OrdinaryITPostAd

কীভাবে অনলাইনে বাসের টিকেট বুকিং করা যায়?

বর্তমানে বাংলাদেশে তথ্য প্রযুক্তির উন্নয়নের ফলে ঘরে বসে  অনলাইনে বাসের টিকেট বুকিং করা যাচ্ছে।  কিন্তু আমার অনেকই সঠিকভাবে অনলাইনে বাসের টিকেট বুকিং করার নিয়ম সম্পর্কে জানিনা। কীভাবে কাউন্টারে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসে অনলাইনে বাসের টিকেট বুকিং করা যায় তা জানতে এই আর্টিকেলটি  সম্পূর্ণ পড়ুন। 


সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন কীভাবে অনলাইনে বাসের টিকেট বুকিং করা যায়? 
উত্তর ধাপ ০১.  অনলাইনে বাসের টিকেট বুকিং করতে মোবাইল অথবা কম্পিউটারের  প্রয়োজন হয়।
উত্তর ধাপ ০২. রকেট, বিকাশ, নগদ এবং ব্যাংকিং কার্ডের মাধ্যমে পেমেন্ট করে অনলাইনে বাসের টিকেট বুকিং করা যায়।
উত্তর ধাপ ০৩. www.busbd.com এবং www.shohoj.com ওয়েবপেইজে গিয়ে সহজে অনলাইনে বাসের টিকেট বুকিং করা যায়।
উত্তর ধাপ ০৪. অনলাইনে বাসের টিকেট বুকিং করার পর পরবর্তীতে টিকেট  ক্যান্সেল করা  যায়। 

আর্টিকেল সূচিপত্র (যেভাবে অনলাইনে বাসের টিকেট বুকিং করবেন) 

 1. অনলাইনে বাসের টিকেট বুকিং করার নিয়ম
 2. অনলাইনে হানিফ পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম
 3. অনলাইনে সোহাগ পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম
 4. অনলাইনে এনা পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম
 5. অনলাইনে শ্যামলী পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম
 6. অনলাইনে গ্রিন লাইন পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম
 7. সহজ.কমে বাসের টিকেট বুকিং করার নিয়ম
 8. অনলাইনে কাটা বাসের টিকেট ক্যান্সেল করার নিয়ম
 9. প্রশ্ন-উত্তর  
 10. লেখকের মন্তব্য

১. অনলাইনে বাসের টিকেট বুকিং করার নিয়ম 

অনেক সময় আমাদের পক্ষে লাইনে দাঁড়িয়ে বাসের টিকেট কাটা সম্ভবপর হয়ে ওঠে না। এক্ষেত্রে আমরা অনলাইনে বাসের টিকেট বুকিং করে থাকি। বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বাংলাদেশের প্রায় সকল বাস পরিবহনের বাসের টিকেট বুকিং করা সম্ভব। অনলাইনে বাসের টিকেট বুকিং করার নিয়মগুলি জানা থাকলে আমরা খুব সহজে ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে বাসের টিকেট বুকিং করতে পারি।

