OrdinaryITPostAd

ইতালি গার্মেন্টস জব [সর্বশেষ আপডেট]


ইউরোপের একটি উন্নত দেশ হচ্ছে ইতালি।ইতালিতে প্রতিবছরই বিভিন্ন কাজে কর্মী নেওয়া হয়ে থাকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। বর্তমানে ইতালিতে গার্মেন্টস শ্রমিক নিয়োগ হচ্ছে। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব - ইতালির গার্মেন্টস জব নিয়ে। ইতালির গার্মেন্টস জব সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

এছাড়াও আরো আলোচনা করব - ইতালি গার্মেন্টস ভিসার বেতন কত, ইতালি ভিসা খরচ,ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ, ইতালিতে কোন কাজের চাহিদা বেশি, ভারত থেকে ইতালি যেতে কত টাকা লাগে,ইতালির কৃষি ভিসা আবেদনের নিয়ম।  

আর্টিকেল সূচিপত্র - ইতালি গার্মেন্টস জব

১. ইতালি গার্মেন্টস জব

ইতালির নিজস্ব গার্মেন্টস কোম্পানি যেমন রয়েছে তেমনি অন্যান্য দেশ যেমন চায়না, বাংলাদেশ সহ অনেক দেশের গার্মেন্টস কোম্পানি ইতালিতে রয়েছে। ইতালির কয়েকটি শীর্ষস্থানীয় গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে 
  1. সিসি কোম্পানি 
  2. গ্রেস অ্যাপারেল প্রোডাকশন
  3. মিউ মিউ 
  4. ব্যাটাগ্লিয়া ফ্যাশন গ্রুপ
  5. সার্জিও টাচিনি
ইতালিতে গার্মেন্টসের যেসব পদে জব করতে পারবেন সেগুলো হলো:
  • ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং ইন্টার্নশিপ
  • পণ্য সহকারী এবং অর্ডার এন্ট্রি 
  • জুনিয়র কাস্টমার ডিলাইটিং স্পেশালিষ্ট 
  • বোটেগা ভেনেটা - ফ্যাব্রিক ক্রয় ও সোর্সিং সহকারী 
  • ইন্টার্ন ভিজ্যুয়াল মার্চেন্ডাইজার - ডিজাইনার 
  • জুনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট 
  • Technical visual মার্চেন্ডাইজার ইন্টার্ন 
  • Inside sales Textile and Retail 
  • Attended -Laundry
  • EMEA Health Safety Environment Manager 
  • Ui/Ux ডিজাইনার 
  • স্টোর Manager Florence
  • Jr Product ডিজাইনার 
  • Laundry Attended 
  • Key - Account Manager - Milan 
  • R and D Manager 
  • Head of Communication 
  • ডিজিটাল মার্কেটিং স্পেশালিষ্ট 
  • ফিল্ড সার্বিস টেকনিশিয়ান
  • M365 Developer 
  • Direct Sales Representative
  • External Sales 
  • It application Engineer -MES 
সুতরাং বলা যায়, আপনার যদি গার্মেন্টস এর এসব কাজে যতেষ্ট অভিজ্ঞতা থাকে তাহলে ইতালিতে এসব কাজে নিজেকে নিয়োজিত করে ভালো টাকা আয় করতে পারবেন। 

২. ইতালি গার্মেন্টস ভিসার বেতন কত  - ইতালি গার্মেন্টস জব 

ইতালিতে গার্মেন্টস শ্রমিকদের বেতন মূলত ঘন্টার উপর ভিত্তি করে দেওয়া হয়। তবে বেতন কত হবে তা নির্ভর করবে আপনার দক্ষতা, আপনি কোন কোম্পানিতে কাজ করবেন তার উপর। ইতালিতে সবচেয়ে বেশি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে নাপোলি শহরে। এসব ফ্যাক্টরি ইতালির ছাড়াও অন্যান্য দেশের হয়ে থাকে। আপনার যদি সকল ডকুমেন্টস থাকে এবং আপনি যদি গার্মেন্টসের বিভিন্ন কাজে দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি মাসে ২ লক্ষ থেকে ২.৫০ লক্ষ টাকা বেতন পেয়ে থাকবেন।এজন্য আপনাকে কোম্পানির সাথে চুক্তি করতে হবে।আর যদি আপনার কাগজপএ না থাকে তাহলে আপনার বেতনের পরিমাণ কম হয়ে থাকবে। 

৩. ইতালি ভিসা খরচ - ইতালি গার্মেন্টস জব 

অনেক মানুষই বাংলাদেশ থেকে ইতালি যেতে চায় এবং জানতে চায় ইতালি ভিসা খরচ কত? ইতালির ভিসাকে মূলত দুই ভাগে ভাগ করা হয়।তা হলো সিজনাল ভিসা এবং নন সিজনাল ভিসা।আপনি যদি সিজনাল ভিসায় ইতালি যান তাহলে আপনার খরচ হতে পারে ৩ থেকে ৪ লক্ষ টাকা।সিজনাল ভিসায় ইতালিতে গিয়ে আপনি ৬ থেকে ৯ মাস থাকতে পারবেন।আর আপনি যদি নন সিজনাল ভিসায় ইতালি যান তাহলে আপনার আপনার খরচ হবে 10 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত।

৪. ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র  - ইতালি গার্মেন্টস জব

ইতালি যেতে ইচ্ছুক প্রতিটি শ্রমিকের প্রধান প্রশ্ন হচ্ছে ইতালি যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপএ কি কি লাগবে। আর্টিকেলের এই অংশে আলোচনা করব ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ নিয়ে। ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হলো:
  • আবেদনকারীর ছবি
  • আবেদনকারীর পাসপোর্ট 
  • ভিসার আবেদন ফর্ম
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 
  • আবেদনকারীর কাজের অভিজ্ঞতার প্রমাণপএ
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদপএ
  • ভ্যাকসিনের সার্টিফিকেট
  • আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। 
  • আবেদন করার সময় প্রদানকৃত আবেদনের ফি রশিদ। 

৫. ইতালিতে কোন কাজের চাহিদা বেশি - ইতালি গার্মেন্টস জব

ইতালিতে প্রতিনিয়ত কাজের চাহিদা বৃদ্ধির ফলে দেখা দিচ্ছে কর্মী সংকট। আপনি যদি কোন কাজের উপর অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে সেই কাজের উপর ভিত্তি করে ইতালিতে এসে ভালো টাকা আয় করতে পারবেন। ইতালিতে বর্তমানে রেস্তোরাঁর কাজের রয়েছে ব্যাপক চাহিদা।ইতালির বেশির ভাগই রেস্তোরাঁতে খেতে যায় এর ফলে রেস্টুরেন্টের খাবার পরিবেশনের জন্য অনেক কর্মীর প্রয়োজন হয়। 

তাছাড়া প্রতিনিয়ত ইতালিতে বিভিন্ন নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হচ্ছে এবং এসব ক্ষেত্রে কর্মী চাহিদাও অনেক  বাড়তেছে।আপনি যেভাবেই ইতালিতে আসেন না কেন সরকারি বা বেসরকারিভাবে আপনি যদি ইতালিতে বর্তমানে কোন কাজের চাহিদা বেশি তা জেনে আসেন তাহলে আপনার খুবই ভালো হবে। 

বর্তমানে ইতালিতে যেসব কাজের চাহিদা বেশি তা নিচে দেওয়া হলো :
  1. কৃষিকাজ
  2. পাইপ ফিটিং 
  3. ফুড প্যাকেজিং
  4. কেয়ারিং ম্যান
  5. ড্রাইভিং
  6. ইলেকট্রিশিয়ান
  7. কন্সট্রাকশন কোম্পানি 
  8. ক্লিনার 
  9. মেকানিক্যাল
সুতরাং উপরোক্ত কাজগুলোর ইতালিতে অনেক চাহিদা রয়েছে। 

