OrdinaryITPostAd

হাউজ ড্রাইভার চাকরি

বাংলাদেশে চাকরি পাওয়া এখন সোনার হরিণের মতো।সরকারি চাকরি পাওয়া কঠিন হওয়ার কারণে অনেক মানুষ বিভিন্ন বেসরকারি চাকরি খোঁজে নেয়।এক্ষেত্রে হাউজ ড্রাইভার চাকরিকে অনেকে পছন্দের তালিকায় রাখে। অনেকেই জানতে চায় হাউজ ড্রাইভার চাকরি সম্পর্কে। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব হাউজ ড্রাইভার চাকরি নিয়ে। সুতরাং আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। 

আর্টিকেল সূচিপত্র 

১. হাউজ ড্রাইভার চাকরি 

প্রতিনিয়ত হাউজ ড্রাইভার চাকরির নিয়োগ প্রকাশিত হয়ে থাকে। চলুন তাহলে এরকম একটি হাউজ ড্রাইভার চাকরি দেখে নেই -

চাকরির ধরন :

ফুল টাইম 

পদসংখ্যা :

২০

যোগ্যতা:

গাড়ি চালানো জানতে হবে এবং বি আর টি এ কর্তৃক লাইসেন্স থাকতে হবে। 
কাজের স্থান :
সৌদি আরব 

অভিজ্ঞতা :

ড্রাইভিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ৫ বছরের। এক্ষেত্রে বিদেশি ড্রাইভিংয়ে অভিজ্ঞতা থাকলে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। 

বেতনের পরিমাণ :

আলোচনা সাপেক্ষে। 

সুযোগ- সুবিধা :

  • উৎসব ভাতা দেওয়া হবে। 
  • ওভারটাইমের সুযোগ দেওয়া হবে 
  • থাকা - খাওয়া ফ্রি
  • বেতন বৃদ্ধি করা হবে প্রত্যেক বছর। 

অন্যান্য:

  1. আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে 
  2. শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে।

 কাজের দায়িত্বসমূহ:

  1. নিয়োগকর্তাকে সবসময় এবং নিরাপদে বিভিন্ন অনুষ্ঠানে ও কাজের জায়গায়  পৌঁছে দিতে হবে।
  2. নিয়োগকর্তার সহযোগীদের, ব্যবসায়িক অংশীদার এবং স্বজনদের যথাযথ স্থানে পৌঁছে দিতে হবে। 
  3. গাড়ি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।গাড়িটির অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় অংশই ধুতে হবে। 
  4. গাড়ি চালানোর সময় ট্রাফিক আইন মানতে হবে। 
  5. গাড়ির যান্ত্রিক সমস্যা এবং বৈদ্যুতিক সমস্যাগুলি সনাক্ত করতে হবে এবং প্রয়োজন হলে মেরামত ও ছোটখাটো রক্ষণাবেক্ষণ করতে হবে।
  6. গাড়ির রক্ষণাবেক্ষণ ও মেরামত সম্পর্কিত সকল প্রতিবেদন ও রেকর্ড রাখতে হবে। 
  7. নিয়োগকর্তা কর্তৃক অন্যান্য সকল কার্য সম্পাদন করতে হবে।
  8. গাড়ির আসনগুলি স্বাচ্ছন্দ্যযুক্ত এবং পরিষ্কার রাখতে হবে। 

২. ড্রাইভার চাকরির আবেদন প্রক্রিয়া  

ড্রাইভার চাকরির জন্য যদি আবেদন করতে চান তাহলে নিয়োগকর্তার ইমেইল ঠিকানা বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আবেদনপএ পাঠাতে হবে। আবেদনপএের সাথে প্রয়োজনীয় সকল কাগজপএ যেমন ড্রাইভিং লাইসেন্স, অভিজ্ঞতার সনদ এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপএ সবকিছু সংযুক্ত করতে হবে। 

৩. ড্রাইভার চাকরির যোগ্যতা

ড্রাইভিং চাকরির জন্য যেসকল যোগ্যতা প্রয়োজন নিচে তা দেওয়া হলো -
  1. ড্রাইভিং লাইসেন্স 
  2. শারীরিকভাবে হতে হবে সুস্থ এবং সক্ষম 
  3. এসএসসি বা এর সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
  4. বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। 

৪.  ড্রাইভারের বেতন কত 

ড্রাইভার চাকরির বেতন কত হবে তা নির্ভর করবে নিয়োগকর্তা এবং প্রতিষ্ঠানের উপর। সাধারণত একজন ড্রাইভার মাসিক ১০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত বেতন পেয়ে থাকে। বেতনের পাশাপাশি কিছু সুযোগ - সুবিধাও পেয়ে থাকে। যেমন - উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, বাসা ভাড়া এবং প্রেসিডেন্ট ফান্ড ইত্যাদি। 

৫. ড্রাইভার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ 

চলুন ২০২৪ সালে ড্রাইভার নিয়োগের কয়েকটি বিজ্ঞপ্তি দেখে নেই -

পদসংখ্যা : ১ টি
বয়স : বয়স হতে হবে সর্বনিম্ন ৪০ বছর। 
আবেদন শুরু : ১০ জানুয়ারি ২০২৪
আবেদন শেষ: ৯ ফেব্রুয়ারি
অভিজ্ঞতা : কমপক্ষে ২০ বছর 
কাজের জায়গা : বাংলাদেশের যেকোন স্থান 
বেতনের পরিমাণ : আলোচনা সাপেক্ষে 
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাশ
চাকরির ধরন : ফুল টাইম 
অন্যান্য:
শুধুমাত্র পুরুষ সদস্যরা আবেদন করতে পারবে। 
যোগাযোগ :০১৭১৬৭২৬৮৭৬,সরাসরি ইন্টারভিউ দিতে হবে। 
আরেকটি ড্রাইভারের নিয়োগ-
কাজের জায়গা : ঢাকা (দক্ষিণখান) 
আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২৪ 
আবেদন শেষ : ৩১ জানুয়ারি ২০২৪ 
অভিজ্ঞতা : অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ২ বছরের 
শিক্ষাগত যোগ্যতা :অষ্টম শ্রেণি পাসকৃত হতে হবে। 
চাকরির ধরন: ফুল টাইম 