২. অনলাইনে হানিফ পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম 

অনলাইনে হানিফ পরিবহন বাসের টিকেট বুকিং করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন-
 1. প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে  www.busbd.com লিখে সার্চ দিই।
 2. এরপর BUS TICKET BOOKING SERVICE নামক পেইজটিতে প্রবেশ করি।
 3. পেইজটিতে প্রবেশের পর আপনি  "Leaving From" অপশনে যাত্রা শুরুর স্থান এবং "Going To" অপশনে বাসে যেখানে যেতে ইচ্ছুক সে স্থানের নাম select করুন। 
 4. "Departing On" অপশনে গিয়ে যাওয়ার তারিখ এবং " Coach Type" অপশনে গিয়ে আপনি কি এসি বাস নাকি নন-এসি বাসে যেতে ইচ্ছুক তা select করে "Search" অপশনটি ক্লিক করুন। 
 5. এরপর আপনাকে ঐ রুটের যাতায়াতে জন্য বিভিন্ন পরিবহনের বাসের নাম, বাস ছাড়ার সময়সহ বাস ভাড়া উল্লেখ করা থাকবে। 
 6. পরবর্তীতে আপনি আপনার পছন্দের সময়ের হানিফ  পরিবহনের বাসের বামদিকে থাকা  "View" অপশনে  গিয়ে আপনার সিটের অবস্থান নির্বাচন করবেন।
 7. তারপর আপনার সম্পর্কে যা যা তথ্য পূরণ করতে বলা হয়েছে সেসব পূরণ করুন এবং শেষে থাকা "Payment Method" অপশন থেকে "Bkash" select করে "Confirm"  অপশনটি ক্লিক করুন।
 8. তারপর বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পুর্ন করুন। 
 9. আপনার পেমেন্ট সম্পুর্ন করা হলে দেখতে পাবেন "Print" অপশন, এটি ক্লিক করে টিকেটের কপি পিডিএফ ফাইল আকারে মোবাইলে "Save" অপশনটি ক্লিক করে সংরক্ষণ করুন।
 10. অবশ্যই বাসে উঠার পূর্বে পিডিএফ টি Print Out করে নিবেন।

৩. অনলাইনে সোহাগ পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম 

অনলাইনে সোহাগ পরিবহন বাসের টিকেট বুকিং করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন-
 1. প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে  www.busbd.com লিখে সার্চ দিই।
 2. এরপর BUS TICKET BOOKING SERVICE নামক পেইজটিতে প্রবেশ করি।
 3. পেইজটিতে প্রবেশের পর আপনি "Leaving From" অপশনে যাত্রা শুরুর স্থান  এবং "Going To" অপশনে বাসে যেখানে যেতে ইচ্ছুক সে স্থানের নাম select করুন। 
 4. "Departing On" অপশনে গিয়ে যাওয়ার তারিখ এবং " Coach Type" অপশনে গিয়ে আপনি কি এসি বাস নাকি নন-এসি বাসে যেতে ইচ্ছুক তা select করে "Search" অপশনটি ক্লিক করুন। 
 5. এরপর আপনাকে ঐ রুটের যাতায়াতে জন্য বিভিন্ন পরিবহনের বাসের নাম, বাস ছাড়ার সময়সহ বাস ভাড়া উল্লেখ করা থাকবে। 
 6. পরবর্তীতে আপনি আপনার পছন্দের সময়ের সোহাগ  পরিবহনের বাসের বামদিকে থাকা  "View" অপশনে  গিয়ে আপনার সিটের অবস্থান নির্বাচন করবেন।
 7. তারপর আপনার সম্পর্কে যা যা তথ্য পূরণ করতে বলা হয়েছে সেসব পূরণ করুন এবং শেষে থাকা "Payment Method" অপশন থেকে "Bkash" select করে "Confirm"  অপশনটি ক্লিক করুন।
 8. তারপর বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পুর্ন করুন। 
 9. আপনার পেমেন্ট সম্পুর্ন করা হলে দেখতে পাবেন "Print" অপশন, এটি ক্লিক করে টিকেটের কপি পিডিএফ ফাইল আকারে মোবাইলে "Save" অপশনটি ক্লিক করে সংরক্ষণ করুন।
 10. অবশ্যই বাসে উঠার পূর্বে পিডিএফ টি Print Out করে নিবেন।

৪. অনলাইনে এনা পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম 

অনলাইনে এনা পরিবহন বাসের টিকেট বুকিং করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন-
 1. প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে  www.busbd.com লিখে সার্চ দিই।
 2. এরপর BUS TICKET BOOKING SERVICE নামক পেইজটিতে প্রবেশ করুন।
 3. পেইজটিতে প্রবেশের পর আপনি "Leaving From" অপশনে  যাত্রা শুরুর স্থান এবং "Going To" অপশনে বাসে যেখানে যেতে ইচ্ছুক সে স্থানের নাম select করুন। 
 4. "Departing On" অপশনে গিয়ে যাওয়ার তারিখ এবং " Coach Type" অপশনে গিয়ে আপনি কি এসি বাস নাকি নন-এসি বাসে যেতে ইচ্ছুক তা select করে "Search" অপশনটি ক্লিক করুন। 
 5. এরপর আপনাকে ঐ রুটের যাতায়াতে জন্য বিভিন্ন পরিবহনের বাসের নাম, বাস ছাড়ার সময়সহ বাস ভাড়া উল্লেখ করা থাকবে। 
 6. পরবর্তীতে আপনি আপনার পছন্দের সময়ের এনা  পরিবহনের বাসের বামদিকে থাকা  "View" অপশনে  গিয়ে আপনার সিটের অবস্থান নির্বাচন করবেন।
 7. তারপর আপনার সম্পর্কে যা যা তথ্য পূরণ করতে বলা হয়েছে সেসব পূরণ করুন এবং শেষে থাকা "Payment Method" অপশন থেকে "Bkash" select করে "Confirm"  অপশনটি ক্লিক করুন।
 8. তারপর বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পুর্ন করুন। 
 9. আপনার পেমেন্ট সম্পুর্ন করা হলে দেখতে পাবেন "Print" অপশন, এটি ক্লিক করে টিকেটের কপি পিডিএফ ফাইল আকারে মোবাইলে "Save" অপশনটি ক্লিক করে সংরক্ষণ করুন।
 10. অবশ্যই বাসে উঠার পূর্বে পিডিএফ টি Print Out করে নিবেন।

৫. অনলাইনে শ্যামলী পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম 

অনলাইনে শ্যামলী পরিবহন বাসের টিকেট বুকিং করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন-
 1. প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে  www.busbd.com লিখে সার্চ দিই।
 2. এরপর BUS TICKET BOOKING SERVICE নামক পেইজটিতে প্রবেশ করি।
 3. পেইজটিতে প্রবেশের পর আপনি "Leaving From" অপশনে যাত্রা শুরুর স্থান এবং "Going To" অপশনে বাসে যেখানে যেতে ইচ্ছুক সে স্থানের নাম select করুন। 
 4. "Departing On" অপশনে গিয়ে যাওয়ার তারিখ এবং " Coach Type" অপশনে গিয়ে আপনি কি এসি বাস নাকি নন-এসি বাসে যেতে ইচ্ছুক তা select করে "Search" অপশনটি ক্লিক করুন। 
 5. এরপর আপনাকে ঐ রুটের যাতায়াতে জন্য বিভিন্ন পরিবহনের বাসের নাম, বাস ছাড়ার সময়সহ বাস ভাড়া উল্লেখ করা থাকবে। 
 6. পরবর্তীতে আপনি আপনার পছন্দের সময়ের শ্যামলী   পরিবহনের বাসের বামদিকে থাকা  "View" অপশনে  গিয়ে আপনার সিটের অবস্থান নির্বাচন করবেন।
 7. তারপর আপনার সম্পর্কে যা যা তথ্য পূরণ করতে বলা হয়েছে সেসব পূরণ করুন এবং শেষে থাকা "Payment Method" অপশন থেকে "Bkash" select করে "Confirm"  অপশনটি ক্লিক করুন।
 8. তারপর বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পুর্ন করুন। 
 9. আপনার পেমেন্ট সম্পুর্ন করা হলে দেখতে পাবেন "Print" অপশন, এটি ক্লিক করে টিকেটের কপি পিডিএফ ফাইল আকারে মোবাইলে "Save" অপশনটি ক্লিক করে সংরক্ষণ করুন।
 10. অবশ্যই বাসে উঠার পূর্বে পিডিএফ টি Print Out করে নিবেন।

