OrdinaryITPostAd

নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা [ড্রপ ও স্প্রে এর দামসহ বিস্তারিত জানুন]

 

ইদানিং নাকের পলিপাস এর সমস্যা আশংকাজনক ভাবে বেড়ে চলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে আলোচনা করব নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা সর্বোপরি নাকের পলিপাসের আন্দোপান্ত নিয়ে। এমবিবিএস ও বিসিএস চিকিৎসকের সাজেস্ট করা নাকের পলিপাসের প্রেসক্রিপশনও আপনাদের সাথে শেয়ার করা হবে।  

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা
উত্তর ধাপ ০১.  নাকের পলিপাস এর ড্রপের নাম Xylocon Nasal Drop
উত্তর ধাপ ০২.  নাকের পলিপাসের স্প্রের নাম Avaspray 
উত্তর ধাপ ০৩.  কিছু খাবার ট্যাবলেটের নাম Tab. Vifas Leo;  Tab. Monas 10


আর্টিকেল সূচিপত্র - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা 

  1. নাকের পলিপাস কী? নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা
  2. নাকের পলিপাস এর লক্ষণ - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা
  3. নাকের পলিপাস এর ঔষধ - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা
  4. নাকের পলিপাস এর কোন চিকিৎসা ভালো - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা 
  5. নাকের পলিপাসের হোমিওপ্যাথি ঔষধ ও চিকিৎসা - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা
  6. নাকের পলিপাস এর ড্রপ - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা
  7. নাকের পলিপাস এর স্প্রে - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা
  8. নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা  - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা 
  9. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা
  10. লেখকের মন্তব্য - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

১.নাকের পলিপাস কী? নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

সংক্ষেপেঃ পলিপাস এমন একটি রোগ যার ফলে নাকের অভ্যন্তরে মটর দানার ন্যায় মাংসের টুকরার সৃষ্টি হয় এবং এর ফলে পানির ন্যায় সর্দি, হাঁচি ও মাথা ব্যাথ্যা হয়।

নাকের পলিপাস সাধারণত নাকের প্রদাহের কারণে সৃষ্ট একটি রোগ। নাকের পলিপাসের কারণে বেশ কয়েকটি সমস্যা দেখা যায় তার মধ্যে অন্যতম কিছু হলো- ঘন ঘন হাঁচি হওয়া, সর্দি লেগেই থাকা, ধুলোবালির সামান্যতম স্পর্শে প্রচন্ড হাঁচি ও সর্দি শুরু হয়।
এমনটা আপনার সাথে ঘটলে বুঝবেন আপনার নাকের পলিপাসের সমস্যা। 
সাধারণ নাকের মধ্যের মাংসপেশি স্ফিত বা বেড়ে গিয়ে প্রদাহের সৃষ্টি করে। বিশেষ করে যখন আপনি ধুলাবালিযুক্ত পরিবেশে আসবেন তখন আপনার প্রচন্ড হাঁচি ও সর্দি লেগেই থাকবে এটাই পলিপাস। নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা জানার পূর্বে দেখে নিন আপনার এই সমস্যা আছে কিনা?
  • ধুলোবালির সংস্পর্শে প্রচুর হাচি হয়।
  • নাকে পানি ঝরে।
  • মাথা ব্যথা হয়।
  • শরীর দুর্বল 
  • শ্বাস নিতে কষ্ট হয়।
  • গলায় কফ জমে।
  • স্মৃতি শক্তি দুর্বল হয়ে যায়।
  • নাকের ভেতরে মটরশুটির দানার মতো ছোট ছোট গুটি দেখা যায়। যা ছোট একটি অপারেশনের মাধ্যমে দূর করা যায়।
এগুলো হলেই বুঝবেন আপনার পলিপাস হয়েছে।

২. নাকের পলিপাস এর লক্ষণ - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

সংক্ষেপেঃ নাকের পলিপাসের অন্যতম লক্ষণগুলো হলো- পানির ন্যায় সর্দি, প্রচুর হাচি, মাথা ব্যাথ্যা, গলা শুকিয়ে যাওয়া এবং শ্বাস নিতে কষ্ট হওয়া।

