ইতালি নতুন ভিসার খবর 2024
বর্তমানে ভালো একটি রাষ্ট্রে সবাই যেতে চায়। পশ্চিম ইউরোপের দেশ ইতালি মানুষের কাছে একটি স্বপ্নের মতো। অনেক মানুষ ইতালি নতুন ভিসার খবর সম্পর্কে জানতে চায়। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব ইতালি নতুন ভিসার খবর 2024 নিয়ে। সুতরাং আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
আর্টিকেল সূচিপত্র
- ইতালি নতুন ভিসার খবর ২০২৪
- ইতালি যেতে কত টাকা লাগে
- ইতালিতে নাগরিকত্ব পাওয়ার উপায়
- ইতালির কৃষি ভিসার আবেদন
- ইতালির স্পন্সর ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস
- ইতালি ভিসার ধরণ
- ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
আরও পড়ুনঃ সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩
১. ইতালি নতুন ভিসার খবর ২০২৪
ইতালিয়ান সরকার ৭ ই আগস্ট ২০২৪ সালের নতুন ক্লিক ডে ঘোষণা করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২০২৪ সালে মোট ১ লক্ষ ৫১ হাজার লোক নিয়োগ দিবে ইতালি। সিজনাল ও নন সিজনাল দুই ভাবেই কর্মী নেওয়া হবে। সিজনাল ভিসার আবেদন শুরু হবে ১২ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ৯ টা থেকে। আবার নন সিজনাল ভিসার আবেদন শুরু হবে দুটি তারিখে ৫ এবং ৭ ফেব্রুয়ারি।
মুলত এটা হচ্ছে ইতালিয়ান সরকার কর্তৃক প্রাথমিক সিদ্ধান্ত। পরবর্তীতে আরো পূর্ণাঙ্গ ঘোষণা আসতে পারে। ইতালিয়ান ভিসা আবেদন করার সময় অবশ্যই দেখে শুনে আস্থাভাজন দালাল বা এজেন্সির মাধ্যমে আবেদন করবেন। আবেদন করার পূর্বে অবশ্যই নিয়োগকর্তার কাজ দেওয়ার সক্ষমতা আছে কি না, ট্যাক্স ফাইল, অন্যান্য সকল ডকুমেন্টস ভালো করে যাচাই-বাছাই করে নিবেন।সিজনাল ভিসায় ৮৯ হাজার ৫০ জন আর নন সিজনাল ভিসায় ৬১ হাজার নয়শত ৫০ জন শ্রমিক নেওয়া হবে। নন সিজনাল ভিসায় বাস, ট্রাক ড্রাইভার যাদের লাইসেন্স ইতালিতে ভ্যালিড রয়েছে, কেয়ার ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, বিল্ডিং, জাহাজ নির্মাণ শ্রমিক,
রেস্তোরাঁ ওয়ার্কার,প্লাম্বার, জেলে, সেলুনে কাজ ইত্যাদি কাজে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার সময় অবশ্যই সঠিক জায়গায় সঠিকভাবে আবেদন করবেন। এতে করে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। তবে এসব কাজে যদি কিছু দক্ষতা নিয়ে আবেদন করেন তাহলে আপনার ভিসা অনেক তাড়াতাড়ি পাবেন।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?
