The DU Speech https://www.duspeech.com/2023/02/saudi-to-australiya.html

সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিভিন্ন উপায় ২০২৩

 

পৃথিবীর অন্যতম সুন্দর দেশগুলোর মধ্যে একটি দেশ হল অস্ট্রেলিয়া । আমাদের দেশের অনেক মানুষ সেই দেশে কাজ করার স্বপ্ন দেখে কিন্তু সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিভিন্ন উপায় ২০২৩ সালে এবং ভিসা খরচ কত হবে এই নিয়ে তাদের কোন ধারনা নেই । তাই তাদের মনের সকল প্রশ্নের উত্তর দিয়ে মূলত সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩ এই নিবন্ধনটি লেখা। এখানে সৌদি আরব থেকে থেকে অস্ট্রেলিয়ার ভিসা খরচ, ভিসার ধরন, কারা যেতে পারবে, কবে ভিসা খুলবে এসব বিষয়ের উত্তর পাবেন সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩ আর্টিকেলে। তাই সাথেই থাকুন।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

  1. সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় কিভাবে মাইগ্রেট করা যায়
  2. কিভাবে আবেদন করবেন।
  3. কিভাবে স্কিলড মাইগ্রেশনে অস্ট্রেলিয়ার জন্য আবেদন করবেন ।
  4. কি কি কাগজপত্র লাগতে পারে।
  5. অন্যান্য কাগজপত্র
  6. কেন যাবেন অস্ট্রেলিয়াতে
  7. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
  8. লেখকের মন্তব্য

১. কিভাবে আবেদন করবেন। সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩

সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩ সালে জেনে কিভাবে আবেদন করবেন ভিসার জন্য অস্ট্রেলিয়াতে তা জানতে পারবেন এই পর্বে।
সাধারণত আবেদন নিষ্পত্তিতে ৩০ দিন লাগে। তবে স্বাস্থ্যপরীক্ষা বা অতিরিক্ত তথ্য প্রয়োজন হলে সময় বেশি লাগতে পারে।

এইসব লিংকে গিয়ে ভিসার জন্য খুব সহজে আবেদন করতে পারবেন, কোনো দালাল ছাড়া।

২.সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় কিভাবে মাইগ্রেট করা যায়। সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩

অস্ট্রেলিয়ায় কিভাবে মাইগ্রেট করবেন তা জানতে পারবেন সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩ লিখার এই ধাপে। বেশিরভাগ ক্লায়েন্ট সৌদি-আরব থেকে অস্ট্রেলিয়ায় মাইগ্রেট করার কথা ভাবছেন তাদের মনে আরও স্থায়ী পদক্ষেপ রয়েছে, 

  • প্রথম ভিসাটি 189, 190 এবং 491টি অস্ট্রেলিয়ান ভিসা সাবক্লাস হিসেবে বিবেচনা করা হয়। 189 এবং 190 অস্ট্রেলিয়ান স্থায়ী রেসিডেন্সি ভিসা, এবং 189 এবং 190 ভিসা শ্রেণীধারীরা সৌদি-আরব থেকে অস্ট্রেলিয়ায় অভিবাসন করে তাদের স্থায়ী বসবাসের ভিসা সম্পূর্ণ অস্ট্রেলিয়ান নাগরিকত্বে রূপান্তর করতে পারবেন।
  • 491 ভিসা হল একটি দক্ষ কাজের আঞ্চলিক ভিসা এবং প্রতি বছর ১৪০০০টি স্থান বরাদ্দ করা হয়েছে। এটি একটি দক্ষ অভিবাসন (পয়েন্ট পরীক্ষিত) ভিসা যা প্রাথমিক পাঁচ বছরের জন্য স্থায়ী হয় এবং পরবর্তীতে এটি সম্পূর্ণ স্থায়ী আবাসিক স্থিতিতে রূপান্তরিত হতে পারে। 491 ভিসার জন্য হয় রাজ্য সরকারের মনোনয়ন বা একটি মনোনীত আঞ্চলিক এলাকায় একজন যোগ্য পরিবারের সদস্য দ্বারা স্পনসরশিপ প্রয়োজন। একজন 491 আবেদনকারীর বয়স 45 বছরের কম হতে হবে এবং একটি ইতিবাচক দক্ষতা মূল্যায়ন থাকতে হবে।
ভিসাধারীরা আঞ্চলিক এলাকার মধ্যে চলাচল করতে পারে। আঞ্চলিক এলাকাগুলিকে সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেন ব্যতীত যেকোনো এলাকা হিসাবে সংজ্ঞায়িত করা হয়। তাই এ বিষয়ে খেয়াল রাখবেন।

৩.কিভাবে স্কিলড মাইগ্রেশনে অস্ট্রেলিয়ার জন্য  আবেদন করবেন । সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩

সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার অন্যতম উপায় ২০২৩ সালে হলো স্কিলড মাইগ্রেশনে অস্ট্রেলিয়ায় যাওয়া।
আপনার যদি কোন এক বিষয়ে বা পেশায় স্কিল বা দক্ষতা থাকে তাহলে আপনিও যেতে পারবেন সৌদি থেকে অস্ট্রেলিয়ায়। 

  • সৌদি-আরবে বসবাসকারী একজন প্রবাসী বা সৌদি-আরবের একজন নাগরিকের জন্য দক্ষ অভিবাসনে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য তাদের অবশ্যই প্রথমে একটি যোগ্য পেশার সাথে যোগ্যতা অর্জন করতে হবে  
  • তারপরে অস্ট্রেলিয়া এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হওয়ার জন্য পর্যাপ্ত পয়েন্ট স্কোর করতে হবে। 
  • তাদের দক্ষ মাইগ্রেশনের অধীনে অস্ট্রেলিয়ার স্থায়ী বসবাসের জন্য আবেদনের সাথে জড়িত পদক্ষেপগুলি:
  • চাহিদা অনুযায়ী একটি পেশা চিহ্নিত করুন।
  • অস্ট্রেলিয়ান পয়েন্ট তালিকায় কমপক্ষে 65 স্কোর করুন।
  • একটি ইতিবাচক দক্ষতা মূল্যায়ন নিরাপদ
  • একটি ইংরেজি পরীক্ষা নিন।
  • আগ্রহের অভিব্যক্তি লজ করুন।
  • আবেদন করার জন্য একটি আমন্ত্রণ পান।
  • লজ আনুষ্ঠানিক আবেদন।
  • পুলিশ চেক করুন।
  • সম্পূর্ণ মেডিকেল চেক।
  • একটি PR ভিসা পান।

৪.কি কি কাগজপত্র লাগতে পারে। সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩


সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩ লিখার এই পর্যায়ে জানতে পারবেন সৌদি থেকে অস্ট্রেলিয়া যেতে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র লাগতে পারে।

  • আবেদনপত্রের সাথে সত্যায়িত কপি জমা দিলেই চলবে। কোন কাগজের মূল-কপি জমা দেয়ার প্রয়োজন নেই। মূল-কপি প্রয়োজন হলে আলাদাভাবে উল্লেখ করা হবে। 
  • কোন কাগজ ইংরেজিতে না থাকলে সেটার যথাযথ ইংরেজি অনুবাদও জমা দিতে হবে। 
  • ভিসা আবেদনের সাথে পূর্ণাঙ্গ তথ্য দেয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে হবে। এছাড়া ভিসা আবেদন বিবেচনার জন্য আরও তথ্য চাওয়া হতে পারে।
  • বর্তমান এবং আগের পাসপোর্টের (যদি থাকে) সত্যায়িত কপি প্রয়োজন হবে। নোটারী পাবলিকের মাধ্যম সত্যায়ন করতে হবে। 
  • ভিএফএস অফিস থেকেও মূল পাসপোর্ট দেখিয়ে সত্যায়ন করে নেয়া যায়।
  • জন্মসনদের সত্যায়িত কপি লাগবে। জন্মসনদে বাবা-মা উভয়ের নাম উল্লেখ থাকতে হবে।
  • পাসপোর্ট সাইজের সাম্প্রতিক (৪৫ মিলিমিটার × ৩৫ মিলিমিটার) ছবি, ছয় মাসের বেশি পুরনো নয়।

৫.অন্যান্য কাগজপত্র। সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩

সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ২০২৩ সালে  আপনার অবেদনপত্রের সাথে জমা দেয়া কাগজপত্র ছাড়াও অন্যান্য কাগজপত্র যা লাগবে।

  • অস্ট্রেলিয়া যেতে পর্যাপ্ত অর্থ থাকার প্রমাণ দেখাতে হবে,
  • যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে তার স্বপক্ষে প্রমাণ দেখাতে হবে।
  • কোন সংস্থার আমন্ত্রণে অস্ট্রেলিয়া গেলে সে আমন্ত্রণপত্র।
  • কনফারেন্সে যোগ দিতে অস্ট্রেলিয়া গেল রেজিস্ট্রেশনের বিস্তারিত: অফিসিয়াল কারণে যেতে হলে চাকুরিদাতার তরফে লেখা চিঠি যেখানে ভ্রমণের উদ্দেশ্য উল্লেখ করা হবে;
  • ভ্রমণের বিস্তারিত এবং যেসব ব্যবসা প্রতিষ্ঠান জড়িত তাদের সাথে যোগাযোগের ঠিকানা।
  • শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার স্বপক্ষে কাগজপত্র,
  • বর্তমান চাকরি এবং অস্ট্রেলিয়া ভ্রমণের বিস্তারিত পরিকল্পনা, ইত্যাদি।

৬.কেন যাবেন অস্ট্রেলিয়াতে। সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩

সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩ সালে জানার আগে জানতে হবে আপনার মত কেন অন্য মানুষেরা দুবাই থেকে অস্ট্রেলিয়া যেতে চায়। তারই একটু সংক্ষেপে তুলে ধরা হলো
দুবাই থেকে অস্ট্রেলিয়ায় কেন যায় তার অনেক কারণ রয়েছে যেমন একটি ভালো চাকরি কারণ অস্ট্রেলিয়ায় কাজের বেতন বাংলাদেশের তুলনায় অনেক বেশী বলা যায়। পাশাপাশি সেখানের জীবনযাত্রার মান অনেক উন্নত অন্য দেশগুলোর তুলনায়।

আবার অন্যরা একটি নতুন ব্যবসা শুরু করতে চলে যান অস্ট্রেলিয়াতে। তাদের বর্তমান ব্যবসা প্রসারিত করতে বা দেশের অনেক লাভজনক খাতে বিনিয়োগ করতে অস্ট্রেলিয়ায় চলে যান। তাছাড়াও আরো  অনেক কারনের মধ্যে একটি হলো দেশের অনেক শিক্ষার্থী অস্ট্রেলিয়ায় চলে যায় উচ্চশিক্ষার জন্য। পরবর্তীতে সেখানেই থেকে যায়।

৭. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় কয়টি ভিসায় যাওয়া যায়?

উত্তর: ৩টি

প্রশ্ন ২: সৌদি আরব থেকে অস্ট্রেলিয়ায় যেতে কত বছর হওয়া বাঞ্ছনীয়?

উত্তর: ৪৫ বা তার কম

প্রশ্ন ৩: সৌদি থেকে অস্ট্রেলিয়া যেতে অস্ট্রেলিয়ার তালিকায় কত পয়েন্ট থাকা দরকার?

উত্তর: ৬৫ বা তার বেশী।

৮. লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আজকে  আপনাদের সাথে সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিভিন্ন উপায় ২০২৩ সালে এবং এনিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। একটি বিষয় মাথায় রাখবেন যে, অস্ট্রেলিয়া ভিসা  নিয়ে যাওয়ার জন্য আপনাকে ইংরেজি ভাষায় কথা বলা শিখতে হবে বিষয়টি বাধ্যতামূলক।তারপর আপনাকে বৈধভাবে ভিসার জন্য আবেদন করতে হবে। তাহলে আপনি সৌদি থেকে অস্ট্রেলিয়া যেতে পারবেন। 
সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩ অথবা যে কোন বিষয়ে আপনাদের কোন অভিযোগ বা মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমরা উত্তর দেয়ার চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল সংগঠন The DU Speech এর সাথেই থাকবেন। এবং সৌদি আরব থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় ২০২৩ সম্পর্কে হোক বা অন্য বিষয়ে আমরা আপনার মতামতকে গুরুত্বের সাথে দেখা হবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

পরিচিতদেরকে জানাতে শেয়ার করুন

0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

অর্ডিনারি আইটি কী?