OrdinaryITPostAd

পার্সোনাল বিকাশে কত টাকা রাখা যায় [বিস্তারিত জানুন]

বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্বিস হচ্ছে বিকাশ। প্রায় সবাই বিকাশে লেন দেন করে থাকে। অনেকেই জানতে চায় পার্সোনাল বিকাশে কত টাকা রাখা যায়। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব বিকাশ পার্সোনাল একাউন্টে কত টাকা রাখা যায়।পার্সোনাল বিকাশ একাউন্টে কত টাকা রাখা যায় এ সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন। 

আর্টিকেল সূচিপত্র 

১. বিকাশ পার্সোনাল একাউন্টে কত টাকা রাখা যায় 

প্রায় সবারই একটি কমন প্রশ্ন হচ্ছে বিকাশ পার্সোনাল একাউন্টে কত টাকা রাখা যায়? আপনি যদি একজন বিকাশ পার্সোনাল একাউন্ট হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার বিকাশে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত রাখতে পারবেন। একদিনে আপনি আপনার বিকাশ থেকে সর্বোচ্চ  দশ হাজার টাকা এবং এক মাসে সর্বোচ্চ ৫০ হাজার পর্যন্ত টাকা তুলতে পারবেন। 

২. বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি 

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট প্রান্তিক ব্যবসায়ী অথবা ছোট ব্যবসায়ীদের জন্য। বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট হচ্ছে বিকাশ এর পক্ষ থেকে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা, ভাসমান উদ্যোক্তা এবং খুদ্র ব্যবসায়ীদের জন্য একটি একাউন্ট যার মাধ্যমে দ্রুত ও খুব সহজে একাউন্ট খোলা যাবে এবং গ্রাহকদের কাছে সেবা ও পণ্যের বিপরীতে পেমেন্ট নেওয়া যাবে। এই একাউন্টটি অফলাইন উদ্যোক্তার জন্য নয়। একাউন্ট খোলতে আবেদনকারীর মোবাইল নাম্বারের মালিকানার প্রমাণপএ ও জাতীয় পরিচয় পত্রের প্রয়োজন হবে। 

৩. বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিষ্ট্রেশন ডকুমেন্টস 

বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিষ্ট্রেশন করার জন্য কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। সেগুলো হলো:
  1. বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলার জন্য আপনার বিকাশ একাউন্ট করা নেই এমন একটি রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নম্বর লাগবে। 
  2. জাতীয় পরিচয় পএ লাগবে এবং আপনার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। 
  3. আপনার নিবন্ধনকৃত সিমের প্রমাণপএ লাগবে। 
  4. আবেদন কারীর ছবি। 
  5. আসবেনকারীর ইউটিলিটি বিলের কপি সংযুক্ত করতে হবে। 
  6. ব্যবসার প্রমাণপএের কপি (এটি শুধু মাএ তাদের জন্যই প্রযোজ্য যারা কক্সবাজার, রাঙামাটি, বান্দারবান বা খাগড়াছড়ির লোক। 
  7. একজন নমিনি দরকার হবে। আপনার নির্বাচনকৃত নমিনি যদি ভাই, বোন বা আত্মীয় হয় সেক্ষেত্রে জাতীয় পরিচয় পএের প্রয়োজন হবে। আর যদি আপনার বাবা - মা হয় তাহলে জাতীয় পরিচয় পএের প্রয়োজন নেই। 
  8. ছবি সংযুক্তের জায়গাতে JPEG বা JPG ফরম্যাটে ছবি যুক্ত করতে হবে। 
  9. আপনার ছবি অথবা স্ক্রিনসটের ফাইলের সাইজ ১০ মেগাবাইট এর মধ্যে হতে হবে। 
সুতরাং বলা যায়, উপরোক্ত ডকুমেন্টস গুলো থাকা সাপেক্ষে আপনি একটি বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট রেজিষ্ট্রেশন করতে পারবেন। 

৪. বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম 

আর্টিকেলের এই অংশে আলোচনা করব বিকাশ থেকে টাকা পাঠানোর নিয়ম নিয়ে। মুলত দুই ভাবে বিকাশ থেকে টাকা পাঠানো নিয়ে জানতে পারবেন। 

বিকাশ অ্যাপের মাধ্যমে :

বিকাশ অ্যাপে টাকা পাঠানো সবচেয়ে সহজ এবং চার্জও কাটে কম। আপনি চাইলে বিকাশ অ্যাপের মাধ্যমে একটি মাএ ক্লিক করে টাকা পাঠাতে পারবেন। এজন্য প্রথমে বিকাশ অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড করে লগইন করতে হবে। লগইন করার পর বিকাশ অ্যাপের ড্যাশবোর্ডে যাবেন। এখানে আসার পর আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখান থেকে সেন্ড মানি অপশনটি সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করার পর পরবর্তী পেইজে আপনি যার কাছে টাকা পাঠাবেন তার নাম্বার দিবেন। পরবর্তী ধাপে টাকার এমাউন্ট দিয়ে পিন নাম্বার দিন। এবার সেন্ড বাটনে হোল্ড করে ধরলেই আপনার টাকা পাঠানো হয়ে গেল।

বিকাশ মেনু কোডের মাধ্যমে :

বিকাশ মেনু কোডের মাধ্যমেও টাকা পাঠানো যায়। তবে এক্ষেএে চার্জ একটু বেশি কাটে। বিকাশ মেনু কোডের মাধ্যমে টাকা পাঠাতে আপনি যে সিমে বিকাশ একাউন্ট করেছেন সেই সিমে ফোনে প্রবেশ করিয়ে *২৪৭# ডায়াল করুন। এবার মেনু বার ওপেন হয়ে যাবে। 
মেনু বারে অনেকগুলো অপশন দেখতে পাবেন সেখান থেকে সেন্ড মানি অপশনটি সিলেক্ট করে ২ সেন্ড করুন। এবার যে নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার দিনে সেন্ড বাটনে ক্লিক করুন।এবার টাকার এমাউন্ট ও রেফারেন্স নাম্বার দিন।  পিন নাম্বার দিয়ে সেন্ড করুন। আপনার টাকা পাঠানো কম্পলিট। 

সুতরাং উপরোক্ত পদ্ধতির মাধ্যমে বিকাশ থেকে টাকা পাঠাতে পারবেন। 

৫. বিকাশ ক্যাশ আউট চার্জ  

বিকাশে টাকা ক্যাশ আউট করলে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে কোন মাধ্যমে ক্যাশ আউট করা হচ্ছে তার উপর। যদি বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করা হয় তাহলে চার্জ প্রয়োজ্য হবে ১.৮৫%। অর্থাৎ আপনি যদি ১০০০ টাকা ক্যাশ আউট করেন তাহলে আপনার খরচ পরবে ১৮.৫ টাকা। আবার আপনি যদি প্রিয় এজেন্ট নাম্বার সেট করেন তাহলে প্রতি হাজারে ১৪.৯০ টাকা দিয়ে ক্যাশ আউট করতে পারবেন। ২৫ হাজার টাকা পর্যন্ত বিকাশ প্রিয় নাম্বার এজেন্টে ১৪.৯০ টাকা দিয়ে ক্যাশ আউট করা যাবে।  

আবার এটিএমে ক্যাশ আউট করলে ১৪.৯০ টাকা চার্জ প্রযোজ্য হবে প্রতি হাজারে। তবে এটিএমের বিকাশে ৩ হাজারের নিচে ক্যাশ আউট করা যায় না। যদি ৩ হাজারের বেশি ক্যাশ আউট করা হয় তাহলেই কেবল অপেক্ষাকৃত কম টাকা চার্জ পরবে। 

৬. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: বিকাশ পার্সোনাল একাউন্টে কত টাকা রাখা যায়? 

উত্তর: বিকাশ পার্সোনাল একাউন্টে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায়।

প্রশ্ন ২: বিকাশে একদিনে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যায়? 

উত্তর: বিকাশে একদিনে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ আউট করা যায়। 

প্রশ্ন ৩: বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে প্রতি হাজারে কত টাকা খরচ হবে? 

উত্তর: বিকাশ অ্যাপ দিয়ে ক্যাশ আউট করলে প্রতি হাজারে ১৮.৫ টাকা খরচ হবে। 

প্রশ্ন ৪: এটিএম থেকে বিকাশে কত টাকার নিচে ক্যাশ আউট করা যায় না? 

উত্তর: এটিএম থেকে বিকাশে তিন হাজারের নিচে ক্যাশ আউট করা যায় না। 

প্রশ্ন ৫:বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করলে প্রতি হাজারে কত টাকা খরচ হবে? 

উত্তর: বিকাশে প্রিয় এজেন্ট নাম্বার সেট করলে প্রতি হাজারে ১৪.৯০ টাকা খরচ হবে। 

প্রশ্ন ৬: বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলতে প্রার্থীর বয়স কত হতে হবে? 

উত্তর: বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট খোলতে প্রার্থীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে। 

প্রশ্ন ৭: বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট কি? 

উত্তর: বিকাশ পার্সোনাল রিটেইল একাউন্ট হচ্ছে বিকাশ এর পক্ষ থেকে অনলাইন ভিত্তিক উদ্যোক্তা, ভাসমান উদ্যোক্তা এবং খুদ্র ব্যবসায়ীদের জন্য একটি একাউন্ট। 

৭. লেখকের মন্তব্য 

আমাদের আজকের এই আর্টিকেলে বিকাশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।আশা করি আর্টকেল পড়ে কিছুটা হলেও উপকৃত হবেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du Speech।  ধন্যবাদ। 

এই আর্টিকেলের-

লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url