OrdinaryITPostAd

বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম - [সর্বশেষ আপডেট]

বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছে বিকাশ। আমাদের আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের সাথে শেয়ার করব বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম এবং আলোচনা করব কিভাবে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে হয়। বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম সম্পূর্ণ জানতে আর্টিকেলটি পড়তে হবে।

 এই আর্টিকেলে আমরা আলোচনা করব - জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম, বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩,বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম, ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম, নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম, মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম, অ্যাপ ছাড়া বিকাশ একাউন্ট খোলার নিয়ম। 

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
উত্তর ধাপ ০১.   একটি বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে চাইলে সর্বপ্রথম আপনার প্রয়োজন একটি মোবাইল ফোন। 
উত্তর ধাপ ০২. তারপর  যে জিনিসটা প্রয়োজন সেটা হলো আপনার নিজের জাতীয় পরিচয় পত্রের মূলকপি অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।  
উত্তর ধাপ ০৩. বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার জন্য  মোবাইল ফোন এর মধ্যে বিকাশ অ্যাপ অথবা বিকাশ অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
উত্তর ধাপ ০৪.  বিকাশ অ্যাপ বা ওয়েবসাইটে আপনার মোবাইল নম্বর যুক্ত করতে হবে। 
উত্তর ধাপ ০৫ বিকাশ একাউন্ট তৈরির জন্যে আপনার দেওয়া নম্বরে একাটি কোড যাবে সেটা বসাতে হবে। 
উত্তর ধাপ ০৬.  আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের ছবি তুলতে হবে। 
উত্তর ধাপ ০৭.  এবার আপনার নিজের একটা ছবি তুলতে হবে। 
উত্তর ধাপ ০৮  আপনার কাছে একটা কনফার্মেশন  এসএমএস যাবে এবং আপনার নিজের একটা বিকাশ পার্সোনাল একাউন্ট তৈরি হয়ে যাবে। 

আর্টিকেল সূচিপত্র -  বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম। 

  1. বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  2. জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম -বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম
  3. বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩-বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  4. বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম -বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  5. ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম -বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  6. নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম -বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  7. বিকাশ পার্সোনাল একাউন্টে টাকা পাঠানোর নিয়ম-বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  8. বিকাশ একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায়-বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  9. বিকাশ পার্সোনাল একাউন্টের ক্যাশ আউটের লিমিটের উপায় -বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  10. বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম  - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  11. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 
  12. লেখকের মন্তব্য - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 

১. বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 

আপনি মূলত দুই ভাবে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে পারবেন। 
  1. বিকাশ এজেন্টর মাধ্যমে
  2. ঘরে বসে নিজে নিজে একাউন্ট খোলার মাধ্যমে
বিকাশ পার্সোনাল একাউন্ট হলো লেনদেনের একটি বিশ্বস্ত মাধ্যাম।এর মাধ্যমে যেমন টাকা পাঠানো যায় তেমনি বিকাশ পেমেন্টও নেওয়া যায়।বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার জন্য সেসব জিনিস প্রয়োজন
  1. একটি সচল মোবাইল নম্বর 
  2. আপনার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি বা মুলকপি।
এগুলোর মাধ্যমেই আপনি আপনার বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে পারবেন। 

২.জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম  - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 

জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার জন্য আপনাকে বিকাশ কাস্টমার কেয়ার এর শরনাপর্ন হতে হবে। জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলতে আপনার বয়স হতে হবে ১৮ বছর বা তার উপরে। আপনার যদি জন্ম নিবন্ধন থাকে তা দিয়েই আপনি আপনার বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে পারবেন। এজন্য আপনার যে ডকুমেন্টস লাগবে তা হলো-
  1. আপনার জন্ম নিবন্ধনের ফটোকপি 
  2. আপনার পার্সপোর্ট সাইজের ২কপি ছবি।
এগুলো নিয়ে আপনাকে স্বশরীরে কাস্টমার কেয়ার এর প্রতিনিধিকে বলতে হবে যে আপনার জাতীয় পরিচয় পত্র এখনো তৈরি হয়নি বা হারিয়ে গেছে ,এজন্য আপনি জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে চান।

তখন তিনি আপনার ডকুমেন্টস দিয়ে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলে দিবেন।জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা যায় কিনা এই নিয়ে সন্দেহ থাকলে আপনি বিকাশ    Helpline number (247)কল করে  নিশ্চিত হতে পারেন। 

৩.  বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩ -  বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 


বিকাশ একাউন্ট খোলার নিয়ম ২০২৩,বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা  দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে মোবাইল ব্যাংকিংগুলোর মধ্যে জনপ্রিয় মাধ্যম হচ্ছে বিকাশ ।প্রযুক্তির কল্যানে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম খুবই সহজ।আপনি /আপনারা বিকাশ    app অথবা বিকাশ এর ওয়েবসাইট ব্যবহার করে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে পারবেন।প্রথমে আমরা আলোচনা করব কিভাবে বিকাশ অ্যাপ ব্যাবহার করে একাউন্ট তৈরি করতে পারি,যেসব ধাপ অনুসরণ করে অ্যাপ থেকে বিকাশ একাউন্ট খোলা যায় -
  • প্রথমে আপনার ফোনের বিকাশ অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন।তারপর   Registration /login  বাটনে ট্যাপ করুন।
  • তারপর আপনার নিজের একটি সচল মোবাইল নম্বর যেটা দিয়ে আপনি বিকাশ একাউন্ট খোলতে ইচ্ছুক সেই নাম্বার প্রদান করে পরবর্তী/ নেক্সট বাটনে ক্লিক করুন। 
  • এবার আপনাকে অপারেটর নির্ধারণ করতে হবে। আপনার মোবাইল নম্বর এর সঠিক অপারেটর নির্ধারণ করে পরবর্তী বাটনে প্রেস করুন।
  • আপনার দেওয়া মোবাইল নম্বরটি ভেরিফাই করার জন্য আপনার নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। 
  • আপনার মোবাইলে ওটিপি আসার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে বিকাশ অ্যাপটি কোডটি গ্রহন করে নিবে।
  • কনফার্ম বাটনে ক্লিক করুন। 
  • তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের পাশের পিক তুলে সাবমিট করুন।
  • এবার অপরপাশের পিক তুলে একইভাবে সাবমিট করুন। 
  • এই পর্যায়ে বিকাশ অ্যাপ আপনার সব ডকুমেন্টস আপনার সামনে তুলে ধরবে।আপনাকে সব তথ্য ঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে। 
  • এবার আপনাকে আপনার মাসিক আয়,জেন্ডার, আপনার পেশা,মাসিক আয়ের উৎস, এগুলো সিলেক্ট করতে হবে এবং নেক্সটে যেতে হবে।
  • আপনার একটি সেলফি তুলতে হবে জাতীয় পরিচয় পত্র ভেরিফিকেশনের জন্য। 
  • সেলফি তুলার পরে সাবমিট বাটনে ক্লিক করুন। 
  • বিকাশ থেকে একটি কনফার্মেশন এসএমএস আপনার ফোনে পাঠানো হবে। 
  • এবার বিকাশ অ্যাপে প্রবেশ করুন।
  • এবার ৫ডিজিট এর একটি পিন সেটআপ করুন আপনার বিকাশ একাউন্ট এর জন্য। 
  • পুনরায় আপনার ৫ডিজিটের পিন প্রদান করুন এবং কনফার্ম করুন।
  • এবার আপনার বিকাশ একাউন্ট পিন নাম্বার এবংলগইন নাম্বার দিয়ে লগইন করুন। 
  • আপনার বিকাশ একাউন্টে আপনি আপনার নাম এবং ছবি যুক্ত করতে পারবেন যা বিকাশ লেনদেন এর ক্ষেত্রে সাহায্য করবে।
সুতরাং বলা যায়, উপরোক্ত ধাপগুলি  অনুসরণ করে আপনি আপনার বিকাশ একাউন্ট খুলতে পারবেন। 

৪. বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার নিয়ম  - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম  


আমরা জানি যে, বাটন মোবাইলে বিকাশ একাউন্ট খোলার জন্য সবগুলো তথ্য আপডেট করা সম্ভব হয়ে উঠে না।আর এই সমস্যা সমাধান করার জন্য আপনার দরকার একটি স্মার্ট ফোন।কোনো কারনে যদি আপনার স্মার্ট ফোন না থাকে, সে ক্ষেত্রে আপনার দরকার  প্রতিবেশী বা অন্য কারো স্মার্ট ফোন যোগাড় করা। আপনি যদি এটাও করতে না পারেন, তাহলে আপনাকে বিকাশ এজেন্ট এর কাছে যেতে হবে। 
আপনাকে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার জন্য আপনার প্রতিবেশি অথবা অন্য কারো স্মার্ট ফোনে আপনি যেই নাম্বার দিয়ে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে চান, সেই নাম্বার প্রবেশ করতে হবে। বিকাশে আপডেট সিস্টেম আসার কারনে বাটন মোবাইলে কোড আসলেও সেই কোড বসানো যাচ্ছে না, তাই স্মার্ট ফোনই দরকার। 

  1. আপনি আপনার স্মার্ট ফোনের  play store থেকে একটি বিকাশ অ্যাপ   install করে নিন।
  2. বিকাশ অ্যাপ ওপেন করুন। 
  3. ওপেন করার সাথে সাথে আপনি একটি রেজিষ্ট্রেশন /লগইন অপশন দেখতে পাবেন।
  4. এবার আপনাকে রেজিষ্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে। 
  5. তারপর আপনার বাটন মোবাইলে যে নাম্বার দিয়ে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলতে চান সেই নাম্বারটি প্রবেশ করান।
  6. এখন আপনার ফোন যেই অপােরটর যেমন-গ্রামীনফোন অথবা বাংলালিংক সিলেক্ট করে পরবর্তী বাটনে ক্লিক করুন। 
  7. তারপর আপনি যেই সিমে বিকাশ খুলতে চান সেই নাম্বারে একটি ওটিপি কোড যাবে।
  8. এবার আপনি যার বিকাশ একাউন্ট খোলতে চান তার জাতীয় পরিচয় পত্রের ছবি এবং তার ছবি দিতে হবে।
  9. এবার আপনি আপনার ভোটার আইডি কার্ডের সামনের দিকের ছবি তোলে স্ক্যান করে সাবমিট করুন।
  10. একইভাবে পিছনের ছবি তুলে স্ক্যান করে সাবমিট করুন। 
  11. এবার যার নামে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা হবে তার ছবি তুলে সাবমিট করুন। 
  12. ফটো তোলার কিছু নিয়ম যেমন-তার পুরো ফেসের সামনে ক্যামেরা সেট আপ করুন।এসময় বিকাশ অ্যাপ অটোমেটিক ফটো ডিটেক্ট করে নিবে।অনেক সময় ডিটেক্ট করতে সমস্যায় পড়তে হয়।এসময় ব্যাক্তিকে বলতে হবে বার বার চোখের পলক ফেলার জন্য। এতে ফটো ডিটেক্ট হয়ে যাবে।এসবকিছু সাবমিট করলেই আপনার বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা হয়ে যাবে। 
  13. এবার আপনি আপনার বাটন মোবাইল ফোন থেকে *২৪৭# ডায়াল করলেই একটি active manu pin অবশন দেখতে পাবেন। সেখানে আপনাকে ১সেন্ড করতে হবে। 
  14. আপনার বিকাশ একাউন্ট এর জন্য একটি ৫ডিজিট এর পিন নাম্বার দিতে হবে। পিন নাম্বারটি কনফার্ম করার জন্য আপনাকে পুনরায় পিন নাম্বার দিতে হবে।এমন একটি পিন নাম্বার দিতে হবে যাতে সারাজীবন মনে থাকে।  
  15. এভাবেই পিন নাম্বার সেট হয়ে গেলেই আপনার বিকাশ পার্সোনাল একাউন্ট এক্টিভ হয়ে যাবে এবং আপনি আপনার দৈনন্দিন জীবনে বিভিন্ন লেনদেন এর কাজে ব্যবহার করতে পারবেন। 

৫.  ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম  - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 


বর্তমান যুগ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। আধুনিকতার ছোয়ায় এখন সবকিছু হাতের নাগালে।একটা সময় ছিলো যখন মানুষ সব হিসাব নিকাশ ব্যাংক এর মাধ্যমে করতো,বিকাশ পার্সোনাল একাউন্ট এই কাজটি করে দিচ্ছে নিমিষেই। এর অনেক সুযোগ সুবিধা রয়েছে।ঘরে বসে বিকাশ একাউন্ট খোলা এখন সুধুমাত্র কিছু মুহূর্তের ব্যাপার

।এর জন্য আপনার দরকার একটি স্মার্ট ফোন এবং একটি আাইডি কার্ড।প্রথমে আপনাকে একটি বিকাশ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।অ্যাপ ওপেন করার পর রেজিষ্ট্রেশন করতে হবে আপনার নিজের ফোন নাম্বার দিয়ে। এরপর আপনাকে আপনার ফোন নাম্বারের অপারেটর নির্ধারণ করলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই নাম্বারে। 
এরপর আপনাকে ইংরেজি অথবা বাংলা ভাষা সিলেক্ট করতে হবে।আপনার সামনে জাতীয় পরিচয় পত্র স্ক্যান করার অপশন চলে আসবে।আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের ছবি তুলে সাবমিট করতে হবে।এবার আপনি আপনার নিজের ছবি তুলে সাবমিট করুন।এভাবেই আপনার বিকাশ একাউন্ট খোলা কম্পলিট হয়ে যাবে।আপনি চাইলে আপনার কিছু ব্যাক্তিগত তথ্য দিয়ে বিকাশ অ্যাপ সাজিয়ে তুলতে পারেন।

তারপর আপনার মোবাইলের ডায়াল অপশনে ক্লিক করে *২৪৭#ডায়াল করে পছন্দ মতো পিন সেট করে নিন।কনফার্ম করে নিন।আপনার পিন নাম্বার, ভেরিফিকেশন নাম্বার কারো সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। তাই আর দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে বসে আপনার বিকাশ পার্সোনাল একাউন্ট তৈরি করে ফেলুন।

৬. নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়ম  -  বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 

বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা এখন মানুষের কাছে একটা সেল্ফ সার্বিসের মতো।আপনি চাইলে যেকোনো সময় নতুন বিকাশ একাউন্ট খোলার নিয়মে একটি বিকাশ পার্সোনাল একাউন্ট খুলতে পারবেন।বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার মাধ্যমে আপনি আপনার নিজের কাজ যেমন -বিল পে করা,কাউকে টাকা পাঠানো বা টাকা রিসিভ করা ইত্যাদি কাজ করতে পারবেন। আপনি চাইলে বিকাশ অ্যাপ বা কাছে কোথাও এজেন্সি এর মাধ্যমে বিকাশ একাউন্ট খোলতে পারবেন। 

প্রথমে বিকাশ অ্যাপ খুলুন।তারপর রেজিষ্ট্রেশন অপশনে ক্লিক করুন। এরপর পছন্দমতো মোবাইল নম্বর প্রবেশ করুন। এরপর আপনাকে আপনার নাম্বারের অপারেটর নির্ধারণ করে পরবর্তী বাটনে ক্লিক করুন। আপনার জাতীয় পরিচয় পত্রের সামনের এবং পিছনের ছবি তুলুন।এরপর সাবমিট করুন। এবার আপনাকে face recognition করতে হবে। 

এবার বিকাশ এর তথ্যগুলো পুরন করে পরবর্তী বাটনে ক্লিক করুন। এবার নিজের ছবি তুলে সাবমিট করুন। এভাবেই নতুন নিয়মে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলা যায়।

৭. বিকাশ পার্সোনাল একাউন্টে টাকা পাঠানোর মিয়ম - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 

আর্টিকেলের এই অংশে আপনি বিকাশ পার্সোনাল একাউন্টে টাকা পাঠানোর নিয়ম জানতে পারবেন।বিকাশে টাকা পাঠানো এখন খুবই সহজ। এই আর্টিকেলটি পড়লে আপনি সম্পুর্নভাবে বিকাশে সেন্ডমানি করার নিয়ম,সেন্ড মানি করতে কত টাকা খরচ পরে,বিকাশ অ্যাপ এর খরচ ইত্যাদি জানতে পারবেন ।অনেকেই জানেন না বিকাশ পার্সোনাল একাউন্টে টাকা পাঠাতে কত খরচ পড়ে।মূলত টাকা পাঠাতে কোনো খরচ লাগে না এবং বিকাশে ক্যাশ ইন করতেও কোনো খরচ পরে না।অর্থাৎ এজেন্ট এর কাছে থেকে টাকা পাঠালে কোনো টাকা লাগবে না। 

কিন্তু আপনি যদি বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে বিকাশ পার্সোনাল একাউন্ট এ টাকা পাঠাতে চান তাহলে অবশ্যই একটা চার্জ লাগবে।যেমন, ৫০০ টাকা পযর্ন্ত পাঠালে ফ্রি।তবে ৫০০ এর বেশি পাঠালে ৫টাকা চার্জ হিসেবে কাটা হবে।এক্ষেত্রে বিকাশ অ্যাপ এবং  USSD code ডায়াল করে করলেও একই চার্জ প্রযোজ্য হবে।তবে বিকাশ অ্যাপ ব্যবহার করে সেন্ড মানি করা অনেক সহজ বলে আমার মনে হয়।কারন এক্ষেত্রে সেন্ড মানি করার আগেই ট্রানসেকশনে কত টাকা খরচ পরবে তা দেখানো হয়।

বিকাশের কোড *২৪৭# ডায়াল করে টাকা পাঠানোর উপায় -

  • প্রথমে*২৪৭#ডায়াল করুন।
  • তারপর এক নাম্বার অপশন থেকে সেন্ড মানি সিলেক্ট করুন।
  • আপনি যেই নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটি লিখুন।
  • এরপর টাকার এমাউন্ট লিখুন।
  • টাকা পাঠানোর সময় একটি রেফারেন্স তথ্য দিতে হয়,সেক্ষেত্রে আপনি আপনার নাম ব্যাবহার করতে পারবেন। তবে কোনো স্পেস বা বিশেষ শব্দ পরিত্যাগ করতে হবে।
  • এরপর আপনার পিন নাম্বার দিয়ে সেন্ড করলেই টাকা পাঠানোর কাজ কমপ্লিট হবে।

বিকাশ অ্যাপ এর সাহায্যে টাকা পাঠানোর উপায়-

  1. প্রথমে আপনার বিকাশে আপনার পিন নাম্বার দিয়ে লগইন করুন। 
  2. এরপর বিকাশ সেন্ড মানি সিলেক্ট করুন। 
  3. যেই নাম্বারে টাকা পাঠাবেন সেই নাম্বার দিন।
  4. টাকার এমাউন্ট নির্ধারন করুন।
  5. রেফারেন্স হিসেবে এক শব্দের(আপনার নাম অথবা সংখ্যা) ব্যবহার করুন।
  6. এবার আপনার পিন নাম্বার দিন।
  7. এবার আপনার সবগুলো তথ্য মিলিয়ে নিয়ে এবং খরচের পরিমান দেখে নিশ্চিত হোন।
  8. ট্যাপ করে ধরে রাখুন।শেষ!এভাবেই আপনি আপনার বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে অন্য বিকাশ পার্সোনাল একাউন্টে টাকা পাঠাতে পারবেন।

