ওমান ভিজিট ভিসা ২০২৩ | ওমান ভিসা প্রাইস কত
বর্তমানে ওমানে ভিজিট ভিসার ব্যাপক চাহিদা রয়েছে ই তোমধ্যেই ব্যাপক লোক ভিজিট ভিসায় ওমান গমন করছে।কিন্তু এর মধ্যে অনেকেই আছে যারা সঠিক ভাবে ওমান ভিজিট ভিসা সম্পর্কে এবং সেখানে ভিজিট ভিসার সুযোগ সুবিধা কেমন এসব বিষয়ে জানে না।তাই অনেকেই ওমান ভিজিট ভিসা ২০২৩ এ সম্পর্কে জানতে আগ্রহী।বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই ওমান ভিজিট ভিসা ২০২৩ এ সম্পর্কে সকল তথ্য জানা সম্ভব। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে এছাড়াও আরো শেয়ার করবো ওমান ভিসা প্রাইস কত সে সম্পর্কে ।তাই ওমান ভিসা প্রাইস কত এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি স্কিপ না করে সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
- ওমান কোন কোন ভিসায় যাওয়া যায়
- ওমান ভিজিট ভিসা ২০২৩
- ওমান ভিসার প্রাইস কত
- ওমান ভিসা চেক এর উপায়
- ওমান যেতে প্রয়োজনীয় ডকুমেন্টস
- ওমান কাজের বেতন কত
- ওমান যেসব কাজের চাহিদা বেশি
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
১. ওমান কোন কোন ভিসায় যাওয়া যায়|ওমান ভিজিট ভিসা ২০২৩
- ওয়ার্ক পারমিট ভিসা
- স্টুডেন্ট ভিসা
- ফ্যামিলি ভিসা
- বিনিয়োগকারী ভিসা
- টুরিস্ট ভিসা
- স্পন্সর ভিসা
- ভিজিট ভিসা
- কোম্পানি ভিসা
২. ওমান ভিজিট ভিসা ২০২৩|ওমান ভিসা প্রাইস কত
৩. ওমান ভিসার প্রাইস কত|ওমান ভিজিট ভিসা ২০২৩
৪. ওমান ভিসা চেক এর উপায়|ওমান ভিসা প্রাইস কত
- ওমান ভিসা চেক লিংক -
- এই লিংকে প্রবেশ করার পর কিছু অপশন আসবে সেগুলোর তথ্য দিতে হবে। তথ্য দেওয়ার পর আপনাকে সরাসরি ওমান ভিসা পেজে নিয়ে যাবে অর্থাৎ এখান থেকেই ভিসা চেক করতে পারবেন সঠিক ইনফরমেশন দিয়ে।
- প্রথমে আপনাকে ওমান visa application number দিতে হবে ( যখন ভিসা আবেদন করেছিলেন তখন যে স্লিপ দিয়েছিল সেখানে থাকে)
- এরপর আপনাকে travel document number দিতে হবে
- এরপর আপনাকে দিতে হবে document nationality অর্থাৎ কোন দেশ থেকে আপনি ভিসা আবেদন করেছেন সেটি
- এছাড়াও আপনাকে একটি text verification করতে হবে সঠিকভাবে
- সর্বশেষ আপনাকে search বাটনে ক্লিক করতে হবে তাহলেই আপনাকে সরাসরি ওমান ভিসা ইনফরমেশন দেখাবে।
৫. ওমান যেতে প্রয়োজনীয় ডকুমেন্টস|ওমান ভিজিট ভিসা ২০২৩
- অবশ্যই আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে।
- সেই পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে ছয় মাস পর্যন্ত এবং সেখানে দুইটি ফাঁকা পৃষ্ঠা ও থাকতে হবে।
- আপনার ছবি লাগবে ।
- এনআইডি কার্ড থাকতে হবে যদি থাকে।
- জন্ম নিবন্ধন লাগবে যদি থাকে।
- এছড়াও আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকতে হবে।
- মেডিকেল রিপোর্ট এর প্রয়োজন হবে।
- করোনা ভ্যাকসিন কার্ড বা সনদ থাকতে হবে।
- যদি ড্রাইভিং কাজে যান তাহলে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হবে।
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- একাডেমিক সনদপত্র
৬. ওমান কাজের বেতন কত|ওমান ভিসা প্রাইস কত
৭.ওমান যেসব কাজের চাহিদা বেশি|ওমান ভিজিট ভিসা ২০২৩
- ট্রান্সপোর্ট খাত: বর্তমানে দেখা যায় ওমানে বহুসংখ্যক ট্রান্সপোর্ট খাতে তারা শ্রমিক নিয়োগ করছে। তাদের কোম্পানির ড্রাইভার এছাড়াও ব্যাক্তিগত ড্রাইভার। বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট খাতে তারা ড্রাইভার নিয়োগ দেয় ।তবে অবশ্যই আপনাকে ড্রাইভিং লাইসেন্স ও ড্রাইভিং এ বিশেষ দক্ষতা থাকতে হবে।এছাড়াও প্রয়োজনীয় সকল কাগজপত্র থাকতে হবে।
- কৃষি কাজ: ওমানে সাধারণত কৃষি কাজের চাহিদা তুলনামূলক অনেক বেশি।বাংলাদেশী হিসেবে কৃষি কাজে আমাদের কম বেশ সকলেরই অভিজ্ঞতা রয়েছে । ফলে চাইলেই যে কেউ ওমানে কৃষি কাজের ভিসায় যেতে পারেন ।কিন্তু সেখানে আবহাওয়ার কারণে কিছু সময়ে শ্রমিকের একটু সমস্যা হতে পারে যেমন অনেক বেশি শীত ও গরমের সময়ে।
- হোটেল রেস্টুরেন্টে কাজ:ওমানে সাধারণত হোটেল রেস্টুরেন্ট কাজের চাহিদা অনেক বেশি। বিভিন্ন ধরনের কাজ এর ধাপ রয়েছে সেখানে হোটেল-রেস্টুরেন্টে।এছাড়াও বিভিন্ন ধরনের ফাস্টফুড এর দোকানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে।
- এছাড়াও ওমানে কেএফসি ব্যাপক পরিমাণে কাজের চাহিদা রয়েছে।কেএফসির বিভিন্ন শাখা রয়েছে ওমানের। বাংলাদেশ এর শ্রমিকদের মধ্যে যাদের এডুকেশন লেভেল মোটামুটি অর্থাৎ যারা ইংলিশে কথা বলতে পারে তারাই এসব কাজ করতে পারবে।
- ইলেকট্রিশিয়ান
- প্লাম্বার
- ইঞ্জিনিয়ার
- কার্পেন্টার
- ম্যাসন
- ফিশার প্যাকেজিং
- হোটেল বা রেস্টুরেন্ট
- ড্রাইভার
- ট্রান্সপোর্ট
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন