OrdinaryITPostAd

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনলাইন টিকিট কাটার নিয়ম


স্মার্ট বাংলাদেশের যাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনলাইন টিকিট প্রবর্তনের মধ্য দিয়ে। আজকের আর্টিকেলে আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনলাইন টিকিট কাটার নিয়ম ও ওয়েবসাইট লিংক সহ একদম বিস্তারিত জানতে পারবেন।

আর্টিকেল সূচী - ঢাকা মেডিকেল কলেজের অনলাইন টিকেট কাটার নিয়ম 

  1. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনলাইন টিকেট কাটার নিয়ম
  2. টিকিট কাটার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েবসাইট লিংক
  3. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোথায় অবস্থিত?
  4. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু ডাক্তারদের তালিকা
  5. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে যাবেন?
  6. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
  7. লেখকের মন্তব্য

১. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনলাইন টিকেট কাটার নিয়ম 

ঢাকা মেডিকেল কলেজের অনলাইন টিকিট কাটতে-
  • শুরুতেই আপনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েবসাইটে যেতে হবে। 
  • ওয়েবসাইট লিংক নিচে পেয়ে যাবেন।
  • এবার আপনাকে আপনার ফোন নাম্বার দিতে হবে। ছবিতে দেখানো স্থানে।
  • ফোন নাম্বার দেওয়ার পরে আপনার ফোনে Send otp নামে যে অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করার কিছুক্ষণ পর একটি OTP নম্বর ওয়েবসাইট থেকে পাঠানো হবে।
  • উক্ত OTP নম্বরটি আবার যথাস্থানে প্রবেশ করিয়ে  Verify বাটনে ক্লিক করুন।





  • Verify  বাটনে ক্লিক করার পর,   Register New Patient বাটনে আবার ক্লিক করবেন।
  • এবার নতুন যে ইন্টারফেস আসবে সেখানে আপনাকে-
  • বাধ্যতামূলকভাবে কিছু তথ্য দিতে হবে যেমন-
  • নাম 
  • ফোন নন্বর 
  • জন্ম তারিখ 
  • এছাড়াও কিছু তথ্য চাইবে সেগুলো না দিলেও হবে।  পাশে লেখা থাকবে optional । 
  • আপনার সকল তথ্য দিয়ে  Register বাটনে ক্লিক করতে হবে।




  • এবার নতুন যে ইন্টারফেস আসবে সেখান থেকে Book Ticket অপশনে ক্লিক করবেন।
  • এবার  Department ও Time slot সিলেক্ট করতে পারবেন। 
  • Department ও Time slot এর নিচে Select নামের যে অপশন পাবেন। ঠিক তার পাশে এরো চিহ্ন ( ^)  পাবেন সেখানে ক্লিক করে ইচ্ছেমতো Department সিলেক্ট করতে ও সময় সিলেক্ট করতে পারবেন। 
  • অনেকগুলো ডিপার্টমেন্ট আছে।
  • তিনটি টাইমে টিকিট কাটতে পারবেন।
  • এরপর  Booking Date সিলেক্ট করতে হবে।
  • শেষে Book Ticket বাটনে ক্লিক করলেই পেমেন্টের অপশন আসবে।







  •  Book Ticket অপশনে ক্লিক করলেই Secured payment checkout অপশন পাবেন।  উক্ত বাটনে ক্লিক করুন।
  • এবার আপনার সামনে ৩ টি অপশন চলে আসবে যথাক্রমে -
  • Card 
  • Mobile Banking 
  • Internet banking 
  • আপনার সুবিধানুযায়ী পেমেন্ট অপশন সিলেক্ট করবেন।
  • এরপর পেমেন্ট করলেই আপনি আপনার কাঙ্ক্ষিত টিকিট পেয়ে যাবেন। 
  • এই টিকিট মোবাইলে বা পিন্ট করে রিসিপশনে দেখালেই হয়ে যাবে।










এভাবেই আপনি খুব সহজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের টিকিট আপনার হাতের মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে বুক করতে পারবেন। 

২. টিকিট কাটার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়েবসাইট লিংক

টিকিট কাটার জন্য আপনি নিচের বাটনে ক্লিক করুন এরপর ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে টিকিট বুকিং করুন।


৩. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কোথায় অবস্থিত? 

ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন রাজধানীর চানখারপুলে অবস্থিত। ঢাকা মেডিকেল কলেজের একপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থিত এবং অন্যপাশে বুয়েট ক্যাম্পাস অবস্থিত।

৪. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারদের তালিকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কিছু ডাক্তারদের তালিকা প্রদান করা হলো- 
  • অধ্যাপক ডাঃ হুমায়রা নাওসাবা - অধ্যাপক ও বিভাগীয় প্রধান - ০১৯১১৩২৩৯৫৯
  • ডাক্তার শাকিল শামস - সহকারী অধ্যাপক - ০১৭১১১২৫৮৩৫
  • ডা. আক্তার উদ্দীন আহমেদ - কিউরেটর - ০১৭০০৯২৪০৪৪
  • ডা. নাহিদ বেদৌরা - প্রভাষক - ০১৭১২৮০০১৫৭
  • ডা. মো. আব্দুল্লাহ আরাফাত - প্রভাষক - ০১৮১৬১৯৮০০৭

৫. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে যাব?

অনেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থান জানেন না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিভাবে যাব লিখে অনুসন্ধান করে থাকেন। তাই কিছু গুরুত্বপূর্ণ যাতায়াত তথ্য তুলে ধরছি-
  1. রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ঢামেকে আসতে রিকশা ভাড়া প্রয়োজন হয় ৮০-৯০ টাকা।
  2. শাহবাগ থেকে ঢামেকে আসতে রিকশা ভাড়া প্রয়োজন হয় ২০-৪০ টাকা।
  3. পলাশি থেকে ঢামেকের রিকশা ভাড়া ২০ টাকা
  4. আজিমপুর থেকে ঢামেকের রিকশা ভাড়া ৩০-৪০ টাকা
  5. ধানমণ্ডি থেকে ঢামেকে আসতে রিকশা ভাড়া প্রয়োজন ৬০-৮০ টাকা।
  6. গাবতলি থেকে রিকশায় ঢামেক আসতে প্রয়োজন ১২০-১৪০ টাকা।
  7. মতিঝিল থেকে ঢামেকে আসতে রিকশা ভাড়া প্রয়োজন ৭০-৯০ টাকা
  8. মহাখালী থেকে ঢামেকে আসতে প্রয়োজন ১২০-১৩০ টাকা রিকশা ভাড়া
আপনি এর বেশি ভাড়া দেওয়ার পূর্বে অবশ্যই যাচাই করে নিবেন। 

৬. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকিট মূল্য কত?

উত্তর: মাত্র ১০ টাকা

প্রশ্ন ২: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কত তারিখ থেকে অনলাইন টিকিট সিস্টেম চালু হয়েছে? 

উত্তর: ১৯ জুন ২০২৩ সাল থেকে অনলাইন টিকিট সিস্টেম চালু হয়েছে।

৭. লেখকের মন্তব্য

আজকের আর্টিকেলে আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অনলাইন টিকিট কাটার নিয়ম নিয়ে বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। আশা করছি এই আর্টিকেলটি পড়ার মাধ্যমে খুব সহজেই আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনলাইন টিকিট কাটতে হয়। আমাদের লেখা সম্পর্কে অথবা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠন সম্পর্কে আপনার মতামত বা অভিযোগ নিচের কমেন্ট বক্সে লিখে জানান আমরা আপনাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা ও লেখক
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url