OrdinaryITPostAd

ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৪

বাংলাদেশের সেরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য হচ্ছে ঢাবির ক ইউনিট। ঢাবির বিজ্ঞান বিভাগের ডিপার্টমেন্ট রয়েছে মোট ৩১ টি। বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক ইউনিট  বিষয় সমূহ   সম্পর্কে জানতে চায়।আমাদের আজকের এ আর্টিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট বিষয় সমূহ ২০২৪ নিয়ে আলোচনা করব । কাজেই আর্টিকেলটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত পড়ুন।

আর্টিকেল সূচিপত্র 

১. ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয়সমূহ ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট মানে ক ইউনিট। ক ইউনিটের বিষয়সমূহ নিয়ে নিচে আলোচনা করছি-

বিজ্ঞান অনুষদ:

  1. ফলিত গণিত
  2. পরিসংখ্যান 
  3. রসায়ন 
  4. গণিত
  5. পদার্থ বিজ্ঞান 

জীববিজ্ঞান অনুষদ:

  1. জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি
  2. অণুজীব বিজ্ঞান 
  3. মৎস্য বিজ্ঞান 
  4. মনোবিজ্ঞান
  5. প্রাণি বিদ্যা
  6. উদ্ভিদ বিজ্ঞান 
  7. মৃত্তিকা, পানি ও পরিবেশ 

ফার্মেসী অনুষদ:

  • ফার্মেসী

আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদ:

  1. আবহাওয়া বিজ্ঞান 
  2. সমুদ্র বিজ্ঞান 
  3. ভূতত্ত্ব 
  4. ভূগোল ও পরিবেশ 
  5. ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ :

  1. রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 
  2. নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং 
  3. ফলিত রসায়ন ও কেমিকৌশল 
  4. কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল 
  5. ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং 

পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট :

  • ফলিত পরিসংখ্যান 

পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট :

  • পুষ্টি ও খাদ্য বিজ্ঞান 

তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট :

  • সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 

লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউট :

  • লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং 
  • লেদার ইঞ্জিনিয়ারিং 
  • ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং 

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট :

  1. জীববিজ্ঞান 
  2. ভৌত বিজ্ঞান 
সুতরাং বলা যায় উপরোক্ত বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে বিদ্যমান রয়েছে। 

২. ঢাবি ক ইউনিট মানবন্টন  

প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বা বিজ্ঞান ইউনিটে লিখিত এবং এমসিকিউ উভয় পদ্ধতিতে ভর্তি  পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাতে নম্বর থাকে ১০০। পরীক্ষার সময় হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট। ১০০ নম্বারের পরীক্ষার মধ্যে ৬০ নম্বর হচ্ছে MCQ এবং ৪০ নম্বার হচ্ছে লিখিত পরীক্ষা। এক ঘন্টা তিরিশ মিনিটের মধ্যে 45 মিনিট হচ্ছে এমসিকিউ এবং 45 মিনিট হচ্ছে লিখিত পরীক্ষা। 
চলুন তাহলে ঢাবির ক ইউনিট এর মানবন্টন সমূহ দেখে নেই -
ইউনিট নাম - ক ইউনিট 
MCQ পরীক্ষা 
মোট নম্বর - ৬০
সময় - ৪৫ মিনিট
পাশ নম্বর -২৪

লিখিত পরীক্ষা 
মোট নম্বর - ৪০
সময় - ৪৫ মিনিট
পাশ নম্বর -১২ 

৩. ঢাবি ভর্তি পরীক্ষা 

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন 18 ডিসেম্বর থেকে শুরু হবে। ঢাবির মোট ৪ ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ২০২৪, খ্রিস্টাব্দ পর্যন্ত। অনলাইন আবেদন ফ্রি ১০৫০ টাকা। 

আবেদন শুরু :

১৮ ডিসেম্বর ২০২৩, সোমবার দুপুর বারোটা থেকে। 

আবেদন শেষ : 

৫ জানুয়ারি ২০২৪, শুক্রবার রাত ১১:৫৯ মিনিট। 

আবেদন ফি :

১০৫০ টাকা। 

প্রবেশপত্র ডাউনলোড : 

৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্ব পর্যন্ত। 

পরীক্ষার তারিখ :

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট :

২৩ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার। 

ব্যবসায় শিক্ষা ইউনিট :

২৪ ফেব্রুয়ারি ২০২৪, শনিবার 

বিজ্ঞান ইউনিট :

১ মার্চ ২০২৪, শুক্রবার। 

চারুকলা ইউনিট :

 ৯ মার্চ ২০২৪, শনিবার 

পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সময় :

সকাল ১১ টা থেকে দুপুর ১২ঃ৩০টা পর্যন্ত সকল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্থান :

চারুকলা ব্যতীত বাকি তিনটি ইউনিটের পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ।

সকল ইউনিটের ভর্তি পরীক্ষা (চারু কলা ব্যতীত) ৬০নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত হবে এবং সকল ইউনিটের সময় এক ঘণ্টা ৩০ মিনিট। 

৪. ঢাবি ক ইউনিট ভর্তি প্রস্তুতি  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট ভর্তি পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন করা হয়। তবে এখানে একটি বিষয় হচ্ছে আপনার যদি উচ্চতর গণিত বা জীববিজ্ঞান চতুর্থ বিষয় হয়ে থাকে তাহলে সেই বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি উত্তর করতে পারবেন। এক্ষেত্রে দেখা যায় যে খ ইউনিটে প্রস্তুতি নেওয়ার শিক্ষার্থীরা অনেকটাই এগিয়ে থাকে। কারণ তারা বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান পড়ে থাকে। এর ফলে তারা চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি অনায়াসে উত্তর করতে পারে। তবে এখানে একটি সমস্যা হচ্ছে জীববিজ্ঞান বা উচ্চতর গণিত ব্যতীত বাংলা বা ইংরেজি উত্তর করলে জীববিজ্ঞান বা উচ্চতর গণিত ডিপার্টমেন্টগুলিতে পড়তে পারবেন না। 

পদার্থবিজ্ঞান ও গণিত প্রস্তুতি নেওয়ার সময় সূত্রগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে কারণ এই বিষয়গুলোতে গণিত অনেক বেশি আসে। তাছাড়া একটা বিষয় জেনে রাখা ভালো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। আবার রসায়নে দেখা যায় যে স্পেশাল বিক্রিয়াগুলো বেশি আসে। আপনি যদি আগে এগুলো পড়ে নোট করে ফেলেন তাহলে পরীক্ষার সময় এক বার চোখ বুলিয়ে গেলেই হবে। 

৫. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে কতটি বিষয় রয়েছে? 

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে ৩১ টি বিষয় রয়েছে।  

প্রশ্ন ২: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট কয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়? 

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রশ্ন ৩: প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কোন বিশ্ববিদ্যালয় কে? 

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয় কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়। 

প্রশ্ন ৪: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন কবে শুরু হবে? 

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন ১৮ই ডিসেম্বর থেকে শুরু হবে। 

প্রশ্ন ৫:ঢাবির ক ইউনিটে কত নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়?

উত্তর: ঢাবির ক ইউনিটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

প্রশ্ন ৬: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কি ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয়?

উত্তর: জি না৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেওয়া হয় না। 

৬. লেখকের মন্তব্য 

আজকের আর্টিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক ইউনিট বিষয় সমূহ, ঢাবি ক ইউনিট মানবন্টন, ঢাবি ক ইউনিট ভর্তি প্রস্ততি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনি যদি একজন ভর্তি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি আপনার অনেক কাজে দিবে। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট The Du  Speech। ধন্যবাদ। 

এই আর্টিকেলের-

লেখক: মোসা: কবিতা 
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url