OrdinaryITPostAd

তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে জানুন

তুর্কি সাইপ্রাস ইউরোপীয় দেশ হলেও সেনজেন ভুক্ত দেশ নয়।সেনজেন ভুক্ত দেশ না হওয়া সত্বেও দেশটিতে রয়েছে প্রচুর কাজের চাহিদা।এজন্য তুর্কি সাইপ্রাস যেতে ইচ্ছুক সবার প্রশ্ন হচ্ছে তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে? আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব - তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে? কাজেই মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন। 

আর্টিকেল সূচিপত্র 

১. তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে 

যে কেউ তুর্কি সাইপ্রাস সিজনাল ও নন সিজনাল উভয় ভিসাতেই যেতে পারবেন। আপনি যদি নন সিজনাল ভিসায় তুর্কি সাইপ্রাস যেতে চান সেক্ষেত্রে আপনার দুই লাখ থেকে আড়াই লাখ টাকা খরচ পরবে। আবার যদি সিজনাল ভিসায় যেতে চান তাহলে দেড় লাখ থেকে দুই লাখ টাকা খরচ পরবে। যাওয়ার আগে অবশ্যই এজেন্সির মাধ্যমে কথা বলে নিবেন যে বিমান ভাড়াসহ আনুষঙ্গিক খরচ বাবদ কত টাকা খরচ পরবে। তাছাড়াও কোন কোম্পানিতে যাবেন, কত টাকা বেতন, ওভারটাইম আছে কি না আগে থেকেই নিশ্চিত হয়ে নিবেন। 
বর্তমানে বিভিন্ন ধরণের এজেন্সি রয়েছে সাইপ্রাস যাওয়ার।বাংলাদেশে সাইপ্রাসের এম্বাসি না থাকায় ভারতের দিল্লিতে অবস্থিত এম্বাসি থেকে সাইপ্রাস ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে হবে।  

২. সাইপ্রাস স্টুডেন্ট ভিসা 

আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে যেতে চান তাহলে সাইপ্রাসকে রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়। সাইপ্রাসের সরকারি ও বেসরকারি উভয় ক্ষেএে শিক্ষা ব্যবস্থা উন্নত। সাইপ্রাসে রয়েছে অনেক বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। সাইপ্রাস সরকার শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে মোট জিডিপির ৭% ব্যায় করে থাকে। সাইপ্রাসে স্টুডেন্ট ভিসা নিশ্চিত।সাইপ্রাসে স্টুডেন্ট ভিসার প্রধান সুবিধা হচ্ছে আইএলটিএস ছাড়াও আবেদন করা যায়।সাইপ্রাসে পড়াশোনা কালীন আপনি পার্ট টাইম জবও করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট ভিসায় সাইপ্রাসের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে নূন্যতম এইচএসসি পাস হতে হবে এবং ভিসার মেয়াদ হতে হবে কমপক্ষে ১ বছর। 

সাইপ্রাস বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে হলে প্রথমে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সংগ্রহ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট গুলোতে আবেদন করতে হবে। 

৩. সাইপ্রাস টুরিস্ট ভিসা প্রয়োজনীয় ডকুমেন্টস 

সাইপ্রাস ভিসা আবেদনের জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন সেগুলো নিচে দেওয়া হলো :
  1. পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ হতে হবে কমপক্ষে ৬ মাস)
  2. ভিসা আবেদন পএ(সম্পূর্ণ ও স্বাক্ষরিত) হতে হবে। 
  3. ছবি (পাসপোর্ট সাইজের)
  4. সাইপ্রাস কোম্পানি বা হোস্ট কর্তৃক আমন্ত্রণপএ
  5. রাউন্ড ট্রিপ টিকিট 
  6. হোটেল রিজার্ভেশন প্রমাণপএ
  7. ভিসার আবেদনকারী যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে পিতামাতা বা আইনি অভিভাবক দ্বারা স্বাক্ষরিত চিঠি 
  8. ফ্লাইট বুকিং এবং হোটেল বুকিংয়ের প্রমাণপএ
  9. দেশে থাকার জন্য ও ভ্রমণের জন্য যথেষ্ট অর্থ থাকার প্রমাণপএ
  10. ভ্রমণ বীমা পলিসি 
  11. আবেদনকারীর কর্মরত প্রতিষ্ঠানের চিঠি 
  12. ব্যাংক স্টেটমেন্ট 
  13. ভ্রমণ টিকিটের ফটোকপি
উল্লেখ্য যে উপরোক্ত সকল কাগজপএ ইংরেজিতে হতে হবে। 

৪. সাইপ্রাস টুরিস্ট ভিসা আবেদন  

সাইপ্রাসে রয়েছে প্রচুর পর্যটক আকর্ষণ। সাইপ্রাসের সুন্দর সৈকত ও মনোরম আবহাওয়া পর্যটক প্রেমীদের কাছে টানে। সাইপ্রাস সাধারণত দুই  ধরণের টুরিস্ট ভিসা প্রদান করে থাকে। একটি হলো সিঙ্গেল এন্ট্রি ভিসা অপরটি মাল্টিপল এন্ট্রি ভিসা। 

আবেদন প্রক্রিয়া:

  1. প্রথমে সাইপ্রাস কূটনৈতিক অফিসে ভিসা জমা দেওয়ার জন্য খোঁজে বের করতে হবে। 
  2. দূতাবাসে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিন। 
  3. প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সংগ্রহ করে নিন। 
  4. অ্যাপয়েন্টমেন্টের দিনে ভিসার জন্য প্রয়োজনীয় সকল কাগজপএ জমা দিন। 
  5. ভিসার আবেদনের জন্য নির্দিষ্ট আবেদন ফি প্রদান করুন। 
  6. এবার আপনাকে কিছুদিন অপেক্ষা করতে হবে। আপনার আবেদন যদি অনুমোদিত হয় তাহলে কনস্যুলেট থেকে আপনার পাসপোর্টে একটি স্ট্যাম্প দেওয়া হবে। ভিসা তৈরি হলে দূতাবাস আপনাকে ইমেইল বা কল করে জানবে। নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে ভিসাটি সংগ্রহ করে নিন।

৫. তুর্কি সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা 

তুর্কি সাইপ্রাসের মুদ্রার নাম হচ্ছে ইউরো। আর্টিকেলের এই অংশে জানতে পারবেন তুর্কি সাইপ্রাস ১ টাকা বাংলাদেশের কত টাকা।প্রতিনিয়ত টাকার রেট উঠানামা করে। তুর্কি সাইপ্রাস ১ ইউরো বাংলাদেশের ১২০ টাকা ১১ পয়সা। তুর্কি সাইপ্রাসের ৫ ইউরো বাংলাদেশের ৬০০ টাকা ৫৮ পয়সার সমান। 

৬. সাইপ্রাস ভিসা চেক 

সাইপ্রাস যাওয়ার জন্য প্রথমে উচিত ভিসা চেক করে নেওয়া কেননা অনেক কোম্পানি নকল ভিসাও প্রদান করে থাকে। আর্টিকেলের এই অংশে সাইপ্রাস ভিসা চেক নিয়ে জানতে পারবেন। সাইপ্রাস ভিসা চেক করা কঠিন কোনো ব্যাপার নয়। সাইপ্রাস ভিসা করার জন্য প্রথমে গুগলে সাইপ্রাস ভিসা চেক লিখে সার্চ করুন। এবার আপনার সামনে একটি ওয়েবসাইট আসবে। ওয়েবসাইটে ভিসা চেক অপশনটি খুঁজুন। তারপর আপনার সামনে একটি ভিসা ফরম প্রদর্শিত হবে। ভিসা ফরমে আপনার পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার দিন। সার্চ করার পর আপনি আপনার ভিসার সকল তথ্য পেয়ে যাবেন। 

সাইপ্রাস ভিসা চেক করার লিংকএখানে ক্লিক করুন

৭. সাইপ্রাস বেতন কত 

আর্টিকেলের এই অংশে আলোচনা করব সাইপ্রাস বেতন নিয়ে। সাইপ্রাসে একজন শ্রমিককে মাসিক 700 থেকে 1000 ইউরো পর্যন্ত মাসিক বেতন দেওয়া হয়ে থাকে। তবে দক্ষতা সাপেক্ষে বেতন বেশি হয়ে থাকবে। আবার যারা হোটেল, রেস্তোরাঁ বা কৃষি কাজ করে থাকে তাদের মাসিক আয় 800 ইউরোর কাছাকাছি হয়ে থাকে। আবার এজেন্সির মাধ্যমে কাজে নিয়োজিত থাকলে এজেন্সির নির্ধারিত বেতন অনুযায়ী বেতন দেওয়া হবে।এজেন্সির মাধ্যমে সাইপ্রাস যাওয়ার আগে অবশ্যই সবকিছু জেনে নিবেন।

৮. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: নন সিজনাল ভিসায় তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা লাগে? 

উত্তর: নন সিজনাল ভিসায় তুর্কি সাইপ্রাস যেতে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা খরচ হবে। 

প্রশ্ন ২: সিজনাল ভিসায় তুর্কি সাইপ্রাস যেতে কত টাকা খরচ পরবে? 

উত্তর: সিজনাল ভিসায় তুর্কি সাইপ্রাস যেতে দেড় থেকে দুই লাখ টাকা খরচ হবে। 

প্রশ্ন ৩: তুর্কি সাইপ্রাস মুদ্রার নাম কি?

উত্তর: তুর্কি সাইপ্রাস মুদ্রার নাম হচ্ছে ইউরো। 

প্রশ্ন ৪: তুর্কি সাইপ্রাস ১ ইউরো বাংলাদেশের কত টাকা? 

উত্তর: তুর্কি সাইপ্রাস ১ ইউরো বাংলাদেশের ১২০ টাকা ১১ পয়সা। 

প্রশ্ন ৫: তুর্কি টুরিস্ট ভিসার পাসপোর্টের মেয়াদ কত হতে হবে? 

উত্তর: তুর্কি টুরিস্ট ভিসার পাসপোর্টের মেয়াদ হতে হবে কমপক্ষে ৬ মাস।

৯. লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে তুর্কি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি আর্টিকেল সম্পর্কে আপনার অনেক কিছু জানা হয়েছে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech । ধন্যবাদ। 

এই আর্টিকেলের-

লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url