কক্সবাজার হোটেল ভাড়া ২০২৩ [আপডেট জেনে নিন]
কক্সবাজারে প্রায় সারাবছরই পর্যটকের ভীড় লেগে থাকে। এজন্য সেখানে যেতে চাইলে আগে থেকেই কক্সবাজার হোটেল বুকিং দিয়ে রাখা ভালো। অগ্রিম কক্সবাজার হোটেল বুকিং সর্ম্পকে জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
এছাড়াও আমরা এই আর্টিকেলে আলোচনা করবো- কক্সবাজার হোটেল ভাড়া ২০২৩, কক্সবাজার হোটেল বুকিং ২০২৩ কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া, কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার, সুগন্ধা হোটেল কক্সবাজার, কক্সবাজার নরমাল হোটেল, কম খরচে কক্সবাজার হোটেল।কক্সবাজার সমুদ্র সর্তকতা ও অন্যান্য।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | উত্তর |
কক্সবাজার হোটেল বুকিং করার নিয়ম গুলো কী কী? | রুম বুকিং করার সময় সিঙ্গেল ও ডাবল বেড উল্লেখ করে বুকিং করতে হবে। |
উত্তর ধাপ ০২. | বুকিং করার সময় ভাড়া কনফার্ম হয়ে যায়, এজন্য সময় উল্লেখ করে বুকিং করা উচিত। |
উত্তর ধাপ ০৩. | বুকিং করার সময় টাকা পেমেন্ট করতে হয়। |
উত্তর ধাপ ০৪. | হোটেল বুকিং এর সময় নিজের নাম,ইমেল ও আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হতে পারে। |
আর্টিকেল সূচিপত্র - কক্সবাজার হোটেল বুকিং
- কক্সবাজার হোটেল ভাড়া ২০২৩ - কক্সবাজার হোটেল বুকিং
- কক্সবাজার হোটেল বুকিং ২০২৩
- কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া - কক্সবাজার হোটেল বুকিং
- কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার - কক্সবাজার হোটেল বুকিং
- সুগন্ধা হোটেল কক্সবাজার - কক্সবাজার হোটেল বুকিং
- কক্সবাজার নরমাল হোটেল - কক্সবাজার হোটেল বুকিং
- কম খরচে কক্সবাজার হোটেল - কক্সবাজার হোটেল বুকিং
- কক্সবাজার সমুদ্র সর্তকতা ও অন্যান্য
- কক্সবাজার হোটেল বুকিং - আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - কক্সবাজার হোটেল বুকিং
- লেখকের মন্তব্য - কক্সবাজার হোটেল বুকিং
১. কক্সবাজার হোটেল ভাড়া ২০২৩ - কক্সবাজার হোটেল বুকিং
- রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট
- সায়মন বিচ রিসোর্ট
- ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট
- হোটেল সী প্যালেস
- সার্ফ ক্লাব রিসোর্ট
- হোটেল সী কক্স
- লং বিচ হোটেল
- প্রাসাদ প্যারাডাইস
- হোটেল সী ক্রাউন
- রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট: বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানী বিচে গড়ে তোলা হয়েছে ফাইভ স্টার হোটেলটি। সেখানে থাকতে প্রতি রাতের জন্য রুম ভাড়া গুনতে হবে ১২ হাজার থেকে ১ লাখ ১৮ হাজার টাকা পর্যন্ত। মোবাইল: ০১৯৭০৬৬০০৬৬।
- সায়মন বিচ রিসোর্ট: প্রতি রাতের জন্য রুম ভাড়া ১০৫০০ থেকে ৪৪,০০০ টাকা পর্যন্ত। এটি কলাতলী মেরিন ড্রাইভ রোডে অবস্থিত। মোবাইল: ০১৭৫৫৬৯১৯১৭।
- ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট : এই হোটেলটি কলাতলিতে অবস্থিত। এটিও এক ধরনের উন্নতমানের হোটেল। এই হোটেলে এক দিনের রুম ভাড়া ৮০০০ থেকে ১৭০০০ টাকা পর্যন্ত। এখানেও আপনাদের খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হবে। সকল রুমেই এসি সার্ভিস রয়েছে। এখানে প্যাকেজ আকারেও রুম ভাড়া দেওয়া হয়। এই হোটেলে এক রুমে ৩ বেডের রুম পাওয়া যাবে। অগ্রিম বুকিং করতে ০১৯৩৮৮৪৬৭৬১ এই নাম্বারে যোগযোগ করুন।
- হোটেল সী প্যালেস : এই হোটেলটি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় হতে প্রায় ৩ কিলোমিটার দুরে তৈরি করা হয়েছে। এখানে কম দামে রুম ভাড়া নিতে পারবেন। তবে এই হোটেলের সর্বনিম্ন রুম ভাড়া ৩৫০০ টাকা। এখানে ৩৫০০ থেকে শুরু করে রুমভেদে ভাড়া ১৭০০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। যোগাযগের মোবাইল নাম্বার: ০১৭১৪৬৫২২২৭।
- সার্ফ ক্লাব রিসোর্ট : এখানে ছোট-বড় উভয় ধরনের রুম ভাড়া দেওয়া হয়। একটি ছোট রুমের ভাড়া ১৫০০ থেকে ২০০০ টাকা। ৩/৪ হাজার টাকায় ৩ থেকে ৪ টি বেডের এর রুম এই হোটেলে পাওয়া যায়। রুমের ধরনের উপর ভিত্তি করে এখানে প্রতি দিনের রুম ভাড়া ৬০০০ টাকা পর্যন্ত। আরও জানতে ০১৭৭৭৭৮৬২৩২ নাম্বারে যোগযোগ করবেন।
- হোটেল সী কক্স : এটি একটি উন্নতমানের হোটেল। তাই এখানে প্রতি রুমের ভাড়া একটু বেশি হয়ে থাকে। এখানে সর্বনিম্ন ৩০০০ টাকা রুম ভাড়া দেওয়া হয়। এখানে সকল ধরনের রুম রয়েছে। এখানে রুম ভাড়া প্রতি রাতের জন্য ভাড়া ৩০০০ থেকে শুরু করে ৮,০০০ টাকা পর্যন্ত। অনেক রুমে এসি সার্ভিস চালু আছে। যোগযোগের নাম্বার ০১৮৪০৪৭৭৭০৭
- লং বিচ হোটেল রুম ভাড়া: এটি কলাতলি সমুদ্র সৈকতের পাশে অবস্থিত। এই হোটেলের সকল রুম উন্নতমানের এবং এখানে সব রুমে এসি সার্ভিস চালু আছে। লং বিচ হোটেল কম দামে কোনো রুম ভাড়া পাওয়া যাবে না। এই হোটেলের এক দিনের রুম ভাড়া ৬৫০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত। ১৫০০০ থেকে ২০,০০০ এর মধ্যেই ভালো ধরনের এসি যুক্ত রুম ভাড়া নিতে পারবেন। যোগাযোগ নাম্বার: ০১৭৫৫৬৬০০৫১।
