OrdinaryITPostAd

রাজশাহী কিসের জন্য বিখ্যাত

 

রাজশাহী বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত একটি সুপরিচিত বিভাগ।এখানের আবহাওয়া,ঐতিহ্য,পোশাক,পণ্য,খাদ্যভ্যাস,শিক্ষা,চিকিৎসা সবকিছুই বিখ্যাত।এশিয়ার সবচেয়ে পরিষ্কার শহর রাজশাহী।তাই ভ্রমণপ্রেমিদের কাছে প্রিয় শহরের তালিকার শুরুতে রাজশাহীকে পাওয়া যায়।আজই জেনে নিন রাজশাহী জেলার বিশেষত্ব। 



রাজশাহী বিভাগ,রাজশাহী জেলার প্রতিষ্ঠান,রাজশাহীর মানচিত্র,রাজশাহী এর সংবাদ,রাজশাহীর বৈচিত্র্য,রাজশাহীর আম,রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য।

অনুচ্ছেদের  সূচিপত্র -রাজশাহী বিভাগ কিসের জন্য বিখ্যাত

  • রাজশাহী জেলার বিখ্যাত দর্শনীয় স্থান
  • রাজশাহী জেলার বিখ্যাত প্রতিষ্ঠান
  • রাজশাহী জেলার বিখ্যাত ব্যাক্তিত্ব
  • রাজশাহী জেলার লোভনীয় খাবার
  • রাজশাহী জেলার ইতিহাস
  • রাজশাহী জেলার বিখ্যাত পণ্য
  • রাজশাহী জেলার বিশ্ববিখ্যাত আম
  • রাজশাহী জেলার ভৌগোলিক বৈচিত্র্য
  • রাজশাহীর বিখ্যাত স্থাপনা
  • আর্টিকেল বিষয়ক প্রশ্ন-উত্তর
  • লেখকের মন্তব্য

১. রাজশাহী জেলার বিখ্যাত দর্শনীয় স্থান

রাজশাহী ভ্রমণে যেতে অবশ্যই রাজশাহীর আকর্ষণগুলো জেনে নিতে হবে।রাজশাহীর রাস্তাগুলো াআসলেই রাজকীয়।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস স্ট্রিট,সি এন্ড বি মোড়,গ্রেটার রোড,রাজশাহী আমচত্বর,বারো রাস্তার মোড় ,তালাইমারি রোড হলো উল্লেখযোগ্য রাস্তা।রাজশাহীর গ্রামগুলো খুবই ছবির মতো।রাজশাহীর গ্রাম এর মধ্যে বনপাড়া,গোদাগাড়ি,বোয়ালিয়া,তানোর,বাঘা,চারঘাট,মতিহার   উল্লেখযোগ্য।রাজশাহী যেতে যমুনা নদী পাড়ি দিতে হয়। রাজশাহীর পদ্মা নদীর কথা না বললেই নয়।দেশের সাঁওতাল জনগোষ্ঠীর আবাসস্থল রাজশাহী।                               
  • বরেন্দ্র গবেষণা জাদুঘর
  • পদ্মা গার্ডেন
  • টি বাধঁ
  • আই বাধঁ
  • বাঘা শাহ মসজিদ
  • পুঠিয়া রাজবাড়ি
  • বড় আ্হ্নিক মন্দির
  • শহিদ জিয়া শিশু পার্ক
  • লালন শাহ মু্ক্ত মঞ্চ
  • এ.এইচ.এম শহিদ কামরুজ্জামান সেন্ট্রাল পার্ক ও চিড়িয়াখানা
রাজশাহী জেলা বাদে অন্য বগুরা,চাঁপাইনবাবগঞ্জ,পাবনা,নাটোরে ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা অবস্থিত।
যেমন চাঁপাইনবাবগঞ্জ এর ছোট সোনা মসজিদ,বগুরার মহাস্থানগড়,নাটোরের উত্তরা গণভবন,পাবনার কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের স্মৃতি সংগ্রহশালা,জোড় বাংলা মন্দির,তাড়াশ জমিদার বাড়ি ও আরো অনেক কিছু।

২. রাজশাহী জেলার বিখ্যাত প্রতিষ্ঠান

রাজশাহী শিক্ষানগরী নামে পরিচিত।প্রাচীনকাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত রাজশাহী শিক্ষা ও সংস্কৃতিতে মান বজায় রেখেছে।বহু সুনাম অর্জনকারী প্রতিষ্ঠান এখানে অবস্থিত।
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • রাজশাহী নার্সিং কলেজ
  • রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিঊট
  • বরেন্দ্র বিশ্ববিদ্যালয়
  • উদয়ন নার্সিং কলেজ
  • রাজশাহী কলেজ
  • নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহী
  •  রাজশাহী সরকারী মহিলা কলেজ
  • শহিদ বুদ্ধিজীবি  সরকারী কলেজ,রাজশাহী
  • রাজশাহী সরকারী সিটি কলেজ
  • রাজশাহী কলেজিয়েট স্কুল
  • পি এন  সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল
  • গভঃ ল্যাবরেটরি হাইস্কল,রাজশাহী
  • পুলিশ লাইন্স স্কুল ও কলেজ
  • অগ্রনী বিদ্যালয় ও মহাবিদ্যালয়
  • রাজশাহী ক্যাডেট কলেজ
  • টিচার্স ট্রেইনিং কলেজ রাজশাহী
  • রেশম গবেষণা কেন্দ্র

৩. রাজশাহী জেলার বিখ্যাত ব্যক্তিত্ব

রাজশাহী উত্তরবঙ্গের সবচেয়ে বড় জেলা।   

  1.  এ.এইচ.এম কামরুজ্জামান
  2. প্লেবেক সিঙ্গার আন্ড্র ু কিশোর
  3. মডেল বিদ্যা সিনহা সাহা মীম
  4. সাহিত্যিক সেলিনা হোসেন
  5. শিল্পী মৃণাল হক
  6. ঋত্যিক ঘটক,চিত্রাকার
  7. হাসান আজিজুল হক,সাহিত্যিক
  8. খালিদ মাসুদ, ক্রীড়াবিদ
  9. সাব্বির রহমান,ক্রিকেটার
  10. নাজমুল হোসেন শান্ত,ক্রিকেটার
  11. মাহিয়া মাহি,অভিনেত্রী
  12. অক্ষয় কুমার মৈত্র,ইতিহাসবিদ
  13. মলয় ভৌমিক,নাট্যকার
  14. রজনীকান্ত সেন,কবি

৪. রাজশাহী জেলার লোভনীয় খাবার

রাজশাহীর মিষ্টান্ন ও পিঠার বৈচিত্র্য রয়েছে।বিভিন্ন্ ঋতুতে বিভিন্ন ফলমূল,শাকসবজি হাতের কাছেই পাওয়া যায়।রাজশাহীর আম বিখ্যাত হলেও জাম,কাঠাঁল,তরমুজ,পেয়ারা,আমড়া,কলা,ড্রাগন,স্ট্রবেরী,  বেদানা,ক্যাপসিকাম,শসা,আনারস এর প্রচুর ফলন  হয়ে থাকে।শস্যজাত পণ্য এর মধ্যে গম,ভূট্টা, মসলা,সূযঁমুখী,আখ প্রধান।

রাজশাহীর পিঠাপুলির মধ্যে দুধপুলি,ক্ষীর,পাটিসাপটা,

রাজশাহীর কালাই রুটি,রিপাবলিকের চা,কাটাখালীর কালাভুনা,সি এন্ড বি মোড়ের স্ট্রিট ফুড,  সিক বার্গার,লেঁবুচুর,বর্ণালির মোড়ের চা,পদ্মা পাড়ের ফুচকা,হাসেঁর মাংস,

৫. রাজশাহী জেলার ইতিহাস

রাজশাহীর অতীত অত্যন্ত গৌরবোজ্জল।বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত রয়েছে এই জেলার অঞ্চলগুলোর নাম।১৯৭১ সালে এটি ৭ নং সেক্টরের অন্তর্ভূক্ত ছিল।মার্চ মাসের শুরুতে পাকিস্তানি সামরিক সরকারগোষ্ঠী যখন ৩ মার্চ এর অধিবেশন স্থগিত ঘোষণা করে তখন বাঙালীর স্বার্থ রক্ষায় এগিয়ে আসে রাজশাহীবাসী।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই রাজপথে প্রথম নেমে আসে।মুক্তিযুদ্ধের সর্ববৃহৎ গণহত্যা রাজশাহী অঞ্চলেই ঘটে থাকে, যা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণহত্যার স্তম্ভের ইতিহাসের সাথে জড়িত।১৯৬৬ সালে রাজশাহী গণহত্যা হয় যাতে হিন্দু-মুসলিম প্রচুর মানুষ নিঃশেষে মারা যায়। 
 রাজশাহী  অবিভক্ত ভারত উপমহাদেশের সাথে খুবি নিবিড় ভাবে সংযুক্ত ছিল,কারণ পশ্চিমবঙ্গের মালদহ জেলা ও দিনাজপুর এর জমিদারী যা বিহার ,আসাম ও মুশির্দাবাদ অঞ্চলকে শাসন করত সেটার জন্য রাজশাহী জনপদকে ব্যবহার করা হত।রাজশাহী নামের মধ্যেই রাজা-বাদশা এর আগমনকে নির্দেশ করা হয়েছে। 

৬. রাজশাহী জেলার বিখ্যাত পণ্য

রাজশাহী সিল্ক বহুকাল থেকে এইখানে জনপ্রিয়।রাজশাহী রেশম এর চাষ এর জন্য পরিচিত।রাজশাহীর নাটোরের বিখ্যাত কাচঁগোল্লা ও বগুরার দই এর খ্যাতি আছে।রাজশাহীতে পাট এর চাষ হতো ব্রিটিশ আমলে।রাজশাহী সিল্কসিটি নামে পরিচিত।কারণ ব্রিটিশ আমল থেকে এখানে সিল্ক ফ্যাক্টরি গড়ে উঠেছে।রা্জশাহীতে ডাচ বণিকদের আনাগোনা ছিল।তারা মূলত এই অঞ্চলে পাট ও সিল্ক এর ব্যবসা করত ১৮ শ শতকের দিকে,পরে যা ব্রিটিশদের কাছে হাতবদল হয়ে যায়।
তাছাড়া রাজশাহীতে কারুশিল্পের প্রচলন আছে যেমন-বাঁশ,তাতঁ,মৃৎশিল্প,বেতশিল্প,কাথাঁশিল্প,সেলাইশিল্প,ইত্যাদির প্রচলন আছে।

৭. রাজশাহী জেলার বিশ্ববিখ্যাত আম

রাজশাহী কিসের জন্য বিখ্যাত তা বলতে গেলে অবশ্যিই রাজশাহীর আমের কথা বলতেই হবে।সাধারণত মে-আগস্ট মাস পর্যন্ত আমের সংগ্রহকাল বলা হয়।এই সময়ে সারাদেশে আমের ব্যাপক চাহিদা রাজশাহী জেলাই পূরণ করে আসছে।রাজশাহীতে অন্যান্য জেলার আম ও বিক্রয়ের জন্য আসে।অর্থাৎ রংপুর,দিনাজপুর,বগুরা,ঠাকুরঁগাঁও এর আম ও রাজশাহী জেলা হয়েই রপ্তানি হয়ে থাকে।
  • ফজলি আম
  • মল্লিকা আম
  • ল্যাংড়া আম
  • গোপালভোগ আম
  • হিমসাগর-খিরসাপাত আম
  • আম্রপলি আম
  • গুঠি আম
  • রানিপছন্দ আম
  • বেল আম
  • আড়াজাম আম
  • লক্ষণভোগ আম

৮. রাজশাহী জেলার ভৌগোলিক বৈচিত্র্য

রাজশাহীর  অর্ন্তগত জেলা মোট ৮টি : রাজশাহী,চাঁপাইনবাবগঞ্জ,নাটোর,জয়পুরহাট,পাবনা,সিরাজগঞ্জ,নওঁগা,বগুরা ।রাজশাহী বরেন্দ্র ভূমিতে অবস্থিত।তাই এখানে বরেন্দ্র বনভূমি রয়েছে।পদ্মা নদীর তীরে বাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষে রাজশাহী জেলা অবস্থিত।প্রাকৃতিক সৌর্ন্দযে অপরূপ রাজশাহী শহর।নাটোরের চলনবিল এর জীববৈচিত্র্য আকর্ষণীয়।রাজশাহী শহরের দক্ষিণ দিকে পদ্মানদী অবস্থিত।রাজশাহী শহরের ্চারিদিকে আমবাগান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কৃষি প্রকল্প শহরটিকে করেছে আধুনিক ও মনোরম।রাজশাহী শহরের পশ্চিমে পশ্চিমবঙ্গের মালদাহ,উত্তরে দিনাজপুর,পূর্বে পাবনা ও বগুরা অবস্থিত।

আরও পড়ুনঃ Richmond Bar Association Virginia

৯. রাজশাহী জেলার বিখ্যাত স্থাপনা

রাজশাহী পুরাতন শহর হওয়াতে প্রাচীন আমল থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা সংবলিত। 

  • শাহ মখদুম  বিমানবন্দর
  • শহিদ এ.এইচ .এম কামরুজ্জামান স্টেডিয়াম
  • লালন শাহ মুক্ত মঞ্চ
  • রাজশাহী রেলওয়ে স্টেশন
  • শাহ মখদুম দরগাহ
  • বড় কুঠি
  • বাংলাদেশ পুলিশ একাডেমি
  • রাজশাহী পোস্টাল একাডেমি
  • বঙ্গবন্ধু হাইটেক পার্ক
আরও পড়ুনঃ Richmond Bar Association Virginia

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url