OrdinaryITPostAd

ওমান ভিজিট ভিসা ২০২৩ | ওমান ভিসা প্রাইস কত

বর্তমানে ওমানে ভিজিট ভিসার ব্যাপক চাহিদা রয়েছে ই তোমধ্যেই ব্যাপক লোক ভিজিট ভিসায় ওমান গমন করছে।কিন্তু এর মধ্যে অনেকেই আছে যারা সঠিক ভাবে ওমান ভিজিট ভিসা সম্পর্কে এবং সেখানে ভিজিট ভিসার সুযোগ সুবিধা কেমন এসব বিষয়ে জানে না।তাই অনেকেই ওমান ভিজিট ভিসা ২০২৩ এ সম্পর্কে জানতে আগ্রহী।বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই ওমান ভিজিট ভিসা ২০২৩ এ সম্পর্কে সকল তথ্য জানা সম্ভব। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে এছাড়াও আরো শেয়ার করবো ওমান ভিসা প্রাইস কত সে সম্পর্কে ।তাই ওমান ভিসা প্রাইস কত এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি স্কিপ না করে সম্পূর্ণ পড়ুন।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

  1. ওমান কোন কোন ভিসায় যাওয়া যায়
  2. ওমান ভিজিট ভিসা ২০২৩
  3. ওমান ভিসার প্রাইস কত
  4. ওমান ভিসা চেক এর উপায়
  5. ওমান যেতে প্রয়োজনীয় ডকুমেন্টস
  6. ওমান কাজের বেতন কত
  7. ওমান যেসব কাজের চাহিদা বেশি
  8. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
  9. লেখকের মন্তব্য

১. ওমান কোন কোন ভিসায় যাওয়া যায়|ওমান ভিজিট ভিসা ২০২৩

ওমানে ভিসা ছাড়া যেতে পারবেন যদি আপনি কূটনীতিক, অফিশিয়াল, বিশেষ কোনো সার্ভিসে যান তাহলে।তাছাড়া আপনাকে অবশ্যই ওমান যেতে হলে প্রথমেই সেই দেশের ভিসা পেতে হবে।অর্থাৎ ভিসা ছাড়া আপনি ওমান যেতে পারবেন না।তাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো ওমানে আপনি কোন কোন ভিসা তে যেতে পারবেন সে সম্পর্কে -
  • ওয়ার্ক পারমিট ভিসা
  • স্টুডেন্ট ভিসা
  • ফ্যামিলি ভিসা
  • বিনিয়োগকারী ভিসা
  • টুরিস্ট ভিসা
  • স্পন্সর ভিসা
  • ভিজিট ভিসা 
  • কোম্পানি ভিসা 
সাধারণত আপনি উল্লেখিত ভিসা তে ওমান যেতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ওমান কোন কোন ভিসা তে যেতে পারবেন।

২. ওমান ভিজিট ভিসা ২০২৩|ওমান ভিসা প্রাইস কত 

৩. ওমান ভিসার প্রাইস কত|ওমান ভিজিট ভিসা ২০২৩

৪. ওমান ভিসা চেক এর উপায়|ওমান ভিসা প্রাইস কত 

ওমান যেতে আপনাকে অবশ্যই একটি ভিসা পেতে হবে। কিন্তু দেখা যায় অনেক সময় দালালের মাধ্যমে কাজ করালে তারা সঠিকভাবে ভিসা আবেদন কাজ টি করে না। যার ফলে আপনাকে অনেক জামেলা পোহাতে হয়।তাহলে আপনি ঘরে বসেই অনলাইনে নিজের ভিসা নিজেই চেক করে সিউর হয়ে নিবেন যাতে পরবর্তীতে কোনো জামেলায় পড়তে না হয়।চলুন জেনে নেই কিভাবে ওমান ভিসা চেক করবেন অনলাইনে একদম ফ্রী তে -
  • ওমান ভিসা চেক লিংক - 
  • এই লিংকে প্রবেশ করার পর কিছু অপশন আসবে সেগুলোর তথ্য দিতে হবে। তথ্য দেওয়ার পর আপনাকে সরাসরি ওমান ভিসা পেজে নিয়ে যাবে অর্থাৎ এখান থেকেই ভিসা চেক করতে পারবেন সঠিক ইনফরমেশন দিয়ে।
  • প্রথমে আপনাকে ওমান visa application number দিতে হবে ( যখন ভিসা আবেদন করেছিলেন তখন যে স্লিপ দিয়েছিল সেখানে থাকে)
  • এরপর আপনাকে travel document number দিতে হবে
  • এরপর আপনাকে দিতে হবে document nationality অর্থাৎ কোন দেশ থেকে আপনি ভিসা আবেদন করেছেন সেটি
  • এছাড়াও আপনাকে একটি text verification করতে হবে সঠিকভাবে 
  • সর্বশেষ আপনাকে search বাটনে ক্লিক করতে হবে তাহলেই আপনাকে সরাসরি ওমান ভিসা ইনফরমেশন দেখাবে।

৫. ওমান যেতে প্রয়োজনীয় ডকুমেন্টস|ওমান ভিজিট ভিসা ২০২৩

ওমান কিংবা দেশের বাইরে যেখানেই যান না কেনো অবশ্যই আপনাকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র রেডি করতে হবে আবেদনের জন্য।আমরা অনেকই কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে সঠিকভাবে জানি না।তাই আজকে এই অংশে আলোচনা করবো ওমান যেতে আপনাদের কি কি কাগজপত্র রেডি করতে হবে সে সম্পর্কে -
  • অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
  • সেই পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে ছয় মাস পর্যন্ত এবং সেখানে দুইটি ফাঁকা পৃষ্ঠা ও থাকতে হবে।
  • আপনার ছবি লাগবে ।
  • এনআইডি কার্ড থাকতে হবে যদি থাকে।
  • জন্ম নিবন্ধন লাগবে যদি থাকে।
  • এছড়াও আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে।
  • মেডিকেল রিপোর্ট এর প্রয়োজন হবে।
  • করোনা ভ্যাকসিন কার্ড বা সনদ থাকতে হবে।
  • যদি ড্রাইভিং কাজে যান তাহলে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে।
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • একাডেমিক সনদপত্র 
ওমানে যেতে আপনাকে সাধারণত এই কাগজপত্র গুলোর প্রয়োজন হবে।এর বাইরে ও যদি অন্যান্য কোনো কাগজপত্র এর প্রয়োজন হয় তারা অবশ্যই আপনাকে জানিয়ে দেবে। আশা করি ওমান যেতে কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন।

৬. ওমান কাজের বেতন কত|ওমান ভিসা প্রাইস কত 

আমরা জানি ওমানে তুলনামূলক মুদ্রার মান অনেকটা বেশি। অনেকেই ওমানে কাজের বেতন কেমন এ সম্পর্কে সঠিক তথ্য জানতে চায় ।তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ওমানে বেতন কেমন এ নিয়ে বিস্তারিত -
আপনি যদি ওমানে কাজের ভিসা তে যান তাহলে সেখানে আপনার সাধারণ বেতন হবে ২০-২৪ হাজার থেকে শুরু করে প্রায় ৩০-৩৫ হাজার টাকা পর্যন্ত।

ওমানে সাধারণত মূল যে কাজ আপনার সেটার পাশাপাশি আপনি পার্টটাইম অন্য কাজ করার সুযোগ পাবেন।আপনি যদি পার্টটাইম কাজ করেন তাহলে অবশ্যই আরো এক্সট্রা টাকা ইনকাম করতে পারবেন।

এছাড়াও ওমানে আরো একটি সুবিধা রয়েছে যেমন ওমানে আপনার থাকা বাবদ যে খরচ হবে সেটা কোম্পানিই বহন করবে কিন্তু আপনার খাবার খরচ যার যার নিজেকেই বহন করতে হবে।

৭.ওমান যেসব কাজের চাহিদা বেশি|ওমান ভিজিট ভিসা ২০২৩ 

যারা ওমানে কাজের ভিসাতে যেতে চায় তারা অনেকেই জানেন না যে ওমানে কোন কোন কাজগুলোর চাহিদা তুলনামূলক বেশি।তাই আজকে এই অংশে আলোচনা করবো ওমানে কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে বিস্তারিত -
কনস্ট্রাকশন সাইট এসব থেকে শুরু করে টেকনিশিয়ান পর্যন্ত ব্যাপক কাজ রয়েছে ওমানে যেমন - 
  • ট্রান্সপোর্ট খাত: বর্তমানে দেখা যায় ওমানে বহুসংখ্যক ট্রান্সপোর্ট খাতে তারা শ্রমিক নিয়োগ করছে। তাদের কোম্পানির ড্রাইভার এছাড়াও ব্যাক্তিগত ড্রাইভার। বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট খাতে তারা ড্রাইভার নিয়োগ দেয় ।তবে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং এ বিশেষ দক্ষতা থাকতে হবে।এছাড়াও প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকতে হবে।
  • কৃষি কাজ: ওমানে সাধারণত কৃষি কাজের চাহিদা তুলনামূলক অনেক বেশি।বাংলাদেশী হিসেবে কৃষি কাজে আমাদের কম বেশ সকলেরই অভিজ্ঞতা রয়েছে । ফলে চাইলেই যে কেউ ওমানে কৃষি কাজের ভিসায় যেতে পারেন ।কিন্তু সেখানে আবহাওয়ার কারণে কিছু সময়ে শ্রমিকের একটু সমস্যা হতে পারে যেমন অনেক বেশি শীত ও গরমের সময়ে।
  • হোটেল রেস্টুরেন্টে কাজ:ওমানে সাধারণত হোটেল রেস্টুরেন্ট কাজের চাহিদা অনেক বেশি। বিভিন্ন ধরনের কাজ এর ধাপ রয়েছে সেখানে হোটেল-রেস্টুরেন্টে।এছাড়াও বিভিন্ন ধরনের ফাস্টফুড এর দোকানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে। 
  • এছাড়াও ওমানে কেএফসি ব্যাপক পরিমাণে কাজের চাহিদা রয়েছে।কেএফসির বিভিন্ন শাখা রয়েছে ওমানের। বাংলাদেশ এর শ্রমিকদের মধ্যে যাদের এডুকেশন লেভেল মোটামুটি অর্থাৎ যারা ইংলিশে কথা বলতে পারে তারাই এসব কাজ করতে পারবে।
  • ইলেকট্রিশিয়ান
  • প্লাম্বার
  • ইঞ্জিনিয়ার
  • কার্পেন্টার
  • ম্যাসন
  • ফিশার প্যাকেজিং
  • হোটেল বা রেস্টুরেন্ট
  • ড্রাইভার
  • ট্রান্সপোর্ট
মূলত উপরিউক্ত এসব কাজের চাহিদা ওমানে সব থেকে বেশি।আশা করি যারা ওমানে কাজের ভিসায় যাবেন তারা বুঝতে পেরেছেন কোন কোন কাজের চাহিদা ওমান সব থেকে বেশি।

৮. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর 

প্রশ্ন ১: ওমানে কোন কাজের চাহিদা বেশি?

উত্তর: কৃষি, ট্রান্সপোর্ট খাত,হোটেল রেস্টুরেন্ট কর্মী।

প্রশ্ন ২:ওমান কাজের বেতন কত?

উত্তর: শুরুতে ২৫-৩৫ হাজারের মধ্যে।

প্রশ্ন ৩: ওমানে কি ভিজিট ভিসা চালু আছে?

উত্তর: হা ।

আরও পড়ুনঃ জেনে নিন অনিয়মিত মাসিক হওয়ার কারণ

৯. লেখকের মন্তব্য

প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের সাথে ওমান ভিজিট ভিসা ২০২৩ এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।এছড়াও ওমান ভিসা প্রাইস কত বা যেকোনো বিষয়ে আপনাদের কোনো অভিযোগ বা মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠন The DU Speech এর সাথেই থাকবেন।ওমান ভিজিট ভিসা ২০২৩ এ সম্পর্কে হোক বা যেকোনো বিষয়ে আমরা আপনাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করবো।

লেখক: খাদিজা খা
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয় 
জেলা: শরিয়তপুর



ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়। 
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url