- প্রাসাদ প্যারাডাইস: এখানে সকল ধরনের রুম ভাড়া দেওয়া হয়। নিউ বীচ রোডে এই হোটেল টি অবস্থিত। এই হোটেলে প্রতিদিনের ভাড়া ৪,৫০০টাকা। ৬০০০ থেকে ১০০০০ টাকার মধ্যেও অনেক রুম ভাড়া পাওয়া যাবে এই হোটেলে। এখানে এসি সার্ভিস চালু আছে। অগ্রিম রুম বুকিং নিতে ০১৫৫৬৩৪৭৭১১ এই নাম্বারে যোগযোগ করুন।
- হোটেল সী ক্রাউন : মেরিন ড্রাইভ রোডের পাশে হোটেল সী ক্রাউন অবস্থিত। এখানে সাধারণ ও উন্নতমানের সকল ধরনের রুম ভাড়া পাওয়া যায়। এই হোটেলের ভাড়া ৪০০০ থেকে শুরু করে ৪০ হাজার টাকা পর্যন্ত। থাকার পাশাপাশি এই হোটেলে খাওয়ার ব্যবস্থা আছে। এর সাথে সব সময় এসি সার্ভিস চালু আছে। মোবাইল নং: ০১৮৩৩৩৩১৭০৩
২. কক্সবাজার হোটেল বুকিং ২০২৩
৩. কক্সবাজার কলাতলী হোটেল ভাড়া - কক্সবাজার হোটেল বুকিং
- সিল্যান্ড গেস্ট হাউস কলাতলী।
- হোটেল সী ক্রাউন কলাতলী।
- মেরিন ড্রাইভ কলাতলী রোড।
- উর্মি গেস্টহাউস কলাতলী রোড সী বিচ।
- বিচ হলিডে গেস্টহাউস কলাতলী।
- ব্লু ওসেন কলাতলী রোড।
- ডায়মন্ড প্যালস গেস্ট হাউস কলাতলী রোড সি বিচ এরিয়া
- জিয়া গেস্ট ইন কলাতলী রোড।
যে সকল পর্যটক কক্সবাজাের যান তারা কক্সবাজার কলাতলী হোটেল গুলো পছন্দ করে থাকে। কলাতলী রোড এ অনেকগুলোই হোটেল রয়েছে। কলাতলি রোডে অনেক দামি হোটেল এবং ফাইভ স্টার হোটেল এছাড়াও কম দামি হোটেল সেখানে রয়েছে। আপনারা অনেকেই জানতে চান, কলাতলী রোড এ কোন কোন হোটেল রয়েছে। তাই আজকের এই কক্সবাজার হোটেল বুকিং আর্টিকেলে আমরা আপনাদের জানিয়েছি কক্সবাজারের কলাতলীতে কোন কোন হোটেল রয়েছে।
কক্সবাজার কলাতলী হোটেল বুকিং:
- সিল্যান্ড গেস্ট হাউস কলাতলী- ০১৯৮৯ -১১২৯৪৪
- হোটেল সী ক্রাউন কলাতলী – ০১৮১৭-০৮৯৪২০
- মেরিন ড্রাইভ কলাতলী রোড – ০১৮১৭-০৮৯৪২০
- ব্লু ওসেন কলাতলী রোড – ০১৭১১-৭৮৫৩৮১
- জিয়া গেস্ট ইন কলাতলী রোড – ০১৮১৯-৩২১৫৩৮
- উর্মি গেস্ট হাউস কলাতলী রোড - ০১৮১৯০৮২৭৭২
- ডায়মন্ড প্যালস গেস্ট হাউস কলাতলী রোড সি বিচ এরিয়া - ০১৮২২৫৩৫০০১
- বিচ হলিডে গেস্টহাউস কলাতলী- ০১৮২৯৬০৬৬৫৬
৪. কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার - কক্সবাজার হোটেল বুকিং
কক্সবাজার বাংলাদেশের একটি পর্যটন এলাকা এবং এটি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিশিষ্ট একটি শহর, বন্দর ও পর্যটন কেন্দ্র। কক্সবাজার হচ্ছে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। নৈসর্গিক সৌন্দর্য জন্য কক্সবাজার বিখ্যাত । তাই প্রতিদিন অসংখ্য পর্যটক কক্সবাজার বেড়াতে আসেন এবং অনেক দূরের ও বিদেশী পর্যটক রয়েছেন যারা দীর্ঘ সময় ধরে বেড়াতে আসে এবং সেখানে থাকার প্রয়োজন হয়। এজন্য তারা সেখানেই ভালো ভালো আবাসিক হোটেলের অনুসন্ধান করে থাকেন। তাই কক্সবাজার হোটেল বুকিং আর্টিকেলের এই অংশে কিছু কক্সবাজার হোটেল মোবাইল নাম্বার ও লোকেশন দেওয়া হল।
- হোটেল সী প্যালেস (৫ স্টার)ঢাকা অফিস: নুরজাহান টাওয়ার (৩য় তলা), ২ লিংক রোড, বাংলামোটর, ঢাকাফোন: ৯৬৭২৮৭৬, ০১৮১৯-৮০৮৮৪২, ০১৯১৩-৩৮০৮৪৭
- সী হ্যাভেন গেস্ট হাউজব্লক – এ, হাউজ – ৬৭, কলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৭২৬-৫১৯৩২৩, ০১৮১৮-৫৯৪০২৫
- সী হিল গেস্ট হাউজসী বীচ আবাসিক এলাকা, কলাতলী রোড, কক্সবাজার ফোন: ০৩৪১-৬৩০৮৮, ০৩৪১-৬২৭৭৭, ০১৮১৫-০৭৫৬৯৮
- সী কিং গেস্ট হাউজকলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৫১২১৯, ০১৮১৮-৮৫৮০৪৪।
- হোটেল সী গাল (৫ স্টার)ঢাকা অফিস: হোয়াইট হাউস হোটেল, ১৫৫, শান্তিনগর, ঢাকাফোন: ৮৩২২৯৭৩-৬
- হোটেল প্রাসাদ ওরাডাইস (৩ স্টার)ঢাকা অফিস: হাউজ – ২ই, রোড – ২৯, গুলশান – ১, ঢাকাফোন: ৮৮১৭৪০০, ৮৮১০০৫৩, ০১৫৫৬-৩৪৭৭২২
- হোটেল সী ক্রাউন (৩ স্টার)কক্সবাজার অফিস: প্লট – ৯, রোড – ১, হোটেল মোটেল জোন (নিউ বীচ রোড),
- কক্সবাজার সী-আরাফাত রিসোর্ট ফোন: ০৩৪১-৬৪৪০৩, ০১৫৫৬-৩৪৭৭১১
- সী-ল্যান্ড গেস্ট হাউজমেরিন ড্রাইভ, কলাতলী, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪৭৯৫, ৬৪৪৭৪, ০১৮১৭-০৮৯৪২০
- উর্মি গেস্ট হাউজ ব্লক এ, রোড-৩, কলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার ফোন: ০১৮৪৩-৭২৪৫০৪
- বীচ হলিডে গেস্ট হাউজ, কলাতলী, কক্সবাজার ফোন: ০৩৪১-৬৪৯২২, ০১৭১১-৯৪১৮২৩, ০১৭১১-৪০৫৯০৭
- ব্লু ওসেন কলাতলী রোড, সী বীচ এরিয়া, কক্সবাজার ফোন: ০৩৪১-৬৪১২১, ০১৮১৯-০৮২৭৭২
- তাহের ভবন এন্ড গেস্ট হাউজকলাতলী রোড, কক্সবাজার ফোন: ০১৫৫৩-৬০০০৫৩, ০১৮১৬-২২৭৩৯৫
- ডায়মন্ড প্যালেস গেস্ট হাউসকলাতলী রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৩২০৭, ০৩৪১-৬২১৩৫, ০১৭১১-৭৮৫৩৮১
- অ্যালবাট্রস রিসোর্টকলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার ফোন: ০১৮৫৬-৬৯৯৯১০, ০১৮৫৬-৬৯৯৯১১
- জিয়া গেস্ট ইনকলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার ফোন: ০১৮১৪-১০৮২৪১
- সোহাগ গেস্ট হাউজকলাতলী রোড, বীচ এরিয়া, কক্সবাজার ফোন: ০৩৪১-৬৪৬৮৪, ০৩৪১-৬২৮৮৯, ০১৮১৮-৫৪০১৭৭
- হোটেল কল্লোল কলাতলী রোড, কক্সবাজার ফোন: ০৩৪১-৬৩৯২৫, ০১৮১৯-৩২১৫৩৮
- হোটেল সী আলিফ কলাতলী রোড, কক্সবাজার ফোন: ০৩৪১-৬২৫৬১, ০১৮১৮-০৬৬৯৮০, ০১৭১৫-৮৭৮৮৭৭
- হোটেল মেরিন প্লাজা হোটেল মোটেল জোন, কল্লোল পয়েন্ট, সী বীচ রোড, কক্সবাজার ফোন: ০৩৪১-৬৪৭৪৮, ০১৭২৭-৬১৩২৫৮, ০১৮১৯-৫৪৮৪৩৪
- প্রিন্স হ্যাভেন হোটেল কলাতলী রোড, কক্সবাজার ফোন: ০৩৪১-৫১২৫৩, ০১৭১৫-৭৫৫১১২
- হোটেল স্বপ্ন প্রোবালপ্লট – ১২, ব্লক – বি, কলাতলী মেইন রোড, কক্সবাজারফোন: ০৩৪১-৬৪১৪৬, ০১৭১৬-৭৪২৪৬৪
- রেইড গেস্ট হাউজনাহার গার্ডেন ট্যুরিজম, হোটেল দিপ প্লাজা, মেইন রোড, টেকনাফ, কক্সবাজার ফোন: ০১৭১৩-৪০৯৭৯৭
- হোটেল স্বপ্ন বিলাসপশ্চিম পারা, নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮২০-২২৬৭৬৫
- ওয়েল পার্ক রিসোর্ট নারিকেল জিনজিরা, সেইন্ট মার্টিন, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮১৬-৫৫৭৪৫৫, ০১৮১৮-৫৯৩৩৯৬
- গ্যালাক্সি রিসোর্ট লিমিটেড সেইন্ট মার্টিন মেইন রোড, নারিকেল জিনজিরা, টেকনাফ, কক্সবাজারফোন: ০১৮১১-৮০১৩৬১, ০১৭২৪-৪৩৮৪৩৭
- হোটেল বে মেরিনালাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার ফোন: ০৩৪১-৫৭০৩৫, ০৩৪১-৫৭২৬১, ০১৮৪১-৭৩৫৫৫৫
- মাসকট হলিডে রিসোর্টকলাতলী রোড, কক্সবাজারফোন: ০১৮১৯-১৩৭৪৬৪‘
- রয়েল টিউলিপ সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’কলাতলী রোড, কক্সবাজার ফোন: ০১৭১৩-৪৮৮৮৩৩
৫. সুগন্ধা হোটেল কক্সবাজার - কক্সবাজার হোটেল বুকিং
কক্সবাজার হোটেল বুকিং আর্টিকেলটি পড়ার মাধ্যমে আপনি কক্সবাজারের বিভিন্ন হোটেল সম্পর্কে ধারণা পেতে পারেন। এবং পছন্দমত হোটেলটি অগ্রিম বুকিং দিতে পারেন। কক্সবাজার হোটেল বুকিং এর এ পর্যায়ে আমরা আলোচনা করব সুগন্ধা হোটেল কক্সবাজার নিয়ে।
সিগাল হোটেল লিমিটেড :
কক্সবাজারের সেরা হোটেল গুলোর মাঝে এই হোটেলটি তালিকার শীর্ষে রয়েছে। সুগন্ধা পয়েন্টের সাথে লাগোয়া এই হোটেল থেকেই আপনি উপভোগ করতে পারবেন সমুদ্র, পাহাড় আর ঝাউবনের মনোরম দৃশ্য। নজরকাড়া এ হোটেল টি কক্সবাজার বিচের হোটেল মোটেল জোনে অবস্থিত।
- অতিথি আপ্যায়নের জন্য এই হোটেলে রয়েছে ১৮২টি রুম। যার মধ্যে রয়েছে রেগুলার রুম, ডিলাক্স রুম, স্যুইট রুম এবং মধুরিমা স্যুইট রুম। আপনি যে ধরনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চান তার উপর ভিত্তি করে আপনাকে রুম সিলেকশন করতে হবে।
- কারণ ডিলাক্স রুম ও রেগুলোর রুমগুলো প্রাকৃতিক দৃশ্যের উপর ভিত্তি করে তৈরী করা। কোন কোন রুম থেকে দেখা যায় সাগরের দৃশ্য আবার কোন কোন রুম থেকে দেখতে পাবেন পাহাড়ের দৃশ্য।
- এই সাগর পাহাড়ের দৃশ্যের উপর ভিত্তি করে রুম প্রতিরাত ভাড়া আপডাউন করবে। আপনাদের সুবিধার্থে আমরা চেষ্টা করছি এ হোটেলের সব ধরনের রুমের ভাড়া উল্লেখ করার:
- রুমের ধরন এবং ভাড়া:
- রেগুলার হিল সাইড /সিঙ্গেল/ ৫৮৫০ হতে শুরু।রেগুলার হিলসাইড /ডাবল/ ৬৩২৪ হতে শুরু।রেগুলার সি সাইড /সিঙ্গেল /৬২৪৫ হতে শুরু।রেগুলার সি সাইড/ ডাবল / ৬৭১৯ হতে শুরু।
- ডিলাক্স হিল সাইড/ সিঙ্গেল/ ৭০৩৬ হতে শুরু।ডিলাক্স হিল সাইড / ডাবল / ৭৫১০ হতে শুরু।ডিলাক্স সি সাইড / সিঙ্গেল/ ৭৪৩১ হতে শুরু।ডিলাক্স সি সাইড/ ডাবল / ৭৯০৫ হতে শুরু।
- স্যুইট রুম ১৫০২০ টাকা হতে শুরু।
- মধুরিমা স্যুইট রুম ৪৩৪৭৮ হতে শুরু।
তবে এখানে উল্লেখিত ভাড়া যে সব সময় এরকম থাকবে এমন কোন কথা নেই। সিজন এবং পর্যটক অনুসারে ভাড়া হ্রাস বৃদ্ধি হতে পারে। তবে এবার চলুন জেনে নিই পাঁচ তারকা এই হোটেলে আপনারা পাচ্ছেন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন:
- কারেন্সি এক্সচেঞ্জ
- প্রাইভেট বিচ
- পার্কিং
- লকার রুম
- লাগেজ রুম
- ফ্রি ওয়াইফাই
- ২৪ ঘন্টা রুম সার্ভিস
- পাঁচটি বিশ্বমানের রেস্তোরাঁর খাবার
- সংবাদপত্রের ব্যবস্থা ইত্যাদি
অত্যাধুনিক রুম ও ইন্টেরিয়র সুবিধা সম্বলিত এই হোটেলটি বুকিং দিতে যোগাযোগ করুন নিম্নের ঠিকানায়:
০১৭৬৬৬৬৬৫৩১
৬. কক্সবাজার নরমাল হোটেল - কক্সবাজার হোটেল বুকিং
৮০০ থেকে ১০,০০০ টাকার মধ্যে নরমাল হোটেল গুলো পাবেন।
কক্সবাজার নরমাল হোটেল এবং বিলাসবহুল হোটেল উভয় ধরনের রয়েছে।প্রতি রাতের জন্য ভাড়া ৮০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত আছে। নিচের রেঞ্জ হতে আপনার বাজেট অনুসারে হোটেল বেছে নিতে পারেন।
- ৮০০ থেকে ৩,০০০ টাকা: উর্মি গেস্ট হাউজ, ইকরা বিচ রিসোর্ট, হানিমুন রিসোর্ট, কোরাল রীফ, সেন্টমার্টিন রিসোর্ট, অভিসার, মিডিয়া ইন, কল্লোল, নীলিমা রিসোর্ট ইত্যাদি।
- ৩,০০০ থেকে ৬,০০০ টাকা: হোটেল সী ক্রাউন, সী গাল, সী প্যালেস, নিটোল রিসোর্ট, বীচ ভিউ, কোরাল রীফ, আইল্যান্ডিয়া, ইউনি রিসোর্ট ইত্যাদি।
- ৬০০০ থেকে ১০,০০০ টাকা: মারমেইড বিচ রিসোর্ট, ওশেন প্যারাডাইজ, কক্স টুডে, সায়মন বিচ রিসোর্ট, লং বীচ, হেরিটেজ ইত্যাদি।
৭. কম খরচে কক্সবাজার হোটেল - কক্সবাজার হোটেল বুকিং
- সী আরাফাত রিসোর্ট।
- উর্মি গেস্ট হাউজ।
- ব্লু ওসেন।
- সী হ্যাভেন গেস্ট হাউজ।
- সী হিল গেস্ট হাউজ।
