OrdinaryITPostAd

ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং টাইম

বাংলাদেশের অনেক প্রবাসীরা ইতালির কৃষি ভিসায় ইতালি যেতে চায়। বেশিরভাগ মানুষ কৃষি ভিসায় যাওয়ার ইচ্ছুক হওয়ায় ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং সময় সম্পর্কে জানতে চায়। আমাদের আজকের এই আর্টিকেলে ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং সময় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কাজেই মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন। 

আর্টিকেল সূচিপত্র 

১. ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং টাইম

২০২৪ সালে ইতালির কৃষি কাজে অনেক লোক নিয়োগ দেওয়া হবে। আপনার যদি কৃষি কাজের উপর দক্ষতা থাকে তাহলে আপনিও যেতে পারেন।আগে ইতালি কৃষি ভিসা প্রসেসিং হতে বেশি সময় লাগতো যা প্রায় দেড় থেকে ২ বছর  কিন্তু বর্তমানে  ফাইল জমা দেওয়ার ৬০ দিনের মধ্যে ভিসা পাওয়া যায়।সুতরাং বলা যায় যে, ইতালির ভিসা প্রসেসিং হতে ৬০ দিন সময় লাগবে। 

২. ইতালি কৃষি ভিসার বেতন কত  

ইতালি কৃষি ভিসার বেতন কত?  এ সমস্ত প্রশ্নের সঠিক উওর দেওয়া সম্ভব না। তবে ধারণা দেওয়া সম্ভব। ইতালি সরকার কর্তৃক ঘোষিত শ্রম আইন অনুযায়ী ইতালিতে একজন শ্রমিক দৈনিক ৫-৬ ঘন্টা কাজ করার চুক্তি করে নিতে পারবে। আপনি যদি দিনে ৬ ঘন্টা করে কাজ করেন তাহলে মাস শেষে আপনার কাজের পরিমাণ দাঁড়ায় ১৮০ ঘন্টা। ইতালিতে কৃষি কাজে প্রতি ঘন্টার কাজের জন্য ছয় থেকে সাত ইউরো প্রদান করা হয়।এতে মাসিক ইনকাম দাঁড়ায়  ১২৬০ ইউরো। বাংলাদেশী টাকায় যার পরিমাণ এক লক্ষ একান্ন হাজার। 

তাছাড়া আপনি যে কোম্পানির সাথে কাজ করবেন তাদের সাথে যদি চুক্তি করে নেন এবং ঐ কোম্পানিতে যদি ওভারটাইম ও অন্যান্য বেতন ভাতার সুযোগ থাকে তাহলে আরো বেশি টাকা বেতন পাবেন। অনেক কোম্পানি শ্রমিকদের বাসস্থান ও খাবারের ব্যবস্থা করে থাকে। সুতরাং সকল কিছু হিসাব করে আপনি কৃষি ভিসায় মাসিক ১ লক্ষ ৫০ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। 

৩. ইতালি কৃষি ভিসার ডকুমেন্টস 

কৃষি ভিসায় ইতালি যেতে আপনার কিছু কাগজপএ অবশ্যই প্রয়োজন হবে। এসব কাগজপত্র ছাড়া ভিসা করা অসম্ভব।আর্টিকেলের এই অংশে ইতালির কৃষি ভিসার জন্য প্রয়োজনীয় সকল ডকুমেন্টস সম্পর্কে জানতে পারবেন। চলুন একনজরে দেখে নেই -
  1. পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ হতে হবে কমপক্ষে ৬ মাস)
  2. পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)
  3. ব্যাংক স্টেটমেন্ট 
  4. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 
  5. চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত সত্যায়িত সনদপত্র 
  6. কৃষি কাজের দক্ষতার সার্টিফিকেট
সুতরাং ভিসা করার আগে ডকুমেন্টস গুলো সংগ্রহ করে নিবেন। 

৪. ইতালি কৃষি ভিসার আবেদন 

কৃষি ভিসায় ইতালি যাওয়ার জন্য আপনার প্রথমে ভিসার আবেদন করতে হবে। চলুন তাহলে কৃষি ভিসার আবেদন প্রক্রিয়া দেখে নেই -
    • প্রথমে আপনাকে কৃষি ভিসার আবেদন ফরম নেওয়ার জন্য www.schengenvisainfo.com/italy/visa/এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
    • ইতালির কৃষি ভিসার আবেদন ফরম এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।
    • এবার আবেদন ফরমটি প্রিন্ট করে নিন।
    • আবেদন ফরম পূরণ করার সময় Subject প্রমাণপএ সহ প্রয়োজনীয় সকল তথ্য দিন।
    • সবকিছু সঠিকভাবে পূরণ করার পর নিকটস্থ দূতাবাসে ইতালি ভিসার জন্য আবেদন জমা দিন।

    ৫. ইতালির এগ্রিকালচার ভিসা খরচ 

    ইতালিতে আপনি এগ্রিকালচার ও নন এগ্রিকালচার ভিসায় যেতে পারবেন। মূলত খরচের পরিমাণ নির্ভর করবে ভিসার ধরণের উপর। সিজনাল ভিসায় ইতালি যেতে খরচ পরবে ৩ লাখ থেকে ৪ লাখ টাকা। আবার নন সিজনাল ভিসায় ইতালি যেতে খরচ পরবে প্রায় ১০ লাখ থেকে ১২ লাখ টাকা। খরচের পরিমাণ আরো বেশি হবে যদি দালাল বা এজেন্সির মাধ্যমে যান।মোট কথা কৃষি ভিসায় ইতালি যেতে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হবে। 

    ৬. ইতালি টুরিস্ট ভিসা দাম

    ইতালি প্রাবাসীদের যেমন পছন্দের জায়গা ঠিক তেমনি এতে টুরিস্টদের জন্য রয়েছে ভ্রমণের প্রচুর দর্শনীয় স্থান। ভ্রমণের জন্য ইতালিতে যেতে হলে টুরিস্ট ভিসা বানাতে হবে। যদি আপনি আপনার পরিবার নিয়ে যেতে চান তাহলে যে কয়জন সদস্য নিয়ে যাবেন তাদের সবারই ভিসা বানাতে হবে। এক জন সদস্যের টুরিস্ট ভিসা বানাতে আপনার খরচ হবে ১০ থেকে ১৩ লাখ টাকা। তবে আপনি যদি ভালো কোনো এজেন্সির মাধ্যমে ভিসা বানান তাহলে খরচ আরো কম পরবে। এছাড়াও বিমান ভাড়া এবং আনুষঙ্গিক খরচ সহ আরো খরচ বেশি হবে। 

    ৭. ইতালি মেডিকেল ভিসার দাম 

    উন্নত মানের চিকিৎসার জন্য অনেকেই ইতালিকে বেছে নেয়। ইতালিতে অনেক কঠিন ও জটিল রোগের চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার জন্য যে ভিসার প্রয়োজন তা হচ্ছে মেডিকেল ভিসা। আপনি চিকিৎসা জনিত সকল কাজ মেডিকেল ভিসার মাধ্যমে করতে করতে পারবেন। আপনি বাংলাদেশ সহ যেকোনো দেশ থেকে ইতালিতে যদি চিকিৎসার কাজে মেডিকেল ভিসা নিয়ে যেতে চান তাহলে আপনার ১২ থেকে ১৪ লাখ টাকার মতো খরচ হতে পারে। সুতরাং মেডিকেল রিলেটেড যেকোনো কাজ করার জন্য মেডিকেল ভিসা অত্যাবশ্যকীয়। 

    ৮. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

    প্রশ্ন ১: ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং হতে কত সময় লাগবে? 

    উত্তর: ইতালি এগ্রিকালচার ভিসা প্রসেসিং হতে ৬০ দিন সময় লাগবে। 

    প্রশ্ন ২: ইতালি মেডিকেল ভিসার দাম কত? 

    উত্তর: ইতালি মেডিকেল ভিসার দাম হচ্ছে ১২ থেকে ১৪ লাখ টাকা। 

    প্রশ্ন ৩: ইতালি এগ্রিকালচার ভিসায় যেতে কত টাকা খরচ হবে? 

    উত্তর: ইতালি এগ্রিকালচার ভিসায় যেতে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ পরবে। 

    প্রশ্ন ৪: ইতালি কৃষি ভিসার বেতন কত?

    উত্তর: ইতালি কৃষি ভিসার বেতন হচ্ছে মাসিক ১ লক্ষ ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা। 

    প্রশ্ন ৫: ইতালি যাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ কত হতে হবে? 

    উত্তর: ইতালি যাওয়ার জন্য পাসপোর্টের মেয়াদ হতে হবে কমপক্ষে ৬ মাস। 

    প্রশ্ন ৬: ইতালি কৃষি ভিসা আবেদনের ওয়েবসাইট কোনটি?

    উত্তর: ইতালি কৃষি ভিসার আবেদনের ওয়েবসাইট হচ্ছে www.schengenvisainfo.com/italy/visa/।

    ৯. লেখকের মন্তব্য

    আমাদের আজকের এই আর্টিকেলে ইতালির ভিসা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ইতালি খুবই উন্নত একটি দেশ। কাজেই আপনিও ইতালির ভিসা নিয়ে ইতালিতে পাড়ি জমাতে পারেন। আশা করি আর্টিকেলটি পড়ে কিছুটা হলেও আপনার উপকারে আসবে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech। ধন্যবাদ। 

    এই আর্টিকেলের-

    লেখক: মোসা: কবিতা 
    পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে । তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
    জেলা: নরসিংদী 


    ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
    মো. আব্দুল্লাহ আল মামুন
    পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
    জেলা: নাটোর

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

    comment url