 ৮.বিকাশ পার্সোনাল একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যায় - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 

 একজন বিকাশ পার্সোনাল একাউন্ট হোল্ডার তার একাউন্টে সর্বোচ্ছ ৩,০০,০০০ পর্যন্ত টাকা রাখতে পারেন।বিকাশ একাউন্ট থেকে সর্বোচ্চ ১,০০০ টাকা প্রিপেইড নাম্বারে এবং ৫,০০০ টাকা পোস্টপেইড নাম্বারে মোবাইল রির্চাজ হিসেবে পাঠাতে পারেন।এছাড়াও আপনি চাইলে বিকাশে টাকা সঞ্চয়ও করতে পারবেন।

 একজন বিকাশ গ্রাহক দৈনিক ৫০বার টাকা পাঠাতে পারবেন।একমাসে সর্বোচ্চ১০০ বার টাকা পাঠাতে পারবেন।একদিনে তিনি কমপক্ষে ১০টাকা এবং সর্বোচ্চ২৫,০০০টাকা পাঠাতে পারবেন। এছাড়াও আপনি দিনে ৫০বার মোবাইল রির্চাজ করতে পারবেন। এবং মাসে ১৫০০ বার।একদিনে বিকাশ থেকে ১০০০টাকা এবং এক মাসে১০০০০০টাকা রিচার্জ করতে পারবেন। 

৯.বিকাশ পার্সোনাল একাউন্টের ক্যাশ আউটের লিমিটের উপায় - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম

বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে ক্যাশ আউট করার অনেক উপায় আছে।যেমন, আপনি এক দিনে অথবা এক মাসে বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে সর্বোচ্চ এবং সর্বনিম্ন টাকা ক্যাশ আউট করতে পারবেন।বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে ক্যাশ আউট করার উপায় মোট ৩টি।যেমন-

  1. বিকাশ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট
  2. ব্যাংক এটিএম এর মাধ্যমে ক্যাশ আউট 
  3. ব্রাক ব্যাংক এর মাধ্যমে ক্যাশ আউট
এই তিন পদ্ধতিতে আমরা বিকাশ পার্সোনাল একাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারি।

বিকাশ এজেন্টের মাধ্যমে ক্যাশ আউট 

  • বিকাশ এজেন্টর মাধ্যমে আপনি দিনে ১০বার ক্যাশ আউট করতে পারবেন।
  • মাসে আপনি ১০০বার ক্যাশ আউট করতে পারবেন।
  • এজেন্টের মাধ্যমে আপনি দিনে ২৫,০০০টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। 
  • বিকাশ এজেন্টের মাধ্যমে ১৫,০০০০টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন।

ব্যাংক এটিএম এর মাধ্যমে ক্যাশ আউট

  • ব্যাংক এটিএম মাধ্যমে আপনি দিনে ১০বার ক্যাশ আউট করতে পারবেন।
  • মাসে আপনি ১০০বার ক্যাশ আউট করতে পারবেন।
  • ব্যাংক এটিএম মাধ্যমে আপনি দিনে ২৫,০০০টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। 
  • ব্যাংক এটিএম মাধ্যমে ১৫,০০০০টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন।
  • ব্যাংক এটিএম এর মাধ্যমে আপনি প্রতিদিন সর্বনিম্ন১,০০০এবং সর্বোচ্চ১০,০০০টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। 

ব্যাক ব্যাংক এর মাধ্যমে ক্যাশ আউট

  • ব্রাক ব্যাংক এটিএম মাধ্যমে আপনি দিনে ১০বার ক্যাশ আউট করতে পারবেন।
  • মাসে আপনি ১০০বার ক্যাশ আউট করতে পারবেন।
  • ব্রাক ব্যাংক  মাধ্যমে আপনি দিনে ২৫,০০০টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন। 
  • ব্রাক ব্যাংক মাধ্যমে ১৫,০০০০টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন।
  • ব্রাক ব্যাংক এর মাধ্যমে আপনি প্রতিদিন সর্বনিম্ন১,০০০এবং সর্বোচ্চ ১০,০০০টাকা পর্যন্ত ক্যাশ আউট করতে পারবেন
এভাবেই আপনি বিকাশ পার্সোনাল একাউন্টের মাধ্যমে ক্যাশ আউট এর লিমিট মেনে ক্যাশ আউট করতে পারবেন।

