জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩
দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ তথ্য প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা এই ভর্তি তথ্য সম্পর্কে জানতে আগ্রহী থাকেন। এই আর্টিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যে সকল শিক্ষার্থী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবেন আর্টিকেলটি তাদের সহায়তা করবে। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ সম্পর্কে জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ও সিট সংখ্যা
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহ
- ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ও বিষয়ভিত্তিক শর্তাবলী
- ভর্তি পরীক্ষার মানবন্টন
- আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন উত্তর
- লেখকের মন্তব্য
১.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য ও সিট সংখ্যা।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩
বাংলাদেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।।এবছরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ প্রকাশিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) তে ৩৪ টি বিভাগ ও ৩ টি ইনস্টিটিউটের অধীনে মোট আসনসংখ্যা ১৮৮৯ টি।
আবেদন ফি:
A, B, C & E ইউনিট:900 টাকা
D Unit:600 টাকা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা:
গণিত ও পদার্থবিজ্ঞান অনুষদ (C unit)
- রসায়ন বিভাগ- ৭০
- গণিত বিভাগ- ৭৫
- পরিসংখ্যান বিভাগ- ৬৫
- পদার্থবিজ্ঞান বিভাগ- ৬৫
- ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ- ৪০
- কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং- ৫০
- পরিবেশ বিজ্ঞান বিভাগ- ৪০
*মোট আসন সংখ্যা- ৪১০ টি
সমাজবিজ্ঞান অনুষদ (B unit)
- ভূগোল ও পরিবেশ বিভাগ- ৬০
- অর্থনীতি বিভাগ- ৭০
- সরকার ও রাজনীতি বিভাগ- ৬৬
- নগর ও অঞ্চল পরিকল্পনা- ৪০
- নৃবিজ্ঞান বিভাগ- ৪০
- লোকপ্রসাশন- ৫০
*মোট আসন সংখ্যা- ৩২৬ টি
কলা ও মানবিকী অনুষদ (C and C1 Unit)
- বাংলা বিভাগ- ৬০
- ইংরেজি বিভাগ- ৭০
- দর্শন বিভাগ- ৫০
- ইতিহাস বিভাগ- ৬০
- নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ- ২৬
- প্রত্নতত্ত্ব বিভাগ- ৩০
- চারুকলা বিভাগ- ৩৫
- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ- ৭০
- জার্নালিজম ও মিডিয়া স্টাডিজ বিভাগ- ৩৬
*মোট আসন সংখ্যা- ৪৩৭ টি
জীববিজ্ঞান অনুষদ (D Unit)
- প্রাণীবিদ্যা - ৫০
- উদ্ভিদবিদ্যা- ৬০
- ফার্মেসি- ৫০
- মাইক্রোবায়োলজি- ৩৬
- প্রাণরসায়ন ও অনুপ্রান বিভাগ- ৬০
- পাবলিক হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ৪০
*মোট আসন সংখ্যা- ৩২০ টি
আইন অনুষদ
- আইন ও বিচার- ৬০
*মোট আসন সংখ্যা- ৬০ টি
বিজনেস স্টাডিজ অনুষদ(E unit)
- ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ- ৫০
- ফিনান্স ও ব্যাংকিং- ৫০
- একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেম- ৫০
- মার্কেটিং বিভাগ- ৫০
*মোট আসন সংখ্যা- ২০০ টি
আইবিএ অনুষদ
Institute Of Business and Administration- 50
আই আই টি
Institute Of Information and Technology- 56
আরও পড়ুনঃ ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে?
২.জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহ।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ অনুসারে, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভর্তি পরীক্ষা হবে ৫টি ইউনিটে। প্রার্থীদের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে ভর্তি কর্তৃপক্ষ। ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে,ভর্তি ইউনিটগুলি হল-
- A ইউনিট: – Mathematical, Physical Science and Institute of Information Technology (IIT) [গণিত, পদার্থবিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষদ ]
- B ইউনিট: – Social Science & Law [সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ ]
- C ইউনিট: – Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture [শিল্প ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ]
- D ইউনিট: – Biological Science [জীববিজ্ঞান অনুষদ ]
- E ইউনিট: – Business Studies and Institution of Business Administration (IBA) [ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ]
৩.ইউনিট ভিত্তিক আবেদনের যোগ্যতা ও বিষয়ভিত্তিক শর্তাবলী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ অনুযায়ী,২০২২-২০২৩ শিক্ষাবর্ষ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিট সংখ্যা ১০ টি থেকে কমিয়ে ৫ টি করা হয়েছে। বিভিন্ন ইউনিটে আবেদন করতে হলে নূন্যতম যোগ্যতা যা অবশ্যই থাকতে হবে তা নিম্নে উল্লেখ করা হলোঃ
A ইউনিট - Mathematical, Physical Science and Institute of Information Technology (IIT) [গণিত, পদার্থবিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুষদ]উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
বিষয়ভিত্তিক শর্তাবলী:অনুষদ-গণিত বিভাগে (Department Of Mathematics) ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত অংশে ন্যূনতম ৫০%, রসায়ন (Department Of Chemistry) বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন অংশে ন্যূনতম ৫০%, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনােলজিতে (IIT) ভর্তির জন্য পদার্থবিজ্ঞান, গণিত ও আইসিটিতে পৃথক ভাবে নূন্যতম ৫০% নম্বর পেতে হবে।
B ইউনিট – Social Science & Law [সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ ]উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান/ বাণিজ্য/ মানবিক শাখায় পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
বিষয়ভিত্তিক শর্তাবলী:আইন ও বিচার বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি উভয় অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০% নম্বর পেতে হবে।
C ইউনিট – Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture [শিল্প ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ]উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান/ বাণিজ্য/ মানবিক শাখায় পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
C ইউনিট – Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture [শিল্প ও মানবিক এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি অনুষদ ]উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান/ বাণিজ্য/ মানবিক শাখায় পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে।
বিষয়ভিত্তিক শর্তাবলী:অনুষদ-বাংলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৪০% এবং বাংলা অংশে ন্যূনতম ৫০%, ইংরেজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি অংশে ন্যূনতম ৭০% Marks পেতে হবে, আন্তর্জাতিক সম্পর্ক (TR) বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় আন্তর্জাতিক বিষয়াবলী অংশে ন্যূনতম ৭০% নম্বর পেতে হবে, জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে পৃথকভাবে ন্যুনতম ৬০%, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান ও বিভাগ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় ন্যূনতম ৬০% নম্বর পেতে হবে।
D ইউনিট – Biological Science [জীববিজ্ঞান অনুষদ ]উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পাড়বে।
D ইউনিট – Biological Science [জীববিজ্ঞান অনুষদ ]উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথক পৃথক ভাবে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। এই ইউনিটে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পাড়বে।
বিষয়ভিত্তিক শর্তাবলী:অনুষদ-ফার্মেসী, প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং মাইক্রোবায়ােলজি বিভাগে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় রসায়ন ও জীববিজ্ঞান উভয় অংশে পৃথকভাবে ন্যূনতম ৫০% নম্বর পেতে হবে।
E ইউনিট – Business Studies and Institution of Business Administration (IBA) [ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ]বিজনেস স্টাডিজ অনুষদের জন্য উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথক পৃথক ভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ এর জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
E ইউনিট – Business Studies and Institution of Business Administration (IBA) [ব্যবসা এবং ব্যবসায় প্রশাসন অনুষদ ]বিজনেস স্টাডিজ অনুষদের জন্য উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক উভয় পরীক্ষায় ৪র্থ বিষয়সহ পৃথক পৃথক ভাবে মানবিক/ব্যবসায় শিক্ষা/সমমান শাখায় ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং বিজ্ঞান শাখায় ৪.০০ থাকতে হবে এবং ইনস্টিটিউট অব বিজনেস এডমিনেসট্রশন -আইবিএ জেইউ এর জন্য ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।
বিষয়ভিত্তিক শর্তাবলী:বিবিএ (আইবিএ-জেইউ)-তে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় ইংরেজি ও গণিতে পৃথকভাবে ন্যূনতম ৪০% নম্বরপেতে হবে।
আরও পড়ুনঃ ইংরেজি শেখার সহজ উপায়
৪.ভর্তি পরীক্ষার মানবন্টন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ অনুসারে,সকল ইউনিটে ৮০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫৫ মিনিট তবে OMR পূরণের জনা আলাদাভাবে ৫ মিনিট সময় দেয়া হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২০ নম্বর কাটা যাবে। MCQ পরীক্ষায় ৩৩% মার্ক না পেলে অকৃতকার্য বলে বিবেচনা করা হবে।
A ইউনিট:
Mathematical, Physical Science and Institute of Information Technology (IIT)
Math- 22
Physics- 22
Chemistry- 22
Bangla- 3
English- 3
ICT- 8
Mathematical, Physical Science and Institute of Information Technology (IIT)
Math- 22
Physics- 22
Chemistry- 22
Bangla- 3
English- 3
ICT- 8
B ইউনিট:
Social Science & Law
বাংলা – ২৫
ইংরেজি – ২৫
গণিত – ০৫
সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, আইকিউ- ২৫
বাংলা – ২৫
ইংরেজি – ২৫
গণিত – ০৫
সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয়, আইকিউ- ২৫
C ইউনিট:
Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture
ইংরেজি – ১৫
বাংলা – ১৫
অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় -৫০ নম্বর
Arts & Humanities and Institute of Bangabandhu Comparative literature and Culture
ইংরেজি – ১৫
বাংলা – ১৫
অনুষদ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় -৫০ নম্বর
D ইউনিট:
Biological Science
Bangla- 4
English- 4
Chemistry- 24
Botany- 22
Zoology- 22
IQ- 8
E ইউনিট:
Business Studies and Institution of Business Administration (IBA)
বিজ্ঞান ও মানবিক শাখা
বাংলা – ১১
ইংরেজি – ২৩
গণিত – ১১
সাধারণ জ্ঞান- ১৫
ব্যবসায় শিক্ষা শাখা
বাংলা – ১১
ইংরেজি -২৩
গণিত -১১
হিসাব বিজ্ঞান এবং বাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ১৫
Biological Science
Bangla- 4
English- 4
Chemistry- 24
Botany- 22
Zoology- 22
IQ- 8
E ইউনিট:
Business Studies and Institution of Business Administration (IBA)
বিজ্ঞান ও মানবিক শাখা
বাংলা – ১১
ইংরেজি – ২৩
গণিত – ১১
সাধারণ জ্ঞান- ১৫
ব্যবসায় শিক্ষা শাখা
বাংলা – ১১
ইংরেজি -২৩
গণিত -১১
হিসাব বিজ্ঞান এবং বাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা – ১৫
৫.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন উত্তর।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩
প্রশ্ন ১: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেয়া হবে?
উত্তর:৫ টি।
প্রশ্ন ২: আইন ও বিচার বিভাগে ন্যূনতম কত নম্বর থাকতে হবে?
উত্তর:৬০%।
প্রশ্ন ৩: D ইউনিটের আবেদন ফি কত?
উত্তর:৬০০ টাকা।
প্রশ্ন ৪:প্রতিটি ভুল উত্তরের জন্য কত নম্বর কাটা যাবে?
উত্তর:০.২০।
প্রশ্ন ৫:MCQ পরীক্ষায় তো পেলে written খাতা দেখা হবে?
উত্তর:৩৩%
৬.লেখকের মন্তব্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্যই মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ আর্টিকেলটি লিখা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ এর আগে অবশ্যই ভর্তি তথ্য সম্পর্কে ধারণা থাকাটা জরুরী।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ আর্টিকেল টিম পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি তথ্য সম্পর্কে কিছু ধারণা পাবেন।তাই অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য ২০২৩ আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ার অনুরোধ থাকবে।
আরও পড়ুনঃ মার্কেটিং সাবজেক্ট রিভিউ
লেখক: রাজিয়া সুলতানা
পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: দিনাজপুর
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর
আরও পড়ুনঃ আক্কেল দাঁতের সমস্যায় যা যা করবেন
The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়
comment url