OrdinaryITPostAd

ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার [Download]

বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ভিডিও শেয়ারিং প্লার্টফর্ম হচ্ছে ইউটিউব। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার। ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার সম্পর্কে সম্পুর্ন জানতে এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

এছাড়াও আরো আলোচনা করব -মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড, সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড। 

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার 
উত্তর ধাপ ০১. ইউটিউব হচ্ছে এমন একটি ওয়েবসাইট যেখান থেকে আমরা ভিডিও ডাউনলোড করতে পারি না।এজন্য আপনি একটি সাইট যেমন clipconverter এটি দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন। 
উত্তর ধাপ ০২. আপনি Y২MATE ওয়েবসাইট দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন। 
উত্তর ধাপ ০৩. ভিডিও URL এ ss লিখে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন। 

আর্টিকেল সূচিপত্র - ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার 

  1. ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার  
  2. সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড  - ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার 
  3. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার  
  4. লেখকের মন্তব্য - ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার 

১. ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার 

বর্তমানে ভিডিও দেখার একটি জনপ্রিয় সাইট হচ্ছে ইউটিউব। এমন অনেকে আছে যারা ইউটিউব ভিডিও ডাউনলোডার সম্পর্কে জানে না।এর ফলে তাদের পছন্দের ভিডিও ডাউনলোড করতে পারে না।ইউটিউবে এত পরিমাণ ভিডিও রয়েছে যে আপনি যদি সবগুলো দেখতে চান, তাহলে আপনার কয়েক হাজার বছর লেগে যাবে।

জনপ্রিয় এই সাইটে ভিডিও দেখা গেলেও ভিডিও ডাউনলোড করার কোনো অপশন না থাকায় সহজে ডাউনলোড করতে পারে না।এমন অনেক মাধ্যম আছে যার মাধ্যমে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন।

সফটওয়্যার গুলো আপনি চাইলে তাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন।আপনি যদি গুগলে video  downloader apps লিখে সার্চ করেন তাহলে আপনি তাদের ওয়েবসাইট পেয়ে যাবেন।আপনি চাইলে ইউটিউব ছাড়া অন্য সাইটগুলো থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে না।এরকমই কতগুলো অ্যাপের নাম হলো:

Inshot:

  • inshot এর এই ভিডিও ডাউনলোডার এর মধ্যে রয়েছে built -in-web-browser। এর সাহায্যে যেকোনো ফাইল সরাসরি ডাউনলোড করা যায়।এর মাধ্যমে আপনি ইন্টারনেট থেকে যেকোনো ভিডিও অথবা মিউজিক গুলোকে আপনার ডিভাইসে সেইভ করে রাখতে পারবেন।এই অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে ভিডিওকে ডিটেক্ট করে 

  • আপনার একটি ক্লিক এর সাহায্যে ভিডিও ডাউনলোড হয়ে যাবে।আপনি চাইলে  high definition ভিডিওকেও এই অ্যাপের মাধ্যমে ডাউনলোড করতে পারেন এবং সেটাকে সুবিধামতো পার্সওয়ার্ড দিয়ে নিরাপদ রাখতে পারেন।এই অ্যাপটির সুবিধা :

  • অ্যাপে থাকা built in browser সরাসরি ভিডিওকে ব্রাউজ  এবং সার্চ করে। 
  • অ্যাপে রয়েছে built in player যার মাধ্যমে আপনি ভিডিওকে অফলাইনেও প্লে করতে পারবেন।
  • ভিডিওকে স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট করে।
  • এর মধ্যে অনেক ফিচার যেমন -pause, resume, এবং remove পাবেন।
  • অ্যাপে আরো রয়েছে bookmarks menu
  • ভিডিও ডাউনলোড করে সেগুলো আবার প্লে করে দেখতে পারবেন।

 All Video Downloader -V:

এই সফটওয়্যার এর সাহায্যে আপনি অনেক সোশ্যাল মিডিয়া এবং অনেক ওয়েবসাইট থেকে ঝটপট ভিডিও ডাউনলোড করতে পারবেন।এই সফটওয়্যারে আপনি পাবেন ডাউনলোড ম্যানেজমেন্ট এবং SD Card  এর ফিচার।আপনি যদি ইন্টারনেট থেকে কোনো HD quality  এর ভিডিও ডাউনলোড করতে চান তাহলে এই সফটওয়্যার আপনার অনেক কাজে আসবে।এই অ্যাপেও রয়েছে আর্কষণীয় ফিচার যেমন-offline video play, Large file download support, built -in browser ইত্যাদি। 

সফটওয়্যারের সুবিধা :

  • এই সফটওয়্যারে থাকা built -in browser  এর মাধ্যমে আপনি ইন্টারনেট browse করতে পারবেন।
  • ইন্টারনেট না থাকলেও অফলাইনে আপনি built -in player এর মাধ্যমে ভিডিও দেখতে পারবেন।
  • একসাথে অনেকগুলো ভিডিও ফাইল ডাউনলোড করতে পারবেন। 
  • আপনি চাইলে সোশ্যাল মিডিয়া সাইট থেকেও ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Snap Tube:


ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার জন্য এই সফটওয়্যারটি সেরা। আপনি যদি এই অ্যাপের main manu তে যান তাহলে আপনি অনেক সার্পোটেড সাইট দেখতে পাবেন।এই অ্যাপে রয়েছে floating playerযার সাহায্যে আপনি একই সাথে ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজ করা, এবং চ্যাট করতে পারবেন।ইউটিউব ভিডিও ডাউনলোড করার এই সফটওয়্যারের মধ্যে রয়েছে auto-completion  নামে একটি ফিচার। এতে রয়েছে একটি সার্চ বার যার সাহায্যে আপনি সহজে এবং দ্রুততার সহিত কোনোকিছু ব্রাউজ করতে পারবেন।জনপ্রিয় এই অ্যাপটি আপনারা www.snaptube.com নামক এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

সুবিধা :

  • একের অধিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করা  যায়।
  • 240p থেকে  4K HD  কোয়ালিটির ভিডিও আপনি stream এবং ডাউনলোড করতে পারবেন।
  • ভিডিও ডাউনলোড করার ক্ষেএে আপনি অনেক অপশন যেমন-740p,1040p,2kHD ইত্যাদি পাবেন।
  • Floating player এর সাহায্যে আপনি ভিডিও দেখা ছাড়াও অনেক কাজ করতে পারবেন।

KeepVid:


এটি এমন একটি অ্যাপস যার সাহায্যে ইউটিউব ছাড়াও হোস্টিং সাপোর্ট করে এরকম ২৮ টি ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করা যায়।এর মধ্যে রয়েছে -ফেসবুক, ভিমিও।এছাড়াও আপনি soundcloud থেকে গান ডাউনলোড করতে পারবেন।

এই সাইটের সাহায্যে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে ডাউনলোড বক্সে ভিডিও এর লিংক কপি পেস্ট করতে হবে। এরপর আপনাকে ভিডিওর রেজুলেশন অপশন বাছাই করতে হবে।আপনি আপনার পছন্দমতো অপশন সিলেক্ট করে দিলেই আপনার কাঙ্খিত ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

KeepVid এর আরেকটি সফটওয়্যার আছে সেটি হচ্ছে KeepVid pro.আপনার কাছে যেধরনের ডিভাইসই থাকুক না কেন আপনি সব ডিভাইস দিয়েই keepvid এর মাধ্যমে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন। তবে এই অ্যাপসের সকল ধরনের সাইট ব্যাবহারের জন্য আপনার ডিভাইসে java   ইন্সটল থাকতে হবে।Keepvid এর ওয়েবসাইট হচ্ছে www.keepvid.com

Vidmate:

Tubemate এর মতো vidmate একটি ইউটিউব ভিডিও ডাউনলোড করার জনপ্রিয় সফটওয়্যার। এর সাহায্যে খুব সহজেই ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।vidmate অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো এটিতে অনেক ভালো স্পিড পাওয়া যায়। এতে  error অনেক কম হয়।vidmate অ্যাপটি  playstore  এ পাওয়া যায় না। এই অ্যাপের লিংক হলো:

https ://m.apkure.com/vidmate-hd-video-downloader-live-tv/com.video.fun.app


২. সফটওয়্যার ছাড়া ইউটিউব  ভিডিও ডাউনলোড  - ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার 

খুবই সহজে সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড করা যায়।আপনার পছন্দমতো ভিডিও আপনি ডাউনলোড করতে পারবেন।সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার মুলত তিনটি উপায় আছে। যেমন-
  1. লিংক এডিট করার সাহায্যে
  2. ওয়েবসাইটের মাধ্যমে
  3. ইউটিউবের ডাউনলোড অপশন থেকে
লিংক দিয়ে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা জনপ্রিয় পদ্ধতিগুলোর মধ্যে একটি। লিংক দিয়ে ভিডিও ডাউনলোডের ক্ষেএে আপনি যেই ভিডিও ডাউনলোড করবেন সেই ভিডিওটি ওপেন করতে হবে।তারপর একটি লিংক দেখতে পাবেন। সেই লিংকের  m.1 এর জায়গায় ss যুক্ত করতে হবে। তারপর সেই ইউটিউব ভিডিওটি কনর্ভার্ট হয়ে ওয়েবসাইটে চলে আসবে এবং আপনি সহজেই ডাউনলোড দিতে পারবেন।

বি:দ্র: ইউটিউবের ডাউনলোড অপশন থেকে ভিডিও ডাউনলোড না করাই ভালো। কারণ,এগুলো মেমোরিতে আসে না এবং ইউটিউবের অ্যাপ সাইজ বড় হয়ে যায়।এতে আপনার ফোন স্লো হয়ে যেতে পারে।তাই আপনি লিংক বা ওয়েবসাইটের মাধ্যমে ইউটিউব  ভিডিও ডাউনলোড করুন।


৩. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার 

প্রশ্ন ১: সফটওয়্যার ছাড়া কি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়?

উত্তর: হ্যাঁ,সফটওয়্যার ছাড়া ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করা যায়। 

প্রশ্ন ২:ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যারের নাম কি?

উত্তর:ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যারের নাম হচ্ছে -keepvid, snaptube, inshot ইত্যাদি। 

প্রশ্ন ৩: ইউটিউব থেকে ভিডিও কি মেমোরিতে ডাউনলোড দেওয়া যায়?

উত্তর:অবশ্যই, ইউটিউব থেকে ভিডিও মেমোরিতে ডাউনলোড করা যায়।

৪. লেখকের মন্তব্য - ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার 

আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম ইউটিউব ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার, সফটওয়্যার ছাড়া ইউটিউব ভিডিও ডাউনলোড। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট the du speech ভিজিট করতে পারেন।

এই আর্টিকেলের-



লেখক: মোসা: কবিতা
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে । তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url