৬. অনলাইনে গ্রিন লাইন  পরিবহন বাসের টিকেট বুকিং করার নিয়ম 

অনলাইনে গ্রিন লাইন পরিবহন বাসের টিকেট বুকিং করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন-
 1. প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে  www.busbd.com লিখে সার্চ দিই।
 2. এরপর BUS TICKET BOOKING SERVICE নামক পেইজটিতে প্রবেশ করি।
 3. পেইজটিতে প্রবেশের পর আপনি "Leaving From" অপশনে যাত্রা শুরুর স্থান এবং "Going To" অপশনে বাসে যেখানে যেতে ইচ্ছুক সে স্থানের নাম select করুন। 
 4. "Departing On" অপশনে গিয়ে যাওয়ার তারিখ এবং " Coach Type" অপশনে গিয়ে আপনি কি এসি বাস নাকি নন-এসি বাসে যেতে ইচ্ছুক তা select করে "Search" অপশনটি ক্লিক করুন। 
 5. এরপর আপনাকে ঐ রুটের যাতায়াতে জন্য বিভিন্ন পরিবহনের বাসের নাম, বাস ছাড়ার সময়সহ বাস ভাড়া উল্লেখ করা থাকবে। 
 6. পরবর্তীতে আপনি আপনার পছন্দের সময়ের গ্রিন লাইন  পরিবহনের বাসের বামদিকে থাকা  "View" অপশনে  গিয়ে আপনার সিটের অবস্থান নির্বাচন করবেন।
 7. তারপর আপনার সম্পর্কে যা যা তথ্য পূরণ করতে বলা হয়েছে সেসব পূরণ করুন এবং শেষে থাকা "Payment Method" অপশন থেকে "Bkash" select করে "Confirm"  অপশনটি ক্লিক করুন।
 8. তারপর বিকাশের মাধ্যমে পেমেন্ট সম্পুর্ন করুন। 
 9. আপনার পেমেন্ট সম্পুর্ন করা হলে দেখতে পাবেন "Print" অপশন, এটি ক্লিক করে টিকেটের কপি পিডিএফ ফাইল আকারে মোবাইলে "Save" অপশনটি ক্লিক করে সংরক্ষণ করুন।
 10. অবশ্যই বাসে উঠার পূর্বে পিডিএফ টি Print Out করে নিবেন।

৭.সহজ.কমে বাসের টিকেট বুকিং করার নিয়ম 

সহজ.কমে বাসের টিকেট বুকিং করতে হলে নিচের ধাপগুলি অনুসরণ করুন-
 1. প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে www.shohoz.com লিখে সার্চ দিন।
 2. এরপর Shohoz নামক একটি পেইজ আসবে। পেইজটির উপরের দিকে বামদিকে কোনায় থাকা  "Three bar icon " টি ক্লিক করুন।।
 3. এরপর "BUS" অপশনটি Select করুন।
 4. পেইজটিতে প্রবেশের পর আমরা "From" অপশনে  যাত্রা শুরুর স্থান এবং "To" অপশনে বাসে যেখানে যেতে ইচ্ছুক সে স্থানের নাম উল্লেখ করুন। 
 5. "Date Of Journey" অপশনে গিয়ে যাওয়ার তারিখ select করে "Search" অপশনটি ক্লিক করুন। 
 6. এরপর আপনাকে ঐ রুটের যাতায়াতে জন্য বিভিন্ন পরিবহনের বাসের নাম, বাস ছাড়ার সময়সহ বাস ভাড়া উল্লেখ করা থাকবে। আপনার পছন্দের অনুযায়ী বাস না পেলে "Modify" অপশনে গিয়ে তারিখ চেঞ্জ করতে পারেন।
 7. পরবর্তী ধাপে আপনি আপনার পছন্দের সময়ের বাসের বামদিকে থাকা  "View Seats" অপশনে  গিয়ে আপনার সিটের অবস্থান নির্বাচন করবেন। একই পেইজের নিচের দিকে "Boarding Point" অপশনটি পূরণ করে "Continue" বাটনে ক্লিক করুন।
 8. তারপর আপনার সম্পর্কে যা যা তথ্য পূরণ করতে বলা হয়েছে সেসব পূরণ করুন। 
 9. "Payment Details"  Yes এবং No অপশন থেকে যেকোনো একটি Select করুন।  যদি আপনি Insurance এর আওতায় থাকতে চান তাহলে Yes অপশনটি select করুন,  এক্ষেত্রে আপনাকে  অতিরিক্ত দশ টাকা পেমেন্ট করতে হবে।  অন্যথায়, No  অপশনটি select  করুন। 
 10. এরপর নিচে থাকা Agreement এ "টিক মার্ক" দিয়ে আপনার পছন্দসই অনলাইনে পেমেন্টের মাধ্যম select করে " Procced To Pay"  অপশনটি ক্লিক করুন।
 11. আপনার পেমেন্ট সম্পুর্ন করা হলে আপনি মেইলের মাধ্যমে টিকেটের একটি কপি পেয়ে যাবেন। এছাড়া মোবাইল ফোন নাম্বারে একটি Confirmation SMS  পাবেন।
 12. অবশ্যই বাসে উঠার পূর্বে পিডিএফ টি Print Out করে নিবেন।