- ডায়মন্ড প্যালেস গেস্ট হাউস।
- হোটেল সী আলিফ।
- সী কিং গেস্ট হাউজ
- সী আরাফাত রিসোর্ট ০১৫৫৬-৩৪৭৭১১
- উর্মি গেস্ট হাউজ ০১৮৪৩-৭২৪৫০৪
- ব্লু ওসেন ০১৮১৯-০৮২৭৭২
- সী হিল গেস্ট হাউজ ০১৮২০২০২০১৯
- ডায়মন্ড প্যালেস গেস্ট হাইজ ০১৭১১-৭৮৫৩৮১
- হোটেল সী আলিফ ০১৭১৫৭৫৫১১২
- সী কিং গেস্ট হাউজ ০১৮১৮-৮৫৮০৪৪
- মোটেল লাবনী: লাবনী পয়েন্টে অবস্থিত এই হোটেলের ভাড়া এক হাজার থেকে ৫৫০০ টাকা।যোগাযোগ করুন: ০৩৪১৬৪৭০৩ এই নাম্বারে।
- মোটেল প্রবাল: ৫০০ থেকে ২৫০০ টাকায় থাকতে পারেন এই মোটেলে।
- হোটেল মেরিন প্লাজা: এই হোটেলের ভাড়া ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
- প্রাইম পার্ক হোটেল: এই হোটেলের ভাড়া ৩৬৫০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
৮. কক্সবাজার সমুদ্র সর্তকতা ও অন্যান্য - কক্সবাজার হোটেল বুকিং
সমুদ্রে নামার আগে সতর্কতা ও অন্যান্য তথ্য:সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় জেনে নিন। এ সম্পর্কিত ইয়াছির লাইফ গার্ডের বেশ কয়েকটি সাইনবোর্ড ও পতাকা রয়েছে বিচের বিভিন্ন স্থানে। জোয়ারের সময় সমুদ্রে গোসলে নামা নিরাপদ। এ সময় তাই জোয়ারের সময় নির্দেশিত থাকে, পাশাপাশি সবুজ পতাকা ওড়ানো হয়।
ভাটার সময়ে সমুদ্রে স্নান বিপজ্জনক ভাটার টানে মুহূর্তেই হারিয়ে যেতে পারে যে কেউ।তাই এ সময় বিচ এলাকায় ভাটার সময় লেখাসহ লাল পতাকা ওড়ানো থাকলে সমুদ্রে নামা থেকে বিরত থাকুন। কোনোভাবেই দূরে যাবেন না। প্রয়োজেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ইয়াছির লাইফ গার্ডের সহায়তা নিন। ওদের জানিয়ে বিচে নামুন।
বিচ ফটোগ্রাফি:কক্সবাজারে পর্যটন মৌসুমে শ দুয়েক বিচ ফটোগ্রাফার পর্যটকদের ছবি তুলে থাকে। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই এসব ছবি প্রিন্ট করে নেগেটিভসহ পর্যটকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। লাল পোশাক পরা এসব বিচ ফটোগ্রাফারদের প্রত্যেকের রয়েছে একটি করে আইডি কার্ড।বেশ কয়েকটি স্টুডিও এ কাজের সঙ্গে জড়িত। সরকারি রেট অনুযায়ী ফোরআর সাইজের ছবি ৩০টাকা । এ সম্পর্কিত সাইনবোর্ড মেইন বিচে দেখতে পাওয়া যায়।
বিচ বাইক: তিন চাকার বেশ কয়েকটি বিচে চলার উপযোগী বাইক কক্সবাজার সাগর সৈকতে চলাচল করে। প্রায় ১ কিলোমিটার দূরত্বে এসব বাইক রাউন্ড প্রতি পঞ্চাশ টাকা করে পর্যটকদের প্রদান করতে হয়।
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url