আপনার নাকের পলিপাস হলে সাধারণ কয়েকটি জিনিস খেয়াল করলেই সহজেই বোঝা যায় যে আপনি পলিপাসে আক্রান্ত কি না? নাকের পলিপাস এর লক্ষণ গুলো  হলো-
  • ধুলাবালি শ্বাস-প্রশ্বাস এর মাধ্যমে ভেতরে গেলে হাঁচি হবে।
  • নাক দিয়ে পানির ন্যায় তরল পদার্থ বের হবে।
  • মাথা ব্যাথা করবে।
  • একসময় শ্বাস নিতে কষ্ট হবে।
  • বেশি পরিশ্রম করলে গলা শুকিয়ে যাবে।
  • একসময় গলায় কফ জমবে।
নাকের পলিপাস এর লক্ষণ গুলো বুঝে নিয়ে দ্রুত ডাক্তারের পরামর্শ অনুয়ায়ী চিকিৎসা নিন। অনেকেই আছেন যারা নাকের পলিপাস এর লক্ষণ জেনেও অবহেলা করেন। ভাবতে থাকেন যে এই নাকের পলিপাস এর লক্ষণ গুলো তেমন কিছু না।
 দ্রুত ডাক্তার দেখিয়ে নাকের পলিপাস এর ঔষধ সেবন করা উচিত তবেই দ্রুত আরোগ্য লাভ সম্ভব। নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা নিয়ে একদমই অবহেলা করবেন  না। 

৩. নাকের পলিপাস এর ঔষধ - নাকের পলিপাস এর চিকিৎসা

সংক্ষেপেঃ নাকের পলিপাসের জন্য কার্যকরী কিছু ঔষধ- Xylocon Nasal Drop; Tab. Vifas Leo; Avaspray; Tab. Monas 10

নাকের পলিপাস এর ঔষধ সম্পর্কে জানার পূর্বে আপনাদের একটা বিষয় মাথায় রাখা উচিত সেটা হলো, ভালোভাবে বুঝে ঔষধ সেবন  করবেন। একেক জনের ঔষধ একেক রকম হয়ে থাকে। রোগের অবস্থা বুঝে ডাক্তাররা নাকের পলিপাস এর ঔষধ প্রেসক্রাইব করে থাকেন। 
নিচে নাকের পলিপাস এর ঔষধ লিস্ট দেওয়া আছে তা কেবল মাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য। নাকের পলিপাস এর ঔষধ গুলো ক্রয় করতে আপনাকে ৯৫০-১০০০ টাকা খরচ করতে হবে।
আপনার যদি -
  • ধুলাবালির সংস্পর্শে হাঁচি হয়
  • প্রচুর নাক দিয়ে পানির মতো সর্দি বের হয়
  • গলায় কফ জমে
  • একটু পরিশ্রম করলে শ্বাস নিতে কষ্ট হয়
  • মাথা ব্যাথা করে।
তাহলে এই ঔষধ গুলো ডাক্তারের পরামর্শে সেবন করবেন আশা করি খুব দ্রুতই আপনি উপকার পাবেন। 



৪. নাকের পলিপাস এর কোন চিকিৎসা  ভালো?  নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

সংক্ষেপেঃ নাকের পলিপাসের জন্য এলাপ্যাথিক চিকিৎসা ভালো।

অনেকে হোমিওপ্যাথি চিকিৎসা করেন। আবার অধিকাংশই এলাপ্যাথি ঔষধ নিয়ে সুস্থ হন। আপনার যদি হোমিওপ্যাথি ঔষধ সেবন করার অভ্যাস থাকে, তাহলে আপনি হোমিওপ্যাথি ঔষধ নিতে পারেন। তবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা বলে হোমিওপ্যাথিক চিকিৎসা কার্যকরী নয়। 
আপনি এলাপ্যাথিক চিকিৎসা করার আশা করি সুস্থ হয়ে উঠবেন যদি নিয়ম অনুযায়ী নাকের পলিপাস এর ঔষধ সেবন করেন।
  • এলাপ্যাথিক চিকিৎসা  হোমিওপ্যাথি চিকিৎসার তুলনায় উত্তম।
  • আমার নিজের অভিজ্ঞতা বলে এলাপ্যাথিক চিকিৎসা কার্যকরী।
  • দ্রুত সুস্থ হওয়া যায়। 

