OrdinaryITPostAd

আর্টস এ কি কি সাবজেক্ট আছে? (অনার্স+এইচ এস সি+এস এস সি)

বাংলাদেশের শিক্ষার্থীরা অষ্টম শ্রেণী পাস করার পর নবম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার শুরুতে নির্দিষ্ট তিনটি বিভাগের মধ্য থেকে একটি বিভাগ নির্বাচন করেন। এই তিনটি বিভাগের মধ্যে আর্টস অন্যতম। এই আর্টিকেলে আর্টস এ কি কি সাবজেক্ট আছে? সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই যে সকল শিক্ষার্থীরা বিভাগ নির্বাচন করবেন আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটি মূলত তাদের জন্য। শিক্ষার্থীদের কাছে অনুরোধ থাকবে আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটা মনোযোগ সহকারে পড়ার জন্য।

আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)

  1. আর্টস এর ধারণা
  2. এস এস সি তে আর্টস এর বিষয়সমূহ
  3. এইচ এস সি তে আর্টস এর বিষয়সমূহ
  4. অনার্সে আর্টস এর বিষয়সমূহ
  5. আর্টস থেকে চাকরির সুযোগ
  6. আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর
  7. লেখকের মন্তব্য

১.আর্টস এর ধারণা।আর্টস এ কি কি সাবজেক্ট আছে?

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী পড়াশোনার বিভিন্ন বিষয়গুলোকে প্রধানত তিনটি বিভাগে ভাগ করা হয়েছে।এই বিভাগগুলো হলো:
  1. সাইন্স(বিজ্ঞান বিভাগ)
  2. কমার্স(ব্যবসায় শিক্ষা বিভাগ)
  3. আর্টস(মানবিক বিভাগ)
এই আর্টিকেলে মূলত আর্টস এ কি কি সাবজেক্ট আছে? এই বিষয়ে আলোচনা করা হয়েছে।তাই আর্টস বা মানবিক বিভাগ সম্পর্কে কিছু তথ্য প্রদান করা হলো:

আর্টস(মানবিক বিভাগ):আর্টস শব্দের অর্থ কলা,মানবিক বিদ্যা ইত্যাদি।আর্টস প্রধান তিনটি বিভাগের মধ্যে অন্যতম।এই বিভাগের নামের মাধ্যমেই ধারণা করা যায় এই বিভাগে কি ধরনের বিষয় পড়ানো হয়।
আর্টস এ সমাজ এবং সামাজিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা হয়।যাকে আমরা "কারেন্ট অ্যাফেয়ার্স" হিসেবে বিবেচনা করি, তা মানবিক একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে বিবেচিত।আমাদের মাতৃভাষা বাংলাও আর্টস এর অন্তর্ভুক্ত একটি সাবজেক্ট।

২.এস এস সি তে আর্টস এর বিষয়সমূহ।আর্টস এ কি কি সাবজেক্ট আছে?

আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলের এই পয়েন্টে আমরা এস এস সি তে থাকা আর্টস এর সাবজেক্ট সমূহ সম্পর্কে বিস্তারিত জানবো।

এস এস এস তে আর্টসের সাবজেক্ট সমূহ :
  1. পৌরনীতি ও নাগরিকতা
  2. ভূগোল ও পরিবেশ
  3. বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা
  4. অর্থনীতি

৩.এইচ এস সি তে আর্টস এর বিষয়সমূহ।আর্টস এ কি কি সাবজেক্ট আছে? 

আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলের এই পয়েন্টে এইচ এস সি তে আর্টসের যে সকল সাবজেক্ট সমূহ আছে সেগুলো সম্পর্কে জানবো।

এইচ এস সি তে আর্টসের সাবজেক্ট সমূহ:
  1. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র
  2. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র
  3. পরিসংখ্যান ১ম পত্র
  4. পরিসংখ্যান ২য় পত্র
  5. সমাজকর্ম ১ম পত্র
  6. সমাজকর্ম ২য় পত্র
  7. কৃষি শিক্ষা ১ম পত্র
  8. কৃষি শিক্ষা ২য় পত্র
  9. ইতিহাস ১ম পত্র
  10. ইতিহাস ২য় পত্র
  11. ইসলাম শিক্ষা ১ম পত্র
  12. ইসলাম শিক্ষা ২য় পত্র
  13. যুক্তিবিদ্যা ১ম পত্র
  14. যুক্তিবিদ্যা ২য় পত্র
  15. মনোবিজ্ঞান ১ম পত্র
  16. মনোবিজ্ঞান ২য় পত্র
  17. ভূগোল ১ম পত্র
  18. ভূগোল ২য় পত্র
  19. অর্থনীতি ১ম পত্র
  20. অর্থনীতি ২য় পত্র
  21. পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
  22. পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

৪.অনার্সে আর্টস এর বিষয়সমূহ।আর্টস এ কি কি সাবজেক্ট আছে?

 আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলের এই পয়েন্টে অনার্সে
 আর্টসের যে সকল সাবজেক্ট সমূহ আছে সেগুলো সম্পর্কে জানবো।

অনার্সে থাকা আর্টসের সাবজেক্ট সমূহ:
  1. বাংলা
  2. ইংরেজি
  3. আরবি
  4. ফারসি ভাষা ও সাহিত্য
  5. উর্দু
  6. সংস্কৃত
  7. পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ
  8. ইতিহাস
  9. দর্শন
  10. ইসলামিক স্টাডিজ
  11. ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  12. তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা
  13. থিয়েটার এন্ড
  14. পারফরম্যান্স স্টাডিজ
  15. ভাষাবিজ্ঞান
  16. সংগীত
  17. বিশ্ব ধর্ম ও সংস্কৃতি
  18. নৃত্যকলা
  19. অর্থনীতি
  20. রাষ্ট্রবিজ্ঞান
  21. আন্তর্জাতিক সম্পর্ক
  22. সমাজবিজ্ঞান
  23. লোক প্রশাসন
  24. গণযোগাযোগ ও সাংবাদিকতা
  25. নৃবিজ্ঞান
  26. শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন
  27. পপুলেশন সাইন্স
  28. উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ
  29. টেলিভিশন , চলচিত্র ও ফটোগ্রাফি
  30. উন্নয়ন অধ্যয়ন
  31. ক্রিমিনোলজি
  32. কমিউনিকেশন ডিসঅর্ডারস ( যোগাযোগ বৈকল্য)
  33. প্রিন্টিং এন্ড পাবলিকেশন স্টাডিজ
  34. জাপানিজ স্টাডিজ
  35. আইন
  36. মনোবিজ্ঞান
  37. ভূগোল ও পরিবেশ
  38. সমাজ কল্যাণ
  39. স্বাস্থ্য অর্থনীতি
  40. শিক্ষা বি.এড
  41. ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজ

৫.আর্টস থেকে চাকরির সুযোগ।আর্টস এ কি কি সাবজেক্ট আছে?

আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলের এই পর্যায়ে আর্টসে চাকরির সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হবে।

মানবিক বিভাগ থেকে চাকরির অনেক সুযোগ সুবিধা রয়েছে।নিম্নে আর্টসের কোন সাবজেক্ট পড়ে কি হওয়া যায় তা দেয়া হলো:
  • ইংরেজি:ইংরেজিকে আর্টসের টপ সাবজেক্ট গুলোর একটি মনে করা হয়। ইংরেজি বিভাগে পড়াশোনার মাধ্যমে যেকোন চাকরির পরীক্ষায় ভালো ফলাফল করা যায়।
  • ইতিহাস/রাষ্ট্রবিজ্ঞান/বাংলা/অর্থনীতি: এই সাবজেক্ট গুলোকে জেনারেল সাবজেক্ট হিসেবে বিবেচনা করা হয়। বিসিএস এর জন্য এই সাবজেক্ট গুলো খুবই ভালো।
  • আইন: আইন সাবজেক্টের ডিমান্ড সর্বদাই বেশি। এসবের পড়ার মাধ্যমে আইনজীবী, কোন কোম্পানির লিগাল এডভাইজার অথবা জুডিশিয়াল সার্ভিসে চাকরি করা যায়।
  • সমাজকল্যাণ/সমাজকর্ম: বিভিন্ন এনজিও এবং সমাজসেবামূলক কার্যক্রমে এই সাবজেক্টের শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন।
এছাড়াও আর্টসের আরো অন্যান্য সাবজেক্টের জন্য বিভিন্ন কর্মক্ষেত্রের সুযোগ সুবিধা রয়েছে।

৬.আর্টিকেল সম্পর্কিত প্রশ্ন-উত্তর।আর্টস এ কি কি সাবজেক্ট আছে?

প্রশ্ন ১: আর্টস শব্দের অর্থ কী?
উত্তর:কলা,মানবিক বিদ্যা।
প্রশ্ন ২: এইচ এস সি আর্টসের কয়টি সাবজেক্ট রয়েছে?
উত্তর:সর্বমোট ২২ টি।
প্রশ্ন ৩: আর্টসে কি চাকরির ভালো সুযোগ রয়েছে?
উত্তর:অবশ্যই সুযোগ রয়েছে।
প্রশ্ন ৪:আর্টস পড়ে কি বিসিএস এ সুবিধা পাওয়া যায়?
উত্তর:হ্যা,আর্টসের কিছু বিষয় পড়লে বিসিএস এ সুবিধা পাওয়া যায়।
প্রশ্ন ৫:আর্টসের সাবজেক্ট পড়লে কি জানা যায়?
উত্তর:সমাজব্যবস্থা,সরকার ও জনগণ সম্পর্কে জানা যায়।
প্রশ্ন ৬:বাংলা কি আর্টসের সাবজেক্ট?
উত্তর:অনার্সে বাংলা আর্টসের সাবজেক্ট হিসেবে পড়ানো হয়। 

৭.লেখকের মন্তব্য।আর্টস এ কি কি সাবজেক্ট আছে? 

অষ্টম শ্রেণীর থেকে নবম শ্রেণীতে উঠার সময় শিক্ষার্থীদের বিভাগ চয়েজের সুযোগ দেয়া হয়।আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটি সেই সকল শিক্ষার্থীদের জন্য যারা নবম শ্রেণীতে বিভাগ চয়েজ করবেন।
বিভাগ চয়েজ শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে তারা নিজেদের পড়াশোনার একটি নির্দিষ্ট দিক নির্বাচন করেন। তাই বিভাগ গুলো সম্পর্কে সঠিক ধারণা থাকাটা অত্যন্ত জরুরী।আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটা পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা আর্টস এর বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে জানতে পারবেন।
তাই শিক্ষার্থীরা আর্টস এ কি কি সাবজেক্ট আছে? আর্টিকেলটা পড়ার মাধ্যমে উপকৃত হবেন বলে আশা রাখছি।





লেখক: রাজিয়া সুলতানা
পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তিনি পড়াশোনার পাশাপাশি লেখালেখি করতে পছন্দ করেন।
জেলা: দিনাজপুর



ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
মো. আব্দুল্লাহ আল মামুন
পড়াশোনা করছেন:  ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
জেলা: নাটোর

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

The DU Speech-এর নীতিমালা মেনে কমেন্ট করুন, প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়

comment url