OrdinaryITPostAd

অন্ডকোষে চুলকানি দূর করার উপায় [চিকিৎসকের পরামর্শ]

অন্ডকোষ হচ্ছে একজন পুরুষের প্রজনন তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। বেশিরভাগ পুরুষই অন্ডকোষের চুলকানি রোগে ভোগে থাকে।কিন্তু কিভাবে অন্ডকোষের চুলকানি দূর হয় সেটা জানে না।  আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব-অন্ডকোষে চুলকানি দূর করার উপায়।অন্ডকোষে চুলকানি দূর করার উপায় সম্পর্কে জানতে আমাদের এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 


সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 
উত্তর ধাপ ০১. অন্ডকোষে চুলকানি দূর করার জন্য আপনাকে নিয়মিত অন্ডকোষ পরিষ্কার রাখতে হবে, সাবান ব্যবহার করা যাবে না, ভেজা তোয়ালে ব্যবহার করা যাবে না।  
উত্তর ধাপ ০২. অন্ডকোষের চুলকানি দূর করতে  Conazole ক্রিম ব্যবহার করতে পারেন। এছাড়াও পেভিসিন ক্রিমও অন্ডকোষের চুলকানি দূর করতে ভালোই কার্যকরী ওষুধ। 

আর্টিকেল সূচিপত্র - অন্ডকোষে চুলকানি দূর করার উপায়

  1.  অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 
  2. অন্ডকোষ চুলকানির ওষুধ  - অন্ডকোষ চুলকানি দূর করার উপায় 
  3. অন্ডকোষ চুলকানোর ফলে সৃষ্ট জটিলতা  - অন্ডকোষ চুলকানি দূর করার উপায় 
  4. অন্ডকোষ ভালো রাখার উপায়  - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 
  5. অন্ডকোষ ব্যাথার কারণ  - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 
  6. অন্ডকোষ ব্যাথা হলে করণীয় - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 
  7. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় " 
  8. লেখকের মন্তব্য - অন্ডকোষে চুলকানি দূর করার উপায়  

১. অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 

অন্ডকোষ :

অন্ডকোষ হচ্ছে ছেলেদের দেহের বাইরে নিচের দিকে অবস্থিত একটি অঙ্গবিশেষ।অন্ডকোষ হচ্ছে ছেলেদের একটি গোপন অঙ্গ। ছেলেদের সাধারণত একজোড়া অন্ডকোষ থাকে যা স্ক্রোটাম নামক এক থলিতে আবদ্ধ থাকে। মূলত অন্ডকোষ দুটি মায়ের পেট থেকে নিয়েই শিশু জন্মগ্রহণ করেন এবং বড় হওয়ার সাথে সাথে এটিও বড় হয়ে নিচের দিকে নামতে থাকে।

মূলত ফাংগাল সংক্রমণের কারণে অন্ডকোষে চুলকানি হয়ে থাকে। এজন্য আপনাকে সবসময় অন্ডকোষ পরিষ্কার ও শুকনা রাখতে হবে।অন্ডকোষে কখনোই সাবান লাগাবেন না।ভেজা তোয়ালেও লাগানো যাবে না অন্ডকোষে। আপনি অন্ডকোষে চুলকাতে পারবেন না।

যদি চুলকান তাহলে আপনার চুলকানি আরো বেশি বৃদ্ধি পাবে। আপনি প্রতিদিন ঘুমানোর আগে এবং গোসল করার আগে অন্ডথলিতে নারিকেল তেল লাগাতে পারেন।এতে যদি আপনার অবস্থার কোনো পরিবর্তন না হয় তাহলে আপনি ফাংগিসন ক্রিম কিনে লাগাতে পারেন। তারপরও যদি কোনো উন্নতি না দেখেন তাহলে আপনি একজন চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন।