৫. নাকের পলিপাস এর হোমিওপ্যাথি ঔষধ ও চিকিৎসা - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

সংক্ষেপেঃ এসিড দিয়ে মাংসপিন্ড পুড়িয়ে দেওয়া।  

বর্তমানে হমিওপ্যাথি চিকিৎসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কেননা এই চিকিৎসায় খরচ তুলনামূলক অনেক কম। এই চিকিৎসা হয়ে থাকে মূলত এসিড ব্যবহারের মাধ্যমে নাকের অতিরিক্ত মাংশ পুড়িয়ে বা গলিয়ে ফেলা হয়। এখানে খরচ হয়ে থাকে ২০০০ টাকা থেকে ২৫০০ টাকার মতো। 

৬. নাকের পলিপাস এর ড্রপ - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

 সংক্ষেপেঃ নাকের পলিপাস এর ড্রপের নাম Xylocon Nasal ড্রপ

নাকের পলিপাস এর জন্য সাধারণ এই ড্রপ খুবই কার্যকরী।  নাকের পলিপাস এর ড্রপ হিসেবে ব্যবহার করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। নাকের পলিপাস এর ড্রপ এর মূল্য সাধারণ ৪৫৳। নাকের পলিপাস ড্রপ আপনাকে দিনে ৩ বার ২ ফোটা করে দুই নাকে প্রয়োগ করুন। নাকের পলিপাস এর ড্রপ শুধু বাহ্যিকভাবে ব্যবহারের জন্য।
  • নাম - Xylon Nasal Drop 
  • মূল্য - ৪৫৳
  • প্রতিদিন ৩ বার করে প্রতি নাকে ১ ফোটা করে ব্যবহার করবেন।


৭. নাকের পলিপাস এর স্প্রে - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

 সংক্ষেপেঃ নাকের পলিপাস এর স্প্রে এর নাম Avaspray

নাকের পলিপাস এর স্প্রে হিসেবে Avaspray খুবই প্রসিদ্ধ।  নাকের পলিপাস এর স্প্রে নয় যেকোনো ঔষধ এ-র জন্য স্কয়ারের ঔষধ সবারই চাহিদার প্রথমে থাকে। নাকের পলিপাস এর স্প্রে এর মূল্য সাধারণ ২৭৫৳। 
নাকের পলিপাস এর স্প্রে আপনি প্রতিদিন সন্ধায় দুই নাকে ১টি করে ২টি স্প্রে করুন। এবং নাকের পলিপাস এর স্প্রে করার সাথে সাথে আপনি শ্বাসের সাথে গ্রহণের চেষ্টা করুন। তাহলে স্প্রে এর উপাদান আপনার শ্বাস নালিকে আরাম প্রদান করবে।
  • নাম - Avaspray 
  • মূল্য - ২৭৫৳ (২০২৩)
  • প্রতি সন্ধ্যায় দুই নাকে একটি করে স্প্রে করবেন।
  • স্প্রের সময় শ্বাস নেওয়ার চেষ্টা করবেন।


৮.নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসা - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

সংক্ষেপেঃ নাকের পলিপাসের ঘরোয়া চিকিৎসায় আদা ও রসুন ব্যবহার করতে পারেন।
নাকের পলিপাস এর কার্যকরী কোন ঘরোয়া চিকিৎসা নেই তবে সাময়িক কিছুটা আরাম পাওয়া যায়। অনেকে অনেক কথা বলবে তবে নাকের পলিপাস এর ঘরোয়া চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব না। যে সকল প্রাকৃতিক উপাদান ব্যবহার  করে আপনার নাকের পলিপাসের সাময়িক আরাম অনুভব করবেন।

আদা ব্যবহার

আদাতে রয়েছে এন্টিমাইক্রোবিয়াল যা যে কোন ধরণের সংক্রমনের জন্য কার্যকরী তাই চাইলেই সাময়িক আরামের জন্য আপনি আদা ব্যবহার করতে পারেন। আপনি চাইলেই চায়ের সাথে আদা ব্যবহার করতে পারেন। এতে আপনি কিছুটা আরাম বোধ করবেন। 
শুধু নাকের পলিপাসের জন্যই নয় আদা ব্যবহারে সর্দি ও কাশিতে আরাম প্রদান করে থাকে। তাই নাকের পলিপাসের সাথে বেশ কয়েকটি উপসর্গে আরাম প্রদান করে থাকে আদা তাই আপনি চাইলেই আদা ব্যবহার করতে পারেন। 

রসুন ব্যবহার 

নাকের পলিপাস দূর করার ভেজস ঔষধ হিসেবে রসুনের ব্যবহার বেশ প্রাচীন। রসুন হাল্কা ভর্তার মতো করে থেতিয়ে নিয়ে সরিষার তেলে চুবিয়ে গরম করতে হবে এবং হাল্কা ঠান্ডা করে নাকে ব্যবহার করতে হবে। 

৯. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

প্রশ্ন ১: নাকের পলিপাসের ড্রপ এর নাম কী?

উত্তর: Xylon Nasal Drop 

প্রশ্ন ২: নাকের পলিপাসের ড্রপের দাম কত?

উত্তর: ৪৫টাকা 

প্রশ্ন ৩:  নাকের পলিপাসের ড্রপ কখন দিতে হয়?

উত্তর: দিনে ৩ বার করে দিতে হয়। 

প্রশ্ন ৪: নাকের পলিপাস অপারেশন খরচ কত?

উত্তর: দুইটি মাধ্যমে অপারেশন করা হয় এবং এই পদ্ধতির তারতম্যের কারণে টাকার পরিমানেরও কম বেশি হয়ে থাকে। এসিড দিয়ে যে চিকিৎসা করা হয় এখানে ২,০০০ টাকা খরভ হয় অন্যদিকে উন্নত চিকিৎসার ক্ষেত্রে ১,০০,০০০টাকা থেকে ১,০০,০০০ টাকা খরচ হয়ে থাকে। 

প্রশ্ন ৫:নাকের পলিপাস হলে করণীয় কী?

উত্তর: নাকের পলিপাসের লক্ষণগুলোর সাথে মিলে গেলে দ্রুত ডাক্তার দেখানো উচিত।

প্রশ্ন ৬:নাকের পলিপাস হওয়ার লক্ষণ কী? 

উত্তর: নাকের পলিপাস হলে সাধারনত আপনার বেশ সমস্যা দেখা দিবে তার মধ্যে অন্যতম কিছু উপসর্গ হলো -নাক দিয়ে পানি পড়া , বার বার হাচি দেওয়া , সর্দি লেগেই থাকা। এগুলো অন্যতম।

প্রশ্ন ৭:বিনা অপারেশনে নাকের পলিপাসের চিকিৎসা করার উপায় কী?

উত্তর: বিভিন্ন  চিকিৎসা রয়েছে তার মধ্যে অন্যতম হলো এসিড দিয়ে অতিরিক্ত মাংস পুড়িয়ে ফেলা। যদিওন এই চিকিৎসা নিয়ে অনেকের মধ্যেই দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে। 

১০. লেখকের মন্তব্য - নাকের পলিপাস এর ঔষধ ও চিকিৎসা

নাকের পলিপাস দূর করার জন্য আপনাকে অবশ্যই স্বাস্থ্য সচেতন হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে চলতে হবে।  ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন। 
নাকের পলিপাস সাধারণত স্যাতসেতে, ধুলোবালিযুক্ত অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে জন্মায়। তাই এমন পরিবেশ এড়িয়ে চলবেন সবসময় । আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। আপনারা উপকৃত হলেই আমার ভালোলাগবে। 
সম্পুর্ণ লেখাটি লিখেছি একদম নিজের অভিজ্ঞতার আলোকে। 
এমবিবিএস এবং বিসিএস ডাক্তার আমার চাচাতো ভাই রানা আহম্মেদের পরামর্শে আর্টিকেলটি আমি নিজেই লিখেছি।
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা ও লেখক
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়। 
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url