১০.বিকাশ  এজেন্ট একাউন্ট খোলার নিয়ম - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 

আপনাকে প্রথমে জানতে হবে বিকাশ এজেন্ট একাউন্ট খোলার জন্য আপনার কি কি প্রয়োজন, তারপর সেই অনুযায়ী পদ্ধতি গ্রহন করতে হবে। আর্টিকেলের এই অংশে আলোচনা করব বিকাশ এজেন্ট একাউন্ট খোলতে কি কি প্রয়োজন।বিকাশ পার্সোনাল একাউন্ট ঘরে বসে খোলা গেলেও বিকাশ এজেন্ট একাউন্ট খোলা যায় না।বিকাশ এজেন্ট একাউন্ট খোলতে আপনাকে বিকাশ অফিসে গিয়ে আবেদন করা লাগবে।বিকাশ এজেন্ট খুলতে যা যা প্রয়োজন তা হলো-

একটি সচল দোকান 


বিকাশ এজেন্ট খুলতে সর্বপ্রথম যেটি প্রয়োজন তা হলো আপনার একটি দোকান থাকা এবং দোকানটি এমন জায়গায় হতে হবে যাতে বিকাশ এর ভালো ব্যাবসা হয় এবং দোকানটি হতে হবে একদম রাস্তার পাশে।যে জায়গায় বেশি এজেন্ট রয়েছে এমন জায়গায় বিকাশ কখনো এজেন্ট দিবে না কারন এতে লস হওয়ার সম্ভবনা বেশি থাকে।

ট্রেড লাইসেন্স 

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার জন্য আপনার দোকানের ট্রেড লাইসেন্স থাকা ১০০% দরকার।আপনি উপজেলা বা ইউনিয়ন থেকে সহজেই ট্রেড লাইসেন্স করে নিতে পারবেন। অবশ্যই আপনার ট্রেড লাইসেন্স এর মালিক এবং বিকাশ এজেন্ট এর মালিক একই হতে হবে।

ছবি

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার জন্য যে আবেদন করবেন সেখানে আপনাকে যে ছবি দিতে হবে সেটা অবশ্যই পার্সপোর্ট সাইজের হতে হবে।

সিম

বিকাশ এজেন্ট একাউন্ট খোলতে আপনার একটা সচল সিম থাকতে হবে কারন এটা দিয়ে আপনি আপনার সকল লেনদেন করে থাকবেন।এক্ষেত্রে আপনি যেকোনো অপারেটর এর সিম নির্ধারন করতে পারবেন। এছাড়াও আরো কিছু নিয়ম আছে যেমন-একটা মোটা অংকের এমাউন্টও লোড নিতে হবে। বিকাশ প্রতিনিধি মাঝেমধ্যে আপনার দোকান পরিদর্শনে আসতে পারেন যা আপনার ব্যাবসার কার্যকারিতা বিবেচনায় আনবে।আপনার অনেক সময় টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে আবেদন করার জন্য। 
আপনি মূলত দুই ভাবে বিকাশ এজেন্ট একাউন্ট খোলতে পারবেন 
  1. বিকাশ অফিস থেকে 
  2. অনলাইনে আবেদন করে।

অনলাইনে বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম -


অনলাইনে বিকাশ এজেন্ট একাউন্ট খোলার জন্য আবেদন করা একটু সময় সাপেক্ষ ব্যাপার।অনলাইনে আবেদন করার জন্য আপনাকে একটি ফর্ম পুরন করতে হবে।অনলাইন থেকে ফর্ম পুরন এর কৌশলগুলি নিচে দেওয়া হলো-
  • প্রথমে লেখা থাকবে যদি এজেন্ট হতে চান এখানে দোকানের মালিকের নাম লিখতে হবে।
  • একটি অপশন ফটো আইডি নাম্বার এখানে আপনার জাতীয় পরিচয় পত্রের অথবা পার্সপোর্ট নাম্বার যেকোনো একটি দিতে হবে।
  • তারপর ট্রেড লাইসেন্স নাম্বার বাক্স আসবে সেখানে লাইসেন্স নাম্বার লিখুন।
  • এরপর যোগাযোগ নাম্বার এর একটি অপশন আসবে সেখানে আপনার ব্যাক্তিগত নাম্বার দিতে হবে 
  • এবার আপনি আপনার দোকানের নাম লিখুন।
এবার ফরম পুরনের কাজ শেষ হলো। এবার আপনি আপনার সব ডকুমেন্টস ভালোভাবে চেক করে সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট করার কিছুদিন পরেই বিকাশ প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে বিকাশ এজেন্ট একাউন্ট খোলার ব্যাপারে।

বিকাশ অফিস থেকে একাউন্ট খোলার নিয়ম 

আপনি নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ার থেকেও এজেন্ট খোলতে পারবেন। অফিস থেকে খুব তাড়াতাড়ি খোলা যায়। এজন্য আপনি বিকাশ নাম্বার *২৪৭# কল করে নিকট অফিস ঠিকানা জেনে নিন।এবার আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বিকাশ অফিসে যান এবং প্রতিনিধিকে আপনার বিকাশ এজেন্ট একাউন্ট খোলার ব্যাপারে বলুন।

তারপর তারা সব নিয়ম আপনাকে ঠিকমতো বুঝিয়ে দিবে।এগুলো আপনি মনোযোগ দিয়ে শুনুন।আপনি হয়তো ভেবে থাকতে পারপন এটা অনেক কঠিন এবং জামেলার কাজ।আশা করছি আর্টিকেলটি পড়ে এখন অনেকটা সহজ মনে হচ্ছে। আর্টিকেলটি বার বার পড়লে আশা করি আপনি খুব সহজেই বিকাশ এজেন্ট একাউন্ট খোলতে পারবেন।ধন্যবাদ।

১১.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম 

প্রশ্ন ১:বাটন মোবাইলে কি বিকাশ একাউন্ট খোলা যাবে? 

উত্তর:হ্যাঁ।তবে অবশ্যই বিকাশ কাস্টমার কেয়ারের সাহায্য নিতে হবে। কারন বাটন মোবাইলে এনআইডি কার্ডের এবং সেল্ফি তুলা যায় না।

প্রশ্ন ২:বিকাশ নাম্বারে কি বিনামূল্যে টাকা সেন্ডমানি করা যায়?

উত্তর:অবশ্যই।তবে প্রিয় নাম্বারের সাহায্যে।

প্রশ্ন ৩:জন্ম নিবন্ধন দিয়ে কি বিকাশ একাউন্ট খোলা যাবে? 

উত্তর:হ্যাঁ।

প্রশ্ন ৪:যেসব নাম্বারে বিকাশ একাউন্ট নেই সেসব নাম্বারে কি টাকা পাঠানো সম্ভব? 

উত্তর:হ্যাঁ।তবে ৭২ ঘন্টার মধ্যে বিকাশ একাউন্ট খোলতে হবে। 

১২. লেখকের মন্তব্য -বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম  

আজকের এই আর্টিকেলে আমরা বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম, ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম, জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ পার্সোনাল একাউন্ট খোলার নিয়ম, বিকাশ পার্সোনাল একাউন্টে টাকা পাঠানোর উপায় ইত্যাদি বিষয় আলোচনা করেছি। আর্টিকেল  সম্পর্কিত যেকোনো প্রশ্ন,মতামত বা পরামর্শ আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট the du speech ভিজিট করতে পারেন। 


এই আর্টিকেলের



 লেখক :মোছা :কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং বিভাগে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা:নরসিংদী 

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা ও লেখক
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url