The DU Speech
https://www.duspeech.com/2022/12/which-work-more-demand-canada.html
কানাডা কোন কাজের চাহিদা বেশি? বিস্তারিত জানুন
বর্তমানে বহুসংখ্যক কর্মী কাজের ভিসায় বিদেশে পাড়ি জমাচ্ছে। আর সেটা যদি হয় কানাডার মতো দেশ তাহলে তো কোনো কথাই নেই।তবে এর মধ্যে অনেকেই আছে যারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না যে কোন কাজে তারা কানাডা যাবে বা সেখানে কোন ধরনের কাজের চাহিদা বেশি।তাই অনেকেই কানাডা কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে জানতে আগ্রহী।বর্তমান প্রযুক্তির যুগে ঘরে বসেই কানাডা কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে সকল তথ্য জানা সম্ভব। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের আজকের আর্টিকেলে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কানাডা কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে । তাই কানাডা কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আর্টিকেলটি স্কিপ না করে সম্পূর্ণ পড়ুন।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
পৃথিবীতে মানুষ বেচেঁ থাকার জন্য কত ধরনের কাজ করে থাকে।কোনো কোনো সময়ে দেখা যায় নিজ দেশের বাইরে গিয়ে ও জীবিকা নির্বাহের জন্য কাজ করে যাচ্ছে।এক্ষেত্রে কানাডার ভূমিকা অপরিসীম।কানাডায় প্রতিবছর হাজার হাজার শ্রমিক পাড়ি জমায়। বর্তমানে বহুসংখ্যক লোক কাজের ভিসা কিংবা অন্যান্য ভিসায় কানাডা যাচ্ছে।যেকোনো দেশে যেতে হলেই আপনাকে ভিসা নিতে হবে।বর্তমানে বিভিন্ন ধরনের কাজের জন্য কানাডা সরকার কাজের ভিসায় শ্রমিক নিয়োগ করছে। বাঙালিরা,সাধারণত,কানাডায়,স্বাস্থ্য,পরিষেবা,নির্মাণ,খাদ্য, খুচরা ও রিটেইল বাণিজ্য এসব কাজ গুলো করে থাকে। তাই কানাডা যেতে হলে আপনাকে অবশ্যই প্রবাসী শাখা বা কানাডায় কোনো আত্মীয় থাকলে তাদের মাধ্যমে যেতে হবে। কারণ যদি দালালের মাধ্যমে যান তাহলে তুলনামূলক খরচ বেশি পড়বে।
এছাড়াও কানাডায় শ্রমিকের কাজের উপর ভিত্তি করে তাদের বেতনের তারতম্য হয়ে থাকে।
২.কানাডা কাজের বেতন কত|কানাডা কোন কাজের চাহিদা বেশি
অনেকেই আছে যারা কানাডা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা এর মধ্যে যারা গিয়েছে তারা অনেকেই সঠিকভাবে জানে না যে সেখানে শ্রমিকের মাসিক বেতন কত করে।তাই আজকে এই অংশে আলোচনা করবো কানাডা শ্রমিকের বেতন কত সে সম্পর্কে বিস্তারিত তথ্য -
প্রত্যেকটি দেশে তাদের নিজস্ব শ্রম আইন অনুযায়ী সে দেশের শ্রমিকদের সঠিক একটি বেতন কাঠামো নির্ধারণ করে থাকে।ঠিক তেমনি কানাডাতে ও শ্রমিকের নির্ধারিত বেতন কাঠামো রয়েছে। এছাড়াও কানাডা তে সাধারণত শ্রমিক কি ধরনের কাজ করে তার উপর নির্ভর করে বেতন এর পার্থক্য হয়ে থাকে।
বর্তমানে কানাডা সরকার সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছে। কানাডা শ্রম বাজারে শ্রমিকের সর্বনিম্ন মজুরি হবে আনুমানিক প্রায় প্রতি ঘন্টায় ১৫ থেকে ২০ ডলার এর মধ্যে। কানাডার সরকারের আইন অনুযায়ী বেতন দিতে হবে আপনাকে কোনোমতেই কোনো কোম্পানি ইচ্ছে মত বেতন দিতে পারবে না।এক্ষেত্রে আপনার কাজের অভিজ্ঞতা ও যোগ্যতা অনুসারে পরবর্তীতে বেতন কিছুটা বাড়তে পারে।
৩. কানাডা যেসব কাজের চাহিদা বেশি|কানাডা কোন কাজের চাহিদা বেশি
যারা কানাডা কাজের ভিসায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা গিয়েছে তারা অনেকেই সঠিকভাবে জানে না কানাডা কোন কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে । নিম্নে আলোচনা করা হলো কানাডা কোন কাজের চাহিদা বেশি সে সম্পর্কে বিস্তারিত তথ্য -
খাদ্য পরিষেবা
নির্মাণ
স্বাস্থ্যসেবা
বাসস্থান
খুচরা বা রিটেইল বাণিজ্য
পরিবহন
গুদামজাতকরণ
শিক্ষাখাতের বিভিন্ন পরিষেবা।
ওয়েল্ডিং এর কাজ
হোটেল বয়
গ্রাফিক্স ডিজাইন
ফিন্যান্স ম্যানেজার
মার্কেটিং ম্যানেজার
আইটি ম্যানেজার
ওয়েব ডিজাইন
সাধারণত এসব কাজগুলোর চাহিদা কানাডা অনেক বেশি। তাই এই কাজগুলোর বেতনও তুলনামূলক বেশি দিয়ে থাকে। আশা করি কানাডা কোন কাজের বা কোন কাজগুলো চাহিদা বেশি আপনারা বুঝতে পেরেছেন সে সম্পর্কে।
৪. কানাডা ভিসা আবেদনের প্রয়োজনীয় ডকুমেন্টস|কানাডা কোন কাজের চাহিদা বেশি
কানাডা যেতে কি কি ডকুমেন্ট বা যোগ্যতা প্রয়োজন:
কানাডা যেতে হলে প্রয়োজনীয় কি কি কাগজপত্র লাগবে সে সম্পর্কে অনেকেই জানতে চায়।তাই আজকে এই অংশে আলোচনা করবো কানাডা যেতে কি কি ডকুমেন্ট দরকার হয় সে সম্পর্কে বিস্তারিত সব তথ্য -
কানাডা যেতে সর্বপ্রথম আপনার একটি বৈধ পাসপোর্ট এর প্রয়োজন হবে।
এবং সেই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থাকতে হবে।
পাসপোর্ট সাইজ এর ছবি।
আপনার এনআইডি কার্ড লাগবে যদি থাকে।
এছড়াও লাগবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
আপনার একটি মেডিকেল রিপোর্ট এর প্রয়োজন হবে।
করোনার ভ্যাকসিন নিয়েছেন এর প্রমাণপত্র হিসেবে টিকা কার্ড বা সনদ পত্র এর প্রয়োজন হবে।
একটি ব্যাংক একাউন্ট
টাকা প্রদানের রশিদ ও চুক্তিপত্র
কাজের অভিজ্ঞতা ও প্রমাণপত্র
আবেদনকারীর সম্পূর্ণ ব্যক্তিগত তথ্য
ব্যাংক স্টেটমেন্ট
সাধারণত এই ডকুমেন্ট গুলো লাগে যেকোনো দেশে আবেদন করতে হলে সেই রকম কানাডা যেতে হলেও।তবে এছাড়াও যদি অন্য আরও কোনো কাগজপত্র লাগে সেক্ষেত্রে এম্ব্যাসি থেকে আপনে জানতে পারবেন। আশা করি,বুঝতে পেরেছেন আপনারা কানাডা ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হয় তার বিস্তারিত তথ্য সম্পর্কে।
৫. কানাডা যেতে কত টাকা লাগে|কানাডা কোন কাজের চাহিদা বেশি
বাংলাদেশ থেকে বর্তমানে কানাডা বহুসংখ্যক শ্রমিক কাজের ভিসায় যাচ্ছে। অনেকেই আছে কাজের ভিসায় কানাডা যেতে কত টাকা লাগে সে সম্পর্কে সঠিকভাবে জানে না। তাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো কানাডা যেতে কত টাকা লাগে সে সম্পর্কে বিস্তারিত তথ্য -
কানাডায় বিভিন্ন ধরনের ভিসায় লোক যাচ্ছে তাই ভিসার ভিন্নতার ওপর সম্পূর্ণ খরচ নির্ভর করে।এক্ষেত্রে কানাডা স্টুডেন্ট ভিসার খরচ সর্বনিম্ন আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকা ।এছাড়াও কানাডায় কৃষি ভিসাতে ও যেতে পাঁচ লাখের মতো লাগে।আর যদি আপনি কানাডায় কাজের ভিসায় যান তাহলে লাগবে আনুমানিক প্রায় সাত লাখ টাকার মতো।যদি দালালের মাধ্যমে যান তাহলে খরচ একটু বেশি পড়বে।
তবে যদি কোনো ব্যক্তি বা দালাল এর থেকে বেশি টাকা দাবি করে তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।
প্রিয় পাঠক, আজকে আমরা আপনাদের সাথে কানাডা কোন কাজের চাহিদা বেশি এ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। কানাডা কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে বা যেকোনো বিষয়ে আপনাদের কোনো অভিযোগ বা মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঢাকা বিশববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠন The DU Speech এর সাথেই থাকবেন। কানাডা কোন কাজের চাহিদা বেশি এ সম্পর্কে হোক বা যেকোনো বিষয়ে আমরা আপনাদের মতামতকে গুরুত্বের সাথে বিবেচনা করবো।
লেখক: খাদিজা খা
পড়াশোনা করছেন: ঢাকা বিশ্ববিদ্যালয়
জেলা: শরিয়তপুর
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন