OrdinaryITPostAd

অনার্সে কি কি বিষয় আছে? জানুন বিস্তারিত

বাংলাদেশে অনার্স বা স্নাতক বলতে উচ্চতর শিক্ষা বোঝানো হয়। তাই অনার্সে কি কি বিষয় আছে এই প্রশ্নটি শিক্ষার্থীদের মনে জেগে ওঠে। যে সকল শিক্ষার্থী অনার্স করবেন তাদের জন্য অনার্সে কি কি বিষয় আছে সে সম্পর্কে জ্ঞান থাকাটা গুরুত্বপূর্ণ। অনার্সে বিভিন্ন বিভাগে বিভিন্ন বিষয় রয়েছে তাই যারা অনার্স থেকে কি বিষয় আছে তা সম্পর্কে জানতে চান তাদের জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

 1. অনার্স কি
 2. অনার্সে কি কি বিষয় আছে
 3. বিজ্ঞান বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ
 4. ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ
 5. মানবিক বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ
 6. বিএসএস অনার্স বিষয়সমূহ
 7. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
 8. লেখকের মন্তব্য

১.অনার্স কি।অনার্সে কি কি বিষয় আছে

অনার্স মূলত ইংরেজি শব্দ যার বাংলা অর্থ দাড়ায় স্নাতক। আক্ষরিক অর্থে স্নাতক বলতে বোঝায় জ্ঞানের জলে স্নান করা।বাংলাদেশ, ভারত, কানাডা, আস্ট্রেলিয়া সহ বিশ্বের অনেক দেশে দুই ধরনের স্নাতক হয়ে থাকে। যেমন:-

১। সম্মান( অনার্স ):৪ বছরের

২। সাধারণ( পাস কোর্স ):৩ বছরের

সম্মানসহ স্নাতক উপাধি বোঝাতে স্নাতক শব্দের পরে সম্মান শব্দটি লেখা হয়ে থাকে। যে ব্যক্তি স্নাতক ডিগ্রি লাভ করে, তাকে গ্র্যাজুয়েট বা স্নাতক বলা হয়।অনার্স সম্পর্কে বলতে গেলে অনার্সে কি কি বিষয় আছে এই বিষয়েও বলতে হয়।বিভিন্ন বিষয়ের উপর অনার্স করা যায়।বাংলাদেশে অনার্সকে উচ্চতর ডিগ্রি হিসেবে বিবেচনা করা হয়।অধিকাংশ শিক্ষার্থী অনার্স করার প্রতি আগ্রহী থাকেন।
 
অনার্স করার জন্য অবশ্যই এস এস সি এবং এইচ এস সি পরীক্ষায় আশাকৃত গ্রেডের মাধ্যমে উত্তীর্ণ হতে হয়। অর্থাৎ একটি ন্যূনতম গ্রেড নির্ধারণ করে দেয়া হয় এবং শিক্ষার্থীকে সে নূন্যতম গ্রেডে উত্তীর্ণ হতে হয়।

২.অনার্সে কি কি বিষয় আছে। অনার্সে কি কি বিষয় আছে

অনার্সে কি কি বিষয় আছে তা এককথায় বলা সম্ভব নয়।অনার্সের বিষয়সমূহকে কয়েকটি ভাগে ভাগ করা যায়।যেমন:
 • বিজ্ঞান বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ
 • ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ
 • মানবিক বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ
 • বিএসএস অনার্স বিষয়সমূহ
অনার্সের বিষয়সমূহকে সাধারণভাবে উপরোক্ত কয়েকটি বিভাগে ভাগ করা যায়।প্রত্যেক বিভাগে অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।তবে এগুলো ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে,যেমন আইন বিষয়ের উপরে অনার্স করলে তাকে বলা হয় এল এল বি বা ব্যাচেলর এট ল।

বাংলাদেশে অনার্স করার জন্য অনেকগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে।বাংলাদেশে উচ্চতর শিক্ষার জন্য সরকারি এবং বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে। সরকারি সবগুলো বিশ্ববিদ্যালয় অনার্স করার জন্য অবশ্যই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তবে কিছু কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ও ভর্তি পরীক্ষার মাধ্যমে অনার্স করার সুযোগ পাওয়া যায়।

বাংলাদেশের কিছু উল্লেখযোগ্য সরকারি বিশ্ববিদ্যালয় হল:ঢাকা বিশ্ববিদ্যালয়,রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জগন্নাথ বিশ্ববিদ্যালয়,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইত্যাদি।কিছু বেসরকারি উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হলো:নর্থ সাউথ ইউনিভার্সিটি,ব্র্যাক ইউনিভার্সিটি ইত্যাদি।এসকল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে অনার্স বা স্নাতক ডিগ্রি অর্জন করা সম্ভব।

৩.বিজ্ঞান বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ।অনার্সে কি কি বিষয় আছে 

অনার্সে কি কি বিষয় আছে এই প্রশ্নের উত্তর হিসেবে বিষয়সমূহকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।তার মধ্যে একটি হলো বিজ্ঞান বিভাগের অনার্সের কি কি বিষয় আছে।বিজ্ঞান বিভাগে অনার্সের যেসকল বিষয় রয়েছে সেগুলো হলো:
 • গণিত
 •  রসায়ন
 •  পদার্থবিজ্ঞান
 •  প্রাণ রসায়ন
 •  পরিসংখ্যান
 •  প্রাণিবিদ্যা
 •  উদ্ভিদবিদ্যা
 •  ভূগোল ও পরিবেশ
 •  মনোবিজ্ঞান
 •  মৃত্তিকা বিজ্ঞান
 •  কম্পিউটার বিজ্ঞান
 •  গার্হস্থ্য অর্থনীতি ও অন্যান্য

উপরোক্ত বিষয়গুলোকে আরো বিভিন্নভাবে ভাগ করা যায়।তবে এই বিষয়গুলোই মূল বিষয় হিসেবে বিবেচিত।

বিজ্ঞান বিভাগের বিষয়গুলোতে স্নাতক(সম্মান) ডিগ্রি অর্জন করলে তাকে বলা হয় বি এস সি বা ব্যাচেলর এট সাইন্স।

৪.ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ।অনার্সে কি কি বিষয় আছে

অনার্সে কি কি বিষয় আছে এই প্রশ্নের উত্তর হিসেবে ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ সম্পর্কে বলা যায়।ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ সেগুলো হলো:
 • হিসাববিজ্ঞান
 •  ফিন্যান্স ও ব্যাংকিং
 •  ব্যবস্থাপনা
 •  মার্কেটিং
ব্যবসায় শিক্ষা বিভাগের মূল বিষয়গুলো হলো উপরোক্ত চারটি বিষয়।এগুলো ছাড়াও আরো অন্যান্য কিছু বিষয় রয়েছে।

ব্যবসায় শিক্ষা বিভাগের বিষয়গুলোতে স্নাতক(সম্মান) ডিগ্রি অর্জন করলে তাকে বলা হয় বি বি এ বা ব্যাচেলর এট বিজনেস অ্যাডমিনস্ট্রেশন।

৫.মানবিক বিভাগের জন্য অনার্স বিষয়সমূহ।অনার্সে কি কি বিষয় আছে 

অনার্সে কি কি বিষয় আছে এই প্রশ্নের উত্তর হিসেবে অনার্সের বিষয়সমূহকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে।তার মধ্যে একটি হলো মানবিক বিভাগের অনার্সের কি কি বিষয় আছে।মানবিক বিভাগে অনার্সের যেসকল বিষয় রয়েছে সেগুলো হলো:
 • ইংরেজি
 •  অর্থনীতি
 •  বাংলা
 •  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
 •  দর্শন
 • সমাজকর্ম
 •  ইতিহাস
 •  আরবী ইসলামী ইতিহাস
 •  বি. এড পলি সংস্কৃত ও অন্যান্য।
মানবিক বিভাগে উপরোক্ত বিষয়গুলো ছাড়াও আরো কিছু বিষয় রয়েছে।

মানবিক বিভাগের বিষয়গুলোতে স্নাতক(সম্মান) ডিগ্রি অর্জন করলে তাকে বলা হয় বি এ বা ব্যাচেলর এট আর্টস।

৬.বিএসএস অনার্স বিষয়সমূহ।অনার্সে কি কি বিষয় আছে 

বিএসএস বা ব্যাচেলর এট সোশাল সাইন্স অনার্সের একটি ডিগ্রি এর নাম। অনার্সে কি কি বিষয় রয়েছে সে প্রশ্নের উত্তর বিএসএস এর বিষয় সমূহ লেখার মাধ্যমে দেয়া যায়। যেসকল বিষয়ে অনার্সে বিএসএস ডিগ্রি অর্জন করা যায় সেগুলো হল:
 • রাষ্ট্রবিজ্ঞান
 • সমাজবিজ্ঞান
 • সমাজকর্ম
 • অর্থনীতি
 • নৃ - বিজ্ঞান
 • ভূগােল ও পরিবেশ

৭.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর।অনার্সে কি কি বিষয় আছে 

প্রশ্ন ১: অনার্সে মোট কয়টি বিষয় রয়েছে? 
উত্তর: অনার্সে অনেকগুলো বিষয় রয়েছে।
প্রশ্ন ২: অনার্সের বাংলা অর্থ কি?
উত্তর: স্নাতক।
প্রশ্ন ৩: অনার্সের সাধারণ কোর্স কয় বছরের?
উত্তর:৩ বছরের।
প্রশ্ন ৪:পরিসংখ্যান কোন বিভাগের অন্তর্ভুক্ত?
উত্তর: বিজ্ঞান বিভাগের।
প্রশ্ন ৫: ব্যবস্থাপনা কোন বিভাগের অন্তর্ভুক্ত?
উত্তর: ব্যবসায় শিক্ষা বিভাগের।
প্রশ্ন ৬: রাষ্ট্রবিজ্ঞান কোন বিভাগের অন্তর্ভুক্ত?
উত্তর: সামাজিক বিজ্ঞান।
প্রশ্ন ৭: আইন পড়ার মাধ্যমে কোন ডিগ্রি অর্জন করা যায়?
উত্তর: এল এল বি (ব্যাচেলর অ্যাট ল)

৮.লেখকের মন্তব্য।অনার্সে কি কি বিষয় আছে

যেসকল শিক্ষার্থী অনার্স বা স্নাতক ডিগ্রি নেয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য অনার্সে কি কি বিষয় আছে এই বিষয়ে পূর্ণাঙ্গ ধারণা থাকাটা খুব জরুরী।কারণ অনার্সে বিভিন্ন বিভাগের জন্য ভিন্ন ভিন্ন বিষয় নির্ধারিত রয়েছে।

অনার্সে মূলত গবেষণা ভিত্তিক পড়াশোনা করানো হয়।বিভিন্ন বিষয়ের উপর উচ্চতর জ্ঞান ও দক্ষতা অর্জন করার মাধ্যমে অনার্সের পাঠদান কার্যক্রম চলে।তাই শিক্ষার্থীরা অনার্সের পড়াশোনা শুরু করার আগে অবশ্যই অনার্সে কি কি বিষয় আছে এই সম্পর্কে সঠিক ধারণা রাখবেন।যারা এই আর্টিকেলটা সম্পূর্ণ পড়েছেন তারা অনার্সে কি কি বিষয় আছে সে সম্পর্কে জানতে পেরেছেন বলে আশা রাখছি।


লেখক: রাজিয়া সুলতানা
পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: দিনাজপুরঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url