সেস বিভাগ নিয়ে ডি১ উপ ইউনিট গঠিত।সকল শাখার শিক্ষার্থীরা এই উপ ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
৪.ভর্তি পরীক্ষার মানবন্টন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
৫.ইউনিটভিত্তিক সাবজেক্ট ও আসন সংখ্যা |চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
- দর্শন -১২০ টি আসন
- ইতিহাস- ১২০টি আসন
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১২০টি আসন
- আরবি ও ইসলামিক স্টাডিজ- ১২০টি আসন
- বাংলা- ১১০টি আসন
- ইংরেজি- ১১০টি আসন
- ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ -১০৫ টি আসন
- পালি- ৮৫টি আসন
- সংস্কৃত- ৭০টি আসন
- ফারসি ভাষা ও সাহিত্য- ৫০টি আসন
- বাংলাদেশ স্টাডিজ- ৫০টি আসন
- আধুনিক ভাষা ইনস্টিটিউট - ৪১টি আসন
- নাট্যকলা (বি১ ইউনিট) - ৩৫ টি আসন
- সংগীত (বি১ ইউনিট)- ৩০টি আসন
- চারুকলা (বি১ ইউনিট)- ৬০টি আসন
- অ্যাকাউন্টিং - ৮৭টি আসন
- ম্যানেজমেন্ট - ৬৫টি আসন
- ফাইন্যান্স - ৯৫টি আসন
- মার্কেটিং - ৭৭টি আসন
- ব্যাংক অ্যান্ড ইনস্যুরেন্স - ৬৭টি আসন
- হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট - ৫০টি আসন
- অর্থনীতি- মোট আসন১৩২ টি(মানবিক ৪০টি, বিজ্ঞান ৬৬টি ও ব্যবসায় ২৬টি)
- রাজনীতি বিজ্ঞান -মোট আসন ১৩২ টি(মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি)
- সমাজতত্ত্ব- মোট আসন ১৩২টি (মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি)
- লোকপ্রশাসন- মোট আসন ১৩২টি (মানবিক ৫৩টি, বিজ্ঞান ৫৩টি ও ব্যবসায় ২৬টি)
- নৃবিজ্ঞান - মোট আসন ৮৫ টি (মানবিক ৩৪টি, বিজ্ঞান ৩৪টি ও ব্যবসায় ১৭টি)
- আন্তর্জাতিক সস্পর্ক- মোট আসন ৮৫ টি (মানবিক ৩৪টি, বিজ্ঞান ৩৪টি ও ব্যবসায় ১৭টি),
- যোগাযোগ ও সাংবাদিকতা- মোট আসন ৬০টি (মানবিক ২৪টি, বিজ্ঞান ২৪টি ও ব্যবসায় ১২টি)
- ডেভেলপমেন্ট স্টাডিজ- মোট আসন ৩০ টি (মানবিক ১২টি, বিজ্ঞান ১২টি ও ব্যবসায় ৬টি)
- ক্রিমিনোলজি ও পুলিশ সায়েন্স- মোট আসন ৩০ টি(মানবিক ১২টি, বিজ্ঞান ১২টি ও ব্যবসায় ৬টি)।
- আইন বিভাগ- ১১৫টি আসন(সবার জন্য উন্মুক্ত)
- অ্যাকাউন্টিং- মোট আসন ২৩টি(বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ২০টি ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য৩টি)
- ম্যানেজমেন্ট- মোট আসন ৪৫টি(বিজ্ঞান শাখার জন্য ৪০টি ও মানবিক শাখার জন্য ৫টি)
- ফাইন্যান্স- মোট আসন ১৫ টি(বিজ্ঞান শাখার জন্য ১০টি ও মানবিক শাখার জন্য ৫টি)
- মার্কেটিং-মোট আসন ৩৩ টি(বিজ্ঞান শাখার জন্য ৩০টি ও মানবিক শাখার জন্য ৩টি)
- ব্যাংকি অ্যন্ড ইনস্যুরেন্স- মোট আসন ৩৩টি (বিজ্ঞান শাখার জন্য ৩০টি ও মানবিক শাখার জন্য তিনটি)
- হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট-৫০ টি(বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য ৪৭টি ও মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য তিনটি)
- ভূগোল ও পরিবেশবিদ্যা- ১০টি আসন( মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য)
- মনোবিজ্ঞান-১৮টি আসন (মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য)
- ফিজিক্যাল এডুকেশন এ্যান্ড স্পোর্টস সায়েন্স(ডি১ উপ ইউনিটের সাবজেক্ট)- ৩০ টি আসন ( সবার জন্য)
আরও পড়ুনঃ বাংলাদেশের সেরা সাবজেক্ট সমূহ
৬.আবেদন করার নিয়ম|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
৭.কোটায় ভর্তি প্রক্রিয়া|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
৮.প্রবেশপত্র ডাউনলোড এবং রেজাল্ট দেখা|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
৯.ভর্তি পরীক্ষার অন্যান্য নিয়মাবলী|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
