OrdinaryITPostAd

প্রাইভেট ড্রাইভার জব ২০২৩ [আপডেটসহ]

 প্রাইভেট ড্রাইভার জব করা বাংলাদেশের অন্যতম বেসরকারি চাকরিগুলোর মধ্যে অন্যতম।আমাদের আজকের এই আর্টিকেলে আমরা শেয়ার করব প্রাইভেট ড্রাইভার জব ২০২৩ এবং আরো শেয়ার করব কিভাবে প্রাইভেট ড্রাইভারের জব পাওয়া যায়। প্রাইভেট ড্রাইভার জব ২০২৩ সম্পর্কে সম্পুর্ন জানতে আমাদের আজকের এই আর্টিকেলটি পড়ুন।

এছাড়াও এই আর্টিকেলে আমরা আরো আলোচনা করব -হাউজ ড্রাইভার চাকরি, মালিকানা ড্রাইভার চাকরি, নতুন ড্রাইভার চাকরি নিয়োগ। 

সংক্ষেপে জেনে নিন
প্রশ্ন প্রাইভেট ড্রাইভার জব
উত্তর ধাপ ০১.  ড্রাইভার মুলত যাএী, বিভিন্ন পন্য,এবং যানবাহন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে।
উত্তর ধাপ ০২.  ড্রাইভার তাদের ক্লাইন্টকে সবসময় খুশি রাখার কঠোর পরিশ্রম করে থাকে। 
উত্তর ধাপ ০৩. ড্রাইভাররা তাদের দক্ষ ড্রাইভিং দ্বারা যাএীদের নিরাপদ যাএা প্রদান করে।
উত্তর ধাপ ০৪. ড্রাইভাররা সাধারণত ভালো বিচার করার দক্ষতা রাখে।
উত্তর ধাপ ০৫. ড্রাইভাররা সহজেই রাস্তার ম্যাপ বুজতে পারে এবং অনেক দ্রুত যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। 
উত্তর ধাপ ০৬. একজন ড্রাইভারকে তখনই আদর্শ চালক বলা চলে যখন সে যান্ত্রিক সমস্যা সমাধান করতে পারে এবং নেভিগেশন দক্ষতা রাখে। 

আর্টিকেল সূচিপত্র - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

  1. প্রাইভেট ড্রাইভার জব ২০২৩
  2. হাউজ ড্রাইভার চাকরি - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩
  3.  মালিকানা ড্রাইভার চাকরি - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩
  4. নতুন ড্রাইভার চাকরি নিয়োগ - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩
  5. ড্রাইভার নিয়োগে করনীয়  - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩
  6. ড্রাইভিং লাইসেন্স আবেদন -প্রাইভেট ড্রাইভার জব ২০২৩ 
  7. উবার ড্রাইভার হিসেবে জব পাওয়ার উপায়  - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩
  8. সরকারি ড্রাইভিং প্রশিক্ষন - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩
  9. ড্রাইভিং লাইসেন্স আবেদন -প্রাইভেট ড্রাইভার জব ২০২৩
  10. লেখকের মন্তব্য - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

১. প্রাইভেট ড্রাইভার জব ২০২৩ 

রাস্তায় বেরোলে আপনি দেখতে পাবেন চাকার খেলা। সাধারণত অনেকে ফুল টাইম বা খন্ডকালীন চালক হিসেবে গাড়ি চালিয়ে থাকেন।পরিবহন শিল্পে বর্তমানে অনেক লাভজনক চাকরি যুক্ত হয়েছে।আপনার পছন্দের তালিকায় যদি পারমানেন্ট চাকরি হিসেবে প্রাইভেট ড্রাইভার জব করার ইচ্ছে থাকে তাহলে আপনার দরকার একটি ভালো জীবন বৃত্তান্ত তৈরি করা।

প্রাইভেট ড্রাইভার জব করতে আপনাকে অবশ্যই একটি সঠিক জায়গা থেকে আবেদন করে চাকরি নেওয়া উচিত।

