OrdinaryITPostAd

পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন

পর্তুগাল হচ্ছে ইউরোপের অন্যতম সুন্দর অর্থনৈতিক উন্নত সমৃদ্ধ দেশ।প্রতি বছর লক্ষ লক্ষ কর্মী বিভিন্ন দেশ থেকে কাজের উদ্দেশ্যে পর্তুগাল যায়।যারা নতুন পর্তুগাল যেতে চায় তারা পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন নিয়ে জানতে চায়।আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন নিয়ে। পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন।

তাছাড়াও আরো আলোচনা করব - পর্তুগাল ভিসা আবেদন,পর্তুগাল ভিসা এজেন্সি, পর্তুগাল কৃষি ভিসা আবেদন, পর্তুগাল ভিসা কত টাকা, পর্তুগাল সর্বনিম্ন বেতন কত।

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 
উত্তর ধাপ ০১. পর্তুগাল কাজের ভিসা অনলাইনে www.pt.indeed.com এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। 
উত্তর ধাপ ০২. পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন করার জন্য আপনাকে আপনার দক্ষতা ও যোগ্যতার উপর একটি সিভি তৈরি করতে হবে। 
উত্তর ধাপ ০৩. উপরিউক্ত ওয়েবসাইটে পর্তুগাল কাজের ভিসার জন্য আবেদন করে ভারতের দিল্লিতে অবস্থিত এম্বাসি থেকে ভিসা সংগ্রহ করতে হবে। 

আর্টিকেল সূচিপত্র - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 

  1. পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 
  2. পর্তুগাল ভিসা এজেন্সি  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন
  3. পর্তুগাল কৃষি ভিসার আবেদন  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 
  4. পর্তুগাল ভিসা কত টাকা  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 
  5. পর্তুগাল সর্বনিম্ন বেতন কত  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 
  6. পর্তুগাল ভিসা আবেদন  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 
  7. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 
  8. লেখকের মন্তব্য - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 

১. পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 

এম্বাসি হচ্ছে পর্তুগাল কাজের ভিসা করার সবচেয়ে বিশ্বস্ত মাধ্যম। তবে পর্তুগালের কোনো এম্বাসি  বাংলাদেশে এখনো পর্যন্ত নেই। আপনি যদি পর্তুগাল কাজের ভিসার আবেদন করতে চান তাহলে আপনাকে ভারতের দিল্লিতে গিয়ে VFS.Global এর মাধ্যমে ভিসার আবেদন করতে হবে।তাছাড়া আপনি যদি অনলাইনে পর্তুগাল কাজের ভিসার আবেদন করতে চান তাহলে সরকারি চাকরি ম্যানপাওয়ার প্রদানকারি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।www.pt.indeed.com ওয়েবসাইটে। এই ধরনের চাকরির তথ্য প্রকাশ করা হয়ে থাকে। একটা বিষয় খেয়াল রাখতে হবে যে, অনলাইনে পর্তুগাল ভিসার আবেদন করার পর ভিসা সংগ্রহ করা অনেকটা জটিল ব্যাপার।

দুই ভাবে আপনি পর্তুগাল কাজের ভিসার জন্য আবেদন করতে পারবেন। যেমন:

পর্তুগাল এম্বাসির মাধ্যমে :

এম্বাসির মাধ্যমে পর্তুগাল ভিসা আবেদন করার জন্য প্রথমে ভারতে ভিজিট  ভিসা নিয়ে যেতে হবে। ভারতের নতুন দিল্লি, বাবা খরক সিং রুট,ভারত VFS Global,কটন প্লেস, পর্তুগাল ভিসা আবেদনের জন্য এসব এম্বাসিতে যেতে হবে। এম্বাসিতে প্রয়োজনীয় কাগজপএ জমা দিয়ে আপনি নির্দিষ্ট কাজের ক্যাটাগরিতে ভিসার জন্য আবেদন করুন।আপনার জমা দেওয়া সকল  কাগজপত্র গুলো স্ক্যান করে জমা রাখা হবে। আপনার ছবি, ফিঙ্গার প্রিন্ট এবং সাক্ষাৎকারও নেওয়া হবে আবেদন এর জন্য। 

আপনার আবেদন সম্পুর্ন  করার পরে ৪৫ থেকে ৯০ দিন পর্যন্ত সময় নিবে ভিসা প্রসেসিং হতে ।  বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট ফেরত দেওয়া হয় দেশে ফিরে আসার জন্য। কারণ একাধারে ৯০ দিনের বেশি আপনি ভিজিট ভিসায় ভারতে   অবস্থান করতে পারবেন না। ভিসা প্রসেসিং হওয়ার পরে আপনাকে ইমেইল এড্রেসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর আপনি ভারতে গিয়ে কাজের ভিসা সংগ্রহ করতে পারবেন ভারতে অবস্থিত পর্তুগাল এম্বাসি থেকে। 

অনলাইনে আবেদন :

  • আপনি যদি অনলাইনে পর্তুগাল কাজের ভিসার আবেদন করতে চান তাহলে সর্বপ্রথম  আপনার দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভর করে সিভি তৈরি করে নিতে হবে। 
  • তারপর অনলাইনে ভিসার জন্য  আবেদন করুন www.pt.indeed.com ওয়েবসাইট থেকে। 
  • আপনার যে কাজে দক্ষতা রয়েছে সেই কাজের নাম লিখে সার্চ করুন।
  • এবার আপনার কাজের দক্ষতার উপর তৈরিকৃত সিভি (CV) সাবমিট করুন।
  • আপনার আবেদন যদি এপ্রুভ হয় তাহলে ইমেইলের মাধ্যমে ম্যানপাওয়ার ও ভিসা প্রেরণ করা হবে।
  • সর্বশেষ আপনাকে ভারতের দিল্লিতে অবস্থিত পর্তুগাল এম্বাসি থেকে পর্তুগাল কাজের ভিসা সংগ্রহ করতে হবে।

২. পর্তুগাল ভিসা এজেন্সি  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 

বাংলাদেশে পর্তুগালের কোনো ভিসা এজেন্সি নেই। । তাছাড়া  আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ করে সিঙ্গাপুর মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, দুবাই  থাকেন তাহলে আপনার জন্য একটি ভালো অপরচুনিটি হচ্ছে আপনি এই সকল দেশে পর্তুগালের এজেন্সি পেয়ে যাবেন এবং এসব  দেশ থেকে খুব সহজেই পর্তুগালের ভিসার জন্য আবেদন করতে পারবেন।ভারতেও রয়েছে পর্তুগালের অনেক এজেন্সি। 

৩. পর্তুগাল কৃষি ভিসার আবেদন  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন

আপনি যদি পর্তুগাল কৃষি ভিসার আবেদন করতে চান তাহলে আপনাকে বাংলাদেশের বিভিন্ন এজেন্সিতে যোগাযোগ করতে হবে। বাংলাদেশের বোয়েসেল বা বিমইটিতে যদি যোগাযোগ করেন তাহলে পর্তুগাল কৃষি ভিসার আবেদন সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন। 
তাছাড়া কৃষি ভিসার আবেদন করার জন্য ভারতের দিল্লিতে অবস্থিত বিভিন্ন এম্বাসিতে কথা বলতে পারেন। আপনি যদি সরাসরি দিল্লিতে গিয়ে কথা বলেন কোনো দালালের মাধ্যম ছাড়া তাহলে ভিসা পাওয়ার সম্ভবনা অনেক বেশি থাকবে। আর আপনি যদি দালালের মাধ্যমে কৃষি ভিসা পেতে চান তাহলে আপনার ভিসা পাওয়ার যেমন কোনো নিশ্চয়তা নেই তেমনি অনেক টাকাও খরচ যাবে। 

৪. পর্তুগাল ভিসা কত টাকা  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 

কাজের ভিসা নিয়ে আপনি যদি পর্তুগালে যেতে চান তাহলে আপনার প্রায় ৪ থেকে ৫ লক্ষ টাকার মতো খরচ হবে।  আপনার খরচ আরো বেশি হবে যদি দালালের মাধ্যমে যেতে চান। এতে সাত-আট লক্ষ টাকা খরচ পরবে।  আপনি দুই লক্ষ টাকার মধ্যে সবকিছু করতে পারবেন যদি  আপনি নিজে নিজে সবকিছু করেন। 

পর্তুগাল ভিসার দাম কত পরবে তা নির্ভর করে ভিসার ধরনের উপর। আপনি যদি কাজের ভিসায় পর্তুগাল যান তাহলে খরচ পরবে ৭ লক্ষ টাকার মতো।টুরিস্ট ভিসায় পর্তুগাল গেলে ভিসার দাম পরবে ৪ লক্ষ টাকা। স্টুডেন্ট ভিসার দাম পরবে ৫ লক্ষ টাকা এবং মেডিকেল ভিসার জন্য ৪ লক্ষ টাকা। 

৫. পর্তুগাল সর্বনিম্ন বেতন কত - পর্তুগাল কাজের ভিসার অনলাইন আবেদন 

বর্তমানে পর্তুগালের সর্বনিম্ন বেতন হচ্ছে  ৭০৫ ইউরো।বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৮৩ হাজার ২০০ টাকার বেশি। সরকার কতৃক ৭০৫ ইউরো  পর্তুগালের সর্বনিম্ন বেতন ধরা হয়েছে। পর্তুগালের ক্ষমতাসীন সোস্যালিষ্ট পার্টির মহাসচিব বলেছেন ২০২৬ সালের মধ্যে পর্তুগালের সর্বনিম্ন বেতন ৯০০ ইউরো ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৬. পর্তুগাল ভিসা আবেদন  - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 

পর্তুগাল ভিসা আবেদন করার জন্য আপনাকে কিছু নিয়ম অনুসরণ করতে হবে। যেমন:
  • প্রথমে www.visa.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • আবেদন ফরম পূরন করার সময় আপনাকে পেমেন্ট অপশনটি স্কিপ করতে হবে
  • এফএম ট্যাটি সিলেক্ট করতে হবে। 
  • আপনার সকল তথ্য দেওয়ার পর আবেদন পএটি সাবমিট করুন এবং প্রিন্ট করে সংগ্রহ করে নিন।
  • আপনার প্রিন্টকৃত কপি দূতাবাসের কাউন্টারে জমা দিতে হবে অথবা দূতাবাসের কনসিলার বিভাগে ডাকযোগে পাঠাতে পারেন।

৭. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 

প্রশ্ন ১: কাজের ভিসায় পর্তুগাল যেতে কত টাকা খরচ পরবে? 

উত্তর: কাজের ভিসায় পর্তুগাল যেতে ৭-৮ লাখ টাকা খরচ পরবে।

প্রশ্ন ২:পর্তুগাল কাজের ভিসা পেতে কত দিন সময় লাগবে?

উত্তর: পর্তুগাল কাজের ভিসা পেতে ৪৫ - ৯০ দিন সময় লাগবে। 

প্রশ্ন ৩: পর্তুগালের এম্বাসি কি বাংলাদেশে রয়েছে? 

উত্তর: পর্তুগালের কোনো এম্বাসি বাংলাদেশে নেই। 

৮. লেখকের মন্তব্য - পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন 

আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পেরেছেন পর্তুগাল কাজের ভিসা অনলাইন আবেদন সম্পর্কে। আর্টিকেল পড়ে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট The Du Speech ভিজিট করতে পারেন। ধন্যবাদ। 

এই আর্টিকেলের-



লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url