OrdinaryITPostAd

মুখের ভালো ময়েশ্চারাইজার ক্রিমের নাম !

অনেক মানুষ ত্বকের আর্দ্রতা ও শুষ্কতা সমস্যায় ভোগে থাকে। এজন্য তারা ভালো ময়েশ্চারাইজার খোঁজে থাকে।অনেক ধরণের পণ্য বাজারে পাওয়া যাওয়ায় সবচেয়ে ভালো ময়েশ্চারাইজার ক্রিম খোঁজে পাওয়া অনেক কঠিন। আপনার কাজকে সহজ করতে আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব মুখের ভালো ময়েশ্চারাইজার ক্রিমের নাম। মুখের ভালো ময়েশ্চারাইজার ক্রিমের নাম জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

আর্টিকেল সূচিপত্র 

১. মুখের ভালো ময়েশ্চারাইজার ক্রিমের নাম 

মুখের সবচেয়ে ভালো কতগুলো ময়েশ্চারাইজার ক্রিমের নাম নিচে দেওয়া হলো :

অ্যালোভেরা ক্রিম :

মুখের যত্নে বিশেষ করে সংবেদনশীল ত্বকের জন্য এই ক্রিমটি হচ্ছে একটি আদর্শ ক্রিম। এতে বিদ্যমান প্রাকৃতিক অ্যালোভেরা কার্যকরভাবে ত্বককে ময়েশ্চারাইজ করে এবং প্রশমিত করে। 

ময়েশ্চারাইজিং লোশন ক্রিম: 

এই ক্রিমটি বহুমুখী পণ্য হওয়ায় সব ধরনের ত্বকের জন্য উপযোগী।
এতে থাকা প্রাকৃতিক তেল ও গ্লিসারিন সারাদিন ত্বককে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। 

প্রাকৃতিক তেল ক্রিম:

এতে রয়েছে গোলাপ তেল এবং নারকেল তেল।এসব উপাদান প্রাকৃতিক হওয়ায় ত্বকের  আর্দ্রতার ভারসাম্যর পাশাপাশি ত্বকেও পুষ্টি যোগায়। 

হায়ালুরোনিক অ্যাসিড ক্রিম: 

এই ক্রিমে রয়েছে  হায়ালুরোনিক অ্যাসিড যা ত্বকের ভারসাম্য পুনরুদ্ধার করে এবং  হাইড্রেশন বাড়ায়। এটি একটি গভীর ময়েশ্চারাইজিং ক্রিম যা ত্বককে কোমল ও দৃঢ় করে। 

২. ময়েশ্চারাইজার ক্রিমের ফলাফল কতদিন পর দেখা যায় 

ত্বকের যত্নের অন্যতম একটি মৌলিক বিষয় হচ্ছে ময়েশ্চারাইজিং। এটি ত্বককে উজ্জ্বল ও নরম অনেক সাহায্য করে।ক্রিম ব্যবহারের পর ফলাফল কতদিন পর দেখা দিবে তা নির্ভর করে ত্বকের প্রকার ও অবস্থার উপর। এছাড়া ব্যবহৃত পণ্যের উপরও এটা নির্ভর করে। ক্রিম ব্যবহার করার কিছুদিনের মধ্যেই ত্বকের উজ্জ্বলতা ও গঠনে উন্নতি দেখা যায়। সবচেয়ে ভালো লক্ষণীয় পরিবর্তন দেখা যায় শুষ্ক ত্বকের মানুষদের ক্ষেএে। একটি নির্দিষ্ট সময় পর ময়েশ্চারাইজার নিয়মিত ব্যবহারের ফলে স্থায়ী ও বাস্তব ফলাফল লক্ষ্য করতে পারবেন।ক্রিম ব্যবহারের ফলে 
সূক্ষ্ম রেখার উপস্থিতি ও বলি কমানো, প্রাকৃতিক বাধা বজায় রাখা, কোলাজেন ও ইলাস্টিন বৃদ্ধি করে।  

৩. ময়েশ্চারাইজার ব্যবহারের নিয়ম

ময়েশ্চারাইজার ব্যবহারের কতগুলো নিয়ম রয়েছে। নিচে এ সম্পর্কে জানতে পারবেন। 
  1. ময়েশ্চারাইজার ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে মুখ ধুয়ে নেওয়া উচিত। মুখে ময়লা থাকলে  আর তাতে প্রসাধনী ব্যবহার করলে ত্বকের ক্ষতি হতে পারে। মেইকআপ ও ব্যাকটেরিয়া মুক্ত ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। 
  2. ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে পাতলা থেকে ভাড়ি ঘনত্বের পণ্য ব্যবহার করতে হবে। 
  3. ফেস মাস্ক বা পিল ব্যবহারের পর মুখ ধুইয়ে ফেলতে হবে। তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। 
  4. কপাল, কান, গলা, মুখের সর্বএ সিকি পরিমাণ ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। 
  5. ময়েশ্চারাইজার আর্দ্র ত্বকে ব্যবহার করা সবচেয়ে কার্যকরী। অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহারের পূর্বে ত্বক পানি দিয়ে বিজিয়ে নেওয়া উচিত। 
  6. ময়েশ্চারাইজার ব্যবহারের সময় খুব বেশি চাপ বা জোরে ঘষা উচিত নয়। 
  7. যেসকল ময়েশ্চারাইজার জেল বা পানি ভিত্তিক সেসব ময়েশ্চারাইজার ব্যবহারের সময় ত্বকে গোলাকারভাবে ব্যবহার করতে হবে। 
  8. ত্বক পরিচর্যার সকল ধাপ সম্পন্ন করার পর সানস্ক্রিন ব্যবহার করা উচিত। 
সুতরাং উপরোক্ত নিয়মগুলো মেনে ময়েশ্চারাইজার ব্যবহার করলে সর্বোচ্চ ফলাফল পাওয়া যায়। 

৪. মুখ সাদা করার ক্রিমের নাম 

বর্তমানে মুখ সাদা করার জন্য অনেক ক্রিম পাওয়া যায়। এসব ক্রিম মুখকে পূর্বের তুলনায় অনেক উজ্জ্বল করে তোলে। আর্টিকেলের এই অংশে জনপ্রিয় কিছু মুখ সাদা করার ক্রিমের নাম জানতে পারবেন। 

ভিটামিন - সি ক্রিম :

এই ক্রিমে থাকা ভিটামিন সি মুখের অ্যান্টিঅক্সিডেন্ট বৃদ্ধিতে সাহায্য করে। এটি ত্বকের টোন উন্নত করে এবং কালো দাগকে হালকা করে। 

গ্লুটাথিয়ন ক্রিম: 

এই ক্রিমকে ত্বককে হালকা করার এজেন্ট বলে মনে করা হয়, ত্বক সাদা করার ক্রিমগুলোর মধ্যে এটি অন্যতম। এটি ত্বকের রঙকে সমান করে এবং দাগ হালকা করে।  

কোলাজেন ক্রিম:

কোলাজেন ক্রিমে থাকা কোলাজেন ত্বকের কোলাজেন বাড়ায়। এটি ত্বককে উজ্জ্বল করে এবং ত্বক হালকা করে। 

আরবুটিন ক্রিম: 

ত্বকের কালো রঙের জন্য দায়ী হচ্ছে মেলানিন। এটি হচ্ছে এমন একটি ক্রিম যা ত্বকের মেলানিন কমায়। এরফলে ত্বক হালকা হয় এবং সাদা দেখায়।

৫. অয়েলি স্কিনের ভালো ময়েশ্চারাইজার 

প্রধানত ৫ ধরণের ত্বক হয়ে থাকে। অয়েলি, নরমাল এবং কম্বিনেশন, সেনসিটিভ এবং ড্রাই। অয়েলি স্কিনের সবচেয়ে বেশি মানুষ এশিয়ান দেশগুলোতে দেখা যায়। অয়েলি স্কিনের নারীদের প্রথম প্রশ্ন অয়েলি স্কিনের ভালো ময়েশ্চারাইজার কোনটি?আর্টিকেলের এই অংশে জানতে পারবেন অয়েলি স্কিনের ভালো ময়েশ্চারাইজার সম্পর্কে। 

Neutrogena VISIBLY CLEAR Pink Grapefruit Oil-Free Moisturiser:

স্কিনের জন্য বেশ উপকারী এই ময়েশ্চারাইজারে রয়েছে পিংক গ্রেপফ্রুট যা ত্বককে ফ্রেশ ফিলিং দেয়। এটি ত্বককে হাইড্রেট করে এবং অয়েল ফ্রি ফিলিং দেয়।মাইক্রোক্লিয়ার টেকনোলজি সমৃদ্ধ এই ক্রিমটি ত্বকের স্পট দূর করে স্কিনকে ক্লিন রাখে। ক্রিমটির দাম প্রায় - ১০৪০/- টাকা।

সিম্পল কাইন্ড টু স্কিন হাইড্রেটিং লাইট ময়েশ্চারাইজার :

এই ক্রিমটি অয়েলি স্কিনে খুব ভালো কাজ করে। এটি অয়েল কন্ট্রোল যেমন করে তেমনি স্কিনকে হাইড্রেট রাখে। এই ক্রিমের কোন কালার, হার্শ কেমিক্যাল নাই। ক্রিমটির দাম পরবে ৭৫০ টাকা। 

নিউট্রিজিনা অয়েল Free ময়েশ্চারাইজার :

এই ময়েশ্চারাইজারটি ত্বকের স্পট ও ব্রেকআউটের সাথে লড়াই করে পাশাপাশি অয়েল কন্ট্রোল করে।এটি স্যালিসাইলিক এসিড সমৃদ্ধ।  

৬. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: কত ধরণের ত্বক হয়ে থাকে? 

উত্তর: প্রধানত ৫ ধরণের ত্বক হয়ে থাকে। 

প্রশ্ন ২: মুখ সাদা করার ক্রিমের নাম? 

উত্তর: মুখ সাদা করার ক্রিম হচ্ছে ভিটামিন সি ক্রিম, কোলাজেন ক্রিম, আরবুটিন ক্রিম,গ্লুটাথিয়ন ক্রিম ইত্যাদি। 

প্রশ্ন ৩: ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহারের কত দিন পর ফলাফল দেখা যায়? 

উত্তর: ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহারের কতদিন পর ফলাফল পাওয়া যাবে তা নির্ভর করে ময়েশ্চারাইজারের ধরণ, ত্বকের প্রকার ও অবস্থানের উপর। 

প্রশ্ন ৪: ত্বক কালো হওয়ার কারণ কি? 

উত্তর: ত্বক কালো হওয়ার প্রধাণ কারণ হচ্ছে মেলানিন। 

প্রশ্ন ৫: মুখের ভালো ময়েশ্চারাইজার ক্রিমের নাম? 

উত্তর: মুখের ভালো ময়েশ্চারাইজার হচ্ছে অ্যালোভেরা ক্রিম, প্রাকৃতিক তেল ক্রিম, ময়েশ্চারাইজারিং লোশন ক্রিম ইত্যাদি। 

৭. লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে মুখের ভালো ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আর্টিকেলটি পড়ে অনেকটা উপকৃত হবেন আশা করছি। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech। ধন্যবাদ। 

এই আর্টিকেলের-

লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url