২. ইতালি যেতে কত টাকা লাগে
ইতালি যাওয়া বর্তমানে একটি ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ ইতালি ভিসা সবাই পায় না। শুধুমাত্র যাদের আত্মীয় ইতালিতে থাকে শুধুমাএ তারাই ইতালি ভিসা পায়। ইতালিতে আপনি যদি ভ্রমণ করা, চিকিৎসা বা স্টুডেন্ট ভিসায় যান তাহলে আপনার ৪ থেকে ৫ লক্ষ টাকার মতো খরচ পরবে। আর যদি নন সিজনাল ভিসায় ইতালি যান তাহলে ১১ থেকে ১২ লক্ষ টাকার মতো খরচ পরবে।
আরও পড়ুনঃ তুরস্ক কাজের বেতন কত ২০২৩
৩. ইতালিতে নাগরিকত্ব পাওয়ার উপায়
ইতালিতে নাগরিকত্ব পাওয়া খুবই কঠিন তবে কয়েকটি উপায় রয়েছে ইতালির নাগরিকত্ব পাওয়ার জন্য।
- ইতালিতে ১০ বছর অবস্থান করার মাধ্যমে
- জন্মসূত্রে
- বিয়ে করার মাধ্যমে
আপনার মা,বাবা যদি ইতালির বৈধ নাগরিক হয়ে থাকে তাহলে আপনি ইতালির নাগরিক হওয়ার আবেদন করতে পারবেন।আবার আপনি যদি ইতালি ব্যাতিত অন্য কোন দেশের নাগরিক হয়ে থাকেন তাহলে আপনি যদি ইতালির নাগরিকত্ব পেতে চান তাহলে আপনাকে ইতালির কোন ছেলে বা মেয়েকে বিয়ে করতে হবে। তবে যাকে বিয়ে করবেন তাকে অবশ্যই ইতালির নাগরিক হতে হবে। নাগরিকত্ব পাওয়ার জন্য ২ বছর পর্যন্ত আপনাকে সংসার করতে হবে।
আবার আপনি যদি পড়াশোনা, কাজ বা ব্যাবসার উদ্দেশ্যে ইতালি যান সেক্ষেত্রে ইতালির নাগরিক হওয়ার জন্য ১০ বছর পর্যন্ত ইতালিতে অবস্থান করতে হবে। এই দীর্ঘ সময় অবস্থান করার পরই কেবল আপনি ইতালির নাগরিকত্বের আবেদন করতে পারবেন। বলে রাখা ভালো যে,এমতাবস্থায় আপনি কোন ধরণের অপরাধযুক্ত কাজে যুক্ত হলে নাগরিকত্ব পাবেন না। পাশাপাশি আপনাকে ইতালিয় ভাষাতেও দক্ষতা রাখতে হবে।
আরও পড়ুনঃ পাসপোর্ট করার নিয়ম ও খরচ ২০২৩
৪. ইতালির কৃষি ভিসার আবেদন
ইতালির স্পন্সর ভিসার পাশাপাশি কৃষি ভিসাও চালু রয়েছে। বাংলাদেশ থেকে অনেকেই ইতালির কৃষি ভিসায় ইতালি যেতে আগ্রহী।ইতালির কৃষি ভিসার আবেদন করার উপায় হচ্ছে :
- কৃষি ভিসার আবেদন করার জন্য প্রথমে আপনাকে www.schengenvisainfo.com/italy/visa/ এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করুন।
- আবেদন ফরমে আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে পূরণ করে নিন।
- সঠিকভাবে আবেদন ফরম পূরণ করার পর ইতালির দূতাবাসে জমা দিয়ে ভিসার জন্য আবেদন করুন।
৫. ইতালির স্পন্সর ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস
ইতালির স্পন্সর ভিসার আবেদন করার জন্য আপনাকে প্রয়োজনীয় কিছু কাগজপএ এম্বাসির মাধ্যমে জমা দিতে হবে। আর্টিকেলের এই অংশে ইতালির স্পন্সর ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টস সম্পর্কে জানতে পারবেন।
- আবেদনকারীর বৈধ পাসপোর্টের কপি(পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ৬ মাস হতে হবে)
- ছবি ২ কপি(সাদা ব্যাকগ্রাউন্ডের)
- আয়ের উৎসের ফটোকপি
- বিদেশে কর্মরত অবস্থায় থাকলে তার প্রমাণপএ
- আবেদনকারীর Travel Insurance
- জাতীয় পরিচয় পত্রের ফটোকপি
- জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি
- ইতালির স্পন্সর ভিসার আবেদনকৃত ফরম
আরও পড়ুনঃ আজারবাইজান বেতন কত?