- ভর্তি পরীক্ষার ৪৮ ঘণ্টা পূর্বে থেকে বিস্তারিত আসন বিন্যাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হতে দেখা যাবে।এছাড়া আবেদনকারীর প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী এসএমএসের মাধ্যমে নিজ নিজ আসন বিন্যাস জানিয়ে দেয়া হবে।
- জিএসই ও/এ লেভেল শিক্ষার্থীরা বা অন্য কোনো পরীক্ষার্থী ইংরেজি ভাষার প্রশ্নপত্রে পরীক্ষা দিতে চাইলে অবশ্যই স্ব স্ব ইউনিট/উপ-ইউনিটে আবেদনের সময় তার সঠিকভাবে নির্বাচন করতে হবে।
- ভর্তি পরীক্ষার সময় ভর্তিচ্ছু শিক্ষার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি,এইচএসসি/সমমান, এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড,A Level শিক্ষার্থীদের Statement of Entry এর মুলকপি এবং ডাউনলোডকৃত ২ কপি প্রবেশপত্র পরীক্ষার হলে অবশ্যই আনতে হবে।
- পরীক্ষার্থীকে অবশ্যই সাস্থবিধি মেনে,মাস্ক পড়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।কান সহ মুখমন্ডল দৃশ্য থাকতে হবে।
১০.প্রশ্ন- উত্তর পর্ব|চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
- প্রশ্ন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড টাইম পরীক্ষা দেয়ার সুযোগ থাকছে?
- উত্তর: হ্যাঁ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ অনুযায়ী সেকেন্ড টাইম থাকছে।তবে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে ৫ মার্ক কাটা হবে।
- প্রশ্ন: পরীক্ষায় কি নেগেটিভ মার্কিং থাকছে?উত্তর:হ্যাঁ।প্রত্যেকটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর সঠিক উত্তর থেকে প্রাপ্ত নম্বর থেকে কর্তন করা হবে।অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য একটি সঠিক উত্তর/১ নম্বর কাটা যাবে।
- প্রশ্ন:পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করা যাবে?
- উত্তর:হ্যা।FX- 100 বা এর নীচে সাধারন মানের(মেমরি অপশন/সীম ব্যতিত) ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।এছাড়া ইলেক্ট্রনিক কোনো ডিভাইস,ক্যালকুলেটর, ঘড়ি,মোবাইল ব্যাবহার করা যাবে না
- প্রশ্ন:একজন পরীক্ষার্থী কি একাধিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে?
- উত্তর:হ্যা,পারবে।নির্দিষ্ট শর্ত এবং যোগ্যতা পূরন করে একজন পরীক্ষার্থী একাধিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
- প্রশ্ন:বিদেশি সার্টিফিকেট/ডিপ্লোমাধারী কোন প্রার্থী আবেদন করতে পারবে?
- উত্তর:হ্যাঁ পারবে।সমানের বিদেশী সার্টিফিকেট/ ডিপ্লোমাধারী প্রার্থীরা সংশ্লিষ্ট ইউনিট প্রধানের অনুমতি সাপেক্ষে আবেদন করতে পারবে।তবে সংশ্লিষ্ট অনুষদ কর্তৃক সমতা নিরুপিত হলেই কেবল তারা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।এছাড়াও সকল প্রার্থীকে সংশ্লিষ্ট ইউনিট কর্তৃক নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
- প্রশ্ন:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোথায় হবে?
- উত্তর:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা সংঘটিত হবে।
- প্রশ্ন:ভর্তি পরীক্ষায় সময় কত থাকবে?
- উত্তর:এমসিকিউ পরীক্ষার জন্য এক ঘন্টা সময় বরাদ্দ থাকবে। যে সকল ইউনিটে ব্যবহারিক পরীক্ষা রয়েছে সে সকল ইউনিটে এমসিকিউ এর পাশাপাশি ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।
- প্রশ্ন:মেধাস্কোর একই থাকলে মেধা তালিকা কিভাবে প্রণয়ন করা হবে?
- উত্তর:মেধাস্কোর একই থাকলে মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিট বা উপ ইউনিটের নির্ধারিত নিয়ম অনুযায়ী মেধাক্রম তৈরি করা হবে।
- প্রশ্ন:কোটায় ভর্তির ক্ষেত্রে পরীক্ষার্থীরা কি সাধারণ মেধাক্রমের আওতাধীন থাকবে?
- উত্তর:না।সংশ্লিষ্ট ইউনিট বা উপইউনিট এ সংরক্ষিত কোটা আসনের জন্য প্রার্থীদের পাশ নম্বর পাওয়ার পরে মোট কোটা আবেদনকারীদের প্রাপ্ত নম্বর বিবেচনা করে মেধাকর্ম তৈরি করা হবে।
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url