চাকরির দায়িত্বসমূহ :
  1. নির্দিষ্ট গন্তব্যে গাড়ি চালিয়ে পার্সেল পোঁছে দিতে হবে 
  2. ডিউটি টাইম হচ্ছে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্তও হতে পারে। 
  3. নাইট শিফটে ডিউটি করতে হবে (তবে তা হবে সপ্তাহে ২/৩ দিন)
  4. একমাসে ২ দিন শুক্রবারে কাজ করতে হবে। যদি শুক্রবারে কাজ করা হয় তাহলে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে। 
অন্যান্য:
  1. আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫৫ বছর। 
  2. শুধুমাত্র ঢাকা সিটিতে অবস্থানরত সকলকে প্রাধান্য দেওয়া হবে। দক্ষিণখান এবং উত্তরাতে বসবাসকারী প্রার্থীরা বেশি অগ্রাধিকার পাবে। 
  3. যেকোন কুরিয়ার কোম্পানিতে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
  4. ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 
  5. জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে। 
  6. স্মার্টফোন চালনায় দক্ষ হতে হবে। 
  7. বাংলা এবং ইংরেজি ভাষাতে মৌলিক জ্ঞান থাকা আবশ্যক। 
যোগাযোগ :
০১৭৫৮৮০৫৫০২, ০১৮৯৪৮০৪৮৫৩
হাউস - ৫/১২, ব্লক-ডি, লালমাটিয়া, ঢাকা-১২০৭।

ব্যাক্তিগত গাড়ির ড্রাইভারের একটি নিয়োগ চলুন দেখে নেই -
পদসংখ্যা : ১ টি 
কাজের জায়গা: গুলশান (ঢাকা)
বেতনের পরিমাণ :মাসিক ২২ হাজার টাকা 
অভিজ্ঞতা :কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
আবেদন শুরু : ৮ জানুয়ারি ২০২৪
আবেদন শেষ : ৭ ফেব্রুয়ারি ২০২৪ 
শিক্ষাগত যোগ্যতা :
কমপক্ষে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চাকরির ধরন :
ফুল টাইম 
সুবিধা :
সাপ্তাহিক এক দিন ছুটি দেওয়া হবে, বার্ষিক ২ টা বোনাস দেওয়া হবে। খাওয়ার জন্য মাসিক ৫ হাজার টাকা এবং বাসা বাড়া মাসিক ৩ হাজার টাকা দেওয়া হবে।

অন্যান্য :
  • প্রার্থীর বয়স হতে হবে ৩৫ থেকে ৪৫ বছরের মধ্যে। 
  • বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 
  • ভালো আচরণ, সময়নিষ্ঠ এবং সুসজ্জিত হতে হবে। 
  • প্রার্থীর জাতীয় পরিচয়পএের প্রয়োজন হবে। 
  • ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 
  • পূর্ববর্তী মালিকের ফোন নাম্বার।
চাকরির দায়িত্বসমূহ:
  1. প্রার্থীকে সৎ,অভিজ্ঞ,দক্ষ এবং পরিশ্রমী হতে হবে। 
  2. সতর্কতার সহিত গাড়ি চালানো জানতে হবে এবং গাড়ি নিয়মিত ধৌত করতে হবে। 
  3. ট্রাফিক আইন মানতে হবে। 
  4. কাজে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। 
  5. গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, বিভিন্ন যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ করা, চাকার প্রেসার, ব্রেক, জ্বালানি চেক করতে হবে। 
  6. ঢাকা শহরের বিভিন্ন জায়গা সম্পর্কে ধারণা থাকতে হবে। 
  7. প্রয়োজনে গাড়ির কর্তৃপক্ষ নির্ধারিত যেকোন কাজ করতে হবে। 
  8. শুধুমাএ পুরুষ সদস্যরা আবেদন করতে পারবে। 
এরকম হাজারো হাউজ ড্রাইভার চাকরির তথ্য পেতে বিডিজবসএ চোখ রাখুন। 

৬. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: ড্রাইভিং চাকরির জন্য কি কি যোগ্যতা প্রয়োজন? 

উত্তর: ড্রাইভিং চাকরির জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, ড্রাইভিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে। 

প্রশ্ন ২:একজন ড্রাইভারের বেতন কত? 

উত্তর: একজন ড্রাইভারের বেতন কত হবে তা নির্ভর করে প্রতিষ্ঠানের ধরন বা নিয়োগকর্তার উপর। সাধারণত একজন ড্রাইভারের বেতন ১০ হাজার থেকে ৩০ হাজার পর্যন্ত হয়ে থাকে। 

প্রশ্ন ৩: ড্রাইভার চাকরি পাওয়ার জন্য কি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে? 

উত্তর: অবশ্যই ড্রাইভার চাকরি পাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

৭. লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে হাউজ ড্রাইভার চাকরি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি আপনার উপকারে আসবে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট   The Du Speech। ধন্যবাদ। 

এই আর্টিকেলের-

লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url