জাপানে কোন কাজের চাহিদা বেশি? বিস্তারিত জানুন
এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জাপান যেখানে মোটামুটি সব ধরনের কাজের চাহিদাই রয়েছে।তবে এর মধ্যে কিছু কাজের চাহিদা তুলনামূলক বেশি যেমন হোটেল বা রেস্টুরেন্ট এ মালি , কেয়ারিং ও নার্সিং । সুতরাং আমরা অনেকেই জানতে আগ্রহী যে জাপানে কোন কাজের চাহিদা বেশি।বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই জাপানে কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে সকল তথ্য জানা সম্ভব। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেল আমরা আপনাদের সাথে শেয়ার করবো জাপানে কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে । তাই জাপানে কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি স্কিপ না করে সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
- জাপান কাজের ভিসা
- জাপানে কোন কোন কাজের চাহিদা বেশি
- জাপানে কাজের বেতন
- জাপান যাওয়ার উপায়
- জাপানে যাওয়ার শিক্ষাগত যোগ্যতা
- জাপানী ভাষা শিক্ষা কেন্দ্র
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
১.জাপান কাজের ভিসা|জাপানে কোন কাজের চাহিদা বেশি
২. জাপানে কোন কোন কাজের চাহিদা বেশি|জাপানে কোন কাজের চাহিদা বেশি
- ক্লিনিং পদে- জাপানে বর্তমান তাদের কাজের ওয়েবসাইট গুলোতে ক্লিনিং পদে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে বর্তমানে হোটেল রেস্টুরেন্ট ক্লিনিং পদে কাজের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এর জন্য আপনাকে কাজের অভিজ্ঞতা ও আপনার সিভি জমা দিতে হবে। সবকিছু ঠিক থাকলে কাজ পেয়ে যাবেন ।
- মেকানিক্যাল ও ড্রাইভিং - ক্লিনিং এসব কাজ ছাড়াও বর্তমানে মেকানিক্যাল ও ড্রাইভিং কাজের ব্যাপক চাহিদা রয়েছে জাপানে। জাপানে প্রতিনিয়ত এসব কাজের গুরুত্ব বাড়ছে। এসব কাজের বেতন ও তুলনামূলক বেশি।
- নার্সিং - এছাড়াও জাপানে বর্তমানে নার্সিং পেশার ও চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এসব কাজে বেশিরভাগ নারীদেরকে অন্তর্ভুক্ত করা হয়।এই ধরনের সেবা মূলক কাজ জাপানে একটি মহৎ পেশা হিসেবে ও পরিগণিত হয়ে থাকে।
৩.জাপানে কাজের বেতন|জাপানে কোন কাজের চাহিদা বেশি
৪. জাপান যাওয়ার উপায়|জাপানে কোন কাজের চাহিদা বেশি
- জাপানে যাওয়ার জন্য আপনাকে প্রথমে জাপানি ভাষা শিখতে হবে।
- এছাড়াও আপনি যেসব কাজে জাপান যেতে চান সেসব কাজে আপনার বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কেননা তারা কাজের উপর আপনার স্কীল টেস্ট নিবে।এছাড়া জাপানিজ ভাষার JLCT ও N4 , N5, NAT, JLPT, এসব লেভেলের।
৫. জাপানে যাওয়ার শিক্ষাগত যোগ্যতা|জাপানে কোন কাজের চাহিদা বেশি
- প্রথমত নূন্যতম এস এস সি পাশ যেকোনো বিভাগ থেকে মানবিক বিজ্ঞান বা ব্যবসা বিভাগ।
- বয়স কমপক্ষে ১৮ ও সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে।
- এছাড়াও প্রার্থীর কমপক্ষে ৫ফুট ২ ইঞ্চি হতে হবে ।
- আবেদনকারীকে অবশ্যই শারীরিকভাবে সুস্থ সবল ও কর্মঠ হতে হবে।
- এবং প্রার্থীকে জাপানী ভাষাশিক্ষার সার্টিফিকেট থাকতে হবে।
৬. জাপানী ভাষা শিক্ষা কেন্দ্র|জাপানে কোন কাজের চাহিদা বেশি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট: এখন থেকে জাপানি ভাষা শিক্ষার কোর্স করা যায়। তুলনামূলক আই এম এল এর এই কোর্সের মাধ্যমে খুব সহজভাবে জাপানি ভাষা শিক্ষা দিয়ে থাকে। এখানে মূলত চারটি কোর্স ভাষা শিখানো হয়ে থাকে।জুনিয়র কোর্স ,সিনিয়র কোর্স ,ডিপ্লোমা কোর্স এবং উচ্চতর ডিপ্লোমা কোর্স।আর এসব কোর্সগুলোর মেয়াদ আনুমানিক এক বছর করে (১২০ ঘন্টা) নিয়ে থাকে।
- বাংলাদেশ জাপান ট্রেনিং ইনস্টিটিউট ( বিজেটিআই): জাপানি ভাষা শিখার জন্য অন্যতম আরেকটি নির্ভরযোগ্য স্থান হলো বিজেটিআই। এই প্রতিষ্ঠানটি অবস্থিত আছে বাংলাদেশের সোনারগাও রোডের ইস্টার্ন প্লাজায়। অভিজ্ঞ শিক্ষকদের খুব যত্ন সহকারে শিক্ষার্থীদের মাঝে জাপানি ভাষা শিখার উপায় বেক্ত করে থাকে।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন