OrdinaryITPostAd

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩ [সর্বশেষ আপডেট]

ইউরোপের অন্যতম সুন্দর একটি দেশ হচ্ছে ক্রোয়েশিয়া। ক্রোয়েশিয়া দেশটিতে বাংলাদেশীদের জন্য রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ভিসা। যেমন-ক্রোয়েশিয়া স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা, ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা, ক্রোয়েশিয়া ফ্যামিলি ভিসা।আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব -ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩ নিয়ে। ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩ সম্পর্কে জানতে আর্টিকেলটি পড়ুন। 

এছাড়াও আরো আলোচনা করব - ক্রোয়েশিয়া ভিসার দাম কত, ক্রোয়েশিয়া ভিসা আবেদন, ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট চেক অনলাইন, ক্রোয়েশিয়া বেতন কত, ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি।

আর্টিকেল সূচিপত্র - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

১. ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩ 

ওয়ার্ক পারমিট :

বিদেশে কাজ নেওয়ার ক্ষেত্রে একটি অনুমতিপত্র হচ্ছে ওয়ার্ক পারমিট।সাধারণত ওয়ার্ক পারমিট বিনামূল্যে সংগ্রহ করা হয়। একটি রিয়েল ওয়ার্ক পারমিট পাওয়া মানে হচ্ছে একটি ভিসা পাওয়ার ৭০% নিশ্চয়তা। ওয়ার্ক পারমিট সাধারণত সরাসরি কোম্পানির মাধ্যমে অথবা অভিবাসন আইনজীবীর মাধ্যমে সংগ্রহ করা হয়।

ক্রোয়েশিয়াতে রয়েছে প্রচুর ওয়ার্ক পারমিট ভিসা।ক্রোয়েশিয়াতে বর্তমানে  কনস্ট্রাকশন  সেক্টরে সবচেয়ে বেশি ওয়ার্ক পারমিট ভিসায় নিয়োগ দেয়া হচ্ছে।এছাড়াও আরো কিছু কাজের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়া হচ্ছে  । যেমন প্লাম্বার, ম্যাসন, সাটারিং কার্পেন্টার,পেইন্টার, স্টিল পিকচার, ইলেকট্রিশিয়ান,ফোরম্যান সহ বিভিন্ন ট্রেডের ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

২০২৩ সালে ক্রোয়েশিয়াতে কিছু কাজের এক বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হবে যেমন:
  1. মাংস উৎপাদন
  2. মাংস প্যাকিং রক্ষণাবেক্ষণ 
  3. ক্লিনিং
  4. প্যাকার
  5. নির্মাণ শ্রমিক 
  6. টিলার 
  7. ব্রিকলেয়ার
উল্লেখযোগ্য পদগুলোতে ক্রোয়েশিয়া ২০২৩ সালে অনেক ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে থাকবেন। সুতরাং এসব কাজের ওয়ার্ক পারমিট ভিসা সংগ্রহ করে ভিসার আবেদন করুন এবং উপার্জন করুন লাখ টাকা। 

২. ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার দাম কত - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার দাম কত হবে তা নির্ভর করে ভিসার ধরণের উপর।ক্রোয়েশিয়া ওয়ার্ক  পারমিট ভিসার দাম বাংলাদেশী টাকায় সাধারণত 6 লক্ষ থেকে আট লক্ষ পর্যন্ত হয়ে থাকে । আপনি যদি বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা পেতে চান তাহলে এজেন্সির নিয়ম অনুযায়ী টাকা কমবেশি নিতে পারে।তার জন্য এজেন্সির সাথে কথা বলে নিবেন।তবে আপনি যদি কয়েকটা এজেন্সির সাথে কথা বলে নেন তাহলে ভিসার দাম নিয়ে আপনার একটি ভালো ধারণা হয়ে যাবে। এতে করে আপনার ভিসার দামও কম বেশি করে নিতে পারবেন।

৩. ক্রোয়েশিয়া ভিসা আবেদন  - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

ক্রোয়েশিয়া ভিসার আবেদন প্রক্রিয়া নিচে দেওয়া হলো :
  1. ক্রোয়েশিয়া ভিসা আবেদন করার জন্য আপনি কোন ধরণের ভিসায় ক্রোয়েশিয়া যাবেন তা সিলেক্ট করুন।
  2. এবার সরকারি ভিসা অফিস অথবা তাদের ওয়েবসাইট দেখে সকল নির্দেশনা অনুযায়ী কাগজপএ তৈরি করে নিন।
  3. এবার অনলাইনে https://crovisa.mvep.hr/ এই ওয়েবসাইট থেকে  ক্রোয়েশিয়া ভিসা আবেদন করে ফেলুন এবং আবেদন করার পর তার একটি কপি প্রিন্ট করে নিন।
  4. ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবার পর আপনার ভিসার জন্য অফিস সাক্ষাৎ কারের সময় লিপিবদ্ধ করুন।
  5. আপনার সাক্ষাৎকার কনফার্ম করার জন্য আপনার বায়োমেট্রিক তথ্য যেমন - আঙুলের ছাপ দিতে হবে। 
  6. বায়োমেট্রিক তথ্যের সাথে আপনার রঙিন ছবিও দিতে হবে। এতে আপনার ক্রোয়েশিয়া ভিসার জন্য অ্যাপয়েন্টমেন্টটি বুক হয়ে যাবে। 
  7. ক্রোয়েশিয়া ভিসার জন্য প্রযোজ্য ফি আবেদন করার পরই জমা দিতে হবে এবং রিসিট নিতে হবে।
  8. আপনার ভিসা তৈরির পর আপনার ইমেইল এড্রেসে একটি কনফার্মেশন এসএমএস যাবে। 
  9. তারপর নির্দিষ্ট দিনে উপস্থিত হয়ে ভিসা সংগ্রহ করে নিতে পারবেন। 

