ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ | ইতালি ফ্যামিলি ভিসা সম্পর্কিত তথ্য জানুন
ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। প্রযুক্তির ছোঁয়ায় এখন ঘরে বসেই ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ সম্পর্কে সহজেই ধারণা লাভ করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেল আমরা আপনাদের সাথে শেয়ার করব ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ সম্পর্কে।ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
- ইতালি ভিসা
- ভিসার ধরন
- ইতালি ফ্যামিলি ভিসা
- ভিসা পেতে করণীয়
- ভিসা খরচ
- প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনের নিয়ম
- আবেদন কেন্দ্রের ঠিকানা
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
১.ইতালি ভিসা | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
ইতালি খুবই সুন্দর একটি দেশ। ইতালি দেশটি ইউরোপে অবস্থিত।অর্থনৈতিক দিক থেকে হিসেব করলে ইতালি খুবই শক্তিশালী দেশ। অনেকে বিভিন্ন কাজের জন্য ইতালি যেতে চান। তাই ইতালি যাওয়ার জন্য তাদের ইতালি ভিসা প্রয়োজন হয়। আজকে আলোচনা করব ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ নিয়ে।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?
২.ভিসার ধরন | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
ইতালি ভিসা সাধারণত বিভিন্ন ধরণের হয়ে থাকে। ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ এর এই অংশে আলোচনা করব ইতালি ভিসার ধরন নিয়ে। তবে বাংলাদেশে মূলত দুই ধরণের ইতালি ভিসা পরিচিত। যথা :
- সিজনাল ভিসা বা অস্থায়ী ভিসা।
- নন সিজনাল ভিসা বা স্থায়ী ভিসা।
এছাড়াও আরো অনেক রকম ইতালি ভিসা রয়েছে। যেমন:
- ফ্যামিলি ভিসা।
- পুনঃপ্রবেশ ভিসা ।
- দক্ষ কর্মী ভিসা।
- স্টুডেন্ট ভিসা।
- আত্মকর্মসংস্থান ভিসা।
- ব্যবসায়িক ভিসা।
- ট্যুরিস্ট ভিসা।
- চিকিৎসা ভিসা।
- ইউ/ইইউ নাগরিকের আত্মীয় ভিসা।
- নাবিক ভিসা।
- ধর্মীয় প্রোগ্রাম মূলক ভিসা।
৩.ইতালি ফ্যামিলি ভিসা | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
ইতালিয়ান নাগরিকদের ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ সচারচার দেয়া হয়। অ-ইউরোপীয়ান হলে পারিবারিক সম্পর্ক রয়েছে এমন ইতালিয়ান নাগরিকদের কাছ থেকে অনুমতি নিয়ে অবস্থান করা যাবে দেশটিতে। এক্ষেত্রে আপনাকে ইতালিয়ান কোনো নাগরিকের সঙ্গে পারিবারিক সম্পর্ক থাকতে হবে। এই ভিসা ইতালিতে সন্তান, স্ত্রী ও পিতামাতাকে অবস্থানের অনুমতি দেয়। তবে এক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পর্ক প্রমাণের জন্য যথাযথ কাগজপত্র প্রদান করতে হবে। উদাহরণস্বরূপ কাবিননামা অথবা জন্মসনদও হতে পারে।
আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায়
৪.ভিসা পেতে করণীয় | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
আপনার চাহিদা অনুযায়ী ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ প্রয়োজন হলে অবশ্যই ইতালিয়ান অ্যাম্বাসি অথবা স্ব স্ব দেশের কনস্যুলেটে গিয়ে আগে থেকে ভিসা প্রাপ্তির প্রক্রিয়া শুরু করুন। অন্য যেকোনো জায়গার চেয়ে এই জায়গাগুলোতে গেলে কোনো ঝামেলা ছাড়া আপনি কাঙ্খিত ভিসা পেতে পারেন।
আরও পড়ুনঃ জেনে নিন মুড সুইং এর আসল কারণ
৫.ভিসা খরচ | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ করতে খরচ লাগে। ভিসা এপ্লিকেশন বাবদ খরচ হবে প্রায় ১২১৮০ টাকার মতো। বি. এফ. এস গ্লোবাল সার্ভিস চার্জ এর জন্য ১৬০০ টাকা। ব্যাংক ড্রাফট করতে লাগবে ২৩০ টাকা। এই সকল ব্যায় বহন করতে পারলে আপনি খুব সহজেই আপনার পরিবার পরিজনদের ইতালি ভ্রমণ করাতে পারেন।
৬.প্রয়োজনীয় কাগজপত্র | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ এর আবেদন সঠিকভাবে করতে হলে আপনাকে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে তা নিচে উল্লেখ করা হলো।
- ডিজিটাল পাসপোর্ট।
- ভিসা আবেদন এর ফর্ম এ নিজের স্বাক্ষর এবং ছোট বাচ্চা দের জন্য তাদের অভিভাবক দের স্বাক্ষর দিতে হবে।
- বিয়ের লিগেল ম্যারেজ সার্টিফিকেট এবং বিয়ের ছবি।
- সকল কাগজ পত্র সমূহ সত্যায়িত হওয়া আবশ্যক।
- ভিসা আবেদন এর ফর্ম এ থাকা নিজের নাম, বাবা – মা এর নাম এবং ঠিকানার সাথে জাতীয় পরিচয় পত্র, জন্ম নিবন্ধন, সার্টিফিকেট এর মিল থাকতে হবে।
- ফুল ফ্যামিলি সার্টিফিকেট।
- যদি টেলিফোনে বিয়ে হয়ে থাকে সে ক্ষেত্রে টেলিফোন ম্যারেজ সার্টিফিকেট থাকতে হবে।
- কোভিড-১৯ এর ভ্যাকসিন এর ডোসের ফর্ম।
- বিয়ের সাক্ষী দের সাইন এবং এলাকার চেয়ারম্যান এর বিয়ে সংক্রান্ত জবানবন্দি।
- ডিক্লারেশন।
আরও পড়ুনঃ জেনে নিন সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়
৭.আবেদনের নিয়ম | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
আপনি ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ আবেদন করার জন্য প্রস্তুত হয়ে গেলে এখানে আবেদন করুন:https://www.schengenvisainfo.com/download-schengen-visa-application-form/italy/ এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন । সম্পূর্ণ ফর্মটি প্রিন্ট করুন এবং জমা দেওয়ার জন্য ভিসা আবেদন কেন্দ্রে এটি আপনার সাথে আনুন। ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইট http://www.vfsglobal-it-bd.com। সংশ্লিষ্ট ভিসা বিভাগের চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে আসুন।
৮.আবেদন কেন্দ্রের ঠিকানা | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
বাংলাদেশে ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্র ঢাকায় অবস্থিত। নিচে ঠিকানা দেওয়া হলোঃ
- এ জে হাইটস (নীচ তলা),চ-৭২/১/ ডি, প্রগতি সরণি,উত্তর বাড্ডা ঢাকা-১২১২,
- জেড এন টাওয়ার, দ্বিতীয় তলা, প্লট নং: ২, সড়ক নং: ৮, ব্লক নং: এস ডাব্লিউ ১, গুলশান এভিনিউ, গুলশান ১, ঢাকা- ১২১২।
আরও পড়ুনঃ মার্কেটিং সাবজেক্ট রিভিউ
৯.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ সম্পর্কে আপনাদের অনেক রকম প্রশ্ন থাকতে পারে। কিছু প্রশ্ন এই অংশে আলোচনা করা হয়েছে।
প্রশ্ন ১: ইতালি ফ্যামিলি ভিসা এপ্লিকেশনের জন্য কত টাকা খরচ হতে পারে?
উত্তর:ভিসা এপ্লিকেশন বাবদ খরচ হবে প্রায় ১২১৮০ টাকার মতো।
প্রশ্ন ২:ইতালি ভিসার ক্ষেত্রে আবেদনকারীর স্বাক্ষাতকার কোন জায়গায় অনুষ্ঠিত হবে?
উত্তর:যদি আপনার স্বাক্ষাতকার হয় সেক্ষেত্রে ইতালির এম্বাসিতেই আপনার স্বাক্ষাতকার হবে।
প্রশ্ন ৩: ইটালি ভিসা আবেদন কেন্দ্র বাংলাদেশে কোথায় অবস্থিত?
উত্তর:বাংলাদেশে ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ এবং লিগালাইজেশন আবেদন কেন্দ্র ঢাকায় অবস্থিত।
আরও পড়ুনঃ জেনে নিন অনিয়মিত মাসিক হওয়ার কারণ
১০.লেখকের মন্তব্য | ইতালি ফ্যামিলি ভিসা ২০২২
প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের সাথে ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ সম্পর্কে অথবা যে কোন বিষয়ে আপনাদের কোন অভিযোগ বা মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল সংগঠন The DU Speech এর পাশেই থাকবেন। ইতালি ফ্যামিলি ভিসা ২০২২ সম্পর্কে হোক বা যেকোন বিষয়ে আমরা আপনার মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করব।
আরও পড়ুনঃ আক্কেল দাতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url