জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ [নতুন বিজ্ঞপ্তি]
শিক্ষা হচ্ছে জ্ঞানের আলোকবর্তিকা, এটি কোন লিঙ্গ সীমানা জানে না, তবুও প্রতিনিয়ত শিক্ষাগত অধিকারের জন্য লক্ষ লক্ষ নারীকে প্রতিদিন যুদ্ধ করতে হয়। আমরা বিশ্বাস করি যে, নারী শিক্ষা হচ্ছে তাদের মৌলিক অধিকার, নারীদের সাক্ষরতার হার বৃদ্ধিসহ নারীদের সকল ধরণের অধিকার নিশ্চিতকরণের জন্য জাগো ফাউন্ডেশন আয়োজন করেছে শিক্ষাবৃত্তির। আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করব জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ নিয়ে। জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ সম্পর্কে জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
সংক্ষেপে জেনে নিন | |
---|---|
প্রশ্ন | জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ |
উত্তর ধাপ ০১. | জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা www.jaago.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। |
উত্তর ধাপ ০২. | জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ এর আবেদনের সময়সীমা ২০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।মোট ১৬০ জন নারী শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দিবে জাগো ফাউন্ডেশন। |
আর্টিকেল সূচিপত্র - জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩
- লেখকের মন্তব্য - জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩
১. জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩
নারীদের সমাজে সমতা এবং দারিদ্র্য নিরসনের জন্য এবং ভবিষ্যতের জন্য ন্যায়সঙ্গতভাবে তৈরি করার লক্ষ্যে, JAAGO ফাউন্ডেশন, U-Go-এর সহযোগিতায়, JAAGO ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ নিয়ে এসেছে, মূলত মেধাবী সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের জন্য নিরবচ্ছিন্নভাবে শিক্ষায় সহায়তা করার জন্য এই উদ্যোগটি নেওয়া হয়েছে।
প্রান্তিক জনগোষ্ঠী থেকে আসা শিক্ষার্থী যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত এরকম ১৬০ জন নারী শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। এই শিক্ষাবৃত্তিতে নির্বাচিত প্রার্থীরা তাদের চার বছরের বিশ্ববিদ্যালয় যাত্রায় 2 লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকবেন।
শিক্ষাবৃত্তিতে আবেদনের যোগ্যতা:
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তিতে আবেদনের জন্য আপনার বয়স হতে হবে ১৮-২৩ বছর(নারী শিক্ষার্থী হতে হবে।
- অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাওয়া যাবে না।
- এসএসসি ও এইচএসসি পরীক্ষায় একাডেমিক রেকর্ডসহ আপনাকে বাংলাদেশের যেকোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ /১ম সেমিস্টারে ভর্তিকৃত হতে হবে। সেশন (২০২২-২০২৩) হতে হবে।
আবেদনের সময়সীমা :
আগ্রহী প্রার্থীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আগামী ২০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস :
- জাতীয় পরিচয় পএ বা জন্ম নিবন্ধন
- সার্টিফিকেটের অনুলিপি (এসএসসি /দাখিল /সমমান ডিগ্রির)
- এইচএসসি, আলিম বা সমমানের ডিগ্রির সার্টিফিকেটের অনুলিপি
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রমাণপএ
- একাডেমিক রেফারেন্স লেটার
- পিতামাতার আয়ের নথিপত্র
- পার্সপোর্ট সাইজের ছবি
- আপনি কেন এই বৃত্তি পাওয়ার যোগ্য মনে করেন, এবং এটি আপনার জীবনে কি ধরণের পরিবর্তন আনবে সেই নিয়ে একটি নথিপত্র।
আবেদন করার নিয়ম:
- জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ এর আবেদনের জন্য JAAGO Women Scholarship 2023এটি লিখে সার্চ করলে আপনি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং সবার নিচে Apply Now তে ক্লিক করলে সহজেই আবেদন করতে পারবেন ।
- আপনার জাতীয় পরিচয় পএ অথবা জন্ম নিবন্ধন সংযুক্ত করতে হবে।
- আপনার এসএসসি বা সমমানের সার্টিফিকেট সংযুক্ত করতে হবে। তবে সার্টিফিকেটে আপনার স্কুল বা অনুষদের স্ট্যাম্প ও স্বাক্ষর থাকতে হবে।
- একইভাবে এইচএসসি বা সমমান পরীক্ষার সার্টিফিকেট সংযুক্ত করার জন্য আপনার সার্টিফিকেটে আপনার প্রতিষ্ঠানের অফিসিয়াল স্ট্যাম্প ও স্বাক্ষর থাকতে হবে।
- আপনি যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন ১ ম বর্ষে, আপনার ভর্তির প্রমাণপএ সংযুক্ত করুন।
- এবার আপনাকে একাডেমিক রেফারেন্স লেটার সংযুক্ত করতে হবে। একাডেমিক রেফারেন্স লেটারটি আপনার একজন শিক্ষকের কাছে থেকে সংগ্রহ করতে হবে। রেফারেন্স লেটারে আপনার গুনাবলি, দক্ষতা, বুদ্ধিভিত্তিক ক্ষমতা ইত্যাদি উল্লেখ থাকতে হবে। আপনার যে বৃত্তি পাওয়ার ইচ্ছে রয়েছে তাও প্রতিফলিত হতে হবে।
