OrdinaryITPostAd

ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে কি বিষয়?

 

যেসব শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার স্বপ্ন দেখে, তাদের মধ্যে বেশিরভাগেরই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ভর্তি হওয়া।  তবে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কি বিষয় এসব সম্পর্কে ভালো জানে না। এজন্যতাদেরকে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে ভোগান্তি পোহাতে হয়। তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, কিভাবেপ্রস্তুতি নেবে। এজন্য সকলের পরীক্ষা দেওয়ার পূর্বে এবং ভালো প্রস্তুতি নেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনইউনিটে কি বিষয় সে সম্পর্কে ভালো ধারণা রাখা প্রয়োজন। যেমন, সংক্ষেপে বলতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক

ইউনিটে বিজ্ঞান বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে, খ ইউনিটে মানবিক বিভাগের বিষয়গুলো থাকে এবং গ ইউনিটেব্যবসায় শিক্ষা সংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে এবং চ ইউনিটে চারুকলা বিভাগের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে।

আমাদের আজকের আর্টিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট গুলোর সাবজেক্ট সম্পর্কে আলোচনা করা হবে।


আর্টিকেল সূচিপত্র - ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটে কি বিষয়?


১. ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহ

১৯২১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ইউনিট ও তাদের অন্তর্ভুক্ত বিভিন্ন অনুষদ নিয়ে গঠিত। প্রতিবছর এ বিশ্ববিদ্যালয় অনেক মেধাবীরা তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে ভর্তি হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু  শিক্ষার্থীদের নির্দিষ্ট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মাধ্যমে নিজ নিজ ইউনিটের অন্তর্ভুক্ত বিষয়গুলোতে ভর্তি হতে পারে। তাই সঠিকভাবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে ইউনিটসমূহ সম্পর্কে খুঁটিনাটি তথ্য সকলের জানা প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটসমূহ----


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রধানত ক, খ, গ ও চ ইউনিটে বিভক্ত। আগে ঘ ইউনিট থাকলেও ২০২২-২৩  শিক্ষাবর্ষ থেকে ঘ ইউনিট বাতিল হয়ে যায়।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে  বিজ্ঞান, ফার্মেসি, জীববিজ্ঞান, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। এই ইউনিটে বিজ্ঞান বিভাগ থেকে আগত শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে। তবে মনোবিজ্ঞান, পরিসংখ্যান সহ নির্দিষ্ট কয়েকটা সাবজেক্টে অন্যান্য বিভাগ থেকে আগত  শিক্ষার্থীরা  নির্দিষ্ট শর্তসাপেক্ষে ভর্তি হতে পারে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট বা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিষয় সমূহে যে কোন বিভাগের শিক্ষার্থীরাই শর্ত পূরণ সাপেক্ষে ভর্তি হতে পারে। খ ইউনিটে নির্দিষ্ট সিট সাপেক্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো বিভাগের শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট বা ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি হওয়ার জন্য উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আগত এবং বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ থেকে আগত শিক্ষার্থীরাই ভর্তি হতে পারে। তবে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের একাউন্টিং সাবজেক্ট এবং ওই সাবজেক্টে গ্রেড পয়েন্ট নূন্যতম ৩.০  থাকা আবশ্যক। বিজ্ঞান বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ও মাধ্যমিকে ২০০ নম্বরের গণিত বা পরিসংখ্যান বিষয়টি থাকা আবশ্যক। মানবিক বিভাগ থেকে আগত শিক্ষার্থীদের উচ্চমাধ্যমিকে ও মাধ্যমিকে ২০০ নম্বরের অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়টি থাকা আবশ্যক। 


ঢাবির চারুকলা অনুষদ বা ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে। এই ইউনিটে সকল বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারবে তেমন কোন শর্ত নাই। তবে উচ্চমাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঐচ্ছিক বিষয় সহ জিপিএদ্বয়ের যোগফল নূন্যতম ৬.৫০ থাকতে হবে।


২. ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে কোন বিষয়

দেশের সর্বপ্রাচীন ও ঐতিহ্যমন্ডিত প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়।  তাই প্রায় সবারই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সিট পাওয়ার।  কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে এবং সিট স্বল্পতার কারণে সকলের পক্ষে সে স্বপ্ন পূরণ করা সম্ভব হয়ে ওঠেনা।  বিশেষ করে মানবিক শাখা থেকে আগত বেশিরভাগ শিক্ষার্থীদেরই উচ্চশিক্ষার জন্য স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিটে ভর্তি হওয়া। আর ভর্তি যুদ্ধে নিজেকে সবার চেয়ে এগিয়ে রাখতে ইউনিট সম্পর্কে এবং ইউনিটের অন্তর্ভুক্ত সাবজেক্ট সম্পর্কে ধারণা রাখা অতীব জরুরি। এরই ধারাবাহিকতায় এই সেকশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে কোন বিষয় সে সম্পর্কে জানব। 

কলা অনুষদের অন্তর্ভুক্ত বিষয় সমূহ—  


  •  বাংলা

  •  ইংরেজি

  •  আরবি 

  • ফারসি ভাষা ও সাহিত্য

  • উর্দু

  •  সংস্কৃত

  •  পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডি

  • ইতিহাস

  •  দর্শন

  •  ইসলামিক স্টাডিজ

  •  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি

  •  তথ্য বিজ্ঞান ও গ্রন্থাকার ব্যবস্থাপনা

  •  থিয়েটার এন্ড পারফর্মেন্স স্টাডিজ

  •  ভাষাবিজ্ঞান

  •  সংগীত

  •  বিশ্বধর্ম ও সংস্কৃতি

  •  নৃত্যকলা 


সামাজিক বিজ্ঞান অনুসদের অন্তর্ভুক্ত বিষয় সমূহ —-


  • uncheckedঅর্থনীতি

  • unchecked রাষ্ট্রবিজ্ঞান

  • unchecked আন্তর্জাতিক সম্পর্ক 

  • uncheckedসমাজবিজ্ঞান

  • unchecked গণ যোগাযোগ ও সাংবাদিকতা

  • unchecked লোক প্রশাসন

  • unchecked নৃবিজ্ঞান

  • unchecked পপুলেশন সাইন্স

  • unchecked শান্তি ও  সংঘর্ষ অধ্যায়ন

  • unchecked উইমেন এন্ড জেন্ডার স্টাডি

  • unchecked উন্নয়ন অধ্যায়ন

  • unchecked টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি

  • unchecked ক্রিমিনোলজি

  • unchecked কমিউনিকেশন

  • unchecked  প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ

  • unchecked জাপানিজ স্টাডিস 


আইন অনুষদভুক্ত সাবজেক্ট —-


  • আইন


 সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট—-


  • uncheckedসমাজ কল্যাণ


 স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট—- 


  • uncheckedস্বাস্থ্য অর্থনীতি


শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট—- 


  • শিক্ষা বা বিএড


ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভলনারাবিলিটি স্টাডিজ—-


  • uncheckedডিজিস্টার ম্যানেজমেন্ট এন্ড ভোলনারাবিলিটি স্টাডি


আধুনিক ভাষা ইনস্টিটিউট—- 


  • ESOL

  • FLC

  • CLC 

  • JLC


৩. ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয় সমূহ

দেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের বুয়েট, মেডিকেলের মতোই স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে বা বিজ্ঞান বিভাগে ভর্তি হওয়া। ঢাবির ক ইউনিটে মোট ৩১ টি ডিপার্টমেন্ট বা বিভাগ রয়েছে। নিচে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ বর্ণিত হল।

বিজ্ঞান বিভাগের বিষয় সমূহ —


  • পদার্থবিজ্ঞান

  •   গণিত

  •  রসায়ন

  •  পরিসংখ্যান

  •  কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল

  •  জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি

  • রোবটিক্স এন্ড মেকারট্রনিক্স ইঞ্জিনিয়ারিং

  •  নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং

  •  ফলিত পরিসংখ্যান

  •  ফলিত গণিত

  •  অনুজীব বিজ্ঞান

  •  মৎস্য বিজ্ঞান

  •  পুষ্টি ও খাদ্যবিজ্ঞান

  •  ফার্মেসি

  •  ভূগোল ও পরিবেশ 

  • সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং

  •  ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়ান্স

  •  সমুদ্র বিজ্ঞান

  •  আবহাওয়া বিজ্ঞান

  •  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

  •  মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ

  •   ফলিত রসায়ন ও কেমি কৌশল

  •  প্রাণিবিদ্যা

  •  উদ্ভিদবিজ্ঞান

  •  মনোবিজ্ঞান

  •  প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান

  •  লেদার ইঞ্জিনিয়ারিং

  •  ফুটওয়ার ইঞ্জিনিয়ারিং

  •  লেদার প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং

  •  ভৌতবিজ্ঞান

  •  জীববিজ্ঞান 


৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে কোন বিষয়

আর্টিকেলের এ সেকশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ ইউনিটে কোন বিষয় এ সম্পর্কে আলোচনা করব।  মূলত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিট ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে বাতিল করা হয়। আর পাঁচটি ইউনিটের পরিবর্তে পুনর্গঠিত করে চারটি ইউনিট কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিটে ভর্তি পরীক্ষা হবে। এক্ষেত্রে বিভাগ পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীরা তিন ইউনিটেই পরীক্ষা দিতে পারবে। এজন্য ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগের কেউ বিজ্ঞান ইউনিটে ভর্তি হতে চাইলে, তিনি সেই ইউনিটে আবেদন করতে পারবে। এক্ষেত্রে বাংলা, ইংরেজি, তথ্য-প্রযুক্তি বিষয়  থাকা ও এইচএসসিতে অতিরিক্ত অর্থনীতি, ভূগোল, গণিত, পরিসংখ্যান বা মনোবিজ্ঞানের যেকোনো একটি থাকতে হবে। একইভাবে বিজ্ঞান বা মানবিক বিভাগ থেকেও ব্যবসায় শিক্ষা বিভাগেও আবেদন করা যাবে। এক্ষেত্রে আবেদনকারীদের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ে আবশ্যিক পরীক্ষা দিতে হবে। আবার মানবিক বিভাগে ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের সকলের একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে।

৫. ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ

অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের মতো ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছুদেরও পছন্দের তালিকায় প্রথম থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আর এই বিভাগে ভর্তি প্রার্থীদের গ ইউনিটে পরীক্ষা দিতে হয়। তাই, শিক্ষার্থীদের ভর্তির পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট বিষয়সমূহ সম্পর্কে জানা জরুরি। ঢাবির গ ইউনিটে মোট বিভাগ রয়েছে নয়টি। নিচে ঢাবি গ ইউনিট সাবজেক্ট লিস্ট দেয়া হলো—


গ ইউনিট বিষয় সমূহ—-


  • মার্কেটিং

  •  ম্যানেজমেন্ট

  •  ফিনান্স

  •  হিসাববিজ্ঞান

  •  ইন্টারন্যাশনাল বিজনেস

  •  ব্যাংকিং ও বীমা

  •  ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম

  •  অর্গানাইজেশন স্ট্রাটেজি এন্ড লিডারশিপ

  •  টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট


৬. ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথ্য

হাজারো শিক্ষার্থীদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবছর ভর্তি পরীক্ষার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণিত করে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পায়। তাই, ভর্তি পরীক্ষায় ভালো করতে এবং নিজেকে একধাপ এগিয়ে রাখতে ভর্তি তথ্য এবং আবেদনের যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানা জরুরি। ঢাবিতে সাধারণত ক, খ, গ, চ ও বিভাগ পরিবর্তন ইউনিটে পরীক্ষা হয়। আমাদের আর্টিকেলের এই সেকশনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য সম্পর্কে আলোচনা করব। 