২. হাউজ ড্রাইভার চাকরি  - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

প্রাইভেট ড্রাইভার জব করার ক্ষেত্রে হাউজ ড্রাইভারের চাকরি করার জন্য আপনার কাজের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে।কাজের দায়িত্বগুলো হলো:
  • চাকরিতে আপনাকে যিনি নিয়োগ দিবেন অর্থ্যাৎ নিয়োগকর্তাকে সময়মতো তার কাজের জায়গা এবং বিভিন্ন অনুষ্ঠানে নিরাপদে পৌঁছে দিতে হবে।
  • আপনাকে সবসময় এটা নিশ্চিত থাকতে হবে যে আপনার মালিকের গাড়ির বাহির এবং অভ্যন্তীন ভালোভাবে পরিষ্কার আছে কি না। যদি পরিষ্কার না থাকে তাহলে অবশ্যই পরিষ্কার রাখা আপনার দায়িত্ব। 
  • আপনাকে গাড়ির বিভিন্ন সমস্যা যেমন -যান্ত্রিক এবং বৈদ্যুতিক সনাক্ত করতে হবে।প্রয়োজনে আপনাকে এই সমস্যাগুলি মেরামত এবং রক্ষনাবেক্ষন করতে জানতে হবে। 
  • মালিকের গাড়ির মেরামত এবং রক্ষনাবেক্ষন এর সকল ডকুমেন্টস আপনাকে সংরক্ষণ রাখতে হবে। 
  • আপনার মালিক আপনাকে অন্যান্য কাজ অফার করলেও সেগুলো করে দিতে হবে।
  • গাড়ি চালানোর আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে গাড়ির আসনগুলি পরিষ্কার এবং স্বাচ্ছন্দ আাছে কি না।

চাকরির ধরন :

আপনাকে ফুল টাইম চাকরি করতে হবে।

আপনার শিক্ষাগত যোগ্যতা :

আপনার কাছে অবশ্যই লাইসেন্স থাকতে হবে যেটা বিআার টিসি অনুমোদিত। এটাই আপনার শিক্ষাগত যোগ্যতা হবে গাড়ি  চালানোর জন্য। 

অভিজ্ঞতা :

আপনার অবশ্যই ৫ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি বিদেশি ড্রাইভিং এর অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। 
শুধুমাএ পুরুষদের অগ্রাদিকার দেওয়া হবে।

কাজের স্থান :

বাংলাদেশের যেকোনো স্থানে। 

বেতন:

বেতন আপনার সাথে আলোচনা করে দেওয়া হবে।

সুযোগ -সুবিধা :

  • আপনার বেতন প্রতি বছর বৃদ্ধি করা হবে।
  • আপনাকে প্রতি উৎসবে উৎসব ভাতা দেওয়া হবে। 
  • আপনার থাকা খাওয়া একদম ফ্রি
  • আপনাকে ওভার টাইমের সুযোগ দেওয়া হবে।

৩. মালিকানা ড্রাইভার চাকরি  - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

আপনি যদি  প্রাইভেট ড্রাইভার জব  এর যেকোনো চাকরি করতে চান তাহলে আপনাকে Bikroy.JOBS এ খুঁজতে হবে।এটি হচ্ছে চাকরি খোঁজার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় জব পোর্টাল। এই সাইট থেকে পাওয়া এরকমই একটি বিজ্ঞপ্তি হলো:
  1. শুন্য পদ:সংখ্যা নির্দিষ্ট নয়।
  2. প্রার্থীকে অবশ্যই নিবেদিত বা কঠোর পরিশ্রম করতে হবে।বিভিন্ন গাড়ি যেমন-Toyota /Toyota Axio car/Toyota Aqua ইত্যাদি চালাতে দক্ষ হতে হবে।
  3. পারিপার্শ্বিক বিভিন্ন চাপের মধ্যেও গাড়ি চালাতে সক্ষম হতে হবে।
  4. চাকরিটি  ফুল টাইম। 
  5. পার্থীর কর্মক্ষেএ হচ্ছে অফিস।
  6. পার্থীকে অবশ্যই ৮ম শ্রেনি পাসকৃত হতে হবে।
  7. চাকরি পার্থীর বয়স হতে হবে ২৪-৪৫ বছর।
  8. এই পদের জন্য সুধুমাএ পুরুষরাই আবেদন করতে পারবেন। 
  9. বেতন সাধারনত আলোচনা সাপেক্ষে হবে।
  10. কোম্পানি আপনার বিভিন্ন সুযোগ সুবিধা যেমন-আপনার মোবাইল বিল,performance bonus,medical bil ইত্যাদি বহন করে থাকবে।
  11. আপনাকে একটি উৎসব ভাতা দেওয়া হবে (বার্ষিক)
  12. আপনার দুপুরের খাবার ফ্রি।


৪. নতুন ড্রাইভার নিয়োগ - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

আপনি কি প্রাইভেট ড্রাইভার জব ২০২৩ খুঁজছেন, তাহলে এই আর্টিকেলটি অবশ্যই পড়ুন।
আপনি  driver circular 2023 এর সাহায্যে যেকোনো ড্রাইভার এর জব পেতে পারেন।প্রাইভেট ড্রাইভার জবে নতুন ড্রাইভার নিয়োগের আবেদন পদ্ধতি হলো-
  • প্রাইভেট ড্রাইভার জবের ক্ষেএে সাধারনত বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান দায়িত্বশীল এবং অভিজ্ঞতাসম্পুর্ন ড্রাইভার খুঁজে। 
  • সাধারণত অভিজ্ঞ ড্রাইভাররা নিরাপদে গাড়ি চালায় এবং গাড়ি ড্রাইভিং এর রেকর্ড রাখে।
  • গাড়ি চালকের অলনেকগুলো দায়িত্ব থাকে যেমন-তিনি যেই কোম্পানির কাজ করছেন সেই কোম্পানির সকল নিয়ম নীতি মেনে চলা।গাড়ি চালানোর জ্বালানি র রেকর্ড রাখা এবং দক্ষতার সাথে গাড়ি চালানো।
  • ড্রাইভিংয়ে দক্ষতা থাকা,ড্রাইভিং এর লাইসেন্স থাকা,রাস্তার সকল নিয়ম সম্পর্কে অনেক বেশি জ্ঞান,যেকোনো দলের অংশ হিসেবে কাজ করার মানসিকতা, সুন্দরভাবে ক্লায়েন্টের সাথে মতবিনিময় করতে পারা, ইত্যাদি থাকতে হবে।
  • আপনাকে প্রতিযোগিতামুলক বেতন দেওয়া হবে এবং আপনি যে কোম্পানির চাকরি করবেন  সেখানকার সকল সুযোগ সুবিধা দেওয়া হবে।
এভাবেই আপনি নতুন ড্রাইভার জবের জন্য আবেদন করে আপনার পছন্দমতো ড্রাইভার জব পেতে পারেন।তবে অবশ্যই আপনার উপরোক্ত বৈশিষ্ট্যগুলো থাকা লাগবে।

৫. ড্রাইভার নিয়োগে করনীয় - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

আমরা হরহামেশাই ড্রাইভার নিয়ে বিপদে পরি।আপনার ড্রাইভার যদি বিশ্বস্ত না হয় তাহলেতো আপনার জামেলার কোনো অন্ত নেই। হঠাৎ করে আপনার ড্রাইভারকে বাতিল করে দেওয়া বা ড্রাইভারের সংকটতায় পরা যেন এক নিত্যদিনের কাজ।প্রাইভেট ড্রাইভার নিয়োগের সময় কিছু তথ্য যদি আগে থেকেই আপনার মাথায় থাকে তাহলে আপনি বার বার একই ধরনের অসুবিধায় পরবেন না।

জাতীয় পরিচয়পএ এবং লাইসেন্স :

আপনার ড্রাইভারের উপর আপনি যতই সন্তুষ্ট থাকেন না কেন, কখনোই আপনার ড্রাইভারের জাতীয় পরিচয়পএ এবং ড্রাইভিং লাইসেন্স চেক না করে আপনার ড্রাইভার নিয়োগ দিবেন না।এমনও হতে পারে আপনার ড্রাইভার খুব দক্ষ অথবা আপনার ড্রাইভারের ব্যাবহার মনোমুগ্ধকর, তাও কাগজপএ অবশ্যই চেক করবেন নয়তো আপনি বিপদে পরতে পারেন।

অভিজ্ঞতা :

আপনার ড্রাইভারকে প্রথমে অবশ্যই জিজ্ঞেস করুন তিনি প্রথমে কোথায় কাজ করেছেন,তিনি কোন ধরনের গাড়ি চালিয়েছেন,কোন শহরে বা এলাকায় গাড়ি চালিয়েছেন, সকল তথ্য জেনে নিন।অনেক সময় এমন হতে পারে আপনি হয়তো অনেক ব্যাস্ত আছেন, কিন্তু আপনার ড্রাইভার বার বার আপনাকে ঠিকানা জিজ্ঞাসা করছে এটা আপনার জন্য একটি বিরক্তিকর পরিস্থিতি হতে পারে।তাই আপনি ড্রাইভারের ব্যাপারে পরিষ্কার ধারণা রাখুন।অবশ্য আপনি এটাও জেনে নিতে পারেন যে তিনি আগের চাকরি কেনো ছেড়েছেন। সবকিছু জানা থাকলে আপনার ড্রাইভার নিয়োগের কাজটি অনেক সহজ হয়ে যাবে।

ড্রাইভারের ব্যাক্তিত্ব:

প্রাইভেট ড্রাইভার জবের ড্রাইভার নিয়োগের জন্য আপনাকে ড্রাইভারের ব্যাক্তিত্ব জানা খুবই জরুরি। আপনাকে ড্রাইভারের কথা বলার ধরন, ভাববঙ্গি দেখে বুঝে নিতে হবে তার ব্যাক্তিত্ব কেমন হতে পারে।এমন অনেক ড্রাইভার থাকে যাদের পরিবারে ছোট ছেলেমেয়ে এবং বৃদ্ধ বাবা মা থাকে তারা সাধারণত কম ধৈর্যের হয়ে থাকে। এধরণের মানুষের ক্ষেএে আপনি বিপদে পরতে পারেন।

বেতন:

ড্রাইভারের সাথে আপনি তার বেতন, খাওয়া দাওয়া ছাড়া  বেতন অথবা খাওয়া দাওয়া সহ বেতন, কাজের স্থান, কত ঘন্টা কাজ করতে হবে, কাজের বাইরে আর কি কি করতে হবে, তার সাপ্তাহিক ছুটির দিন, বোনাস, এগুলো আগেই আলোচনা করে নিন, এতে করে আপনার পরবর্তীতে জামেলাতে পরার আশঙ্কা কমে যাবে।

এসব করার পরেও যদি আপনি ড্রাইভারের সংকটে পরে যান তাপলে আপনি সেবা অ্যাপ থেকে ড্রাইভার পেতে পারেন, এখান থেকে আপনি ড্রাইভার অর্ডার করতে পারবেন।আপনি আপনার সুবিধা মতো ঘন্টার ভিত্তিতে ড্রাইভার অর্ডার করে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন।এখান থেকে আপনি দক্ষ ও প্রফেশনাল ড্রাইভার ঘন্টায়,হাফ টাইম,ফুল টাইম অথবা পুরো সপ্তাহের জন্য বুক করে নিতে পারবেন।সেবা অ্যাপের সার্বিস নিরাপত্তা এবং ওয়ারেন্টিসম্পুর্ন।সেবার ওয়েবসাইট www.sheba. xyz /
  ছাড়াও আপনি ১৬৫১৬ এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারবেন।ধন্যবাদ।


৬. ড্রাইভিং লাইসেন্স আবেদন  - প্রাইভেট ড্রাইভার জব২০২৩

বর্তমান সময়ে সবচেয়ে সহজলভ্য মাধ্যম হচ্ছে যানবাহন।দৈনন্দিন জীবনে মোটরযানের ব্যবহার অপরিসীম। আমরা সবাই কম বেশি যানবাহনে আরোহন করি কখনো চালক হয়ে আবার কখনোবা যাএী হিসেবে।প্রাইভেট ড্রাইভার জব পেতে আপনার লাইসেন্স থাকা বাধ্যতামুলক।একজন দক্ষ চালকের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তার কাছে লাইসেন্স থাকা।লাইসেন্স প্রত্যেক দক্ষ চালকের একটি অপরিহার্য ডকুমেন্টস। 

ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোকে দণ্ডনীয় অপরাধ হিসেবে ধরা হয়।আর্টিকেলের এই অংশে আপনি ড্রাইভিং লাইসেন্স আবেদন করার উপায় সম্পর্কে জানতে পারবেন। তাই মনোযোগ দিয়ে আর্টিকেলটি পড়ুন।

আপনি যদি ড্রাইভিং লাইসেন্স পেতে চান তাহলে আপনার দরকার একটি লার্নার লাইসেন্স।অর্থাং আপনাকে প্রথমে লার্নার ড্রাইভিং লাইসেন্স কালেক্ট করতে হবে।আপনার সম্পুর্ন প্রশিক্ষন শেষ হলে আপনাকে একটি স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন।আমরা এখানে লার্নার ড্রাইভিং লাইসেন্স নিয়ে আলোচনা করব।

লার্নার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজনীয় কাগজপত্র :

  • আপনার ছবি,যদি আপনি আবেদনকারী হয়ে থাকেন (ছবির সাইজ হবে ১৫০ কে বি)
  • আপনার মেডিকেল সার্টিফিকেট(রেজিস্ট্রার হতে হবে)
  • আপনার এনআইডি কার্ডের ফটোকপি 
  • আপনার ইউটিলিটি বিলের কাগজ
  • আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ। 

অফলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন :

  • প্রথমে ওয়েবসাইট অথবা বিআরটিএ অফিস হতে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।তারপর পুরন করে নিন।
  • ফরমের যে পৃষ্ঠায় মেডিকেল সার্টিফিকেট এর অংশ থাকবে সেই অংশটুকু রেজিস্ট্রারর্ড ডাক্তার দিয়ে পুরন করুন এবং তার স্বাক্ষর নিন।
  • লাইসেন্সের জন্য আপনাকে একটি  নির্দিষ্ট পরিমান  ফি পরিশোধ করতে হবে সেটা আপনি ব্যাংকের মাধ্যমে পরিশোধ করে রসিদ সংগ্রহ করুন।
  • পুরনকৃত ফরমের সাথে উপরোক্ত সকল তথ্যাদি দিয়ে সংযুক্ত করে বিআরটিএ অফিসে জমা দিন।
  • তারপর আপনার লাইসেন্স সংগ্রহ করার জন্য একটি তারিখ দেওয়া হবে এবং আপনি লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। 
  • আপনি সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত এই লাইসেন্স ব্যাবহার করে প্রশিক্ষন নিতে পারবেন।

অনলাইনে লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন :

  1. আপনাকে আপনার ফোনের ব্রাউজারে গিয়ে বিআরটিএ এর সার্বিস পোর্টালে যেতে হবে।
  2. তারপর একটি নিবন্ধন পাবেন। ঐটাতে ক্লিক করুন।আপনার সব ডাটা দিয়ে নিবন্ধন পুরন করুন।
  3. তারপর একটি অনশন পাবেন লার্নার ড্রাইভিং লাইসেন্সের আবেদন। এটাতে ক্লিক করুন।
  4. এবার আপনাকে মেডিকেল সার্টিফিকেট ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোডকৃত ফরম রেজিস্ট্রার্ড ডাক্তার দিয়ে পুরন করুন। এরপর এর কপি সংগ্রহ করুন। 
  5. আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন-আপনার ছবি,ব্যাক্তিগত তথ্য,এবং জাতীয় পরিচয় পত্রের নাম্বার আপলোড করুন।
  6. তারপর আপনার মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিদিষ্ট ফি প্রদান করুন।
  7.  আপনার নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে আপনার সব তথ্য সাবমিট করুন।এবার লাইসেন্স কার্ড ডাউনলোড করে ফেলুন। 
  8. এবার আপনাকে একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হবে। ঐ তারিখে আপনার লার্নার ড্রাইভিং লাইসেন্স কার্ড নিয়ে গিয়ে পরীক্ষা দিতে হবে। 

ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা :

সাধারণত লার্নার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার জন্য একটি নিদিষ্ট তারিখ ও স্থান থাকবে।সেখানে আপনাকে উপস্থিত হয়ে যেসব পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে-
  1. লিখিত পরীক্ষা :এই লিখিত পরীক্ষায় পাশ করা হয় ৬৬%নাম্বার পেয়ে।এটি ২৫-৩০ মিনিটের একটি পরীক্ষা। 
  2. মৌখিক পরীক্ষা :মৌখিক পরীক্ষায় সাধারণত আপনাকে রাস্তার বিভিন্ন সিগন্যাল সম্পর্কে জিজ্ঞাসা করবে।
  3. ব্যাবহারিক পরীক্ষা :আপনাকে মোটরযান চালিয়ে দেখাতে হবে জেলা প্রশাসকের সামনে।বিভিন্ন ড্রাইভিং দক্ষতা যেমন গাড়ি পার্কিং করা,নিদিষ্ট লাইনে গাড়ি চালানো ইত্যাদি দেখাতে হবে।

স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন :

আপনি যদি রাস্তায় পেশাদার বা অপেশাদারভাবে গাড়ি চালাতে চান তাহলে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।আপনি মুলত গাড়ি চালানোর প্রশিক্ষন নেওয়ার পরই স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের আবেদন করতে পারবেন।

যেসব কাগজপএ প্রয়োজন:

  • আপনার প্রশিক্ষন নেওয়া লার্নার ড্রাইভিং লাইসেন্সের মুলকপি।
  • জাতীয় পরিচয় পত্র(ফটোকপি)
  •  আপনার পার্সপোর্ট সাইজের ছবি(সদ্য তোলা)
  • মেডিকেল সার্টিফিকেট(রেজিস্টার্ডকৃত ডাক্তারের)

আবেদনের প্রক্রিয়া:

  • প্রথমে বিআরটিএ এর ওয়েবসাইট হতে ফরম ডাউনলোড করে নিন।
  • তারপর ব্যাংকের মাধ্যমে নির্ধারিত সরকারি ফি পরিশোধ করে রশিদ সংগ্রহ করুন।
  • আপনার পরীক্ষা পাশের রেজাল্ট পুরনকৃত ফরমের সাথে সংযুক্ত করে নিন।
  • আপনার রশিদে দেওয়া বায়োমেট্রিক তথ্যাদি নেওয়ার তারিখ যাচাই করে নিন
  • তারপর একটি নির্দিষ্ট তারিখে আপনার অফিসে গিয়ে টোকেন সংগ্রহ করুন এবং আপনার বায়োমেট্রিক তথ্য যেমন-আপনার আঙুলের ছাপ,আপনার ছবি এবং স্বাক্ষর দিন।
  • আপনাকে একটি রশিদ দেওয়া হবে যেটাতে আপনার ড্রাইভিং লাইসেন্স দেওয়ার তারিখ থাকবে।
  • আপনার লাইসেন্স যদি আপনাকে দেওয়া নির্দিষ্ট তারিখের আগেই প্রস্তুত হয়ে যায় তাহলে আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 
  • এসএমএস পাওয়ার পর আপনার লাইসেন্স নাম্বার এবং আপনাকে দেওয়া রশিদ নিয়ে বিআরটিএ অফিসে যান। 
  • আপনার সব ডকুমেন্টস সাবমিট করে আপনার ড্রাইভিং লাইসেন্সটি সংগ্রহ করুন।

