বৃষ্টি তুমি আর কেঁদো না গানের সম্পূর্ণ লিরিক্স - Bristy tumi r kedona
'বৃষ্টি তুমি আর কেঁদো না..' বাংলাদেশের নতুন একটি ব্র্যান্ড 'ম্যানগ্রোভের' নতুন একটি গান যা ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী জুনায়েত মিনহাজের হাত ধরে ম্যানগ্রোভ ব্র্যান্ডের যাত্রা। এই নিবন্ধে আমরা জুনায়েত মিনহাজের অসাধারণ একটি গান বৃষ্টি তুমি আর কেঁদো না -এর সম্পূর্ণ লিরিক্স আপনাদের জানাবো।
বৃষ্টি তুমি আর কেঁদো না - গানের সম্পূর্ণ লিরিক্স
না.. না... না না না না আ..
আ. আহা.. আহা..নানা.. না নানা.. না না..
সব কুয়াশা
জমে থাকে
ঘাসে শিশির হয়ে,
তারই মাঝে
হেঁটে বেড়াও...
তুমি মেয়ে!
একটু কথা
আর একটু সুরে
অপূর্ণ এ গান..,
তোমার ছোঁয়া
পেয়ে হয়তো
পূর্ণ হয়ে যাবে....।
বৃষ্টি.. তুমি
আর..
কেঁদো না...!
জল হয়ে..
ঝরে..
পড়ো না..!
বৃষ্টি.. তুমি
আর..
কেঁদো না...!
আমাকে..
আর..
ভিজিয়ো না..!
আমি হয়েছি
নিখোঁজ তোমায়
খুঁজে খুঁজে,
শূন্য রাজপথে
দাঁড়িয়ে
তুমি মেয়ে!
হাজার কষ্ট
বুকে
চেপে রেখেছো,
ডাকছি তোমায়
ফিরে এসো
রোদন ভুলে!
বৃষ্টি.. তুমি
আর..
কেঁদো না...!
জল হয়ে..
ঝরে..
পড়ো না..!
বৃষ্টি.. তুমি
আর..
কেঁদো না...!
জল হয়ে..
ঝরে..
পড়ো না..!
বৃষ্টি.. তুমি
আর..
কেঁদো না...!
আমাকে..
আর..
ভিজিয়ো না..!
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url