৮.সহজ.কমের মাধ্যমে অনলাইনে কাটা বাসের টিকেট ক্যান্সেল করার নিয়ম 


অনেক সময় আমাদের অনলাইনে বুকিং করা বাসের টিকেট  ক্যান্সেল করার প্রয়োজন হতে পারে। আপনি যদি সহজ.কমের মাধ্যমে বুকিং করা আপনার বাসের টিকেট ক্যান্সেল করতে চান,  তাহলে নিচের ধাপগুলি অনুসরণ করুন -
 1. প্রথমেই  আপনার টিকেটে উল্লেখিত PNR কোডটি কপি করে নিন।
 2. এরপর "Cancel Ticket" অপশনে গিয়ে PNR কোডটি এবং আপনার মোবাইল ফোন নাম্বারটি লিখে "Get Ticket Details" বাটনে ক্লিক করুন। 
 3. তারপর "Cancel Ticket" বাটনে ক্লিক করুন। 
 4. "Refund Mode" থেকে  রিফান্ডের মাধ্যম select করুন এবং আপনার Contact Number  এবং Account Number পূরণ করুন।
 5. Comment section এ আপনার না যাওয়ার কারণটি উল্লেখ করুন।
 6. এরপর SMS এর মাধ্যমে পাওয়া  Verification Code টি পূরণ করে  " Cancel Ticket " অপশনে ক্লিক করুন। 
 7. আপনার যাত্রা শুরুর ২৪  ঘন্টা আগে টিকেট ক্যান্সেল করা যায়। 
 8. টিকেট ক্যান্সেল করার ৩-৪ দিন পর আপনি আপনার টাকা ফেরত পাবেন।

৯. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: টিকেটের পিডিএফ  কপি কি প্রিন্ট আউট করা লাগবে? 

উত্তর: জ্বী,  করা লাগবে।

প্রশ্ন ২:অনলাইনে কতদিন আগে বাসের টিকেট বুকিং করা যায়? 

উত্তর: অধিকাংশ ক্ষেত্রে ২  দিন আগে অনলাইনে বাসের টিকেট বুকিং করা যায়। 

প্রশ্ন ৩: কোন কোন ওয়েবসাইটে অনলাইনে বাসের টিকেট বুকিং করা যায়?

উত্তর:  Shohoj.com,  busbd.com, bdtickets.com ইত্যাদি। 

১০. লেখকের মন্তব্য 

কাউন্টারে দাঁড়িয়ে বাসের টিকেট বুকিং করা অনেক সময়সাধ্য ব্যাপার, তাই আমরা অনেকেই এখন অনলাইনে বাসের টিকেট বুকিং করে থাকি।  আমরা যাতায়াতের ক্ষেত্রে টিকেট বুকিং করা নিয়ে চিন্তামুক্ত থাকার জন্য খুবই সহজে অনলাইনে বাসের অগ্রিম টিকেট বুকিং করে ফেলতে পারি। এই আর্টিকেলে আমি আপনাদের সাথে অনলাইনে কীভাবে  বাসের টিকেট বুকিং করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।  আশা করি এই আর্টিকেলটি আপনাদের অনলাইনে বাসের টিকেট বুকিং করতে কার্যকরী সহায়তা করবে।

এই আর্টিকেলের-

লেখক: ফারহানা মজুমদার মাইশা
পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে।  
জেলা: কুমিল্লা 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url