ড্রাইভিং লাইসেন্স নবায়ন:

সব ড্রাইভিং লাইসেন্সের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আর লাইসেন্স ব্যাবহার করতে পারবেন না।তখন আপনার লাইসেন্স নবায়নের প্রয়োজন পরবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস :

  • আপনার এনআইডি কার্ডের ফটোকপি। 
  • আপনার শিক্ষাগত সনদ
  • মেডিকেল সার্টিফিকেট
  • ছবি (সদ্য তোলা)
  • পুলিশ ক্লিয়ারেন্স 

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করার উপায়:

  • আপনাকে ওয়েবসাইট হতে অথবা বিআরটিএ অফিস হতে নবায়ন ফরম ডাউনলোড করে নিতে হবে। 
  • এবার আপনি আপনার নবায়ন ফি পরিশোধ করে রশিদ গ্রহন করুন।
  • আপনার গ্রহনকৃত রশিদের সাথে আপনার সকল ডকুমেন্টস দিয়ে সংযুক্ত করুন।
  • পুরন করা ফরমটি আপনার বিআরটিএ অফিসে জমা দিন। 
  • আপনার যদি সকল তথ্য ঠিক থাকে তাহলে আপনার বায়োমেট্রিক তথ্য দিন।
  • এবার আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট করা পর্যন্ত অপেক্ষা করুন।
  • যদি আপনার লাইসেন্স প্রিন্ট করা সম্পুর্ন হয় তাহলে আপনাকে একটি এসএমএস পাঠানো হবে।
  • আপনি নির্দিষ্ট একটি দিনে অফিসে গিয়ে আপনার লাইসেন্স নিয়ে আসুন।
এভাবেই আপনি প্রাইভেট ড্রাইভার জব ২০২৩ এর জন্য আপনি লাইসেন্স সংগ্রহ করতে পারবেন এবং নবায়নও করতে পারবেন।


৭. উবার ড্রাইভার হিসেবে জব পাওয়ার উপায়  -প্রাইভেট ড্রাইভার জব ২০২৩ 

প্রাইভেট ড্রাইভার জব হিসেবে আপনি উবারে জয়েন করতে পারেন।উবার হচ্ছে একটি ট্যাক্সি ভিত্তিক সেবা দানকারী প্রতিষ্ঠান।উবার ড্রাইভারের কাছে যেমন জনপ্রিয় তেমনি রাইডারের কাছেও অনেক জনপ্রিয়। উবারের মাধ্যমে গ্রাহকরা যেমন ভালো সেবা পায়, তেমনি ড্রাইভারও অনেক টাকা আয় করতে পারে।আপনার যদি উবার ড্রাইভার হওয়ার আগ্রহ থাকে তাহলে এই আর্টিকেলটি পড়ুন।

আপনার যদি নিজের কোনো গাড়ি না থাকে তাহলে উবার আপনাকে গাড়ি দিবে।এজন্য আপনার ড্রাইভিং লাইসেন্স এবং আপনার জাতীয় পরিচয় পত্রের দরকার পরবে।

রেজিষ্ট্রেশন :

প্রাইভেট ড্রাইভার জব করার জন্য আপনি যদি উবারে রেজিষ্ট্রেশন করতে চান তাহলে আপনি উবারের ওয়েবসাইট অথবা তাদের অ্যাপ থেকেও রেজিষ্ট্রেশন করতে পারবেন।আপনাকে তাদের ওয়েবসাইট গিয়ে সাইন আপ টু ড্রাইভারে ক্লিক করতে হবে। এবার একটি রেজিষ্ট্রেশন ফরম পাবেন।এখানে আপনার নাম,ইমেইল, শহরের নাম এবং পার্সওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করুন।

এবার আপনাকে গাড়ি সিলেক্ট করতে হবে। গাড়ি সিলেক্ট করার পর আপনার গাড়ির লাইসেন্স, ব্যান্ড এবং গাড়ির মডেল দিতে হবে। এগুলো করার পর আপনি আপনার সকল ডকুমেন্টসের ছবি তুলে সাবমিট করুন। আপনি যদি অ্যাপ থেকে রেজিষ্ট্রেশন করতে চান তাহলে আপনাকে প্লে স্টোর থেকে উবার অ্যাপ ডাউনলোড করতে হবে।