২. অন্ডকোষ চুলকানির ওষুধ  - অন্ডকোষ চুলকানি দূর করার উপায় 

অন্ডকোষ চুলকানির অনেক ওষুধ বাজারে পাওয়া যায়।অন্ডকোষ চুলকানি দূর করার জন্য অন্ডকোষ চুলকানির ওষুধ হিসেবে Conazole ক্রিম ব্যবহার করতে পারেন। আপনি পেভিসিন ক্রিমও ব্যবহার করতে পারেন। এটিও চুলকানি নিরাময়ে একটি কার্যকরী ওষুধ। আপনার আক্রান্ত স্থানে যাতে ঘাম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আক্রান্ত জায়গা পরিষ্কার ও শুকনা রাখুন।বাতাস প্রবেশ করবে এমন ঢিলেঢালা পোশাক পরিধান করতে হবে। ৭-১৪ দিন পর অবশ্যই অন্ডকোষের চুল পরিষ্কার করবেন।
 

৩. অন্ডকোষ চুলকানোর ফলে সৃষ্ট জটিলতা   - অন্ড কোষে চুলকানি দূর করার উপায় 

অন্ডকোষ অতিরিক্ত চুলকানোর ফলে রক্তপাত হতে পারে এবং ভাইরাস,ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমণের ফলে প্রদাহের সৃষ্টি হতে পারে। অন্তর্নিহিত স্তরের স্ক্র্যাচিংয়ের ফলে লাইকেনিফিকেশন হতে পারে।অন্ডকোষে অনেক সময় টিউমারের মতো অনুপ্রবেশের তৈরি হতে পারে। এছাড়াও ত্বকের সৌম্য লিম্ফোপ্লাসিয়াও হতে পারে।  

ফ্যানিস্টিল অ্যান্টিহিস্টামিন জেল ব্যবহার করেও অনেক সময় অন্ডকোষে চুলকানি দূর করা যায়। সাধারণত রোগ নির্ণয়ের সাথে সঙ্গতি রেখেই চুলকানির মলম দেওয়া হয়।অনেকসময় অতিরিক্ত অ্যান্টিঅক্সিডেন্ট যেমন- ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই এবং ভিটামিন বি 2 গ্রহণ করার জন্য  পরামর্শ দেওয়া হয়।ফিজিওথেরাপি এর মাধ্যমেও পুরুষের অন্ডকোষের চুলকানি দূর করা যায়। 

৪. অন্ডকোষ ভালো রাখার উপায়  - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 

পুরুষের যৌন সক্ষমতার মেশিন বলা হয় অন্ডকোষকে। মানব সমাজের নতুন প্রজন্ম তৈরি হয় অন্ডকোষ দ্বারা। অন্ডকোষ দ্বারা শারীরিক সক্ষমতার যে বীর্য তা তৈরি হয়ে থাকে। অন্ডকোষ ভালো রাখার প্রধান উপায় হচ্ছে হস্তমৈথুন না করা। অন্ডকোষের সবচেয়ে বেশি ক্ষতি হয় হস্তমৈথুনের ফলে। কারণ এতে অন্ডকোষে চাপ পরে। এর ফলে বীর্য উৎপাদন সক্ষমতাও হারিয়ে যায়।আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার অন্ডকোষে যাতে কোনো আঘাত না লাগে। ঝুঁকিপূর্ণ কাজ করার সময়ও অন্ডকোষকে নিরাপদে রাখতে হবে। 

দুধ হচ্ছে অন্ডকোষকে ভালো রাখার সবচেয়ে ভালো উপায়।তাই আপনাকে বেশি করে দুধ খাওয়া দরকার।  অন্ডকোষ ভালো রাখতে আপনি নিয়মিত ডিম খেতে পারেন। ডিমে প্রচুর ভিটামিন এবং প্রোটিন থাকার কারণে এটি অন্ডকোষকে ভালো রাখতে অনেক সাহায্য করে।এছাড়াও অন্ডকোষকে ভালো রাখতে মিষ্টি আলু খেতে পারেন। মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন সেক্স হরমোন তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। এটি মানসিক চাপ কমাতেও অনেক সাহায্য করে। 

৫. অন্ডকোষ ব্যাথার কারণ  - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 

অন্ডকোষে ব্যাথা আমাদের দেশের পুরুষদের যৌন সমস্যাগুলির মধ্যে একটি। নানা কারণে অন্ডকোষে ব্যাথা হতে পারে। আপনার যদি কিডনিতে পাথর হয় সেক্ষেত্রে অন্ডকোষে ব্যাথা হতে পারে। নিচে কিছু কারণ দেওয়া হলো:
  • আপনার যদি ডায়াবেটিস সমস্যা থাকে তাহলে অন্ডকোষে ব্যাথা হতে পারে। কারণ ডায়াবেটিস হলে শরীরের নার্ভগুলো অনেক দূর্বল হয়ে যায়। এরফলে অন্ডকোষে ব্যাথা হতে পারে। 
  • আপনার অন্ডকোষের কোষগুলো যদি বিকল হয়ে যায় তাহলে অন্ডকোষে ব্যাথা হতে পারে। 
  • অন্ডকোষে কোনো আঘাত লাগলেও অন্ডকোষ ব্যাথা হতে পারে। অন্ডকোষ অনেক নরম হওয়ায় আপনাকে এটি নিরাপদ ভাবে রাখতে হবে। 
  • অন্ডকোষে অনেক সময় পানি জমে ফুলে যেতে পারে। এতে অন্ডকোষে ব্যাথা হতে পারে। 
  • আপনার যদি কিডনিতে পাথর হয় তাহলেও অন্ডকোষে ব্যাথা হতে পারে। 
  • আপনার যদি মুএনালীর সংক্রমণ হয় তাহলেও অন্ডকোষে ব্যাথা হতে পারে। 
  • অন্ডকোষে রক্তচলাচলে সমস্যা হলেও ব্যাথা হতে পারে। 
  • ক্যান্সারের সমস্যা হলেও অন্ডকোষ ব্যাথাহয়ে যেতে পারে। 
অন্ডকোষে কোনো ধরণের ব্যাথা হলে অবহেলা না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। 

৬. অন্ডকোষে ব্যাথা হলে করণীয় - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 

অন্ডকোষে কোনো ধরণের ব্যাথা হলে প্রথমে বিশেষজ্ঞ ডাক্তার দেখান। তবে আপনার ব্যাথা যদি কম হয় তাহলে আপনি ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করে ব্যাথা কমাতে পারেন। নিচে তা দেওয়া হলো:
  1. অন্ডকোষ ব্যাথা হলে বেশি হাঁটাচলা করবেন না, এই সময় আপনার বিশ্রাম প্রয়োজন।
  2. আপনি হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন অথবা আপনার যে স্থানে ব্যাথা হবে সেখানে গরম পানির সেক দিতে পারেন।
  3. আপনার অন্ডকোষ যদি ঝুলে থাকে তাহলে আপনি একটু বরফ নিয়ে ঘষা দিতে পারেন। এতে ফোলা ভাব অনেক কমে যাবে। 
  4. যখন ব্যাথা হবে তখন ভারি জিনিস বহন করা থেকে বিরত থাকুন। 
  5. যদি আপনার অন্ডকোষ বেশি নাড়াচাড়া হওয়ার ফলে ব্যাথা হয় তাহলে আপনি টাইট Underwear পরতে পারেন। 

৭. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 

প্রশ্ন ১: অন্ডকোষে চুলকানি কেমন বয়সের মানুষের হতে পারে? 

উত্তর: অন্ডকোষে চুলকানি যেকোনো বয়সের মানুষের হতে পারে।

প্রশ্ন ২: অন্ডকোষে চুলকানিতে ব্যবহার করা যায় এরকম মলমের নাম কি?

উত্তর: অন্ডকোষে চুলকানিতে ব্যবহার করা যায় এরকমই একটি মলম হচ্ছে পেভিসিন।

প্রশ্ন ৩: অন্ডকোষে চুলকানি দূর করতে কি করতে হবে ?

উত্তর: অন্ডকোষে চুলকানি দূর করতে নিয়মিত অন্ডকোষ পরিষ্কার ও শুষ্ক রাখতে হবে। অন্ডকোষে সাবান ব্যবহার করা যাবে না ইত্যাদি। 

৮. লেখকের মন্তব্য - অন্ডকোষে চুলকানি দূর করার উপায় 

আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম অন্ডকোষে চুলকানি দূর করার উপায় নিয়ে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আর্টিকেলটি আপনার অনেক উপকার আসবে।এরকমই আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট The Du Speech  ভিজিট করতে পারেন। 

এই আর্টিকেলের-


লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে । তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url