- এবার আপনার পিতামাতার আয়ের নথিপত্র এটাচ করতে হবে। আপনার পিতার মাসিক আয়ের বিবরণ থাকবে এরকমই একটি নথিপত্র আপনাকে দিতে হবে। আপনি এটি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের কাছে থেকে নিতে পারেন।
- আপনার পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে। অনুপযুক্ত ছবি আপলোড করলে আপনার বৃত্তি আবেদন বাতিল হতে পারে।
- আপনি এই বৃত্তি পাওয়ার জন্য কেন যোগ্য মনে করেন সেই সম্পর্কে আপনাকে কমপক্ষে ৪০০ থেকে সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে নথিপত্র লিখতে হবে।
- কিভাবে এই বৃত্তি আপনার জীবনে প্রার্থক্য তৈরি করবে?এই প্রশ্নের উত্তর আপনাকে সর্বনিম্ন ৪০০ থেকে সর্বোচ্চ ২০০০ শব্দের মধ্যে লিখতে হবে।
বৃত্তিপত্র সাবমিট করার পূর্বে করণীয়:
- আবেদনপত্র সাবমিট করার পূর্বে আপনি আপনার আবেদন পত্রটি ভালো করে চেক করে নিন এবং কোন প্রকার ভুল আছে কি না দেখে নিন। বানান ভুল হলে আপনার আবেদন পত্র বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।
- আপনাকে স্বচ্ছ পরিষ্কার ফাইল আপলোড করতে হবে।
- আপনার সমস্ত ডকুমেন্টস গুলো jpg.png এবং pdf ফরম্যাটে আছে কি না চেক করে নিন।যদি না থাকে তাহলে এসব ফরম্যাটে করে নিন।
- আপনার আপলোড করার ফাইলগুলো 1Mb এর বেশি হওয়া যাবে না।
- এবার সবকিছু ঠিকঠাক থাকলে আপনার আবেদন পএটি সাবমিট করে দিন।
আবেদন করতে গিয়ে আপনি যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে নিচে দেওয়া ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।
ঠিকানা:
JAAGO Foundation, House #57 Road #7/B
Block #H Banani, 1213, Bangladesh
ইমেইল: info@jaago.com.bd
ফোন: +8801766666654
জাগো ফাউন্ডেশন :
বাংলাদেশে ২০০৭ সালের এপ্রিল মাসে জাগো ফাউন্ডেশন নামে একটি সুশীল সমাজ সংস্থা প্রতিষ্ঠিত হয়।জাগো ফাউন্ডেশন মূলত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষের জীবনমানের উন্নতির জন্য কাজ করে থাকে । বর্তমানে সারা বাংলাদেশে জাগো ফাউন্ডেশন ৪৫০০ সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিস্তৃত স্কুল রয়েছে যা বিনামূল্যে পাঠদান সেবা দিয়ে যাচ্ছে। 'সর্বজনীন শিশু দিবস' হচ্ছে জাগো ফাউন্ডেশনের প্রধান বার্ষিক ইভেন্টগুলোর মধ্যে একটি। জাগো ফাউন্ডেশনের ৫০,০০০ এরও বেশি সংখ্যক সেচ্ছাসেবক যারা সারা বাংলাদেশের শিশুদের অধিকার সচেতনতায় কাজ করে থাকে।
২০০৭ সালে এপ্রিলে করভি রাখসান্দ, একজন আইন স্কুলের ছাত্র যিনি জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।তার আন্দোলন শুরু হয় কয়েক জন বন্ধুকে নিয়ে। তিনি তাদেরকে নিয়ে ঢাকা শহরের রায়ের বাজারের বস্তিতে বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ করতেন । তিনি পরবর্তীতে 'শিক্ষার মাধ্যমে দারিদ্র্য চক্র ভাঙার' এই আশা নিয়ে জাগো ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং তার এই কার্যক্রম দেশ ও দেশের বাইরেও সম্প্রসারিত করেন।
২. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর - জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩
প্রশ্ন ১: জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি আবেদনের শেষ সময় কত?
উত্তর: জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি আবেদনের শেষ সময় হচ্ছে ২০ সেপ্টেম্বর ২০২৩।
প্রশ্ন ২: জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি কাদের দেওয়া হয়?
উত্তর: জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি মেধাবী সুবিধাবঞ্চিত নারী শিক্ষার্থীদের দেওয়া হয়।
প্রশ্ন ৩: জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেতে শিক্ষার্থীর বয়স কত হতে হবে?
উত্তর: জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেতে শিক্ষার্থীর বয়স হতে হবে ১৮-২৩ বছর।
আরও পড়ুনঃ শিক্ষা বৃত্তির আবেদন ফরম ২০২৩ অনলাইন
৩. লেখকের মন্তব্য - জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩
আমাদের আজকের এই আর্টিকেলে আলোচনা করলাম জাগো ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ নিয়ে। আর্টিকেলটি পড়ে আশা করি উপকৃত হবেন। আর্টিকেল সম্পর্কে আপনার মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এরকমই আরো নতুন নতুন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আর্টিকেল পড়তে আমাদের ওয়েবসাইট TheDu Speech ভিজিট করতে পারেন। ধন্যবাদ।
লেখক: মোসা: কবিতা
পড়াশোনা করছেন লালমনিরহাট নার্সিং কলেজে । তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: নরসিংদী
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর
আরও পড়ুনঃ আক্কেল দাঁতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url