৪. ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট চেক অনলাইন  - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার প্রক্রিয়া নিচে দেওয়া হলো :
  1. ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা অনলাইনে চেক করার জন্য প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারে ক্রোয়েশিয়া ভিসা স্ট্যাটাস লিখে সার্চ করতে হবে। 
  2. তারপর আপনার সামনে প্রদর্শিত এই লিংকে  https://www.vfsvisaonline.com ক্লিক করতে হবে। 
  3. তারপর VFS.GLOBAL নামে একটি পেইজ দেখতে পাবেন। 
  4. এই পেইজে আপনার ভিসা নাম্বার এবং ক্যাপচা নাম্বার দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। 
  5. এবার আপনার ভিসার সকল তথ্য আপনার সামনে প্রদর্শিত হবে।
সুতরাং বলা যায়, উপরোক্ত পদ্ধতি অনুসরণ করে আপনি ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করতে পারবেন। 

৫. ক্রোয়েশিয়া বেতন কত - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

ক্রোয়েশিয়াতে প্রতি মাসে 500 ইউরো থেকে 700 ইউরো পর্যন্ত বেতন দেওয়া হয় জেনারেল ওয়ার্ক এর জন্য। তাছাড়া আপনার বেতনের পরিমাণ নির্ভর করবে কাজের ক্যাটাগরির উপর , এজন্য আপনার মাসিক সেলারির পরিমাণ কম বা বেশি হতে পারে।তবে আপনার যদি কোনো কাজে ভালো দক্ষতা ও অভিজ্ঞতা থাকে তাহলে আরো বেশি টাকা বেতন পেয়ে থাকবেন।

৬. ক্রোয়েশিয়া কোন কাজের চাহিদা বেশি  - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

ক্রোয়েশিয়ােতে রয়েছে অনেক কাজের চাহিদা।এসব কাজের যেমন রয়েছে চাহিদা ঠিক তেমনি রয়েছে অনেক বেতন। ক্রোয়েশিয়াতে চাহিদা বেশি এমন কিছু কাজের তালিকা নিচে দেওয়া হলো:

  • হোটেল
  • ইলেকট্রিশিয়ান
  • ড্রাইভিং
  • ক্লিনার
  • ফুড প্যাকেজিং
  • এগ্রিকালচার
  • মেকানিক্যাল
  • কন্সট্রাকশন 
সুতরাং উপরোক্ত তালিকায় বর্ণিত কাজগুলোর ক্রোয়েশিয়াতে ব্যাপক চাহিদা রয়েছে এবং কাজের বেতনও অনেক বেশি। 

৭. ক্রোয়েশিয়া ভিসার প্রয়োজনীয় কাগজপএ - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

আপনি যদি ক্রোয়েশিয়াতে ভিসা নিতে চান তাহলে আপনার কিছু কাগজপএের দরকার হবে। কাগজপএ গুলো আপনাকে এজেন্সির মাধ্যমে জমা দিতে হবে। চলুন এক নজরে দেখে নেই প্রয়োজনীয় কাগজপএ গুলো :
  • পাসপোর্ট (৬ মাস মেয়াদের)
  • আবেদনকারীর বাবা মা এর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 
  • পাসপোর্ট সাইজের ছবি (২ কপি)
  • আবেদনকারীর জাতীয় পরিচয় পত্রের ফটোকপি 
  • পূর্বের কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপএ
  • চেয়ারম্যান হতে প্রদত্ত সত্যায়িত সনদপএ
  • আবেদনকারী যদি পূর্বে ক্রোয়েশিয়া গিয়ে থাকেন তার প্রমাণপএ
একটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার কাগজপত্রে যাতে কোনো ধরণের ভুল না থাকে তাহলে ভিসা বাতিল হয়ে যেতে পারে। 

৮. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

প্রশ্ন ১: ক্রোয়েশিয়া বেতন কত?

উত্তর: ক্রোয়েশিয়া মাসিক বেতন 500 থেকে 700  ইউরো হয়ে থাকে। 

প্রশ্ন ২: ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার ওয়েবসাইট কোনটি? 

উত্তর: ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা চেক করার ওয়েবসাইটের  হচ্ছে https://www.vfsvisaonline.com

প্রশ্ন ৩: ক্রোয়েশিয়া ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ কতদিন হতে হবে? 

উত্তর: ক্রোয়েশিয়া ভিসার জন্য পাসপোর্টের মেয়াদ হতে হবে ৬ মাস।

৯. লেখকের মন্তব্য - ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩

আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা ২০২৩ নিয়ে। আর্টিকেল পড়ে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্যসমৃদ্ধ আর্টিকেল পড়তে নিয়মিত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট   The DU  Speech। ধন্যবাদ।

এই আর্টিকেলের-


লেখক: মোসা: কবিতা
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী 


ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url