এরপর উপরোক্ত নিয়মানুযায়ী রেজিষ্ট্রেশন করতে হবে। আপনি চাইলে উবার অফিসে গিয়েও রেজিষ্ট্রেশন করতে পারেন।
অফিসের ঠিকানা:
উবারের ২টি অফিস আছে ঢাকাতে।আপনি যেকোনো একটিতে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন। অফিসে যোগাযোগ করলেই তাদের প্রতিনিধি আপনাকে রেজিষ্ট্রেশন করে দিবে।একটি হচ্ছে কামাল আতাতুর্ক এভিনিউ, ঢাকা ১২১২,১৫৬, ফোন নাম্বার:০১৬৭৪২৮৬৪১০।
আরেকটি সোনারগাঁও জনপদ রোড, সেক্টর -১২ঢাকা ১২৩০। ফোন নাম্বার:০৯৬১২১১১২২২

অ্যাপের মাধ্যমে উবার ব্যাবহারের নিয়ম:

প্রথমে উবার ড্রাইবার অ্যাপে আপনার ইমেইল এবং পার্সওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।এবার অনলাইনে ক্লিক করুন। অনলাইনে ক্লিক করার মানে হচ্ছে আপনি এখন সেবা নিতে আগ্রহী।উবার আপনাকে একটি রিকোয়েস্ট পাঠাবে, আপনি যদি রিকোয়েস্ট  নিতে চান তাহলে আপনাকে একসেপ্ট করতে হবে।

এবার আপনি যাএীর ৪ টি তথ্য দেখতে পাবেন।যেমন -যাএীর নাম,তার মোবাইল নম্বর,যাএীর অবস্থান এবং আপনি যাএীর নিকট কিভাবে পৌঁছোবেন তার নেভিগেশন।  এসব ডকুমেন্টসের ভিত্তিতে আপনি যাএীকে তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। পৌঁছে দেওয়ার পর আপনি যাএীর নিকট হতে নগদ অথবা অ্যাপের মাধ্যমে টাকা পেমেন্ট নিতে পারবেন।

আপনার উবার অ্যাপে বাড়া কত হয়েছে তা দেখাবে,আপনি চাইলে আপনার কোনো ট্রিপ আপনি ক্যান্সেলও করতে পারবেন।আপনার ট্রিপ ক্যান্সেল করার জন্য আপনাকে দুটি ব্যাপার মাথায় রাখতে হবে।যেমন-

  1. কোনো যাএী যদি ভুল করে রিকোয়েস্ট পাঠায়,আপনি কল করে যদি ব্যাক্তিকে না পান।
  2. যাএীর অবস্থানে গিয়ে ১৫ মিনিট অপেক্ষা করার পরেও যদি যাএীকে না পান অর্থাৎ আপনি কল করেও যদি না পান।

উবার ড্রাইভার হিসেবে  টাকা আয়ের উপায়:

আপনি যদি প্রাইভেট ড্রাইভার জব হিসেবে উবারকে বেছে নিতে চান অথবা উবারে আসার কথা ভেবে থাকেন তাহলে আপনাকে কতগুলো টিপস ফলো করতে হবে। মুলত এই টিপসগুলি কর্তৃপক্ষের দেওয়া, এই টিপসগুলি ফলো করলেই আপনি অনেক টাকা আয় করতে পারবেন।

ভালো ব্যাবহার:

আপনাকে যাএীর সাথে অবশ্যই ভালো ব্যাবহার করতে হবে এবং তাদের সাথে যথেষ্ট ভালো ব্যাবহার করতে হবে।আপনাকে দেওয়া রেটিং আপনার আয়ের উপর অনেক প্রভাব ফেলবে। আপনার যাএীদের ভালোভাবে সার্বিস দেওয়ার জন্য আপনাকে গাড়ির ভিতরে এবং বাইরে পরিষ্কার রাখা উচিত।

প্রাইম টাইম:


আপনি যদি প্রাইম টাইমে কাজ করে থাকেন তাহলে উবার আপনাকে ২০-৫০ শতাংশ টাকা বেশি দিবে।এটা মুলত আপনাকে বোনাস হিসেবে দিবে।সকাল ৭-১২ টা পর্যন্ত এবং বিকাল ৫-রাত ১২টা পর্যন্ত সময়কে প্রাইম টাইম হিসেবে ধরা হয়।কারন বেশিরভাগ মানুষ এই সময় তাদের কর্মস্থল থেকে বাসায় ফিরে আসে।

নিয়ম-কানুন:

আপনাকে সবসময় উবারের নিয়ম-কানুন মেনে চলতে হবে। তাহলে আপনার আয় বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উবার সবসময় পরিশ্রমি এবং সেরা ড্রাইভার নির্বাচন করে এবং পুরষ্কার ও বোনাস দিয়ে থাকে।উবারের নিতিমালার মধ্যে রয়েছে -যাএীর সাথে ভালো ব্যাবহার, গাড়ির যত্ন নেওয়া,উবারের কল এবং অ্যাপ ব্যতীত কোনো যাএীকে গাড়িতে না উঠানো।

আপনি যদি প্রাইভেট ড্রাইভার  জব হিসেবে উবারকে বেছে নিতে চান তাহলে এখনই জয়েন করে ফেলুন।আপনার আয় আপনি উবার অ্যাপে দেখতে পাবেন।প্রাইভেট ড্রাইভার জব হিসেবে উবারকে বেছে নেওয়ার মাধ্যমে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।আপনি যদি দক্ষ গাড়ি চালক হন তাহলে উবার আপনার আয়ের অনেক বড় একটা অংশ হতে পারে।

৮.সরকারি ড্রাইভিং প্রশিক্ষন  - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

প্রতিবছরই সরকার বিভিন্ন প্রাইভেট ড্রাইভার জব পাওয়ার জন্য সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষন এর ব্যাবস্থা করে থাকে।এ প্রশিক্ষনটি মুলত স্কিল ফর এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ও বিআরটিসি এর যৌথ উদ্যোগে করা হয়ে থাকে। এই প্রশিক্ষনে ড্রাইভারদেরকে সরকারিভাবে লাইসেন্স দেওয়া হয়ে থাকে। এই প্রশিক্ষনে অংশগ্রহণ করতে কোনো টাকা প্রয়োজন হবে না।আপনি যদি দক্ষ গাড়ি চালক হতে চান তাহলে অংশগ্রহন করতে পারবেন।

আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণি পাস।শুধুমাএ ২০-৩৫ বছরের মধ্যে প্রার্থীরাই আবেদন করতে পারবে।আপনাকে শারিরীকভাবে সুস্থ হতে হবে এবং আপনার জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।এই প্রশিক্ষন এর জন্য আপনাকে বিআরটিসি এর দেওয়া ফরমে আবেদন করতে হবে।ফরমে আপনার ব্যাক্তিগত তথ্য এবং অন্যান্য বিষয়াবলি সঠিকভাবে পুরন করতে হবে। আবেদন ফরম যাচাই-বাছাই করে আপনাকে প্রশিক্ষন এর জন্য মনোনিত করা হবে।হালকা ড্রাইভিং কোর্সের মেয়াদ হয়১ মাস কিন্তু হালকা কোর্সের মেয়াদে ৪ মাসের হয়ে থাকে।

প্রশিক্ষন শেষে আপনার ড্রাইভিং টেস্ট করতে দেওয়া হবে,পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনাকে লাইসেন্স দেওয়া হবে এবং প্রশিক্ষনকালীন সময় আপনাকে যাতায়াত ভাড়া হিসেবে ১০০ টাকা করে দেওয়া হবে।এই প্রশিক্ষন নিয়ে আপনি দেশসহ বিদেশের বিভিন্ন প্রাইভেট ড্রাইভিং জব করতে পারবেন।

৯. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

প্রশ্ন ১: প্রাইভেট ড্রাইভার জবের জন্য কি লাইসেন্স দরকার হয়?

উত্তর:অবশ্যই দরকার হয়।

প্রশ্ন ২:প্রাইভেট ড্রাইভার জব করার জন্য কি কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে?

উত্তর:তেমন কোনো শিক্ষাগত যোগ্যতার দরকার নেই।তবে থাকলে ভালো।

প্রশ্ন ৩: সবচেয়ে বেশি প্রাইভেট ড্রাইভার জব কোন অ্যাপে পাওয়া যায়? 

উত্তর:Bikroy.JOBSএ

প্রশ্ন ৪:প্রাইভেট ড্রাইভার জব করার জন্য কি আপনাকে প্রশিক্ষন নিতে হবে?

উত্তর:হ্যাঁ। 


১০. লেখকের মন্তব্য - প্রাইভেট ড্রাইভার জব ২০২৩

আমাদের আজকের এই আর্টিকেলে আমরা প্রাইভেট ড্রাইভার জব ২০২৩, নতুন ড্রাইভার চাকরি, মালিকানা ড্রাইভার চাকরি, নতুন ড্রাইভার চাকরি নিয়োগ,ড্রাইভার নিয়োগে করনীয় ইত্যাদি বিষয় আলোচনা করেছি। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত ্প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্টে জানাতে পারেন। এরকম আরো তথ্যবহুল আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট the du speech ভিজিট করতে পারেন।


এই আর্টিকেলের 








লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url