৬. ভারত থেকে ইতালি যেতে কত টাকা লাগে  - ইতালি গার্মেন্টস জব

ইন্ডিয়া বা ভারত থেকে ইউরোপের যেকোন দেশে যাওয়া খুবই সহজ।ইন্ডিয়া থেকে ইতালি যেতে আপনার খরচ পরতে পারে সর্বনিম্ন ১০ লক্ষ টাকা।তবে এজেন্সি অনুযায়ী কম বেশি হয়ে থাকে। মূলত ভারত থেকে ইতালি যেতে আপনার খরচ হতে পারে ১২ থেকে ১৫ লক্ষ টাকা। তবে টাকার পরিমান কখনো নির্দিষ্ট করে বলা যায় না। প্রতিনিয়ত তা পরিবর্তন হতে থাকে।  

৭. ইতালির কৃষি ভিসা আবেদনের নিয়ম - ইতালি গার্মেন্টস জব

ইতালিতে বর্তমানে কৃষি ভিসা খোলা আছে এবং বেশিরভাগ মানুষই কৃষি ভিসায় ইতালি যেতে চায়।কৃষি ভিসায় ইতালি যাওয়ার জন্য আপনার প্রয়োজন আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানা।নিচে কৃষি ভিসা আবেদনের নিয়ম দেওয়া হলো:
    1. ইতালির কৃষি ভিসার আবেদন করার জন্য আপনাকে  প্রথমে এই ওয়েবসাইটে www.schengenvisainfo.com/italy/visa/প্রবেশ করতে হবে।
    2. কৃষি ভিসার আবেদন ফরম এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে হবে। 
    3. এবার আবেদন ফরমটি প্রিন্ট করে নিন।
    4. এবার কৃষি ভিসার আবেদন এর জন্য সকল ডকুমেন্টস সংগ্রহ করে নিন।
    5. আপনার সঠিক তথ্যাবলি দিয়ে আবেদন পএটি পূরণ করে নিন।
    6. পূরণকৃত আবেদন ফরম সহ অন্যান্য সকল ডকুমেন্টস ইতালির দূতাবাসের জমা দিন।
    সুতরাং এভাবেই আপনি ইতালির কৃষি ভিসার জন্য আবেদন করতে পারবেন। 

    ৮. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - ইতালি গার্মেন্টস জব

    প্রশ্ন ১: ইতালি গার্মেন্টস জবে বেতন কত?

    উত্তর: ইতালি গার্মেন্টস জবে বেতন ২ লক্ষ থেকে ২ লক্ষ ৫০ হাজার হয়ে থাকে। তবে দক্ষতা ভালো থাকলে আরো বেশিও দেওয়া হয়।

    প্রশ্ন ২: সিজনাল ভিসায় ইতালি যেতে কত টাকা খরচ পরবে?

    উত্তর: সিজনাল ভিসায় ইতালি যেতে খরচ পরবে ৩ থেকে ৪ লক্ষ টাকা।

    প্রশ্ন ৩: নন সিজনাল ভিসায় ইতালি যেতে কত টাকা খরচ পরতে পারে? 

    উত্তর: নন সিজনাল ভিসায় ইতালি যেতে খরচ পরতে পারে ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা।

    ৯. লেখকের মন্তব্য - ইতালি গার্মেন্টস জব

    আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম - ইতালির গার্মেন্টস জব, ইতালি গার্মেন্টস ভিসার বেতন কত, ইতালি ভিসা খরচ,ইতালি ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ ইত্যাদি। আর্টিকেলটি পড়ে অনেকটা উপকৃত হবেন বলে আশা করছি।আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট  The Du Speech ভিজিট করতে পারেন। ধন্যবাদ।  

    এই আর্টিকেলের-

    লেখক: মোসা: কবিতা 
    পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
    জেলা: নরসিংদী 


    ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
    মো. আব্দুল্লাহ আল মামুন
    পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
    জেলা: নাটোর

    এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

    পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
    এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন

    The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

    comment url