কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ | কানাডায় ভিসা আবেদন সম্পর্কে জানুন
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে অনেকেই জানতে আগ্রহী। প্রযুক্তির ছোঁয়ায় এখন ঘরে বসেই কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে সহজেই ধারণা লাভ করা সম্ভব। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেল আমরা আপনাদের সাথে শেয়ার করব কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে। কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
- ভিসা আবেদন
- আবেদনের নিয়ম
- ভিসার ধরন
- প্রয়োজনীয় কাগজপত্র
- ভিসা পেতে কত সময় লাগবে
- ভিসা খরচ
- আবেদন প্রক্রিয়া
- ভিসা প্রসেসিং
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
- লেখকের মন্তব্য
১.ভিসা আবেদন | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
যারা কানাডায় কাজ করতে বা পড়াশোনা করতে চান, তাদের কাজের ভিসা বা স্টাডি ভিসার জন্য আবেদন করতে হবে। আপনি কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ প্রায় সব অনলাইনে করতে পারেন, আবার আপনাকে শুধু আপনার বায়োমেট্রিক্স দিতে হবে, সেটা হল ছবি এবং আঙুলের ছাপ। কানাডায়, আপনি প্রথমে চাকরি না করেই কাজের ভিসার জন্য আবেদন করতে পারেন।
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?
২.আবেদনের নিয়ম | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
আপনি অনলাইনে প্রায় সবই করতে পারেন কিন্তু আপনার জাতীয়তা এবং আপনার প্রয়োজনীয় ভিসার প্রকারের উপর নির্ভর করে আপনার বায়োমেট্রিক্স দেওয়ার জন্য আপনার নিকটতম কানাডিয়ান কনস্যুলেটে যেতে হতে পারে, সেটি হল আপনার ছবি এবং আঙুলের ছাপ।আপনার যে ধরনের ভিসা প্রয়োজন https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visitors/visa/portal-application-process.html এই ওয়েবসাইটে কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ করতে পারবেন।
৩.ভিসার ধরন | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সমস্ত ধরণের ভিসা ব্যাপকভাবে দুটি বিভাগে বিভক্ত। এই বিভাগগুলি আপনাকে ভিসা আবেদন প্রক্রিয়ার একটি মৌলিক হাইলাইট প্রদান করবে এবং আপনার জন্য আপনার সমস্ত নথি সঠিকভাবে প্রস্তুত করা সহজ করে দেবে। এখানে কানাডার ভিসার প্রকারভেদ রয়েছে:
- অস্থায়ী ভিসা: ভিজিটর ভিসা,স্টুডেন্ট ভিসা,ওয়ার্ক পারমিট ভিসা
- স্থায়ী বাসস্থান ভিসা: স্থায়ী বাসস্থান, ব্যবসায় অভিবাসী ভিসা, এবং এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম ভিসা।
আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায়
৪.প্রয়োজনীয় কাগজপত্র | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ এর জন্য কিছু প্রয়োজনীয় কাগজপত্র দরকার। নিজে কাগজপত্রগুলো উল্লেখ করা হয়েছে।
- পাসপোর্ট,
- কানাডার ভিসার আবেদন ফরম,
- কানাডা ভিসা ফি প্রদানের প্রমাণ,
- ছবি এবং আঙ্গুলের ছাপ কানাডার ভিসার প্রয়োজনীয়তার অধীনে,
- আর্থিক উপায়ের প্রমাণ,
- প্রমাণ যে একবার কানাডার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে, আপনি আপনার দেশে ফিরে আসবেন,
- নাগরিক অবস্থা নথি,
- পুলিশ ছাড়পত্র।
- ডাক্তারি পরীক্ষা,
- কানাডায় বসবাসকারী কারও কাছ থেকে একটি আমন্ত্রণপত্র।
আরও পড়ুনঃ জেনে নিন মুড সুইং এর আসল কারণ
৫. ভিসা পেতে কত সময় লাগবে | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
আপনি যখন কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ এর জন্য অনলাইনে আবেদন করবেন আপনার ভিসা প্রসেসিং হতে 72 ঘণ্টার মতো সময় লাগতে পারে তবে এর ভিতরেও হয়ে যাবে বা এর বেশিও হতে পারে আপনাকে মেইলের মাধ্যমে সব কিছু ইনফরমেশন জানিয়ে দেওয়া হবে।
ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (eTA) মাত্র কয়েক মিনিট সময় নিতে হবে। কানাডিয়ান ভিসা প্রক্রিয়াকরণের সময় প্রতিটি নির্দিষ্ট ক্ষেত্রে পরিবর্তিত হয়, তবে এটি সাধারণত কয়েক সপ্তাহ সময় নেয়। কর্তৃপক্ষ আপনার আবেদন এবং আপনার বায়োমেট্রিক্স পাওয়ার পরেই আপনার ভিসা প্রক্রিয়া শুরু করে।
৬.ভিসা খরচ | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ এর বিভিন্ন বিচার আবেদন ফি নিচে উল্লেখ করা হয়েছে।
- স্টাডি পারমিট (এক্সটেনশন সহ) $ 150
- ওয়ার্ক পারমিট (এক্সটেনশন সহ) $ 155
- ওয়ার্ক পারমিট – পারফর্মিং আর্টিস্ট এবং তাদের কর্মীদের গ্রুপের জন্য সর্বোচ্চ ফি $ 100
- ভিজিটর ভিসা - একক এন্ট্রি বা একাধিক এন্ট্রি (এক্সটেনশন সহ) $ 100
- ভিজিটর ভিসা - পরিবারের জন্য সর্বোচ্চ ফি $ 500
- ভিজিটর রেকর্ড (এক্সটেনশন সহ) $ 75
যদি কানাডায় আপনার অভিবাসন অবস্থা গত 90 দিনের মধ্যে শেষ হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই পুনরুদ্ধারের জন্য আবেদন করতে হবে এবং CAN$200 পুনরুদ্ধার ফি দিতে হবে।
আরও পড়ুনঃ জেনে নিন সরকারিভাবে বিদেশ যাওয়ার উপায়
৭.আবেদন প্রক্রিয়া | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ এর মাধ্যমে আবেদন করতে নিচে উল্লেখ করা প্রক্রিয়াগুলো অনুসরণ করলে আপনি আবেদন করতে পারবেন।
• https://www.canada.ca/en/immigration-
refugees-citizenship/services/visit-
canada/eta/apply.html আপনাকে এই
লিংকটি কপি করে অন্য একটি ব্রাউজারে ওপেন
করতে হবে।
• এখন আপনি দুটি অপশন দেখতে পাবেন একটি হলো ইমিগ্রেশন ভিসা আরেকটি হচ্ছে ভিজিটভিসা আপনার যেটি প্রয়োজন এখানে ক্লিক করুন।
• এরপর আপনি এখানে বিভিন্ন রকম ইনফরমেশন গুলো দেখতে পাবেন অবশ্যই আপনাকে সবগুলো ইনফর্মেশন পূরণ করে নিতে হবে।
৮.ভিসা প্রসেসিং | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
বর্তমানে বাংলাদেশ থেকে কানাডার দূতাবাসের মাধ্যমে কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ নিয়ে সেখানে যেতে পারবেন অথবা দিল্লি এম্বাসির মাধ্যমেও কানাডা ভিসা নিয়ে যাওয়া সম্ভব সেক্ষেত্রে আপনাকে সরাসরি কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদনকরতে হবে। এই ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে 30 থেকে 42দিনের মধ্যেই তারা নিশ্চিত করবে।
তাছাড়াও আপনি যদি বাংলাদেশে অবস্থিত বোয়েসেল অথবা বি এমআই টির সাথে যোগাযোগ করেও কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ নিয়েও বিস্তারিত ভাবে জানতে পারবেন। তারা কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ নিয়ে বিস্তারিত ভাবে নিশ্চিত করতে পারবে এবং বর্তমানে কোন বিষয়ক ভিসা চলছে সেই বিষয় নিয়েও তারা নিশ্চিত করবে।
আরও পড়ুনঃ মার্কেটিং সাবজেক্ট রিভিউ
৯.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে অনেক রকম প্রশ্ন থেকে থাকে। কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
প্রশ্ন ১: ভিসা প্রসেসিং এ কত সময় লাগে?
উত্তর:আবেদন প্রক্রিয়া সম্পন্ন হতে 30 থেকে 42দিনের মধ্যেই তারা নিশ্চিত করবে
প্রশ্ন ২: কানাডা স্টাডি পার্মিক ভিসার খরচ কত?
উত্তর:স্টাডি পারমিট (এক্সটেনশন সহ) $ 150
প্রশ্ন ৩: কানাডা ভিসা আবেদন ফরম ২০২২ কোথায় পাবো?
উত্তর:https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visitors/visa/portal-application-process.html এই ওয়েবসাইটে কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ করতে পারবেন।
আরও পড়ুনঃ জেনে নিন অনিয়মিত মাসিক হওয়ার কারণ
১০.লেখকের মন্তব্য | কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩
প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের সাথে কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে অথবা যে কোন বিষয়ে আপনাদের কোন অভিযোগ বা মতামত নিজের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল সংগঠন The DU Speech এর পাশেই থাকবেন। কানাডা ভিসা আবেদন ফরম ২০২৩ সম্পর্কে হোক বা যেকোন বিষয়ে আমরা আপনার মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করব।
আপনি যদি লেখালেখি করে আয় করতে চান, আমরা আপনাকে সে সুযোগ প্রদান করে থাকি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠন আপনাকে আর্টিকেল রাইটিং কোর্স করানোর মাধ্যমে শেখাবে যে আপনি কীভাবে একটি ভালো মানের আর্টিকেল লিখবেন।
একটি ভালো মানের আর্টিকেল লেখার সময় আপনাকে বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে আর্টিকেল লিখতে হবে। যেমন SEO, শব্দ সংখ্যা, বানান ও কি-ওয়ার্ড। এই সকল বিষয় আপনি কীভাবে মেনে আর্টিকেল লিখবেন তার বিস্তারিত আপনাকে শেখানো হবে।
বিস্তারিত জানতে ভিজিট করুন www.duspeech.com
আরও পড়ুনঃ আক্কেল দাতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url