৬. ইতালি ভিসার ধরণ
বর্তমানে ইতালিতে নিম্নোক্ত ভিসাগুলো চালু রয়েছে। যেমন-
- মেডিকেল ভিসা
- বিজনেস ভিসা
- স্টুডেন্ট ভিসা
- স্পন্সর ভিসা
- কৃষি ভিসা
- ফ্যামিলি ভিসা
- টুরিস্ট ভিসা
উপরোক্ত ভিসাগুলোর মাধ্যমে আপনি ইতালি যেতে পারবেন। বাংলাদেশের অধিকাংশই কৃষি ভিসা, বিজনেস ভিসা এবং স্পন্সর ভিসায় ইতালি যেয়ে থাকেন। এসকল খাতে সিজনাল ও নন সিজনাল ভিসা সংগ্রহ করতে পারবেন। তবে ভিসার মেয়াদ একেকটার একেক রকম।
স্পন্সর ভিসা :
সাধারণত স্পন্সর ভিসা ইতালিয়ান নিয়োগকর্তা স্পন্সর করে থাকে। এ ভিসার মেয়াদকাল হচ্ছে ২ বছর তবে তা ৫ বছর পর্যন্ত স্থায়ী করা যায়।
বিজনেস ভিসা:
এধরণের ভিসা সাধারণত দেওয়া হয় ইতালিতে গিয়ে ব্যবসা করার জন্য। বিজনেস ভিসার মেয়াদ ২ বছর পর্যন্ত বৈধ থাকে। ভিসা পাওয়ার জন্য অবশ্যই ইতালির কোন প্রতিষ্ঠান বা ব্যবসায়ীর সাথে চুক্তি থাকতে হবে।
কৃষি ভিসা:
কৃষি ভিসা দেওয়া হয় কৃষি ও পর্যটন খাতের শ্রমিকদের। এই ভিসার নেয়াদ ৬-৯ মাস পর্যন্ত হয়ে থাকে।
আরও পড়ুনঃ জেনে নিন সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়
৭. ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
ইতালিতে কর্মী নিয়োগের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় কৃষি ও পর্যটন খাতে। ইতালিতে রয়েছে অনেক কাজের চাহিদা। যেমন:
- কোম্পানির শ্রমিক
- ওয়েল্ডার
- খাদ্য উৎপাদনের ফ্যাক্টরি শ্রমিক
- টেলিকমিউনিকেশন
- জাহাজ নির্মাণ
- হোটেল শ্রমিক
- ট্রাক ড্রাইভার
- ইলেকট্রনিক মেকানিক
উপরোক্ত কাজগুলো ছাড়াও ইতালিতে ২০২৩-২০২৫ কর্মী নিয়োগ সিদ্ধান্তে বাজারজাতকরণ কর্মী, ডে কেয়ার কর্মী, নার্স, যাএী পরিবহন চালকেরও লোক নিবে বলে বলা হয়েছে।
একটা কথা বলে রাখা ভালো যে, বাংলাদেশ থেকে ট্রাক ড্রাইভার ও বাস পরিবহন হিসেবে ইতালি যাওয়া সম্ভব না।কারণ ইতালির সাথে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত কোন চুক্তি নেই। বাংলাদেশ থেকে ইতালিতে অন্যান্য কাজে যদি যেতে চান তাহলে উক্ত কাজে আপনার যোগ্যতা থাকতে হবে।
আরও পড়ুনঃ ফিনল্যান্ড কাজের ভিসা ২০২৩
৮. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১: নন সিজনাল ভিসায় ইতালি যেতে কত টাকা খরচ পরবে?
উত্তর: নন সিজনাল ভিসায় ইতালি যেতে ১১ থেকে ১২ লক্ষ টাকার মতো খরচ পরবে।
প্রশ্ন ২:ইতালির নাগরিকত্ব পাওয়ার জন্য ইতালিতে কত দিন অবস্থান করতে হবে?
উত্তর: ইতালির নাগরিকত্ব পাওয়ার জন্য ইতালিতে ১০ বছর অবস্থান করতে হবে।
প্রশ্ন ৩: ইতালির স্পন্সর ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ কত হতে হবে?
উত্তর: ইতালির স্পন্সর ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ হতে হবে কমপক্ষে ৬ মাস।
প্রশ্ন ৪:ইতালির বিজনেস ভিসার মেয়াদ কতদিন?
উত্তর: ইতালির বিজনেস ভিসার মেয়াদ হচ্ছে ২ বছর।
প্রশ্ন ৫: ২০২৪ সালে ইতালিতে কত লোক নিয়োগ দেওয়া হবে?
উত্তর: ২০২৪ সালে ইতালিতে ১ লক্ষ ২৪ হাজার লোক নিয়োগ দিবে।
প্রশ্ন ৬: ইতালির কৃষি ভিসার মেয়াদ কতদিন?
উত্তর: ইতালির কৃষি ভিসার মেয়াদ হচ্ছে ৬ -৯ মাস।
৯. লেখকের মন্তব্য
আমাদের আজকের এই আর্টিকেলে ইতালি ভিসা নিয়ে আলোচনা করেছি। আশা করি আর্টিকেল পড়ে অনেকটা উপকৃত হবেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech। ধন্যবাদ।
এই আর্টিকেলের-
লেখক: মোসা: কবিতা
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর
আরও পড়ুনঃ আক্কেল দাঁতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url