OrdinaryITPostAd

বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যেতে কত টাকা লাগে?

ইন্দোনেশিয়া হচ্ছে এশিয়ার একটি দেশ। কাজের ভিসা নিয়ে অনেকেই ইন্দোনেশিয়া যায়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যেতে ইচ্ছুক মানুষরা জানতে চায় বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যেতে কত টাকা লাগে? আজকের আর্টিকেলে আলোচনা করব বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যেতে কত টাকা লাগে তা সম্পর্কে।এ সম্পর্কে সবকিছু জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

এছাড়াও আরো শেয়ার করব - ইন্দোনেশিয়া কাজের ভিসা, ইন্দোনেশিয়া ভিসা খরচ, ইন্দোনেশিয়া বেতন কত, ইন্দোনেশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা। 

আর্টিকেল সূচিপত্র 

১. ইন্দোনেশিয়া কাজের ভিসা  

কাজের ভিসা নিয়ে সহজেই ইন্দোনেশিয়া যাওয়া যায়। ইন্দোনেশিয়া মূলত দুই ধরণের ওয়ার্ক ভিসা প্রদান করে থাকে। একটি হচ্ছে কোম্পানি কর্তৃক সরাসরি বা কোনো এজেন্সির মাধ্যমে। সাধারণ কোনো কর্মী ইন্দোনেশিয়াতে কাজের ভিসা নিয়ে যেতে পারবেন না। ইন্দোনেশিয়া কাজের ভিসায় শিক্ষক, ডাক্তার বা কোনো প্রতিষ্ঠান হতে দক্ষতা সম্পন্ন ব্যাক্তি কাজের ভিসা নিয়ে ইন্দোনেশিয়া যেতে পারবেন। তাছাড়া লো ক্যাটাগরির কাজ যেমন ক্লিনার, হেল্পার অথবা শপিংমলের কাজেও ইন্দোনেশিয়া যেতে পারবেন। 

অন্য আরেকটি পদ্ধতি হচ্ছে টুরিস্ট ভিসা নিয়ে ইন্দোনেশিয়া যাওয়া এবং যাওয়ার পর সেখানে সিভি সাবমিট করতে পারেন। যদি আপনার সিভি গৃহীত হয় তাহলে কাজ করতে পারবেন। সাধারণত কোনো মানুষের পক্ষে কাজের ভিসা নিয়ে ইন্দোনেশিয়া যাওয়া সম্ভব না এবং যেতে হলে এজেন্সির মাধ্যমে কেউ ভিসা পাঠালে যেতে পারবেন। 

২. বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যেতে কত টাকা লাগে 

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়াতে যদি কাজের ভিসা নিয়ে যান তাহলে অনেক কম টাকা খরচ হবে। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়াতে যেতে আপনার খরচ হতে পারে প্রায় ২৫ থেকে ৩৫ হাজার টাকা। তবে যদি আগে টিকিট কেটে রাখেন তাহলে ৪০ থেকে  ৫০ হাজার টাকার মতো  খরচ হতে পারে।সুতরাং কাজের ভিসা প্রসেসিং সহ সকল কিছু সম্পন্ন করতে ইন্দোনেশিয়াতে যেতে প্রায় ২ লক্ষ টাকার মতো খরচ পরবে। 

৩. ইন্দোনেশিয়া ভিসা খরচ 

ইন্দোনেশিয়া ভিসা খরচ কত হবে তা নির্ভর করে থাকে ভিসার ধরনের উপর। যেমন কাজের ভিসার খরচ একরকম, টুরিস্ট ভিসার খরচ একরকম আবার অন্যান্য ভিসার খরচ একরকম। আপনি যদি টুরিস্ট ভিসায় ইন্দোনেশিয়া যান সেক্ষেত্রে আপনার সিঙ্গেল এনট্রি ভিসার খরচ পরবে 60 দিনের জন্য  IDR 2,000,000 এবং 180 দিনের জন্য IDR 6,000,000।আবার  মাল্টিপল টুরিস্ট ভিসার জন্য খরচ পরবে IDR 3,000,000।ইন্দোনেশিয়া সেকেন্ড হোম ভিসার জন্য খরচ পরবে IDR 21,000,000।

৪. ইন্দোনেশিয়া বেতন কত 

ইন্দোনেশিয়া ভিসার দাম যেমন ভিসার ধরণের উপর নির্ভরশীল ঠিক তেমনি ইন্দোনেশিয়ার বেতনও কাজের ধরণের উপর নির্ভর করে। ইন্দোনেশিয়ার জাকার্তায় গড় বেতন প্রতি মাসে IDR 8.66M। একজন শ্রমিকের ইন্দোনেশিয়াতে মাসিক নূন্যতম মজুরি হচ্ছে 4.64M IDR।আবার কাজের ভিসাতে ইন্দোনেশিয়া বেতন হচ্ছে 3 M বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার টাকা। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মাসিক বেতন 12,000,000 IDR, ইংরেজি শিক্ষকের বেতন হচ্ছে 9,730,000 IDR এবং গ্রাফিক ডিজাইনারের বেতন 8,010,000 IDR।

