The DU Speech
https://www.duspeech.com/2022/12/thirty-first-night-status-caption%20.html
থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস | উক্তি | ক্যাপশন
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনে সবাইকে স্বাগত। থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস,উক্তি,ক্যাপশন সম্পর্কে আপনারা অনেকেই সঠিক ভাবে জানেন না। থার্টি ফাস্ট নাইট স্ট্যাটাস,উক্তি,ক্যাপশন সম্পর্কে আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান। থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস এবং থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস,উক্তি,ক্যাপশন সম্পর্কে আজকে আমরা আপনার সাথে আলোচনা করবো। থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস,উক্তি,ক্যাপশন সম্পর্কে বিস্তারিত জানতে আজকের আর্টিকেলটি ভালোভাবে পড়ুন। আজকের আর্টিকেলে থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস এর পাশাপাশি থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস,উক্তি, ক্যাপশন সম্পর্কে আলোচনা করা হবে।
আর্টিকেল সূচিপত্র (যে অংশ পড়তে চান তার ওপর ক্লিক করুন)
১.থার্টি ফার্স্ট নাইট বলতে কি বুঝায় | থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস | উক্তি | ক্যাপশন
থার্টি ফার্স্ট নাইট হল খ্রিস্টীয় বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার হিসেবে 31 ডিসেম্বর দিবাগত রাত। পহেলা জানুয়ারির প্রথম প্রহর। 31 ডিসেম্বর এই দিনে রাত 12 টার পর থেকে সারাবিশ্বে শুরু হয়ে যায় উৎসবমুখর পরিবেশ। নতুন বছরকে বরণ করতে পালন করা হয় নানা ধরনের অনুষ্ঠান, আতশবাজি, নাচ ও নিত্য ইত্যাদি। কিন্তু কিছু মুসলমান রাষ্ট্রে এই দিনটি পালিত হয় না। আশাকরি বুঝতে পেরেছেন থার্টি ফাস্ট নাইট কি।
থার্টি ফার্স্ট নাইট ইংরেজি শব্দ। থার্টি অর্থ ত্রিশ। ফার্স্ট অর্থ প্রথম এবং নাইট অর্থ রাত। থার্টি ফাস্ট নাইট অর্থ কি? অর্থাৎ থার্টি ফাস্ট নাইট অর্থ একত্রিশ এর রাত। ইংরেজি নতুন বর্ষকে বরণ করার লক্ষে এই দিবস পালন করা হয়। বিভিন্ন দেশে এই দিনটিতে পাবলিক হলিডে পালন করা হয়। বিভিন্ন ধরনের উৎসবের পালনের মাধ্যমে মুখরিত করা হয় এই দিনটি।খ্রিস্টীয় ক্যালেন্ডার অনুসারে এই দিবস পালন করা হয়। এই রাত পেরোতেই নতুন বছরের সূর্য উঠে। নতুন বছরের প্রথম দিনটি পুরনো দিনগুলোর স্মরণার্থে এবং নতুন দিনগুলোকে আগমন জানতে পালন করা হয়। থার্টি ফার্স্ট নাইটকে নিউ ইয়ার ইভ ও বলা হয়।
২.থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস | থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস | উক্তি | ক্যাপশন
খ্রিস্টপূর্ব ৪৬ সালে জুলিয়াস সিজার এর হাত ধরে সর্বপ্রথম ইংরেজি নববর্ষ উদযাপিত হয়। পরবর্তীতে পারস্য সম্রাট জমশিদ খ্রিস্টপূর্ব ৮০০ সালে এই নওরোজের প্রচলন করেন। থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস বিরল। এই ধারাবাহিকতায় পারস্যে এখনো নওরোজ ঐতিহ্যগত জাতীয় উৎসব পালন করা হয়। তারপর পারস্য হতে ধীরে ধীরে বাহিত হয়ে মধ্যপ্রাচ্যে, মুসলিম দেশ ও ভারতসহ বিভিন্ন দেশে এই উৎসব পালিত হয়।কিন্তু বিভিন্ন দেশে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী এই উৎসব পালন করা হয়। ব্যাবিলনিয়ায় নববর্ষ শুরু হতো মহাবিষুবের দিন 20 মার্চ। গ্রীকদের নববর্ষ শুরু হতো খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দি পর্যন্ত 21 ডিসেম্বর। এভাবে বিভিন্ন রীতিনীতি অনুযায়ী পালন করা হতো নববর্ষ। এই সব তথ্য থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস থেকে পাওয়া যায়।
পরবর্তীতে খ্রিস্টীয় রীতি অনুযায়ী সারাবিশ্বে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 31 ডিসেম্বর এই দিনে নববর্ষ পালন করা হয়। শুধুমাত্র মুসলিম দেশগুলো ব্যতিরেকে। ইংরেজি সাল গননার বিষয়টি ইংরেজদের আবিষ্কার নয়। একটি গ্রেগরিয়ান বা খ্রিস্টানদের আবিষ্কার। তাই এটিকে ইংরেজি নববর্ষ নয় গ্রেগরিয়ান নববর্ষ বলা হয়। 1752 সালে ইংরেজরা ১লা জানুয়ারিকে ইংরেজি নববর্ষ হিসেবে পালন করে। থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাস থেকে বোঝা যায় এটি গ্রেগরিয়ান নববর্ষ।
থার্টি ফার্স্ট নাইট মানে নতুন বছর। আর নতুন বছর মানে নতুন স্বপ্ন এবং নতুন অর্জন। থার্টি ফার্স্ট নাইট বছরে একবারই আসে ।এই দিনকে চিরস্মরণীয় দিন হিসাবে মনে রাখতে হবে। কারণ এই একটি পুরাতন বছর ফেলে রেখে আরেকটি নতুন বছরে পা রাখে। আমাদের নতুন বছর মানে আমাদের বন্ধুদেরকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানানো।
থার্টি ফার্স্ট নাইটের কিছু ক্যাপশন এই অংশে দেওয়া হল।
থার্টি ফার্স্ট নাইট ক্যাপশন: ১
নতুন বছরের নতুন দিন আপনাদের জানাই সুস্বাগতম।হ্যাপি নিউ ইয়ার ২০২৩!
থার্টি ফার্স্ট নাইট ক্যাপশন: ২
নতুন বছর আসুক নিয়ে
নতুন নতুন আশা।
পৃথিবীতে ছড়িয়ে দিক
অনেক অনেক ভালোবাসা।
হ্যাপি নিউ ইয়ার ২০২৩
থার্টি ফার্স্ট নাইট ক্যাপশন: ৩
মিষ্টি হাসি দুষ্টু চোখ।
সবার স্বপ্ন সত্যি হোক।
জানাই সবাইকে আরো একবার হ্যাপি নিউ ইয়ার ২০২৩
থার্টি ফার্স্ট নাইট ক্যাপশন: ৪
নতুন বছরের প্রতিটি দিন হবে সুখময়, এমনটা আশা করা যায়। সুখ-দুঃখ সাফল্য-ব্যর্থতা আশা নিরাশা সব আসবে একে একে, আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন তোমাকে সবকিছু সহ্য করার ক্ষমতা দান করে। আমার পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার!
৫. নতুন বছরের এস এম এস | থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস | উক্তি | ক্যাপশন
নতুন বছরের শুভেচ্ছা জানানোর জন্য ব্যক্তিগতভাবে এস এম এস করতে পারেন। বেশি এটেনশান পাওয়ার জন্য ইনবক্সে টেক্সট করা যায়। তবে আপনার এস এম এস টি যেনো স্ট্যান্ডার্ড হয় সেদিকে খেয়াল রাখবেন। নিচে কিছু এস এম এস দেওয়া হলো যেগুলো দিয়ে আপনি বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, অফিসের বস, কলিগ ইত্যাদি সবাইকে শুভেচ্ছা জানাতে পারবেন। চলুন তাহলে এস এম এস গুলো দেখে নিই।
শুভ হোক নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার!
মনে আসুক বসন্ত, সুখ হোক অনন্ত!স্বপ্ন হোক জীবন্ত আর নতুন বছরের আনন্দ হোক অফুরন্ত! শুভ নববর্ষ ২০২৩
সবার নতুন বছর ভালো কাটুক! Happy New Year 2023
শুধু প্রথম দিন নয়, বছরের প্রতিটি দিন যেনো তোমার সুখে কাটে। Happy New Year 2023
নতুন বছর নতুন আলো, বন্ধুরা সব কই গেলো? পাখিরা সব ডানা মেলে, ২০২৩ ঘরে এলো।
কথার শেষে নতুন বেশে, আসছে কোন ভেলা আনন্দে ভেসে, নতুন ছোঁয়া আসছে প্রকৃতির মাঝে, তাই যেন সেজেছে রঙিন বেশে। "শুভ হোক নতুন বছর"
এমন করে বলিস না তোরা, আসিস আমার বাড়ি! সবাই মিলে একসাথে ২০২২ দেবো পাড়ি। নতুন বছরের শুভেচ্ছা ২০২৩।
পিছনের দুঃখ, দুর্দশা ভুলে সামনের দিকে এগিয়ে যাও নতুন আশা নিয়ে। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা।
থার্টি ফাস্ট নাইট স্ট্যাটাস,উক্তি,ক্যাপশন নিয়ে আজকে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম। থার্টি ফার্স্ট নাইট এর ইতিহাসের পাশাপাশি আজকে আমরা থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস,উক্তি,ক্যাপশন সম্পর্কে ও আলোচনা করেছি। থার্টি ফার্স্ট নাইট স্ট্যাটাস,উক্তি,ক্যাপশন সম্পর্কে আপনার যদি কোন প্রশ্ন থাকে সেটি আমাদের জানাতে পারেন। থার্টিফার্স্ট নাইট স্ট্যাটাস, উক্তি,ক্যাপশন সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন।
আর্টিকেলটি লিখেছেন: নুসরাত জাহান হিভা
পড়াশোনা করছেন: রাজশাহী বিশ্ববিদ্যালয়
লেখকের জেলার নাম: কুমিল্লা
ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টিকেল রাইটিং সংগঠনের প্রতিষ্ঠাতা
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন