OrdinaryITPostAd

বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩

বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বা সংক্ষেপে বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ প্রকাশিত হয়েছে। বিইউপি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।তাই আবেদনে ইচ্ছুক শিক্ষার্থীদের দ্রুত এ বিষয়ে তথ্য সংগ্রহ করা জরুরি।তাদের সুবিধার্থে বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ আর্টিকেলটি লিখা হয়েছে।ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ সম্পর্কে জানতে আগ্রহী শিক্ষার্থীদের কাছে সম্পূর্ণ আর্টিকেলটি পড়ার অনুরোধ থাকবে।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

  1. বি ইউ পি ভর্তি তথ্য ২০২৩
  2. বি ইউ পি এর ইউনিট সমূহ
  3. ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা
  4. ভর্তি পরীক্ষার মানবন্টন
  5. ভর্তি পরীক্ষার তারিখ ও সময়
  6. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
  7. লেখকের মন্তব্য

১.বি ইউ পি ভর্তি তথ্য ২০২৩।বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩


বি ইউ পি বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়।কিছুদিন আগেই বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ প্রকাশিত হয়েছে। বি ইউ পি এর ভর্তি প্রক্রিয়া অত্যন্ত প্রতিযোগিতামূলক, এবং সম্ভাব্য শিক্ষার্থীদের অবশ্যই ভর্তির নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে এবং সময়সীমার আগে তাদের আবেদন জমা দিতে হবে।

আবেদন সম্পর্কিত তথ্য:

আবেদন শুরু : ২৩ ফেব্রুয়ারী ২০২৩

আবেদন শেষ : ১৫ মার্চ ২০২৩

যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ : ১৮ মার্চ ২০২৩

প্রবেশপত্র ডাউনলোড : ২১ মার্চ ২০২৩ থেকে

ভর্তি পরীক্ষার তারিখ : ২৪ ও ২৫ মার্চ ২০২৩

আবেদন ফি : ১০০০ টাকা

আবেদন লিংক : admission.bup.edu.bd

আবেদন প্রক্রিয়া:

  • ভর্তির আবেদনের যোগ্যতা পূরণ করা : আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা তাদের পছন্দসই প্রোগ্রামের জন্য নির্দিষ্ট ভর্তির আবেদনের যোগ্যতা পূরণ করেছে।
  • আবেদন ফরম পূরণ করা: ভর্তি বিজ্ঞপ্তি দেখার করার পর, প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্র পূরণ করতে হবে।
  • আবেদন জমা দেওয়া: আবেদনকারীদের অবশ্যই তাদের সম্পূর্ণ আবেদনপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র, যেমন একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেট, নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে জমা দিতে হবে।
  • আবেদন ফি প্রদান করা: একটি অ-ফেরতযোগ্য আবেদন ফি অবশ্যই ভর্তির বিজ্ঞপ্তিতে প্রদত্ত নির্দেশাবলী অনুযায়ী আবেদনকারীদের প্রদান করতে হবে।
  • প্রবেশপত্র ডাউনলোড করা: আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পরে, ভর্তি পরীক্ষার আগে আবেদনকারীদের অবশ্যইবিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
  • ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করা: আবেদনকারীদের অবশ্যই ভর্তির বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশাবলী অনুসারে ভর্তি পরীক্ষায় উপস্থিত হতে হবে।

২.বি ইউ পি এর ইউনিট সমূহ।বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ 

বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ অনুযায়ী,ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে।এই ৪টি ইউনিট এবং ইউনিটের অন্তর্ভুক্ত বিষয়সমূহ:


কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS):
বিষয়সমূহ
  • ডেভেলপমেন্ট স্টাডিজ
  • ডিজেস্টার এন্ড হিউম্যান সিকিউরিটি
  • ইকোনমিকস
  • ইংলিশ
  • পাবলিক এডমিনিস্টেশন
  • সোশ্যিয়লোজি
বিজনেস স্টাডিজ অনুষদ (FBS):
বিষয়সমূহ

  • বিবিএ – সাধারণ
  • ফিনান্স
  • অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম
  • মার্কেটিং
  • ম্যানেজমেন্ট
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST):
বিষয়সমূহ

  • ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং
  • এনভায়রনমেন্টাল সায়েন্স

সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS):
বিষয়সমূহ

  • ইন্টারন্যাশনাল রিলেশনস
  • ল (আইন)
  • মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম

৩.ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা।বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩

বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ অনুসারে,যেসব শিক্ষার্থীরা ২০২১ অথবা ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেসব শিক্ষার্থীরাই এসকল  ইউনিটগুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা:

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)
  • বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.৫০)
  • ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
  • মানবিকঃ মোট জিপিএ ৮.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)
  • বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.০০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.২৫)
  • ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
  • মানবিকঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST)

যেসব শিক্ষার্থীরা ২০২১ কিংবা ২০২২ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছে শুধুমাত্র সেসব শিক্ষার্থীরাই এ ইউনিট এ ভর্তির জন্য আবেদন করতে পারবেন। তবে আবেদনের জন্য প্রয়োজনীয় জিপিএ হলোঃ

  • বিজ্ঞানঃ মোট জিপিএ ৯.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.৫০)
সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)
  • বিজ্ঞানঃ মোট জিপিএ ৮.৫০ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৪.০০)
  • ব্যবসায় শিক্ষাঃ মোট জিপিএ ৮.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৩.৭৫)
  • মানবিকঃ মোট জিপিএ ৮.২৫ (এসএসসি এবং এইচএসসি’র ন্যূনতম জিপিএ ৩.৭৫)

৪.ভর্তি পরীক্ষার মানবন্টন।বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ 

বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ এ ভর্তি পরীক্ষার মানবন্টন সম্পর্কে তথ্য দেয়া হয়েছে।

ইউনিট ভিত্তিক মানবন্টন:

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ (FASS)
মোট নম্বর=১০০
  • বাংলা ২০
  • ইংরেজী ৪০
  • সাধারণ জ্ঞান ৪০
বিজনেস স্টাডিজ অনুষদ (FBS)
মোট নম্বর=১০০
  • ম্যাথ ৩৫
  • ইংলিশ ৩৫
  • সাধারণ জ্ঞান ৩০
বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ (FST)
মোট নম্বর=৮০
  • ম্যাথ/বায়োলজি ২৫
  • ফিজিক্স ২০
  • কেমিস্ট্রি ২০
  • ইংলিশ ১৫
সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ (FSSS)
মোট নম্বর=১০০
  • বাংলা ২০
  • ইংলিশ ৪০
  • সাধারণ জ্ঞান ৪০

৫.ভর্তি পরীক্ষার তারিখ ও সময়।বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ 

বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ অনুযায়ী  ভর্তি পরীক্ষার তারিখ ও সময়:
  • বিজনেস স্টাডিজ অনুষদ: ২৫ মার্চ, ২০২৩ দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত(৫০০ সিট)
  • কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ: ২৪ মার্চ, ২০২৩ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত(৩৫০ সিট)
  • সিকিউরিটি এন্ড স্ট্রাটেজিক অনুষদ: ২৪ মার্চ, ২০২৩ দুপুর ৩ টা থেকে ৪ টা পর্যন্ত(২৫০ সিট)
  • বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ: ২৫ মার্চ, ২০২৩ সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত(১৫০ সিট)

৬.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর।বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ 

প্রশ্ন ১:বি ইউ পি কি ক্যান্টনমেন্টের ভিতর অবস্থিত? 
উত্তর: হ্যাঁ।
প্রশ্ন ২: বি ইউ পি তে কোন মাধ্যমে পড়ানো হয়?
উত্তর: ইংরেজী মাধ্যমে
প্রশ্ন ৩:ভর্তি পরীক্ষা মোট কত নম্বরের?
উত্তর:১০০
প্রশ্ন ৪:প্রতিটি ভুলের জন্য কত নম্বর কাটা যাবে?
উত্তর:০.২৫
প্রশ্ন ৫:বি ইউ পি তে কি ড্রেস কোড আছে?
উত্তর:হ্যাঁ,আছে।

৭.লেখকের মন্তব্য।বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ 

বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ আর্টিকেলটিতে ভর্তি সম্পর্কে যাবতীয় তথ্য আলোচনা করা হয়েছে। অনেক শিক্ষার্থী বি ইউ পিতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করবেন। আবেদন করার পূর্বে বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ সম্পর্কে জানা থাকলে আবেদন প্রক্রিয়াটি সহজতর হবে। তাই বিইউপি তে আবেদনে আগ্রহী শিক্ষার্থীদের বি ইউ পি ভর্তি সার্কুলার ২০২৩ আর্টিকেলটি মনোযোগ সহকারে  পড়ার জন্য বিশেষ অনুরোধ রইলো। আশা করছি এতে শিক্ষার্থীগণ কিছুটা হলেও উপকৃত হবেন।




লেখক: রাজিয়া সুলতানা
পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: দিনাজপুর



ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url