৫. ইন্দোনেশিয়া ১ টাকা বাংলাদেশের কত টাকা  

ইন্দোনেশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুপিয়াহ। ইন্দোনেশিয়ার ১ রুপিয়াহ বাংলাদেশের প্রায় ০.০০৭১ টাকার সমান। ইন্দোনেশিয়ার ১৪০ রুপিয়াহ বাংলাদেশের ১ টাকার সমান। আবার ইন্দোনেশিয়ার ১০০০ রুপিয়াহ বাংলাদেশের ৭ টাকার একটু বেশি। 

৬. ইন্দোনেশিয়া ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র 

ইন্দোনেশিয়াতে প্রতিনিয়ত সারা বিশ্ব থেকে মানুষ কাজের জন্য  বা ঘোরাঘুরির উদ্দেশ্যে যেয়ে থাকেন। যে উদ্দেশ্যেই ইন্দোনেশিয়া যাওয়া হোক না কেন প্রথমে একটি বৈধ ভিসা বানাতে হবে। ইন্দোনেশিয়া যাওয়ার জন্য যেসব ডকুমেন্টসের প্রয়োজন তা হলো :
  • অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপি
  • পাসপোর্ট সাইজের ছবি (সদ্য তোলা ২ কপি)
  • পাসপোর্ট (পাসপোর্টের মেয়াদ ৬ মাস বা তারও বেশি হতে হবে) 
  • যে কোম্পানির মাধ্যমে যাবেন সেই কোম্পানির ট্রেড লাইসেন্স এবং ফটোকপি
  • ব্যাংক স্টেটমেন্টের ফটোকপি 
  • যদি এজেন্সির মাধ্যমে আবেদন করেন তাহলে এজেন্সিকে চিঠি দিতে হবে। 
উপরোক্ত কাগজপএ ছাড়াও যদি আরো ডকুমেন্টস প্রয়োজন হয় তাহলে এজেন্সির সাথে কথা বলে জেনে নিতে পারেন। 

৭. বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া কত কিলোমিটার 

অনেকেই জানে না যে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া কত কিলোমিটার? বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার দূরত্ব হচ্ছে প্রায় ৭,১৪৯ কিলোমিটার এবং বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যেতে সময় লাগবে প্রায় ৬ ঘন্টা। 

৮.ইন্দোনেশিয়া টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপএ 

একজন ভ্রমণপ্রিয় মানুষ হিসেবে আপনি যদি ইন্দোনেশিয়া যেতে চান তাহলে কিছু কাগজপএের প্রয়োজন হবে যেমন-
  1. যে দেশ থেকে ভ্রমণের জন্য ইন্দোনেশিয়া যাবেন সেই দেশে ফিরে যাবার অঙ্গীকারনামা 
  2. পাসপোর্ট 
  3. ছবি (সদ্য তোলা)
  4. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 
  5. কোভিড -১৯ টিকার সনদপএ
  6. ব্যাংক স্টেটমেন্ট 
  7. ভিজিটিং কার্ড ও অফিস আইডি কার্ড
  8. বিমান টিকিট (দেশে ফেরত যাওয়ার) 
সুতরাং টুরিস্ট ভিসার জন্য উপরোক্ত ডকুমেন্টস গুলো প্রয়োজন হবে। 

৯. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: ইন্দোনেশিয়া টুরিস্ট ভিসার মেয়াদ কতদিন? 

উত্তর: ইন্দোনেশিয়া টুরিস্ট ভিসার মেয়াদ সর্বোচ্চ ২ মাস।

প্রশ্ন ২: ইন্দোনেশিয়া পার্সপোর্টের মেয়াদ কতদিন হতে হবে ? 

উত্তর: ইন্দোনেশিয়া পাসপোর্টের মেয়াদ হতে হবে কমপক্ষে ৬ মাস।

প্রশ্ন ৩: বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার দূরত্ব কত?

উত্তর: বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ার দূরত্ব হচ্ছে ৭,১৪৯ কিলোমিটার। 

প্রশ্ন ৪:বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যেতে কত সময় লাগবে? 

উত্তর: বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া যেতে সময় লাগে প্রায় ৬ ঘন্টা।  

প্রশ্ন ৫: ইন্দোনেশিয়ার ১ রুপিয়াহ বাংলাদেশের কত টাকা? 

উত্তর: ইন্দোনেশিয়ার ১ রুপিয়াহ বাংলাদেশের প্রায় ০.০০৭১ টাকা। 

প্রশ্ন ৬:কাজের ভিসায় ইন্দোনেশিয়া যেতে কত টাকা লাগবে? 

উত্তর: কাজের ভিসা নিয়ে ইন্দোনেশিয়া যেতে প্রায় ২ লক্ষ টাকার মতো খরচ পরবে। 

প্রশ্ন ৭: ইন্দোনেশিয়া কাজের ভিসার বেতন কত? 

উত্তর: ইন্দোনেশিয়া কাজের ভিসার বেতন বাংলাদেশী টাকায় ১৮ হাজার টাকা। 

১০. লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে আপনাদের সাথে ইন্দোনেশিয়া নিয়ে কতগুলো গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করেছি। আশা করি আর্টিকেলটি পড়ে আপনার অনেকটা উপকারে আসবে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech । ধন্যবাদ। 

এই আর্টিকেলের-

লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url