২০১৯ ও ২০ শিক্ষাবর্ষের আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ পদ্ধতিতে নেওয়া হতো। কিন্তু,  ২০১৯ শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ পদ্ধতির পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হয়। সেই ধারাবাহিকতায়  এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা দিতে হবে। 


পরীক্ষা হবে সর্বমোট ১০০ নম্বরে।  ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা হলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল যুক্ত করে ১২০ নাম্বারে মেধা তালিকা তৈরি করা হয়।  ৬০ নম্বর থাকে বহু নির্বাচনী পরীক্ষা ও ৪০ নম্বর থেকে লিখিত পরীক্ষার জন্য।


৭. ঢাবির ভর্তি পরীক্ষা যোগ্যতা

বিজ্ঞান ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান শাখার ন্যূনতম জিপিএ সহ উচ্চ মাধ্যমিক এবং IGCSE/O লেভেল এবং IAL/GCE A লেভেল পরীক্ষা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমমানের জিপিএ (৪র্থ বিষয় সহ) বা সমমানের পরীক্ষা (৪র্থ বিষয় সহ) পাশ করা। 8.00 স্কোর (মাধ্যমিক/সমমান পরীক্ষায় কমপক্ষে 3.5 পয়েন্ট এবং উচ্চ বিদ্যালয়/সমমান পরীক্ষায় যথাক্রমে) প্রার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে, শিক্ষার্থীকে মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয় বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় সহ) কমপক্ষে 7.5 (আলাদাভাবে কমপক্ষে 3.0) জিপিএ প্রাপ্ত হতে হবে।


উচ্চ মাধ্যমিক স্কুল বোর্ড এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ বিভাগ থেকে আলিম এবং IGCSE/O লেভেল এবং IAL/GCE A লেভেলের মানবিক পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ 7.5 (মাধ্যমিক স্কুল/সমমান এবং উচ্চ মাধ্যমিকের জন্য ন্যূনতম 3.0) সহ প্রার্থীরা আলাদাভাবে সমতা পরীক্ষা) ভর্তির জন্য আবেদন করা যাবে। আবার এইচএসসি ও মাদরাসা বোর্ডের বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরাও ভর্তির জন্য আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় সহ) শিক্ষার্থীর প্রাপ্ত মোট জিপিএ বিজ্ঞান স্ট্রিমের জন্য কমপক্ষে 8.0 (পৃথকভাবে কমপক্ষে 3.5) এবং কমপক্ষে 7.5 (পৃথকভাবে কমপক্ষে 3.0) হতে হবে।


যে প্রার্থীরা মাধ্যমিক শিক্ষা বোর্ড, ব্যবসায় শিক্ষা বিভাগের IGCSE/O লেভেল এবং IAL/GCE A লেভেল পরীক্ষায় ন্যূনতম 7.5 (মাধ্যমিক/সমমান পরীক্ষা এবং সিনিয়র মাধ্যমিক/সমমানের পরীক্ষা) ন্যূনতম সম্মিলিত মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ের জিপিএ সহ পাস করেছেন বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয় সহ) স্বতন্ত্রভাবে ন্যূনতম ৩.০০ অর্জন করতে হবে) ভর্তির জন্য আবেদন করতে। তবে, উচ্চ বিদ্যালয় এবং মাদরাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিকের শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারে। এই ক্ষেত্রে, শিক্ষার্থীর এস এস সি ও এইচ এস সি বা সমমানের পরীক্ষায় (চতুর্থ বিষয় সহ) মানবিক বিভাগে ন্যূনতম জিপিএ 8.0 (আলাদাভাবে সর্বনিম্ন 3.5) এবং ন্যূনতম 7.5 ( আলাদাভাবে ন্যূনতম 3.0) থাকতে হবে।


এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার যেকোনো শাখায় উত্তীর্ণ প্রার্থীদের অবশ্যই এস.এস.সি এবং এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয় সহ) সম্মিলিত জিপিএ কমপক্ষে 6.5 থাকতে হবে (এস.এস.সি/সমমান পরীক্ষায় এবং এইচ.এস.সি ন্যূনতম 3.0 যথাক্রমে সমমানের পরীক্ষা)। 


৮. ঢাবি ভর্তি পরীক্ষার মানবন্টন

আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন পরীক্ষায় শুধু এমসিকিউ প্রশ্ন হলেও ২০১৯-২০ থেকে এডমিশন পরীক্ষায় নতুন নিয়ম চালু হয়। উল্লিখিত এডমিশন পরীক্ষায় MCQ এবং লিখিত পরীক্ষা নেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগের এডমিশন পরীক্ষায় পূর্ণ স্কোর ২০০ মার্ক হলেও মোট স্কোর কমে দাঁড়ায় ১০০ মার্কে। এসএসসি এবং এইচএসসির জন্য নির্ধারিত 80 নম্বর কমিয়ে 20 নম্বর করা হয়েছে। MCQ পরীক্ষার স্কোর 60 মার্কে পৌঁছেছে। অন্যদিকে, লিখিত পরীক্ষার মোট স্কোর 40 মার্ক। MCQ এবং লিখিত পরীক্ষার জন্য 45 মিনিট করে বরাদ্দ করা হয়।


৯. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১: ঢাকা বিশ্ববিদ্যালয় কি কি ইউনিট আছে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের জন্য ইউনিট, মানবিক বিভাগের জন্য ইউনিট, ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য গ ইউনিট ও চারুকলা অনুষদের জন্য চ ইউনিট।

প্রশ্ন ২: ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে কত পয়েন্ট লাগে?

উত্তর: ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএদ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫০ হতে হয়। তবে কোন একটা পরীক্ষায় 3.00 এর কম জিপিএ হলে আবেদন করা যাবে না। 

প্রশ্ন ৩: ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত ছাড়া কোন কোন ইউনিট আছে?

উত্তর: ঢাবিতে ক ইউনিটে গণিতের পরিবর্তে বাংলা বা ইংরেজি উত্তর দিলে রসায়ন, উদ্ভিদবিদ্যা, প্রাণিবিদ্যা, বায়োকেমিস্ট্রি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, ফিসারিস, ফার্মেসি, সাইকোলজি, ভূগোল, মৃত্তিকা, পানি ও পরিবেশ, লেদার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে ভর্তি হওয়া যায়।

প্রশ্ন ৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী কে?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম লীলা নাগ।

প্রশ্ন ৫: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে কত সিজিপিএ লাগে?

উত্তর: যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ঢাবিতে মাস্টার্স করতে সিজিপিএ ৪.০০ এ ন্যূনতম ২.৫০ সিজিপিএ থাকতে হয়। আবার এস এস সি ও এইচএসসি পরীক্ষায় ৫.০০ স্কেলে ন্যূনতম ৩.৫০ জিপিএ থাকতে হয়।

প্রশ্ন ৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কত নম্বর লাগবে?

উত্তর: এসএসসি ও এইচএসসিতে জিপিএ মোটামুটি ভালো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে জিপিএ নম্বর ছাড়া ৫৫ থেকে ৬০ এর মধ্যে মার্ক পেতে হয়।


১০. লেখকের মন্তব্য

দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয়।  তাই ভর্তি পরীক্ষায় ভালো করতে সঠিকভাবে প্রস্তুতি নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কোন ইউনিটে কি বিষয় সে সম্পর্কে ধারণা থাকা জরুরি।  আমাদের এই আর্টিকেলে আমরা এ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। মূলত ভর্তি প্রস্তুতির পাশাপাশি নিজেকে আরও এগিয়ে রাখতে আনুষঙ্গিক সব বিষয়ে জ্ঞান রাখা জরুরী।  আশা করি আমাদের আর্টিকেলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কি বিষয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছেন।  এরপরেও আপনাদের কোন প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আপনাদের প্রয়োজনীয় সব আর্টিকেল নিয়মিত পড়তে আমাদের আর্টিকেল রাইটিং ওয়েবসাইট The DU Speech ভিজিট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url